কোশ কাকে বলে ও কোশের গঠন প্রশ্ন ও উত্তর MCQ PDF

পোস্টটি শেয়ার করুন
Rate this post

কোশ কাকে বলে ও কোশের গঠন প্রশ্ন ও উত্তর MCQ PDF

নমস্কার বন্ধুরা। আমরা আজকে জীবন বিজ্ঞান বিষয়ের কোশ ও তার গঠন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ MCQ ও SAQ প্রশ্ন উত্তর গুলি আলোচনা করবো। এবং সাথে কোশ কাকে বলে ও কোশের গঠন প্রশ্ন ও উত্তর MCQ PDF টি তোমাদের প্রদান করবো। PDF ডাউনলোড লিঙ্ক এই পোস্টের শেষে পেয়ে যাবে।


কোশ কাকে বলে ও কোশের গঠন PDF বিস্তারিত পড়ার জন্য এখানে ক্লিক করুণ


১। ডি-অক্সিরাইবোজের কয় নম্বর কার্বনে অক্সিজেন নেই?
(ক) ২ নং-এ
(খ) ৩ নং-এ
(গ) ৪ নং-এ
(ঘ) ৫ নং-এ

সঠিক উত্তর: (ক)

Join us on Telegram

২। ক্রিস্টি পাওয়া যায় নিচের কোনটিতে?
(ক) ক্লোরোপ্লাস্ট
(খ) মাইটোকন্ড্রিয়া
(গ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
(ঘ) গলগি বডি

সঠিক উত্তর: (খ) মাইটোকন্ড্রিয়া

৩। প্রাককেন্দ্রিক কোষে কোন ক্ষুদাঙ্গটি থাকে?
(ক) গলজি দগুব্য
(খ) রাইবোজোম
(গ) ক্লোরোপ্লাস্ট
(ঘ) মাইটোকন্ড্রিয়া

সঠিক উত্তর: (খ) রাইবোজোম

৪। মানুষের অটোসোম সংখ্যা কত?
(ক) ২২টি
(খ) ২৩টি
(গ) ৪৪টি
(ঘ) ৪৬টি

সঠিক উত্তর: (গ) ৪৪টি

৫। পাতার কোন অংশে ক্লোরোপ্লাস্ট বেশি থাকে?
(ক) প্যালিসেড প্যারেনকাইমা
(খ) স্পঞ্জি প্যারেনকাইমা
(গ) জাইলেম টিস্যু
(ঘ) নিম্নত্বক

সঠিক উত্তর: (ক) প্যালিসেড প্যারেনকাইমা

৬। কোনটি আদিকোষী?
(ক) Riccia
(খ) Ulothrix
(গ) Mucor
(ঘ) E.coli

সঠিক উত্তর: (ঘ) E.coli

৭। কোন অঙ্গাণুটির মাধ্যমে অটোফেগী ঘটে?
(ক) রাইবোসোম
(খ) ইডিওসোম
(গ) লাইসোজোম
(ঘ) সেন্ট্রোজোম

সঠিক উত্তর: (গ) লাইসোজোম

৮। কোনটি Biological coin ?
(ক) DNA
(খ) RNA
(গ) ATP
(ঘ) NAD

সঠিক উত্তর: (গ) ATP

৯। পাশাপাশি কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হলে তাকে বলে-
(ক) প্লাজমালেমা
(খ) প্লাজমোডেসমাটা
(গ) মাইসেলি
(ঘ) পিট মেমব্রেন

সঠিক উত্তর: (খ) প্লাজমোডেসমাটা

১০। কোষীয় কোন অঙ্গাণু বংশগতির উপাদান বহন করে?
(ক) লাইসোজোম
(খ) ক্রোমোজোম
(গ) রাইবোজোম
(ঘ) ডিকটায়োজোম

সঠিক উত্তর: (খ) ক্রোমোজোম

১১। যে কোষীয় অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি পেলে বিশ্ব উষ্ণায়ন কমবে-
(ক) মাইটোকন্ড্রিয়া
(খ) ক্লোরোপ্লাস্ট
(গ) নিউক্লিয়াস
(ঘ) মাইক্রোটিউবলস

সঠিক উত্তর: (খ) ক্লোরোপ্লাস্ট

১২। মাইটোকন্ড্রিয় প্রথম কে প্রত্যক্ষ করেন?
(ক) রবার্ট ব্রাউন
(খ) রবার্ট কক
(গ) কার্ল বেন্ডা
(ঘ) স্ট্যানলি

