সমগ্র বিশ্বের ২৫টি বিস্ময়কর ছবি দেখুন | যা আগে কখনও দেখেননি

পোস্টটি শেয়ার করুন
Rate this post

প্রতিনিয়ত আমাদের চারিপাশে বিস্ময়কর কত ঘটনাই না ঘটে থাকে, সেগুলির মধ্যে কখনো প্রাকৃতিক বিস্ময় আবার কখনো মানুষের সৃষ্ট বিস্ময় ও রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ত সময়ের মধ্যে অনেকেই খেয়াল করিনা সেগুলি। যদি একটু মন স্থির করে ছবি গুলি ভালো করে দেখেন তাহলে আপনি মনে মনে বিস্মিত হবেনই। আজ সেরকমি ২৫টি সারা বিশ্ব থেকে খঁজে আনা বিস্ময়কর ছবি গুলি আপনাদের দেখাবো। দেখুন, এক বার বুঝতে না পারলে দুইবার দেখুন এবং উপভোগ করুন।

১. পোল্যান্ডের বাঁকা বন

পোল্যান্ডের বাঁকা বন
এই বনের অবস্থান পোল্যান্ডের গ্রাইফিনোতে। ১৯৩০ সালে লাগানো এই বনের প্রায় ৪০০টি পাইন গাছের সবগুলো গাছই উত্তর দিকে বাঁকানো! আপনি যদি এই বনের মধ্যে প্রবেশ করেন এবং গাছ গুলিকে দেখেন তাহলে ভাবতেই পারেন যাদুবিদ্যার সাহায্যে এগুলি সৃষ্টি! কিন্তু কারো কারো মতে কোনো মহাকর্ষীয় শক্তি বা তুষারঝড়ের কারণে- যা তাদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করেছে।

২. ঊর্ধ্বগামী বাগান

ঊর্ধ্বগামী বাগান
চিত্রটি একটি বাগানের, যেটি কিনা ক্রমশ ওপরের দিকে উঠে গিয়েছে।

৩. পাতা ঝড়া গাছ

Join us on Telegram
জিঙ্কো গাছের পাতা ঝরে
ছবিটি ১৪০০ বছর পুরানো জিঙ্কো গাছের পাতা ঝরে পরে রয়েছে এমন অবস্থা দেখছেন। স্থানটি চীনে অবস্থিত

৪. মন্দিরের ছাদে বৃদ্ধি পাওয়া একটি গাছ, কম্বোডিয়া

মন্দিরের ছাদে বৃদ্ধি পাওয়া একটি গাছ, কম্বোডিয়া
ছবিতে দেখতে পাচ্ছেন একটি মন্দিরের ছাদে একটি গাছ নিজের বৃদ্ধি ঘটিয়েছে। অসাধারণ তাই না? জায়গাটি মন্দিরের ছাদে বৃদ্ধি পাওয়া একটি গাছ, কম্বোডিয়া তে

৫.  টিউলিপ বাগান, নেদারল্যান্ড

 টিউলিপ বাগান, নেদারল্যান্ড
ছবিটি নেদারল্যান্ডের ভুরহাউটের কাছে অবস্থিত একটি টিউলিপ বাগান । আমরা সকলেই প্রায় জানি নেদারল্যান্ডে এরকম অসাধারণ সব টিউলিপের বাগান রয়েছে

৬. অগ্নিকুণ্ড মেঘ, পর্তুগাল

অগ্নিকুণ্ড মেঘ
মনে হচ্ছে আগুনের গোলা আপনার দিকে ধেয়ে আসছে। ভয় পেলেন নাকি? নানা ভয় পাবেন না। এটি আসলে একটি অগ্নিকুন্ড মেঘ বলতে পারেন। পর্তুগালের মাদেইরা দ্বীপে দেখা গিয়েছিলো।

৭. ফ্লোরেন্স ক্যাথেড্রালের মেঝের কারুকার্য

ফ্লোরেন্স ক্যাথেড্রালের মেঝের কারুকার্য
এই ছবিটি ফ্লোরেন্স ক্যাথেড্রালের মেঝের উপর কারুকার্যর নকশা।ছবিটি দেখে মাথা ঘুরে যাওয়ার উপক্রম হল!

