e-Bookগণিতপরীক্ষা প্রস্তুতি

গণিতের সকল সুত্রের ব্যাখ্যা বাংলায় free pdf Download করুণ

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

গণিতের সকল সুত্রের ব্যাখ্যা : নবম – দশম শ্রেণী এবং একাদশ – দ্বাদশ শ্রেণীর জন্য গনিতের বিভিন্ন সুত্র একটি মাত্র পিডিএফ বই এ আপদের জন্য উপস্থাপন করছি। আশা করি আপনাদের গণিত শেখার যে প্রচেষ্টা তাতে একটু হলেও অবদান রাখবে এই বইটি। গণিতে ভালো করা জন্য যে সকল সূত্র গুলো আমাদের ব্যবহার করতে হয় তা এখানে রয়েছে। বীজ গনিতের সুত্র এবং Rules of Mathematics নামের একটি পিডিএফ বই দেয়া হলো-

গণিতের সকল সুত্রের ব্যাখ্যা বাংলায় free pdf


গণিতের সকল সুত্র সমূহ PDF


PDF টি তে কি কি রয়েছে-

এই পিডিএফ টিতে কি কি রয়েছে তার একটি ছোটো তালিকা দেওয়া হল-

বীজগনিতের সূত্র PDF

(1) (a + b)² = a² + 2ab + b²

Join us on Telegram

(2) (a + b)² = (a – b)² + 4ab

3) (a – b)² = a² – 2ab + b²

4) (a – b)² = (a + b)² – 4ab

5) a² + b² = (a + b)² – 2ab

6) a² + b² = (a – b)² + 2ab

7) a² – b² =(a + b)(a – b)

8) 2(α² + в²) = (a + в)² + (a – в)²

9) 4ab = (a + b)² -(a – b)²

10) ab = {(a + b)/2}² – {(a – b)/2}²

11) (a + b + c)² = a² + b² + c² + 2(ab + bc + ca)

12) (a + b)³ = a³ + 3a²b + 3ab² + b³

13) (a + b)³ = a³ + b³ + 3ab (a + b)

14) (a – b)³= a³ – 3a²b + 3ab² – b³

15) a³ + b³ = (a + b) (a² – ab + b²)

16) a³ + b³ = (a + b)³ – 3ab (a + b)

17) a³ -b³ = (a – b) (a² + ab + b²)

(18) a³ – b³ = (a – b)³ + 3ab (a – b)

( 19) (a + b + c)² = a² + b² + c² + 2(ab + bc + ca)

২. পাটিগণিতের সূত্র PDF

সরল সুদ

যদি আসল=P, সময়=T, সুদের হার=R, সুদ-আসল=A হয়, তাহলে;

  • সুদের পরিমাণ= PRT/100
  • আসল= 100×সুদ-আসল(A)/100+TR
  • নৌকার গতি স্রোতের অনুকূলে ঘন্টায় 10 কি.মি. এবং স্রোতের প্রতিকূলে 2 কি.মি.। স্রোতের বেগ কত?
    টেকনিকঃ স্রোতের বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ – স্রোতের প্রতিকূলে নৌকার বেগ) /2 = (10 – 2)/2= = 4 কি.মি.
  • একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কি.মি.এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 4 কি.মি.যায়। নৌকার বেগ কত?
    টেকনিকঃ নৌকার বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ+স্রোতের প্রতিকূলে নৌকার বেগ)/2= (8 + 4)/2=6 কি.মি.
  • নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 কি.মি. ও 5 কি.মি.। নদীপথে 45 কি.মি. পথ একবার গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে?
    টেকনিকঃ মােট সময় = [(মােট দূরত্ব/ অনুকূলে বেগ) + (মােট দূরত্ব/প্রতিকূলে বেগ)]
    উত্তর:স্রোতের অনুকূলে নৌকারবেগ = (10+5) = 15 কি.মি.
    স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (10-5) = 5কি.মি.
    [(45/15) +(45/5)]
    = 3+9
    =12 ঘন্টা

