Weekly Current Affairs in Bengali || 1st to 7th December 2019 PDF

পোস্টটি শেয়ার করুন
Rate this post

 Current Affairs in Bengali

Current Affairs in Bengali : স্টুডেন্টস কেয়ার কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে আপনাদের স্বাগতম। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রাজ্য সরকারের ডব্লিউ বি সি এস (WBCS), পিএসসি মিসলেনিয়াস (PSC), পিএসসি ক্লার্কশিপ, পঞ্চায়েতের সেক্রেটারি, হাইকোর্টের বিভিন্ন বিভাগে, জেলাতে ক্লার্ক তাছাড়াও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ইউ পি এস সি (UPSC), ব্যাংকের ক্লার্ক ও পি.ও, রেলওয়ে (Railway) বিভিন্ন বিভাগ, এসএসসির বিভিন্ন বিভাগ ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অপরিহার্য। আজ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে আলোচনা করা হল।

১. 55 তম জ্ঞানপীঠ পুরষ্কারের জন্য নির্বাচিত আক্কিথাম আছুথান নমবোথিরি কোন ভাষার সাথে সম্পর্কিত?

উত্তর: মালায়ালম

২. সদ্য সমাপ্ত নভেম্বর মাসে দেশে জিএসটি আদায়ের পরিমান কত?

Join us on Telegram

উত্তর-১.০৩,৪৯২ কোটি টাকা। এই নিয়ে অষ্টমবার কোনো মাসের জিএসটি আদায় ১ লক্ষ কোটি টাকা ছাড়াল। এই আদায় গত বছরের নভেম্বর মাসের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি।

৩. সম্প্রতি প্রকাশিত Forbes-এর Real-Time Billionaires List 2019 -এর তালিকাতে কোন ভারতীয় শীর্ষ 10 -এর মধ্যে রয়েছেন?

উত্তর- মুকেশ আম্বানি

৪. “The Legacy of Militancy in Punjab: Long Road to Normalcy” বইটির লেখক কে?

উত্তর: ডোনা সুরি

৫. মুস্তাক আলি ট্রফি ২০১৯ জিতল কোন্‌ রাজ্য?

উত্তর- জাতীয় টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়ে মুস্তাক আলি ট্রফি জিতল কর্নাটক। এদিন ফাইনালে তারা ১ রানে হারাল তামিলনাড়ুকে।

৬. ভারতের 50 তম আন্তর্জাতিক চলচিত্র উৎসবে ‘Best Actor-Female Award’ পেয়েছেন কে?

উত্তর- উষা যাদব।

৭.  টেস্ট ক্রিকেটে দ্রুততম 7000 রান করেছেন কে?

উত্তর: স্টিভ স্মিথ

৮. দেশের নতুন কম্পট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস (সিজিএ) পদে বসলেন কে?

উত্তর- সোমা রায় বর্মন। ইনি হলেন দেশের ২৪ তম সিজিএ এবং সপ্তম মহিলা। ইনি ১৯৮৬ ব্যাচের ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্টস সার্ভিস অফিসার।

৯. ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ার্স তালিকায় বিশ্বব্যাপী প্রথম ধনী ব্যক্তি হিসাবে স্থান পেয়েছেন কে?

উত্তর- Amazon –এর CEO ও প্রতিষ্ঠাতা Jeff Bezos

১০. ইয়াসুহিরো নাকাসোন, যিনি সম্প্রতি মারা গেছেন, কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন?

উত্তর: জাপান

১১. ভারতের 50 তম আন্তর্জাতিক চলচিত্র উৎসবে ‘সেরা অভিনেতার’ সন্মান পেয়েছেন কে?

উত্তর- Seu Jorge

১২. ভারতের 50 তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সম্প্রতি কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?

উত্তর: গোয়া

১৩. ১০ তম ‘Indian Organ Donation Day’ কোথায় কবে পালিত হয়েছে?

উত্তর- National Organ & Tissue Transplant Organization (NOTTO) দ্বারা আয়োজিত 10 তম  ‘Indian Organ Donation Day’ পালিত হয়েছে 30 November, 2019 তারিখে, তামিলনাড়ুতে।

১৪. খ্যাতিমান নাট্যশিল্পী পরমানন্দ সাহু সম্প্রতি মারা গেছেন কোন রাজ্যের?

উত্তর:উড়িষ্যায়

১৫. কোন আইআইটি জাতীয় বিজ্ঞান যাদুঘরের সাথে ‘গান্ধিপিডিয়া’ বিকাশের জন্য হাত মিলিয়েছে?

উত্তর: আইআইটি খড়গপুর

১৬. খেলো ইন্ডিয়া যুব গেমস ২০২০ কোথায় কবে অনুষ্ঠিত হবে?

