চাঁদের মাটিতে প্রথম মানুষ- মিশন “অ্যাপেলো-১১” অজানা অথ্য (Mission Apollo 11)

পোস্টটি শেয়ার করুন
Rate this post

চাঁদের মাটিতে প্রথম মানুষ- মিশন “অ্যাপেলো-১১”

সালটা ছিল ১৯৬১। সেই সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন জন এফ কেনেডি। তিনি চেয়েছিলে মানুষকে চাঁদে পাঠাতে। তাঁর ইচ্ছা অনুযায়ি নাসা চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করতে লাগল। এবং অবশেষে ১৯৬৯ সালে সেই দিন এল যেদিন “অ্যাপেলো-১১” মিশন বাস্তবায়িত হতে চলেছে।

অ্যাপেলো-১১

“অ্যাপেলো-১১” যাত্রা শুরু করল ১৬ ই জুলাই ১৯৬৯ সালে নীল আর্মস্ট্রং, এডউইন “বজ” আলড্রিন ও মাইকেল কলিন্স নামক তিনজন মহাকাশ যাত্রীকে নিয়ে।

একি সাথে নীল আর্মস্ট্রং, এডউইন
একি সাথে নীল আর্মস্ট্রং, এডউইন “বজ” আলড্রিন ও মাইকেল কলিন্স

ঠিক এর চারদিন পর, ২০ই জুলাই ১৯৬৯ সালে নীল আর্মস্ট্রং, এডউইন “বজ” আডলডিন দুজনে চাঁদের মাটিতে নেমেছিলে। এরা চাঁদের কক্ষ পথ থেকে চাঁদের মাটিতে নামার জন্য Lunar Module এর ব্যবহার করেছিলেন। যাকে ‘ঈগল’ নামে চিনি আমরা। কিন্তু মাইকেল কলিন্স চাঁদের কক্ষ পথেই থেকে গিয়েছিলেন পরীক্ষা-নিরীক্ষা ও চিত্র সংগ্রহের জন্য।

Join us on Telegram

ঠিক আজকের দিনেই ২০ জুলাই ১৯৬৯ সালে প্রথম মানুষ হিসাবে চাঁদের মাটি স্পর্শ করেছিলেন নীল আর্মস্ট্রং এবং এর ঠিক ২০ মিনিট পর আলড্রিন চাঁদের মাটিতে পা দিয়েছিলেন। এরা দুজনে প্রায় তিন ঘন্টা চাঁদের মাটিতে ঘুরেবেড়িয়েছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছেন, অসংখ্য শিলা সংগ্রহ করেছেন।

তাঁরা তাঁদের দেশ যুক্তরাষ্ট্রের পতাকা স্থাপন করেছেন চাঁদের। এমনকি তাঁদের সাক্ষর করা একটি ফলক ও চাঁদের স্মৃতি হিসাবে রেখে এসেছেন।

এই সেই ফলক যেখানে লেখা রয়েছে-
এই সেই ফলক যেখানে লেখা রয়েছে- “Here men from the planet Earth first set foot upon the moon July 1969, A.D. We came in peace for all mankind.” Image Credit: NASA

এরপর ২৪শে জুলাই ১৯৬৯ সালে তিন জন মহাকাশচারী সুস্থ অবস্থায় পৃথিবীতে ফিরে এসেছিলেন।

এবার দেখে নেওয়া যাক, চাঁদে প্রথম মানুষ যাওয়ার মিশনের কিছু অজানা চিত্র– দেখুন

অ্যপেলো-১১ মিশনে যাওয়ার শেষ মুহুর্তের প্রস্তুতি
অ্যপেলো-১১ মিশনে যাওয়ার শেষ মুহুর্তের প্রস্তুতি
চাঁদে পৌঁছানোর যাত্রাপথ
চাঁদে পৌঁছানোর যাত্রাপথ
চাঁদের পৃষ্ঠে লুনার মোডিউল ঈগল এবং ওই দূরে দেখা যায় আমাদের পৃথিবীকে
চাঁদের পৃষ্ঠে লুনার মোডিউল ঈগল এবং ওই দূরে দেখা যায় আমাদের পৃথিবীকে
চাঁদের মাটিতে প্রথম মানুষ- মিশন "অ্যাপেলো-১১" অজানা অথ্য (Mission Apollo 11)
“অ্যাপেলো-১১” মিশন সাফল্যের সাথে শেষ করে পৃথিবীতে ফিরে আসার মুহুর্ত।
দ্য নিউ ইয়র্ক টাইমস- পত্রিকাতে  প্রকাশিত  খবর
দ্য নিউ ইয়র্ক টাইমস- পত্রিকাতে প্রকাশিত খবর
মূদ্রার মাধ্যমে স্মৃতি সংরক্ষন
মূদ্রার মাধ্যমে স্মৃতি সংরক্ষন
কলম্বিয়ার মিউজিয়ামে আজ-ও সংরক্ষিত রয়েছে।
কলম্বিয়ার মিউজিয়ামে আজ-ও সংরক্ষিত রয়েছে।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!