সঠিক উত্তর: (গ) কার্ল বেন্ডা

১৩। কোষের মস্তিষ্ক কোনটি?
(ক) প্রোটোপ্লাজম
(খ) সাইটোপ্লাজম
(গ) নিউক্লিয়াস
(ঘ) সেন্টিওল

সঠিক উত্তর: (গ) নিউক্লিয়াস

১৪। DNA এর একটি হেলিক্সের অনুক্রম ATGC হলে mRNA এর বেস অনুক্রম হবে-
(ক) TACG
(খ) ATCG
(গ) TUCG
(ঘ) UACG

সঠিক উত্তর: (গ) TUCG

১৫। কোনটি জীবের বংশগতীয় পদার্থ?
(ক) সেন্ট্রোজোম
(খ) রাইবোজোম
(গ) DNA
(ঘ) RNA

সঠিক উত্তর: (গ) DNA

১৬। কোনটি পিউরিন বেস?
(ক) অ্যাডেনিন
(খ) সাইটোসিন
(গ) থাইমিন
(ঘ) ইউরাসিল

সঠিক উত্তর: (ক) অ্যাডেনিন

১৭। ক্রেবস চক্র কোষের কোন অঙ্গাণুতে সম্পন্ন হয়?
(ক) মাইটোকন্ড্রিয়াতে
(খ) নিউক্লিয়াসে
(গ) গলগি বডিতে
(ঘ) রাইবোজোমে

সঠিক উত্তর: (ক) মাইটোকন্ড্রিয়াতে

১৮। থাইলাকয়েড কোষের কোন অঙ্গাণুতে থাকে
(ক) মাইটোকন্ড্রিয়ায়
(খ) রাইবোসোমে
(গ) ক্লোরোপ্লাস্টে
(ঘ) লাইসোসোমে

সঠিক উত্তর: (গ) ক্লোরোপ্লাস্টে

১৯। নিউক্লিয়াসের উপাদান কোনটি?
(ক) ক্রোমোজোম
(খ) লাইসোজোম
(গ) রাইবোজোম
(ঘ) সেন্ট্রাজোম

সঠিক উত্তর: (ক) ক্রোমোজোম

২০। প্লাজমা মেমব্রেন এর ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল?
(ক) লিপিড
(খ) প্রোটিন
(গ) কার্বোহাইড্রেট
(ঘ) এনজাইম

সঠিক উত্তর: (ক) লিপিড

২১। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দানাদার বস্তু কোনটি?
(ক) জিন
(খ) ভেসিকল
(গ) লাইসোসোম
(ঘ) রাইবোসোম

সঠিক উত্তর: (ঘ) রাইবোসোম

২২। প্রোটিন সংশ্লেষণের অঙ্গাণু কোনটি?
(ক) লাইসোজোম
(খ) রাইবোজোম
(গ) গলজি বডি
(ঘ) মাইটোকন্ড্রিয়া

সঠিক উত্তর: (খ) রাইবোজোম

২৩। কোষের প্রোটিন ফ্যাক্টরী কোনটি?
(ক) গলজি বস্তু
(খ) রাইবোজোম
(গ) লাইসোজোম
(ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

সঠিক উত্তর: (খ) রাইবোজোম

২৪। RNA তে থাইমিনের পরিবর্তে নিচের কোনটি বিদ্যমান থাকবে?
(ক) ইউরাসিল
(খ) এডিনিন
(গ) গুয়ানিন
(ঘ) সাইটোসিন

সঠিক উত্তর: (ক) ইউরাসিল

২৫। কোন অঙ্গাণুটির মাধ্যমে অটোফ্যাগি ঘটে?
(ক) রাইবোসোম
(খ) ইডিওসোম
(গ) লাইসোজোম
(ঘ) সেন্ট্রোজোম

সঠিক উত্তর: (গ) লাইসোজোম

২৬। DNA হতে mRNA তৈরি প্রক্রিয়াকে বলা হয়-
(ক) রেপ্লিকেশন
(খ) ট্রান্সলেশন
(গ) ট্রান্সক্রিপশন
(ঘ) মিউটেশন