উত্তর- খেলো ইন্ডিয়া যুব গেমস 10 থেকে 22 জানুয়ারী ২০২০ অসমের গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে।

১৭. কোন দেশের গবেষকরা সম্প্রতি মিল্কিওয়েতে (আকাশগঙ্গা) একটি বৃহত্তর ব্ল্যাকহোল আবিষ্কার করেছেন?

উত্তর: চীন

১৮. মহারাষ্ট্রের 18 তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন কে?

উত্তর- শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে (ভারতের সকল রাজ্যের মূখ্যমন্ত্রীদের তালিকা পড়ুন)

১৯. প্রথমবারের মতো “Landslides Risk Reduction and Resilience” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?

উত্তর: নতুন দিল্লিতে

২০. কোন চলচিত্রটি ‘Golden Peacock Award at IFFI 2019’  জিতেছে?

উত্তর- Jallikattu

২১. সম্প্রতি বালা সিং নামক এক ব্যক্তি মারা গেছেন, ইনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?

উত্তর- অভিনেতা

২২. 2019 সালের সেরা মহিলা ফুটবলার হিসাবে কে Ballon d’Or পুরষ্কার জিতেছে?

উত্তর- Megan Rapinoe

২৩. Code for Responsible Lending (CRL) মাইক্রোফাইন্যান্স প্যানেলের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর: এইচ আর খান

২৪. সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন (ইসিআই), কোন রাজ্যের আঞ্চলিক দল হিসাবে ‘Jannayak Janta Party (JJP)’ কে  স্বীকৃতি দিয়েছে?

উত্তর- হরিয়ানা। ‘Jannayak Janta Party’ হরিয়ানার বিধানসভা নির্বাচন 2019 – এ 10 টি বিধানসভা সীটে বিজয়ী হয়।

২৫. অঙ্গদ বীর সিং বাজওয়া কোন খেলার সাথে যুক্ত?

উত্তর: শুটিং

২৬. বিশ্বের সেরা পুরুষ খেলোয়াড় হিসাবে 2019 সালের Ballon d’Or Award জিতেছে?

উত্তর- লিওনেল মেসি। এই নিয়ে তিনি ষষ্ঠবারের মতো পুরষ্কার পেয়ে বিশ্ব রেকর্ড তৈরি করেছেন।

২৭. 2019 সালের 55 তম জ্ঞানপীঠ পুরষ্কার কে পেয়েছেন?

উত্তর: Akkitham

২৮. ‘Garam pahad’ এর লেখক কে?

উত্তর: অনিতা ভাটনগর জৈন।

২৯. ‘UN Climate Change Conference COP 25’ কবে কোথায় অনুষ্ঠিত হয়েছে?

উত্তর- ‘UN Climate Change Conference COP 25’ শুরু হয়েছে 2 শে ডিসেম্বর 2019 তারিখে। সম্মেলনটি চিলি সরকারের রাষ্ট্রপতির অধীনে স্পেনের মাদ্রিদে 2-13 ডিসেম্বর 2019 পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।

৩০. ভারতীয় নৌবাহিনীর ষষ্ঠ ডরনিয়ার এয়ারক্র্যাফ্ট স্কোয়াড্রন সম্প্রতি কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলে মঞ্জুরি করা হয়েছে?

উত্তর: গুজরাট

৩১. South Asian Games 2019 অনুষ্ঠিত হচ্ছে কোথায়?

উত্তর- 13তম South Asian Games 2019 অনুষ্ঠিত হচ্ছে নেপালে 1-10 December 2019। 1984 সালের সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে প্রথম ‘South Asian Games (SAG)’ অনুষ্ঠিত হয়েছিল।

৩২. কোন দেশ সম্প্রতি জি -20 গ্রুপের সভাপতিত্ব গ্রহণ করেছে?

উত্তর: সৌদি আরব

৩৩. কোন ভারতীয় শহরের পুলিশ সম্প্রতি ক্লিন স্টেশনগুলির জন্য এসকেএইচ পুরষ্কার পেয়েছে?

উত্তর: চেন্নাই

৩৪. “Landslides Risk Reduction and Resilience” নামক আন্তর্জাতিক সম্মেলনটি প্রথমবারের মতো কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?

উত্তর- নতুন দিল্লীতে

৩৫. কোন শহর কবে ‘Global Migration Film Festival’ আয়োজন করেছে?

উত্তর- Global Migration Film Festival (GMFF) ঢাকায় 2 রা ডিসেম্বর,  2019 এ আয়োজিত হয়েছে।

৩৬. জাতীয় প্রতীকের অপব্যবহারের জন্য সরকার কর্তৃক সর্বোচ্চ কত টাকা জরিমানা আরোপ করা হয়েছে?

