24 জৈন তীর্থঙ্কর এর নাম, তাদের প্রতিক চিহ্ন, রঙ ও উচ্চতা তালিকা FREE PDF
জৈনধর্ম মতে ‘তীর্থ’ হল ‘সংসার নামক অনন্ত জন্ম ও মৃত্যুর সমুদ্রের মধ্যে দিয়ে প্রসারিত একটি সংকীর্ণ পথ’। ‘তীর্থঙ্কর’ শব্দটির অভিধানিক অর্থ ‘তীর্থের প্রতিষ্ঠাতা’ বা মুক্তির পথদাতা বা জৈন ধর্মগুরু। জৈনধর্মালম্বীদের মতে, এক সর্বজ্ঞ শিক্ষক ঈশ্বর, যিনি নৈতিক পথে ধর্ম শিক্ষা দেন, তিনি-ই একজন তীর্থঙ্কর হওয়ার যোগ্য। এই নিবন্ধে 24 জন জৈন তীর্থঙ্কর এর নাম এর তালিকা নিয়ে আলোচনা করা হয়েছে।
জৈনি ধর্মে তীর্থঙ্করদের ‘শিক্ষক ঈশ্বর’, ‘পথ-স্রষ্টা’, ‘যাত্রাপথ-স্রষ্টা’ ও ‘নদীপারাপারের পথস্রষ্টা’ বলা হয়। একজন তীর্থঙ্কর ‘সংঘ’ স্থাপন করেন। সংঘ হল সন্ন্যাসী ও সন্ন্যাসিনী এবং ‘শ্রাবক’ (পুরুষ অনুগামী) ও ‘শ্রাবিকা’দের (নারী অনুগামী) নিয়ে গঠিত একটি চতুর্মুখী প্রতিষ্ঠান।
আরও পড়ুনঃ ষোড়শ মহাজন পদের নামের তালিকা PDF
জৈন বিশ্বতত্ত্ব অনুসারে, কালচক্র কে দুটি অর্ধে বিভক্ত করা হয়েছে। যথা- উর্ধ্বগামী কালচক্র এবং নিম্নগামী কালচক্র। কালচক্রের প্রত্যেক অর্ধে 24 জন করে তীর্থঙ্কর জন্মগ্রহণ করেন। বর্তমানে 24 জৈন তীর্থঙ্কর রয়েছে। তাদের নামের তালিকা নিচে দেওয়া হল।
জৈন তীর্থঙ্কর এর নাম, তাদের প্রতিক চিহ্ন তালিকা
সংখ্যা | তীর্থঙ্করের নাম | প্রতীক চিহ্ন | রং | উচ্চতা |
---|---|---|---|---|
১ | ঋষভনাথ (আদিনাথ) | ষাঁড় | সোনালি | ৫০০ ধনুষ |
২ | অজিতনাথ | হাতি | সোনালি | ৪৫০ ধনুষ |
৩ | সম্ভবনাথ | ঘোড়া | সোনালি | ৪০০ ধনুষ |
৪ | অভিনন্দননাথ | বাঁদর | সোনালি | ৩৫০ ধনুষ |
৫ | সুমতিনাথ | হাঁস | সোনালি | ৩০০ ধনুষ |
৬ | পদ্মপ্রভ | পদ্ম | লাল | ২৫০ ধনুষ |
৭ | সুপার্শ্বনাথ | স্বস্তিকা | সোনালি | ২০০ ধনুষ |
৮ | চন্দ্রপ্রভ | অর্ধচন্দ্র | সাদা | ১৫০ ধনুষ |
৯ | পুষ্পদন্ত | কুমির বা মকর | সাদা | ১০০ ধনুষ |
১০ | শীতলনাথ | কল্পতরু | সোনালি | ৯০ ধনুষ |
১১ | শ্রেয়াংশনাথ | গণ্ডার | সোনালি | ৮০ ধনুষ |
১২ | বসুপূজ্য | মহিষ | লাল | ৭০ ধনুষ |
১৩ | বিমলনাথ | শূকর | সোনালি | ৬০ ধনুষ |
১৪ | অনন্তনাথ | দিগম্বর মতে শজারু শ্বেতাম্বর মতে বাজপাখি |
সোনালি | ৫০ ধনুষ |
১৫ | ধর্মনাথ | বজ্র | সোনালি | ৪৫ ধনুষ |
১৬ | শান্তিনাথ | কৃষ্ণসার বা হরিণ | সোনালি | ৪০ ধনুষ |
১৭ | কুন্ঠুনাথ | ছাগল | সোনালি | ৩৫ ধনুষ |
১৮ | অরনাথ | নান্দ্যাবর্ত বা মাছ | সোনালি | ৩০ ধনুষ |
১৯ | মাল্লীনাথ | কলশ | নীল | ২৫ ধনুষ |
২০ | মুনিসুব্রত | কচ্ছপ | কালো | ২০ ধনুষ |
২১ | নমিনাথ | নীল পদ্ম | সোনালি | ১৫ ধনুষ |
২২ | নেমিনাথ | শঙ্খ | কালো | ১০ ধনুষ |
২৩ | পার্শ্বনাথ | সাপ | নীল | ৯ হাথ |
২৪ | মহাবীর | সিংহ | সোনালি | ৭ হাথ |
পরবরতী 24 জৈন তীর্থঙ্কর এর নাম এর তালিকা
পরবর্তী ‘উৎসর্পিণী’ যুগে আরও 24 জৈন তীর্থঙ্কর জন্মগ্রহণ করবেন বলে জৈনরা বিশ্বাস করেন, তাদের সকলের নাম নিচে দেওয়া হল। এবং পূর্বজন্মে তাঁরা কী নামে পরিচিত ছিল সেই নাম গুলিও দেওয়া হল
পরবর্তী জৈন তীর্থঙ্করের নাম | পূর্বজন্মের নাম |
---|---|
পদ্মনাভ | রাজা শ্রেণিক |
সুরদেব | মহাবীরের কাকা সুপার্শ্ব |
সুপার্শ্ব | রাজা কুণিকের পুত্র রাজা উদয়ীন |
স্বয়ংপ্রভ | সন্ন্যাসী পোট্টিল |
সর্বনুভূতি | শ্রাবক দৃধায়ধ |
দেবশ্রুতি | কার্তিকের শ্রেষ্ঠী |
উদয়নাথ | শ্রাবক শঙ্খ |
পেধলপুত্র | শ্রাবক আনন্দ |
পোট্টিল | শ্রাবক সুনন্দ |
শতক | শ্রাবক শতক |
মুনিব্রত | কৃষ্ণের মা দেবকী |
অমাম | কৃষ্ণ |
শ্রিনিষ্কাষয় | সাত্যকি রুদ্র |
নিষ্পুলক | কৃষ্ণের দাদা বলভদ্র বা বলরাম |
নির্মম | শ্রাবিকা সুলসা |
চিত্রগুপ্ত | বলভদ্রের মা রোহিণী |
সমধিনাথ | রেবতী গাথাপত্নী |
সম্বরনাথ | শ্রাবক শত্তিলক |
যশোধর | ঋষি দ্বীপায়ন |
বিজয় | মহাভারতের কর্ণ |
মাল্যদেব | নির্গ্রন্থপুত্র বা মল্লনারদ |
দেবচন্দ্র | শ্রাবক অম্বধ |
অনন্তবীর্য | শ্রাবক অমর |
শ্রীভদ্রকর | শনক |
আরও পড়ুনঃ ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা PDF