সুদ কষার সকল সূত্র এবং সমাধান PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুণ।

ত্রিকোণমিতির সকল সূত্র pdf

CYLINDER SURFACE AREA2πr² + 2πrh
CYLINDER VOLUMEπr²h
Sphere Surface area4πr²
Spere Volume4/3πr³
Cone surface areaπrs + πr²
Cone volume1/3πr²h
Square-based pyramid Surface area2bs+b²
Square-based pyramid Volume1/3b²h
Rectangular prism surface area2(wh+lw+lh)
Rectangular prism Volumelwh
Triangular prism surface areaah+bh+ch+bl
Triangular prism volume½blh
parallelogram areaBase x height
Triangle area½bh
Circle circumference2πr or πd
trapezoid area½(a+b)h
Circle areaπr²
ত্রিকোণমিতির সূত্র PDF

এছাড়াও ত্রিকোণামিতির সকল সূত্রগুলি একসাথে PDF Download করার জন্য এখানে ক্লিক করুণ

আয়তক্ষেত্রর সকল সূত্রঃ

  • আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
  • আয়তক্ষেত্রের পরিসীমা = 2 (দৈর্ঘ্য+প্রস্থ)একক
  • আয়তক্ষেত্রের কর্ণ = √(দৈর্ঘ্য²+প্রস্থ²)একক
  • আয়তক্ষেত্রের দৈর্ঘ্য= ক্ষেত্রফল÷প্রস্ত একক
  • আয়তক্ষেত্রের প্রস্ত= ক্ষেত্রফল÷দৈর্ঘ্য একক

৩. পরিমিতির সূত্র PDF

পরিমিতির সকল সূত্রগুলি একটি তালিকা প্রস্তুত করে দিয়েছি। আগে এই পোস্টটি ভালো করে পড়ুন এর পর পরিমিতির সকল সূত্রগুলি PDF আকারে ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুণ। পরিমিতির সকল সূত্র PDF

জ্যামিতির সকল সংজ্ঞা PDF

জ্যামিতির সকল সংজ্ঞা গুলি PDF Download করার জন্য এখানে ক্লিক করুণ

ত্রিভূজের সকল সংজ্ঞা ও সূত্র PDF

ত্রিভূজের সকল সংজ্ঞা, ত্রিভূজের শ্রেণীবিভাগ ও সূত্রগুলি PDF আকারে ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুণ।

ক্যালেন্ডারের অঙ্ক নিমেষে করতে আগে সূত্রগুলি জানুন। সূত্রগুলি জানুন এবং PDF Download করুণ এখানে ক্লিক করে

গণিতের সকল সুত্র সমূহ PDF Download Section


Tag- বীজগণিতের সব সূত্র, পরিমিতি সূত্র সমূহ, গণিত অলিম্পিয়াড বই pdf,পাটিগণিতের সূত্র,পাটিগণিত সমাধান pdf,ত্রিকোণমিতির সূত্র সমূহ, বীজগণিত সুত্র pdf,গণিতের সকল সূত্র,শর্টকাট ম্যাথ pdf,শর্ট টেকনিক pdf,গণিতের শর্টকাট টেকনিক, বীজগণিতের সূত্রাবলী, পরিমিতির সূত্রসমূহ, জ্যামিতির সকল সূত্র,পরিমিতি অংক সমাধান,পরিমিতি কি, ত্রিকোণমিতির সূত্র, পাটিগণিতের সূত্রাবলী,পদার্থ বিজ্ঞানের সুত্র pdf,জ্যামিতির সকল সংজ্ঞা,জ্যামিতির সূত্রাবলী, গনিতের সকল সুত্রের ব্যাখ্যা বাংলায় free pdf, গনিতে বিভিন্ন সুত্র, গণিতের সকল সুত্র সমূহ PDF, পাটিগণিতের সূত্র, গণিতের প্রয়োজনীয় কিছু সূত্র

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

One thought on “গণিতের সকল সুত্রের ব্যাখ্যা বাংলায় free pdf Download করুণ

Comments are closed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!