সঠিক উত্তর: (গ) ট্রান্সক্রিপশন

২৭। কোনটি পাইরিমিডিন বেস?
(ক) অ্যাডিনিন ও থাইমিন
(খ) গুয়ানিন ও সাইটোসিন
(গ) সাইটোসিন ও ইউরাসিল
(ঘ) অ্যাডিনিন ও ইউরাসিল

সঠিক উত্তর: (খ) গুয়ানিন ও সাইটোসিন

২৮। নিম্নের কোনটি সূচনা কোডন?
(ক) AUG
(খ) UAG
(গ) UGA
(ঘ) UAA

সঠিক উত্তর: (ক) AUG

২৯। হ্যাপ্লয়েড জীবের কোথায় মায়োসিস সংঘটিত হয়?
(ক) জাইগোট
(খ) জনন মাতৃকোষ
(গ) দেহ কোষ
(ঘ) জনন কোষ

সঠিক উত্তর: (ক) জাইগোট

৩০। ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্য হলো-
(i) এরা সবুজ এবং খাদ্য তৈরি করতে পারে
(ii) লিউকোপ্লাস্ট হতে সৃষ্টি হয়
(iii) ফুলের পরাগায়নে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৩১। নিউক্লিয়াস –
i. উদ্ভিদ কোষের কেন্দ্রে থাকে
ii. কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে
iii. mRNA উৎপাদন করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ) i ও iii

৩২। DNA -ধারণকারী কোষীয় অঙ্গাণু –
i. ক্লোরোপ্লাস্ট
ii. মাইটোকন্ড্রিয়া
iii. রাইবোসোম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক) i ও ii

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর)

প্রশ্ন ০১. জীবের জীবন শুরু হয় কয়টি কোষ থেকে?
উত্তর : একটি মাত্র কোষ থেকে।

প্রশ্ন ০২. কোষ বিভাজনের সময় কার বেশী পরিবর্তন হয়।
উত্তর : নিউক্লিয়াসের।

প্রশ্ন ০৩. কোন্ নিউক্লিয়াসে সাধারণতঃ ক্রোমোজোম থাকে না।
উত্তর : যেটি বিভাজিত হয় না।

প্রশ্ন ০৪. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত?
উত্তর : 23 জোড়া।

প্রশ্ন ০৫. কোন্ জীবের ক্রোমোজোম সংখ্যা 4 জোড়া?
উত্তর : ড্রসোফিলা।

প্রশ্ন ০৬. কোন্ জীবে সব থেকে বেশী ক্রোমোজোম আছে?
উত্তর : ফার্ণ (100 জোড়া)।

প্রশ্ন ০৭. মাইটোসিসের অপর নাম কি?
উত্তর : ক্যারিওকাইনেসিস।

প্রশ্ন ০৮. ক্রোফিস কি?
উত্তর : একপ্রকার সামুদ্রিক চিংড়ি জাতীয় প্রাণী।

প্রশ্ন ০৯. ডুসোফিল কার নাম?
উত্তর : এক রকম মাছি জাতীয় পতঙ্গ।

প্রশ্ন ১০. মাইটোসিসের কয়টি দশা আছে ?
উত্তর : চারটি।

প্রশ্ন ১১. প্রাণীকোষে মাইটোসিস বিভাজনে কে গুরুত্বপূর্ণ অংশ নেয় ?
উত্তর : সেন্ট্রোসোম

প্রশ্ন ১২. কোন ফেজে নিউক্লিয়ার স্পিনডল তৈরী হয়?
উত্তর : মেটাফেজে।

প্রশ্ন ১৩. কোন্ ফেজে নিউক্লিওলাসের পুনরাবির্ভাব হয়?
উত্তর : টেলোফেজে।

প্রশ্ন ১৪. এককোষী জীবের কিরূপ কোষ বিভাজনে বংশ বৃদ্ধি হয়?
উত্তর : মাইটোসিস।

প্রশ্ন ১৫. জীবদেহের একক কি ।
উত্তর : কোষ।

প্রশ্ন ১৬. মাইয়োসিসে (মিয়োসিস) ক্রোমােজোম সংখ্যা কি দাড়ায়?
উত্তর : অর্ধেক হয় ।

