দুয়ারে সরকার (Duare Sarkar) 2022: তারিখ, ক্যাম্পের তালিকা, প্রকল্পের নাম https://ds.wb.gov.in
Duare Sarkar Scheme: পশ্চিমবঙ্গের সকল সরকারি পরিষেবা কে রাজ্যবাসির প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে 1লা ডিসেম্বর 2020-এ পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) “Duare Sarkar Government at the Doorstep” (DS) প্রচারণার প্রাথমিক ধাপ প্রবর্তন করেন। এই প্রকল্পের সূচির (schedule) উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুয়ারে সরকার প্রকল্প কি?
পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা ওয়ার্ড স্তরে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আয়োজিত ক্যাম্পের মাধ্যমে জনগণের দোরগোড়ায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলিকে যথাযথ ভাবে পৌঁছে দেওয়ার জন্য যে পরিষেবা ব্যবস্থার উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নেওয়া হয়েছে তার নাম হল দুয়ারে সরকার প্রকল্প (Duare Sarkar Scheme)। যেটি তিনটি স্তরে প্রায় 30 দিন ধরে চলে।
এক নজরে দুয়ারে সরকার প্রকল্প (https://ds.wb.gov.in)
প্রকল্পের নাম | দুয়ারে সরকার প্রকল্প (Duare Sarkar Scheme) |
চালু হয়েছে | 1 ডিসেম্বর 2020 |
চালু করেছেন | শ্রীমতী মমতা ব্যানার্জি (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী) |
পঞ্চম দফা ক্যাম্পের তারিখ | 1st নভেম্বর থেকে 30th নভেম্বর 2022 |
পাড়ায় সমাধান ক্যাম্পের দিন | 1st নভেম্বর to 15th নভেম্বর 2022 |
সুবিধাভোগী | পশ্চিমবঙ্গের নাগরিক |
প্রকল্পের সংখ্যা | 27 |
আবেদনের মাধ্যম | অফলাইন |
সরকারি ওয়েবসাইট | https://ds.wb.gov.in/ |
দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কি কি পরিষেবা ও প্রকল্প প্রদান করা হয়?
পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় জনদরদী প্রকল্প দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে রাজ্যজুড়ে বিভিন্ন ধরণের প্রকল্পগুলি সাধারণ মানুষদের কাছে পৌঁছে দেওয়া হয়ে থাকে। বর্তমানে দুয়ারে সরকার ক্যম্পের মাধ্যমে সর্বমোট 27টি প্রকল্পের সুবিধা প্রদান করা হয়। প্রকল্পগুলি হল-
(1) লক্ষীর ভান্ডার প্রকল্প, (2) স্বাস্থ্য সাথী, (3) কন্যাশ্রী, (4) রুপশ্রী, (5) খাদ্য সাথী, (6) শিক্ষাশ্রী, (7) জাতিগত শংসাপত্র, (8) তপশিলি বন্ধু, (9) জয় জোহার, (10) মানবিক, (11) কৃষি অবকাঠামো তহবিল, (12) ঐক্যশ্রী, (13) স্টুডেন্ট ক্রেডিট কার্ড, (14) কৃষক বন্ধু, (15) সামাজিক সুরক্ষা যোজনা, (16) মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন, (17) অক্ষমতা শংসাপত্রের জন্য আবেদন, (18) কৃষি জমির মিউটেশন, (19) কিষান ক্রেডিট কার্ড (প্রাণী সম্পদ উন্নয়ন), (20) মৎস্যজীবী ক্রেডিট কার্ড (21) আধার কার্ড সংক্রান্ত, (22) ব্যাংকিং ব্যবস্থা সংক্রান্ত (নতুন ব্যাঙ্ক একাউন্ট খোলা), (23) কিষান ক্রেডিট কার্ড (কৃষি দপ্তর), (24) ওয়েবার ক্রেডিট কার্ড, (25) স্বনির্ভর গোষ্ঠীর গুলির ক্রেডিট লিংক (SHG Credit Linkage), (26) জমির পাট্টার জন্য আবেদন পত্র, (27) বিদ্যুতের নতুন সংযোগ এবং বিদ্যুতের পুরনো বকেয়া মেটানো
দুয়ারে সরকারের ক্যাম্প কবে কোথায় শুরু হয়?
