CTETPTETপরীক্ষা প্রস্তুতিপ্রাথমিক টেট প্রস্তুতি

শিশু মনস্তত্ব প্রশ্ন উত্তর PDF 15 MCQ FREE | পর্ব-৮

পোস্টটি শেয়ার করুন
3.5/5 - (6 votes)

প্রাথমিক টেট শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ব প্রশ্ন উত্তর PDF (Primary TET Child Psychology MCQ Question And Answer in Bengali PDF) গুলি আজকে দেওয়া হল। এই পোস্টে রয়েছে 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

পর্ষদ প্রদত্ত নতুন সিলেবাস অনুসারে বিভিন্ন টপিক গুলিকে খুব ভালো করে নিখুত ভাবে পড়তে হবে তবেই ভালো নম্বর পাওয়া যাবে। সাথে MCQ প্র্যাকটিস সেট গুলিও সময় ধরে প্র্যাকটিস করে নিতে হবে।

প্রশ্ন-উত্তর সঙ্কলনে
মিশন জিওগ্রাফি ইন্ডিয়া’র, প্রাইমারি টেট অনলাইন কোচিং
শিশু মনস্তত্ত্ব ও বিকাশ, বাংলা, ইংরাজি, গণিত এবং পরিবেশ বিদ্যার প্যাডাগোজি ও বিষয় থেকে টপিক ধরে ধরে সম্পূর্ণ ধারণাভিত্তিক আলোচনা ।
বিশদে জানতে ও সংগ্রহ করতে যোগাযোগ করুণ : 8640890159

শিশু মনস্তত্ব প্রশ্ন উত্তর PDF

1 বর্তমান শিক্ষা ব্যবস্থায় কতগুলি বিষয় সহপাঠক্রমিক কার্যাবলীর অন্তর্গত ?
A) পাঁচটি
B) সাতটি
C) আটটি
D) নয়টি

Join us on Telegram

2. বয়ঃসন্ধিকলে উদ্ভূত বিভিন্ন সমস্যা, বিরূপ আচরণ, প্রক্ষোভ ইত্যাদি পর্যবেক্ষণ করে তা সংশোধনের জন্য নিম্নের কোন পদ্ধতি আদর্শ ?
A) ব্যক্তিগত নির্দেশনাদান
B) স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা
C) সহপাঠক্রমিক কার্যাবলী
D) বিষয়টি শিক্ষার্থীর পিতা-মাতাকে জানানো

3. Gray Phye শিখন সঞ্চালন কৌশলের কয়টি স্তরের কথা বলেছেন ?
A) দুটি
B) তিনটি
C) চারটি
D) পাঁচটি

4. জাড তার সামাণ্যীকরণ তত্ত্বের সমর্থনে নিম্নের কোন নিয়মের ভিত্তিতে তার পরীক্ষাটি করেন ?
A) অভিসরনের
B) প্রতিফলনের
C) ঘনাঙ্কর
D) প্রতিসরণের

5. থর্ণডাইক তার শিখন সঞ্চালন তত্ত্বের ব্যাখ্যার জন্য গণিতের প্রথম চারটি নিয়মকে বিশ্লেষণ করে দেখান, এই চারটি নিয়ম হলঃ
A) যোগ, বিয়োগ, গড় ও ভগ্নাংশ
B) যোগ, বিয়োগ, গুণ ও ভাগ
C) গুণ, ভাগ, গড় ও ভগ্নাংশ
D) যোগ, ভাগ, ভগ্নাংশ, শতাংশ

6. থর্ণডাইকের শিখন সঞ্চালনের অভিন্ন উপাদান তত্ত্বকে নিম্নের কে সঞ্চালন তত্ত্ব নয় বলে অভিমত প্রকাশ করেন ?
A) পেদ্রো ওরাটা
B) চার্লস জাড
C) ইরবিং টলম্যান
D) উইলিয়ামস জেমস