প্রশ্ন ১৭. কোষের কোন অংশে সাইটোকাইনেসিস ঘটে?
উত্তর : সাইটোপ্লাজমে।

প্রশ্ন ১৮. মাইয়োসিসে (মিয়োসিস) কয়টি কোষ উৎপন্ন হয়?
উত্তরঃ চারটি।

প্রশ্ন ১৯. দেহকোষে মায়োসিস (মিয়োসিস) হয় কি ?
উত্তর : না।

প্রশ্ন ২০. কোন জীবের কোষে সেন্টোজোম থাকে ?
উত্তর : প্রাণীকোষে।

প্রশ্ন ২১. কোষ কথাটি কে সর্বপ্রথম ব্যবহার করেন?
উত্তর : রবার্ট হুক।

প্রশ্ন ২২. মাইটোসিসে ক’টি কোষ উৎপন্ন হয় ?
উত্তর : দুটি।

প্রশ্ন ২৩. জীবদেহে কোষের সংখ্যা কোন পদ্ধতিতে বৃদ্ধি পায় ?
উত্তর : মাইটোসিস প্রক্রিয়ায়।

প্রশ্ন ২৪. কোষ দ্বি-খণ্ডিত হলে কি তাকে মাইটোসিস বলে?
উত্তর : না।

প্রশ্ন ২৫. একটি কোষ একবার মাইটোসিসের পর ক’টি অপত্যকোষে পরিণত হয় ?
উত্তর : দুটি।

প্রশ্ন ২৬. একটি কোষ একবার মায়ােসিসের (মিয়োসিস) পর ক’টি অপত্যকোষে পরিণত হয় ?
উত্তর : চারটি।

প্রশ্ন ২৭. মাইটোসিসের কোন দশায় নিউক্লিওলাস ও নিউক্লীয় আবরণী অবলুপ্ত হয় ?
উত্তর : প্রোফেজ।

প্রশ্ন ২৮. মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা 46 হলে, গ্যামেটে তার সংখ্যা কত?
উত্তর : একটি

প্রশ্ন ২৯. জনন মাতৃকোষে কি কেবল মায়ােসিস (মিয়োসিস) ঘটে ?
উত্তর : না।

কোষবিভাজন ও এর তাৎপর্য (সংক্ষিপ্ত প্রশ্নোত্তর)

প্রশ্ন ০১. ক্রোমোজোম কি?
উত্তর : জীবকোষে নির্দিষ্ট সংখ্যক সুতোর মত ক্রোমাটিন পদার্থঘটিত বংশগতির ধারক ও বাহককে ক্রোমোজোম বলে।

প্রশ্ন ০২. কোষ বিভাজন কি কি বিষয়ের পূর্বে প্রয়োজন হয়?
উত্তর : দেহবৃদ্ধি ও জননের পূর্বে কোষ বিভাজন প্রয়োজন হয়।

প্রশ্ন ০৩. ক্যানসার গ্রস্থ-কলার কোষ-বিভাজনে কিভাবে ক্রোমোজোম বণ্টন হয়?
উত্তর : ক্যানসার গ্রস্থ-কলার কোষ বিভাজনের সময় অপত্য নিউক্লিয়াস দুটিতে অসমানভাবে ক্রোমোজোম বণ্টন হয়।

প্রশ্ন ০৪. মায়ােসিস (মিয়োসিস) পদ্ধতিতে সচরাচর কোথায় কোষ বিভাজন হয়?
উত্তর : জনন কোষ সৃষ্টির সময় ও স্পোর সৃষ্টির সময়।

প্রশ্ন০৫. স্টেম বডি কাকে বলে?
উত্তর : প্রাণীকোষে অ্যানাফেজের শেষের দিকে নিউক্লিয়ার স্পিন্ডলের মাঝ বরাবর লম্বা হাত অংশকে স্টেম বডি (Stem body) বলে।

প্রশ্ন ০৬. সপুষ্পক উদ্ভিদদেহে মায়োসিস (মিয়োসিস) কোথায় হয়?
উত্তর : সপুষ্পক উদ্ভিদ-দেহে পুংরেণু মাতৃকোষে ও স্ত্রী-রেণু মাতৃকোষে মায়োসিস হয়।

প্রশ্ন ০৭. মাইটোসিসের ফলে ক’টি নতুন কোষ উৎপন্ন হয়?
উত্তর : মাইটোসিসের ফলে একটি কোষ থেকে দুটি নতুন কোষ উৎপন্ন হয়।

প্রশ্ন ০৮. ইন্টারফেজ কোষ কাকে বলে?
উত্তর : বিভাজন উন্মুখ কোষকে ইন্টারফেজ বলে।

প্রশ্ন ০৯. সাইটোকাইনেসিস কাকে বলে?
উত্তর : কোষের সাইটোপ্লাজম বিভাজনকে সাইটোকাইনেসিস বলে।

