জানা অজানার সন্ধানে || Known to Unknown || প্রথম পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

এমন অনেক বিষয়বস্তু রয়েছে যেগুলো আমাদের মধ্যে অনেকের ই জানার বাইরে রয়েছে। হয়ত অনেকে জানেন আবার কেউ কেউ জানেন না কিন্তু জানার আগ্রহ রয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এমন কিছু কিছু জানা অজানা বিষয় আপনাদের কাছে তুলে ধরব যেগুলি আপনাদের জানার আগ্রহ মেটাবে। তাই আমাদের নতুন বিভাগ “জানা অজানা (Known to Unknown)”। আজ শুরু হচ্ছে প্রথম পর্ব। আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো পরবর্তী লক্ষে। দেখে নেওয়া যাক তাহলে-

১. আমরা জানি সৌর জগতের কেন্দ্রে অবস্থান করছে=সূর্য। এবং ৪০০ বছরের মধ্যে সবচেয়ে উজ্জলতম ধূমকেতু হলো=হেলবপ যেটি কিনা পৃথিবীর কাছে এসেছিল ১৯৯৭ সালের ২২শে মার্চ”।

২. শীতকালে ভেজা কাপড় দ্রুত শুকায় কারণ কেন জানেন? =বাতাসে আদ্রতা কম থাকার জন্য।

৩. পাহাড়ের উপর রান্না করতে সময় বেশি লাগে কারণ কি বলুন তো?= আসলে পাহাড়ের উপর বায়ুর চাপ কম তাই।

Join us on Telegram

৪. জানেন কি, প্রাচীনকালে চীনারা আত্মহত্যা করার জন্য প্রায় ৫০০ গ্রাম লবণ খেত!

৫. একটি সাপ একটি ব্যাঙ কে খাওয়ার পর সেটি কে হজম করতে কত সময় লাগে বলুন তো?  প্রায় ৫০ ঘন্টা লাগে।

৬. আমেরিকার নামকরণ করা হয়েছে কার নামানুসারে?= আমেরিগো ভেসপুচির নামানুসারে।

৭. আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কারণ কি বলুন = আসলে মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীরিত তাপকে উপরে যেতে বাধা দেয় ফলে সেই তাপ পুনরায় ভূ-পৃষ্ঠে ফিরে আসে।

৮. আমেরিকার নিউইয়র্কে কোনো উঁচু বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে যদি বেঁচে যায় তখন তাকে সুস্থ করার পর তার শাস্তি কি হয় যানেন? শাস্তি হলো মৃত্যুদণ্ড!

৯. সূর্য প্রতি মিনিটে কত পরিমান হাইড্রোজেন কণাকে পুড়িয়ে ভস্ম করে? প্রায় ২৪ কোটি মেট্রিক টন

১০. জানেন কি, অস্ট্রেলিয়াতে এক ধরনের কেঁচো পাওয়া যায় যা লম্বায় প্রায় ১০ ফুট পর্যন্ত হতে পারে।

১১. চাঁদে কোন শব্দ করলে করলে সেটি শোনা যায় না কেনো বলুন তো? = কারন চাঁদে কোনো বায়ু মন্ডল নেই তাই।

১২. মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কী?= ত্বক।

১৩. জানেন কি, মানুষের দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন হতে পারে!

১৪. আপনি কি জানেন, জাপানের মোট স্থল ভাগের প্রায় ৭০% বা তার বেশি হল পাহাড়। এবং এর মধ্যে আছে প্রায় ২০০টি এর বেশি আগ্নেয় গিরি।

আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে

১৫. জানেন কি? একটি জিরাফের বাচ্চা জন্মানোর সময় বাচ্চাটি প্রায় ৫ ফিট উপর থেকে মাটিতে পতিত হয়, কিন্তু অবাক বিষয় যে অধিকাংশ সময়ই এরা ব্যাথা পায় না বা আহত হয় না।

১৬. একজন মানুষ সারা জীবনে ৪০ হাজার লিটার এর বেশি মূত্র ত্যাগ করে।

১৭. একটি গাছ মোটা হওয়ার কারণ কি বলুন তো? = ক্যাম্বিয়াম।

১৮. বলুন তো, একটি ফড়িংয়ের কান কোথায় থাকে = তার হাটুতে।

১৯. আচ্ছা বলুন, সাপ শুনতে পায় কিসের মাধ্যমে? = জিহ্বার মাধ্যমে।

২০. আপনি এটা জানেন কি? আপনার শরীরে যে পরিমান ‘কার্বন’ আছে তা দিয়ে প্রায় কম করে ৯০০০ টি পেন্সিল বানানো যাবে!

অবশেষে আপনাদের একটি অনুরোধ করব আপনারা অবশ্যই আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। এবং আপনারাও কিছু মূল্যবান লেখা পাঠিয়ে সকলের সাহায্যে অংশগ্রহন করতে পারেন। লেখা পাঠানোর জন্য এখানে নিয়মাবলী গুলি দেখুন আগে, এবং এখানে ক্লিক করে যোগাযোগ করে নিন আমাদের সাথে।

‘স্টুডেন্টস কেয়ার’ এর সকল লেখার স্বত্ব ব্লগ কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত। লেখক বা কর্তৃপক্ষের অনুমতি ব্যাতিত কোন লেখা অন্য কোন অনলাইন বা অফলাইন মিডিয়াতে সূত্র ছাড়া প্রকাশিত হলে সেটি বেআইনি। কপি রাইটের অন্তর্ভূক্ত। সূত্র ছাড়া কপি করার অনুমতি নেবেন আমাদের কাছে।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!