7. দাবা খেলার কৌশলকে প্রতিফলিত চিন্তনের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে প্রয়োগ করা, এই বিষয়টি সমর্থন করে –
A) শিখনের দূরবর্তী সঞ্চালনকে
B) শিখনের উচ্চ পথ সঞ্চালনকে
C) শিখনের নিম্ন পথ সঞ্চালনকে
D) পার্শ্ববর্তী শিখন সঞ্চালনকে

8. রজার্স তার তত্ত্বে আত্মবিশ্বাস গঠনের তিনটি উপাদানের কথা উল্লেখ করেছেন, নিম্নের কোনটি তার অন্তর্ভুক্ত নয় ?
A) স্ব-মর্যাদা
B) আদর্শ ইদ
C) স্বপ্রতিচ্ছবি
D) আদর্শ অহম

9. শিখন ও সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীকে যে প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হয় তাকে বলা হয় –
A) Zone of Beyond Development
B) Zone of Actual Development
C) Zone of Proximal Development
D) Scaffolding

বিনামূল্যে প্রাথমিক টেটের মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুণ

10. ভিকেরিয়াস রি-ইনফোর্সমেন্ট নীতি (Vicarious Reinforcement) অনুযায়ী প্রকৃত মডেল হলঃ
A) বেতার
B) দূরদর্শন
C) পরিবেশ
D) অভিভাবক

11. গেস্টাল্ট শিখন তত্ত্বের একটি শিখন ধারণা হল Law of Pragnanz, “Pragnanz” একটি জার্মান শব্দ, এর অর্থ হল
A) Compact but Casual
B) Compact but Significant
C) Meager but Compact
D) Meager but Significant

12. কোহলার কোন দ্বীপে তার বিখ্যাত সিম্পাঞ্জির পরীক্ষাটি করেন ?
A) মালডিভি দ্বীপে
B) ক্যানারি দ্বীপে
C) স্যান্তোরিনি দ্বীপে
D) ডলমেশিয়ান দ্বীপে

13. INRC Group “R” এর র্থ হলঃ
A) Recovery
B) Recognition
C) Reciprocity
D) Retreat

14. পিয়াজেঁর মতে শিশু ভুল ও প্রচেষ্টার মাধ্যমে সমস্যার সমাধান করতে আকৃষ্ট হয় –
A) আবর্ত ক্রিয়ার সমন্বয় পর্যায়ে
B) প্রত্যাবর্ত ক্রিয়ার পর্যায়ে
C) প্রাক-সক্রিয়তার স্তরে
D) মানসিক সংযুক্তির পর্যায়ে

15. Jean Piaget কে প্রজ্ঞামূলক শিখন তত্ত্বের প্রধান প্রবক্তা বলে অভিহিত করেন –
A) রাশিয়ান মনোবিদ Ivan Petrovich Pavlov
B) আমেরিকান শিক্ষা তাত্বিক Charles M. Reigeluth
C) আমেরিকান শিখন মনস্তাত্বিক Ernst von Glasersfeld
D) আমেরিকান শিক্ষাবিশারদ Roger Carl Schank

শিশু মনস্তত্ব প্রশ্ন উত্তর PDF উত্তরঃ

1. D) নয়টি, 2. A) ব্যক্তিগত নির্দেশনাদান, 3. B) তিনটি, 4. D) প্রতিসরণের, 5. B) যোগ, বিয়োগ, গুণ ও ভাগ, 6. A) পেদ্রো ওরাটা, 7. B) শিখনের উচ্চ পথ সঞ্চালনকে, 8. B) আদর্শ ইদ, 9. D) Scaffolding, 10. D) অভিভাবক, 11. B) Compact but Significant, 12. B) ক্যানারি দ্বীপে, 13. C) Reciprocity, 14. D) মানসিক সংযুক্তির পর্যায়ে, 15. C) আমেরিকান শিখন মনস্তাত্বিক Ernst von Glasersfeld

PDF-টি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। এখানে ক্লিক করে যুক্ত হন, অথবা টেলিগ্রাম অ্যাপ খুলে সার্চ করুণ “Students Care”

পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ১ক্লিক করুন
পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ক্লিক করুন
পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ৩ক্লিক করুন
পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ৪ক্লিক করুন
পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ক্লিক করুণ
Primary TET Practice SET PDF List

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!