উত্তর: 5 লক্ষ টাকা

৩৭. কোন রাজ্য সরকার শিল্প বিকাশের জন্য গ্রামাঞ্চলে ভূমি ব্যাংক তৈরি করবে?

উত্তর: পাঞ্জাব

৩৮. Global Climate Risk Index 2020 -এ ভারতের অবস্থান কত?

উত্তর- পঞ্চম। তথ্যটি 2019 সালের 4 ই ডিসেম্বর প্রকাশিত হয়েছে। Global Climate Risk Index 2020-এ সর্বাধিক ক্ষতিগ্রস্থ দেশগুলির তালিকার শীর্ষে রয়েছে জাপান।

৩৯. মহারাষ্ট্র বিধানসভার নতুন স্পিকার হিসাবে কে নির্বাচিত হয়েছেন?

উত্তর- Nana Patole

৪০. ইউরোপীয় কমিশনের রাষ্ট্রপতি হিসাবে সম্প্রতি কে দায়িত্ব গ্রহণ করেছেন?

উত্তর: Ursula von der Leyen (জার্মানি)

৪১. 18 তম ওয়ার্ল্ড বায়ু শক্তি সম্মেলন এবং প্রদর্শনী (ডাব্লুডব্লিউইইসি 2019) কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?’

উত্তর: ব্রাজিল

৪২. সম্প্রতি কোন দেশ World Heritage Committee -র সদস্য নির্বাচিত হয়েছে?

উওর- থাইল্যান্ড

৪৩. কোন রাজ্য সরকার স্কুল ছাত্রদের জন্য ‘Madhu App’ চালু করেছে?

উত্তর- ওড়িশা

৪৪. ‘The Legacy of Militancy in Punjab: Long Road to Normalcy’ বইটির লেখক কে?

উত্তর- Dona Suri

৪৫. সম্প্রতি রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ‘Hornbill Festival’ আয়োজন করেছে কোন্‌ রাজ্য?

উওর- নাগাল্যান্ড

৪৬. সেক্সুয়াল হারাসমেন্ট এর সাথে সম্পর্কিত অনলাইনে অভিযোগ নিবন্ধ করার জন্য ভারতে কোন ওয়েব পোর্টাল চালু করা হয়েছে?

উত্তর: SHe-Box

৪৭. 2019 আবুধাবি গ্র্যান্ড প্রিক্স খেতাব কে জিতেছে ?

উত্তর:লুইস হ্যামিল্টন

৪৮. ভারতে নির্মিত কোন কোস্টগার্ড জাহাজটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি মালদ্বীপে উপহার দিয়েছেন?

উত্তর- Kaamyaab

৪৯. প্রতি বছর ভারতীয় নৌ দিবস কবে পালন করা হয় কোন্‌ দিনটিতে?

উত্তর- 4th December। 1971-এর ভারত-পাক যুদ্ধে ভারতীয় নৌবাহিনীর বিজয় স্মরণে এই দিনটি ভারতীয় নৌবাহিনী দিবস উৎযাপন করা হয়ে আসছে।

৫০. মরিশাসের নতুন রাষ্ট্রপতি হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে?

উত্তর: প্রীতিজীবীরাজিং রূপুন

৫১. পুরো হজ প্রক্রিয়াটি ডিজিটাল করার জন্য কোন দেশ প্রথম দেশ হয়ে উঠেছে?

উত্তর:ভারত

৫২. সম্প্রতি ফিলিপাইনে যে টাইফুনটি (স্থানীয় ভাবে বাগুই বলা হয় ফিলিপিন্সের ঘূর্ণিঝড়কে) বিধ্বস্ত করেছে তার নাম কী?

উত্তর: Kammuri

৫৩. আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসটি (International Volunteer Day) কবে পালিত হয়?

উত্তর- প্রতি বছর বিশ্বজুড়ে 5 ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসটি জাতিসংঘের আহ্বানে পালিত হয়। ২০১৯ সালের বছরের থিম- “Volunteer for an inclusive future”.

৫৪. ‘Alphabet’ – এর নতুন CEO কে নিযুক্ত হয়েছেন?

উত্তর- সুন্দর পিচাই। মনে রাখবেন ইনি কিন্তু Google -এর  CEO-ও বটে!


Tag- Current Affairs in Bengali , Current Affairs in Bengali 2019, Current Affairs in Bengali PDf, Current Affairs in Bengali 2019 pdf, Current Affairs in Bengali December 2019, Current Affairs in Bengali December 2019 pdf, কারেন্ট অ্যাফেয়ার্স ২০১৯, কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০১৯ PDF, 

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!