আপনাদের সকলকে জানিয়ে রাখি দুয়ারে সরকারের ক্যাম্প গুলি হয় প্রতিটি জেলার, প্রতিটি পঞ্চায়েত বা ওয়ার্ডে একটি নির্দিষ্ট দিনে ক্যাম্পগুলি হয়ে থাকে। ক্যাম্প কবে হবে তা জানা যাবে সংশ্লিষ্ট জেলার ম্যাজিস্ট্রেটের অফিস থেকে ঘোষণা করা হওয়ার পর।
দুয়ারে সরকারের ক্যাম্প কবে কিভাবে হবে তা জানার পদ্ধতি অনলাইনে পাওয়া যায়, এই প্রতিবেদনে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও দুয়ারে সরকারের তারিখ বা দিনক্ষণ বিডিও অফিস, পঞ্চায়েত অফিস অথবা পৌর এলাকাগুলিতে পৌরসভা থেকে বা ওয়ার্ড অফিস থেকে জানা যাবে।
আপনার এলাকার তারিখ ঘোষণা হলে ঐ নির্দিষ্ট দিনে ক্যাম্পে গিয়ে আপনি আপনার প্রয়োজনিয় পরিষেবা নিতে পারবেন।
দুয়ারে সরকার ক্যাম্পের উদ্দেশ্য কী?
দুয়ারে সরকার ক্যাম্প শুরু করার পেছনে কিছু নির্দিষ্ট্য উদ্দেশ্য রয়েছে। যা হল-
- রাজ্য সরকার চালু করা বিভিন্ন প্রকল্পগুলিকে সাধারণ মানুষদের প্রদান করা।
- যেসকল প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা এখনও সরকারী প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন না তাদের সচেতন করে তোলা।
- নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া ব্যবস্থা গ্রহণ প্রভৃতি।
দুয়ারে সরকার ক্যাম্পের কিছু সাফল্যঃ
- পশ্চিমবঙ্গ সরকার দুয়ারে সরকার ক্যাম্প প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি জেলার গ্রাম পঞ্চায়ের বা ওয়ার্ডে একটি নির্দিষ্ট দিনে শিবিরের আয়োজন কককরে থাকে।
- শিবিরগুলির মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষদের সরকারি প্রকল্পের সুবিধাগুলি প্রদান করা হয়।
- দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে সরকার শিবিরগুলিকে 3 টি পর্যায়ের আয়োজন করে।
- সরকারি প্রকল্প পরিষেবা পাওয়ার জন্য সুবিধাভোগীরা এই ক্যাম্পগুলিতে আবেদনপত্র পূরণ করে থাকে।
- এখনও পর্যন্ত সরকার পাঁচটি দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করেছে।
- সম্প্রতি সমাপ্ত চতুর্থ সংস্করণ, FY-2022-23-এর প্রথম প্রচারাভিযান, 59 লাখেরও বেশি লোককে আকর্ষণ করেছে এবং 65 লাখেরও বেশি পরিষেবা প্রদান করেছে।
- 8.09 কোটিরও বেশি লোক 2.89 লক্ষেরও বেশি সম্প্রদায় স্তরের আউটরিচ ক্যাম্পে যোগদান করেছে
- এবং 5.59 কোটিরও বেশি পরিষেবা নাগরিকদের তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে, যা নাগরিকদের দ্বারা DS & PS-এর জনপ্রিয়তা এবং অব্যাহত চাহিদাকে স্পষ্টভাবে প্রদর্শন করে।
- দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে বর্তমানে 27টি প্রকল্পের সুবিধা প্রদান করা হয়ে থাকে।
- প্রতিবারের ক্যাম্প গুলি থেকে পরিবেশ গ্রহণকারীদের একটি ডাটাবেস প্রস্তুত করেছে, তার মাধ্যমে সরকারের কাছে একটি তথ্য সংগ্রহে থাকার সুবিধা হয়েছে।
- এছাড়াও শিবির সম্বন্ধে তথ্য প্রদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি পোর্টালও স্থাপন করেছে। এবং প্রতি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই ক্যাম্প সংক্রান্ত নির্দেশিকা প্রদানের ব্যবস্থাও করেছে।
দুয়ারে সরকার ক্যাম্প 2022 কবে শুরু হবে?
দুয়ারে সরকার প্রকল্পের প্নচম সংস্করণটি শুরু হচ্ছে 1ই নভেম্বর থেকে এবং চলবে 30 শে নভেম্বর পর্যন্ত। এই সময়টির মধ্যে 1 থেকে 15 নভেম্বর পর্যন্ত ক্যাম্প গুলি থেকে পাড়ায় সমাধান প্রকল্পের অধীনে আবেদন পত্র গ্রহণ করা হবে। এরপর 31শে ডিসেম্বরের পর প্রাপ্ত সমস্ত আবেদন নিষ্পত্তিকরণ করা হবে।
তারিখ | কার্যকলাপ |
1st-30th নভেম্বর 2022 | দুয়ারে সরকার আউটরিচ ক্যাম্পের আয়োজন |
1st-15th নভেম্বর 2022 | পাড়ায় সমাধান প্রকল্পের অধীনে আবেদন পত্র গ্রহণ |
31 ডিসেম্বর 2022 | প্রাপ্ত সমস্ত আবেদন নিষ্পত্তিকরণ |
দুয়ারে সরকার প্রকল্পের ফর্ম কিভাবে পাওয়া যাবে?