প্রশ্ন ১০. মায়োসিসের (মিয়োসিস) প্রধান তাৎপর্য কি ?
উত্তর : প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ঠিক রাখা ও নতুন বৈশিষ্ট্যের সমন্বয় ঘটান হল মায়োসিসের প্রধান তাৎপর্য।

প্রশ্ন ১১. আমাদের হাতের কোষের ক্রোমোজোম সংখ্যা 46 হলে, পায়ের কোষের ক্রোমোজোম সংখ্যা কত?
উত্তর : পায়ের কোষের ক্রোমোজোম সংখ্যা 46.

প্রশ্ন ১২. হ্রাসকরণ বিভাজন কাকে বলে? এটি কোথায় হয়?
উত্তর : বিভাজিত কোষের যে ক্রোমােজোম সংখ্যা থাকে, মায়োসিস পদ্ধতিতে তার অর্ধেক অপত্যকোষে যায়, সেজন্য একে হ্রাসকরণ বিভাজন বলে। গ্যামেট উৎপাদনকালে অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু গঠনের সময় সনন মায়োসিস প্রক্রিয়া হয়।

প্রশ্ন ১৩. উদ্ভিদ কোষে সাইটোপ্লাজম বিভাজনের বৈশিষ্ট্য কি?
উত্তর : এর বৈশিষ্ট্য হল এখানে সেলুলোজ নির্মিত তরল কোষভাগ প্রাকারের (cell plate) আবির্ভাব ঘটে।

প্রশ্ন ১৪. একটি উদ্ভিদের দেহকোষের ক্রোমােজোম সংখ্যা 24 হলে, জনন মাতৃকোষের ক্রোমোজোম
সংখ্যা কত?
উত্তর : জনন মাতৃকোষের হ্রাসকরণ বিভাজন হওয়ার পূর্ব পর্যন্ত ক্রোমোজোম সংখ্যা একই থাকে অর্থাৎ 24 থাকে।

প্রশ্ন ১৫. মাইটোসিস ও মায়োসিস (মিয়োসিস) পদ্ধতির তফাৎ কি?
উত্তর : মাইটোসিস হয় দেহকোষে কিন্তু মায়োসিস (মিয়োসিস) হয় জনন মাতৃকোষে।

প্রশ্ন ১৬. ক্রোমোজোম ও ক্রোমাটিড বলতে কি বােঝায়?
উত্তর : কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের নিউক্লীয় জালিকা কতগুলো নির্দিষ্ট সংখ্যক খণ্ডে বিভক্ত হয়, এই খণ্ডগুলাে হল ক্রোমোজোম। ক্রোমোজোমগুলো লম্বালম্বি বিদীর্ণ হয়ে দ্বিগুণ সংখ্যক ক্রোমাটিড গঠন করে।

প্রশ্ন ১৭. মাতৃজনন কোষে মায়োসিস না ঘটলে কি হবে?
উত্তর : নিষেকের পূর্বে মায়োসিস না ঘটলে শুক্রাণু ও ডিম্বাণুর ক্রোমােজোম সংখ্যা সমান থাকবে, কিন্তু তাদের মধ্যে নিষেক ঘটলে ভ্রুণের ক্রোমােজোম সংখ্যা দ্বিগুণ হবে, এভাবে প্রতি জননেই সংখ্যা দ্বিগুণ হবে। ফলে জীবের সঙ্গে তার সৃষ্ট জীবের সামঞ্জস্য থাকবে না।

প্রশ্ন ১৮. হ্যাপ্লয়েড কোষ ও ডিপ্লয়েড কোষ কোথায় দেখা যায়?
উত্তর : হ্যাপ্লয়েড বা n-সংখ্যক ক্রোমোজোম সমৃদ্ধ কোষ হল শুক্রাণু ও ডিম্বাণু, এগুলো যথাক্রমে পুংজনন পিতৃকোষে এবং স্ত্রী-জনন মাতৃকোষে দেখা যায়, কারণ সেখানেই এরা উৎপন্ন হয়।


কোশ কাকে বলে ও কোশের গঠন প্রশ্ন ও উত্তর MCQ PDF

 

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

One thought on “কোশ কাকে বলে ও কোশের গঠন প্রশ্ন ও উত্তর MCQ PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!