মাধ্যমিক ২০১৯ রুটিন || কবে শুরু ২০১৯ মাধ্যমিক পরীক্ষা?

পোস্টটি শেয়ার করুন
Rate this post

মাধ্যমিক ২০১৯ রুটিন

কবে শুরু ২০১৯ মাধ্যমিক পরীক্ষা?

সময়ের ধারাপ্রবাহের সাথে সাথে ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক ২০১৮ অতিক্রম করে এখন তারা একাদশ শ্রেনিতে অবতীর্ণ হয়েছে। অন্যদিকে অন্য একটি প্রতিভাবান দল প্রস্তুতি নিচ্ছে মাধ্যমিক ২০১৯ পরীক্ষাতে নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য। যারা ২০১৯ মাধ্যমিক দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছো তাদের জন্য আজকের এই পোস্ট। আজকে তোমাদের জানাবো ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষা কবে? ২০১৯ মাধ্যমিক পরীক্ষা কি এগিয়ে আসতে পারে? মাধ্যমিক ২০১৯ রুটিন কেমন হবে? এই সকল প্রশ্নর উত্তর নিয়ে আজকের এই পোস্ট। মাধ্যমিক 2019 সম্পর্কে বিস্তারিত জানার আগে মাধ্যমিক ২০১৮ সেরা কয়েকজন ছাত্র-ছাত্রীদের সম্পর্কে জেনে নেই। দেখে নিন মাধ্যমিক ২০১৮ মেধা তালিকার সকল খবর

[সকল তথ্য ও সাহায্য পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হন]

মাধ্যমিক পরীক্ষা ২০১৮ শুরু থেকে শেষ

২০১৮ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ মার্চ ২০১৮ তে। এবং শেষ হয়েছিল ২১ মার্চ ২০১৮ তে। ২০১৮ সালে মোট মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ১১,০২,৯২১ জন। এর মধ্যে ৬,২১,২৬৬ জন ছাত্রী এবং ৪, ৮১, ৫৫৫ জন ছাত্র। অর্থাৎ লক্ষ করা যাচ্ছে ২০১৮ সালে ছাত্রী সংখ্যা তুলনামূলক ভাবে অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। ২০১৮ মাধ্যমিকে প্রায় ২৮১৯টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। এবং ২০১৮ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছিল ৬ জুন ২০১৮ তারিখে।

মাধ্যমিক পরীক্ষা ২০১৮ ফলাফল এক নজরে-

মাত্র ৭৭ দিনের মাথায় প্রকাশিত হয়েছিল ২০১৮ মাধ্যমিকের ফলাফল৷ ২০১৭ সালের তুলনায় ২০১৮ মাধ্যমিকে পাশের হার কম৷ ২০১৮ তে মোট সাফল্যের হার ৮৫.৪৯ শতাংশ৷ যা ২০১৭তে ছিল ৮৫.৬৫৷ ২০১৮ তে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যাও ছাত্র পরীক্ষার্থীর তুলনায় ছিল ১১.৯১ শতাংশ বেশি । যা ২০১৭ এর তুলনায় ১.৫১ শতাংশ বেশি । সমগ্র পাশের হারে মেয়েরা কিছুটা পিছিয়ে থাকলেও ২০১৮তে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০১৭ এর তুলনায় ১ লক্ষ ২৯ হাজার ৮৮ জন বেশি । জেলাভিত্তিক পাসের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর (৯৬.১৩ শতাংশ)। মেধা তালিকাতে প্রথম হয়েছিল সঞ্জীবনী দেবনাথ (কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির) তার প্রাপ্ত নম্বর ৬৮৯। দ্বিতীয় স্থানে রয়েছে বর্ধমানের শীর্ষেন্দু সাহা ৷ তৃতীয় তিনজন৷ সুনীতি অ্যাকাডেমির ময়ূরাক্ষী সরকার৷ জলপাইগুড়ির নীলব্জা দাস৷ জলপাইগুড়িরই মৃন্ময় মণ্ডল৷ প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৮৭

Join us on Telegram

দেখে নিন মাধ্যমিক ২০১৮ মেধা তালিকার সকল খবর

২০১৯ মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসতে পারে?