দুয়ারে সরকার প্রকল্প শিবিরের ফর্ম পাওয়া যাবে অফলাইনে, সমস্ত ক্যাম গুলি থেকে আপনি বিনামূল্যে আপনার প্রয়োজনিয় ফর্ম গুলি সংগ্রহ করতে পারবেন।
দুয়ারে সরকার ক্যাম্প তালিকা (Duare Sarkar Camp List 2022) কিভাবে ডাউনলোড করবো?
দুয়ারে সরকার ক্যাম্প তালিকা (Duare Sarkar Camp List 2022) Download করার জন্য যে ধাপ গুলি আপনাকে অনুস্বরণ করতে হবে তা নিম্নে দেখানো হল।
-
Step-1 অফিসিয়াল ওয়েবসাল
ধাপ-১ প্রথমে দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যান। এই লিঙ্কে ক্লিক করুণ https://ds.wb.gov.in
-
Step-2 Find Your Camp খুঁজুন
ধাপ-২ পরের ধাপে হোম পেজটি খুলে গেলে আপনি “Find Your Camp” অপশনে ক্লিক করুণ।
-
Step-3 জেলা” “ব্লক” “গ্রাম পঞ্চায়েত (GP)/ওয়ার্ড (Ward) তালিকা
ধাপ-৩ এর পর ছবিটির মত একটি পেজ খুলে যাবে। এখানে “জেলা” “ব্লক” “গ্রাম পঞ্চায়েত (GP)/ওয়ার্ড (Ward)” নামে তিনটি তালিকা রয়েছে।
আপনি আপনার জেলা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত (GP)/ওয়ার্ড (Ward) বেছে নিন।
-
Step-4 আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প
ধাপ-৪ এর পর ছবির মত একটি পেজ খুলে যাবে, এই তালিকা থেকে আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে তার তারিখ জেনে নিতে পারবেন।
জেলা ভিত্তিক দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট (Duare sarkar camp list) PDF
এর আগে আমরা সমগ্র রাজ্যের ক্যাম্পের তালিকা কিভাবে দেখতে হবে তা দেখিয়েছি। এবার জেলা ভিত্তিক দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট (Duare sarkar camp list) PDF কিভাবে ডাউনলোড করতে হবে তা শিখে নেবো।
আপনার জেলায় কবে আয়োজিত হবে সে বিষয়ে বিস্তারিত বিবরণ থাকবে আপনার জেলার সরকারি ওয়েবসাইটে। এই পোস্টে বিভিন্ন জেলার সরকারী ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হল। আপনার জেলার লিঙ্কটি ক্লিক করে আপনি ওখান থেকে দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট PDF-টি ডাউনলোড করে নিতে পারবেন।
জেলার নাম | দুয়ারে সরকার ক্যাম্প তালিকা |
আলিপুরদুয়ার দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট | alipurduar.gov.in |
বাঁকুড়া দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট | bankura.gov.in/duare-sarkar/ |
বীরভূম দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট | birbhum.gov.in |
কোচবিহার দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট | coochbehar.nic.in |
দক্ষিণ দিনাজপুর দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট | ddinajpur.nic.in |
উত্তর দিনাজপুর দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট | uttardinajpur.nic.in |
দার্জিলিং দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট | darjeeling.gov.in |
হগলী দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট | https://hooghly.nic.in/ |
হাওড়া দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট | https://howrah.gov.in/ |
জলপাইগুড়ি দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট | jalpaiguri.gov.in |
ঝাড়গ্রাম দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট | https://jhargram.gov.in/ |
কালিম্পং দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট | https://kalimpong.gov.in/ |
কলকাতা দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট | https://www.kmcgov.in/ |
মালদা দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট | https://www.malda.gov.in/ |
মুর্শিদাবাদ দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট | murshidabad.gov.in |
নদীয়া দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট | nadia.gov.in |