সামনের বছর অর্থাৎ ২০১৯ সালে রয়েছে লোকসভা ভোট। সূত্রের খবর, আগামী বছর মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে শেষ করতে হবে লোকসভা ভোট। এই পরিপ্রেক্ষিতে দেশের সাধারণ নির্বাচনের সঙ্গে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ নিয়ে কোনও জটিলতা না তৈরি হয়, তার জন্য ২০১৯ মাধ্যমিক পরীক্ষা একমাস এগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে মাধ্যমিক পরীক্ষা শেষ করতে হবে। কারণ মে মাসে ভোট হলে এপ্রিল মাস থেকেই আদর্শ আচরণবিধি শুরু হয়ে যেতে পারে। তাই তড়িঘড়ি পরীক্ষার ঝামেলা মিটিয়ে নিতে তৎপর রাজ্যের শিক্ষা দফতর।

[জেনে নাও পৃথিবীর সব অজানা মজাদার তথ্য]

২০১৯ মাধ্যমিক পরীক্ষা কবে হবে?

মাধ্যমিক পরীক্ষা ২০১৯ বা ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে  ১২ ফেব্রুয়ারি ২০১৯ এবং শেষ হবে ২২ ফেব্রুয়ারি ২০১৯। অর্থাৎ গতবারের তুলনায় ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষা এক মাস এগিয়ে এসেছে।

মাধ্যমিক ২০১৯ রুটিন

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) বোর্ডের ২০১৯ মাধ্যমিক পরীক্ষার সময় সুচি – 2019 Madhyamik Exam Routine প্রকাশ পেয়েছে। নিচের চিত্রে দেখে নাও-

২০১৯ মাধ্যমিক পরীক্ষার সময় সুচি
২০১৯ মাধ্যমিক পরীক্ষার সময় সুচি

পর্ষদ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার সময় সূচি যথাক্রমে- ১২ ফেব্রুয়ারি তে পরীক্ষা শুরু হবে প্রথম ভাষা দিয়ে। এবং ২২ ফেব্রুয়ারি তে পরীক্ষা সমাপ্ত হবে ঐছ্যিক বিষয়ের পড়িক্ষাটি হয়ে। আগেই উল্লেখ করেছি ২০১৯ সালের মাধ্যমিক এক মাস এগিয়ে আসছে।

একনজরে দেখে নেব আগামীবছরের মাধ্যমিক পরীক্ষার সূচি-

১২ ফেব্রুয়ারি, মঙ্গলবার- প্রথম ভাষা

১৩ ফেব্রুয়ারি, বুধবার- দ্বিতীয় ভাষা

১৫ ফেব্রুয়ারি, শুক্রবার- ইতিহাস

১৬ ফেব্রুয়ারি, শনিবার – ভূগোল

১৮ ফেব্রুয়ারি, সোমবার- গণিত

১৯ ফেব্রুয়ারি, মঙ্গলবার- পদার্থ বিজ্ঞান

২০ ফেব্রুয়ারি, বুধবার- জীবন বিজ্ঞান

২২ ফেব্রুয়ারি, শুক্রবার- ঐছিক বিষয়

Schedule of Madhyamik Pariksha (S.E.) 2019 ,Routine of Madhyamik Examination 2019 , Madhyamik Pariksha Time Table 2019 ,West Bengal Board of Secondary Education ,MP Exam Time Table (WB) 2019 ,MP Exam Routine 2019, MP time table 2019, মাধ্যমিক ২০১৯ রুটিন, মাধ্যমিক 2019 রুটিন, ২০১৯ সালের মাধ্যমিক কবে, কবে হবে ২০১৯ মাধ্যমিক

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!