উত্তর ২৪ পরগণা দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট | north24parganas.gov.in |
দক্ষিণ ২৪ পরগনা দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট | s24pgs.gov.in |
পূর্ব মেদিনীপুর দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট | purbamedinipur.gov.in |
পশ্চিম মেদিনীপুর দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট | www.paschimmedinipur.gov.in |
পূর্ব বর্ধমান দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট | purbabardhaman.nic.in |
পশ্চিম বর্ধমান দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট | paschimbardhaman.gov.in |
পুরুলিয়া দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট | www.purulia.nic.in |
দুয়ারে সরকার ক্যাম্পের পর্যায় তালিকা
দুয়ারে সরকার ক্যাম্প স্কিমে পশ্চিমবঙ্গ সরকার পাঁচটি ধাপে ক্যাম্পের ব্যবস্থা করেছে যা সমস্ত সংশ্লিষ্ট সুবিধাভোগীদের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করে। এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায় সম্পন্ন হয়েছে। দুয়ারে সরকার ক্যাম্প স্কিমের ৫ম ধাপ শুরু হবে ১ নভেম্বর থেকে। দুয়ারে সরকার ক্যাম্প তালিকা 2022 এর সময়সূচী নীচে দেখুন।
পর্যায় | শুরু | শেষ | সুবিধাভোগী | মোট আবেদনকারী |
---|---|---|---|---|
1st পর্যায় | 1 ডিসেম্বর 2020 | 08 ফেব্রুয়ারি 2021 | 33,000 | 1.77 কোটি |
2nd পর্যায় | 16 আগস্ট 2021 | 15 সেপ্টেম্বর 2021 | 1,00,000+ | 3.7 কোটি |
3rd পর্যায় | 1 নভেম্বর 2021 | 1 ডিসেম্বর 2021 | 1,71,070 | 1.6 কোটি |
4th পর্যায় | 16 আগস্ট 2022 | 15 সেপ্টেম্বর 2022 | 1,04,396 | 3.6 কোটি |
5th পর্যায় | 1 নভেম্বর 2022 | 30 নভেম্বর 2022 | to be updated | to be updated |
দুয়ারে সরকার ক্যাম্পের তারিখ তালিকায় কী কী তথ্য থাকবে?
দুয়ারে সরকার ক্যাম্প তালিকা ডাউনলোড করার পরে, আপনি এতে নিম্নলিখিত তথ্য পাবেন:
- Camp Date
- Name of the Block,
- District Name,
- Gram Panchayat / Ward Name & Number,
- Venue of Camp.
দুয়ারে সরকার ক্যাম্প তালিকা PDF টি তে আপনি পাবেন ক্যাম্পের তারিখ, জেলার নাম, ব্লকের নাম, পঞ্চায়েত/ওয়ার্ডের নাম এবং ক্যাম্পের স্থান।
দুয়ারে সরকার ক্যাম্প যাওয়ার জন্য কি কি নথিপত্র সঙ্গে রাখতে হবে?
আপনি যদি 2022 সালে আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেন, তবে আপনাকে অবশ্যই আপনার সাথে কিছু নথি নিতে হবে। আপনি যে স্কিমটির জন্য আবেদন করছেন সেই অনুযায়ী নথির প্রয়োজন হবে। যাইহোক, আমরা কিছু মৌলিক নথি তালিকাবদ্ধ করছি যা আপনাকে অবশ্যই বহন করতে হবে –
- মোবাইল নম্বর,
- আধার কার্ড,
- ভোটার কার্ড,
- রেশন কার্ড,
- পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি
পাড়ায় সমাধান প্রকল্প (Paray Samadhan) কি?
পাড়ায় সমাধান হল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আরেকটি উদ্যোগ যা দুয়ারে সরকার ক্যাম্পের সাথে যুক্ত। “পাড়ায় সমাধান” শিবিরটি আশেপাশের স্থানীয় পর্যায়ের এলাকায় (পাড়ার মতো) সংগঠিত হবে। স্থানীয় প্রশাসনের তৃণমূল স্তর (পঞ্চায়েত) পাড়ায় সমাধান শিবিরের তারিখগুলি জানাবে। তারিখের তালিকা স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ ঘোষণার মাধ্যমে অবহিত করবে। অথবা আপনি কাছাকাছি পঞ্চায়েত বা প্রধান অফিসে যোগাযোগ করতে পারেন। 1 নভেম্বর থেকে 15 নভেম্বর পর্যন্ত পাড়ায় সমাধান ক্যাম্প চলবে।
দুয়ারে সরকার প্রকল্পের হ্যাল্পলাইন নম্বর (Helpline & Contact Details)
Email ID | [email protected] |
Address | 325,HRBC Building, Sarat Chatterjee Road, Shibpur, Howrah-711102. |
Toll Free Number of Duare Sarkar | 1070 |
Landline Number | 033-22143526 |