৮. আকাশ ছোঁওয়া ভবন

আকাশ ছোঁওয়া ভবন
ছবিটিতে দেখছেন ভবনটি প্রায় আকাশকে ছুঁইয়েই ফেলেছে! ফোটোগ্রাফার কে ধন্যবাদ জানাই এমন একটি ছবি তোলার জন্য

৯. ওইয়েনাটচি নদী, ওয়াশিংটন

ওইয়েনাটচি নদী, ওয়াশিংটন
চিত্রটি ওইয়েনাটচি নদী, ওয়াশিংটন, আমেরিকা যুক্তরাষ্ট্র

১০.  আলোর স্তম্ভ

 আলোর স্তম্ভ
আলোগুলো দেখতে ভিনগ্রহ থেকে আসা কোনো কিছুর মতো। আসলে এই আলোগুলো বায়ুমণ্ডলের খুব পরিচিত প্রপঞ্চ। একে বলা হয় আলোর স্তম্ভ।এগুলো দেখতে অনেকটা মেরুপ্রভার মতো। কিন্তু মেরু প্রভা নয়! তাহলে কি? প্রচণ্ড ঠাণ্ডায় নিজেদের সাধারণ অবস্থানের নিচে সমান ও ষড়ভুজাকার বরফের তৈরি স্ফটিক তৈরি হয়। আর যখন এটা হয় তখন সব স্ফটিক মিলে বিরাট এক আয়নার মতো অবস্থার সৃষ্টি করে। আর এই আয়না শহরের বিভিন্ন আলো যেমন বাড়ি বা গাড়ির আলোর প্রতিফলন ঘটায়।

১১.  উড়ন্ত ছাতা

উড়ন্ত ছাতা, পর্তুগাল
যদি আপনার পাড়ার গলি গুলিতে এরকম উড়ন্ত ছাতা দিয়ে ঢাকা থাকত তাহলে সৌদরতার সাথে সাথে এই গ্রীষ্ম কাল টাও ভাল ভাবে কেটে যেত তাই না!

১২. ভয়ংকর আগ্নেয়গিরি!

ভারত মহাসাগরে ফ্রঁস দ্বীপের পিটন দে লা ফোরানোজ আগ্নেয়গিরি
দেখছেন কত ভয়ংকর আগ্নেয়গিরি! তবে দেখতে ভালই লাগছেন বলুন!

৩. একনম্বর ঘড়ির ডিজাইনার প্যাটেক ফিলিপের ডিজাইন করা ঘড়ি

একনম্বর ঘড়ির ডিজাইনার প্যাটেক ফিলিপের ডিজাইন করা ঘড়ি
পৃথিবী একনম্বর ঘড়ির ডিজাইনার প্যাটেক ফিলিপের নিজের ডিজাইন করা ঘড়ির ভেতরের যন্ত্রাংশগুলি দেখছেন। ছবিটিতো অসাধাওন তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার সাথে সাথে পৃথিবীর সেরা ঘড়ি ডিজাইনার কেন হল তার একটি প্রমান!

১৪. সূর্যগ্রহনের সময় সূর্যোদয়

সূর্যগ্রহনের সময় সূর্যোদয়
সূর্যগ্রহনের সময় সাথে যদি সূর্যোদয় দেখার সুযোগ পেয়ে যান তাহলে জীবনের একটা আশা পূর্ণ হয়েছে ভেবে আনন্দিত হওয়া যেতেই পারে।

১৫. আগুনে গলে যাওয়া জানালার কাঁচ

আগুনে গলে যাওয়া জানালার কাঁচ
ছবিটি আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ির। ওই বাড়িটিতে আগুন লাগার পরমূহুর্তে আগুনে গলে যাওয়া জানালার কাঁচ।

১৬. দানবাকার এই সুইমিং পুল

পৃথিবীর সবচেয়ে গভীর সুইমিং পুল।
৬ লক্ষ গ্যালন আছে এই সুইমিং পুলে। এর গভীরতা প্রায় ১১৩ ফুট! এটি বেলজিয়ামের ব্রাসেলে অবস্থিত

১৭. বেবি টিথ বা দুধ দাঁত

বেবি টিথ বা দুধ দাঁত
একটি বাচ্চার খুলির ভেতরে এমনই থাকে তাদের বেবি টিথ বা দুধ দাঁতগুলো পড়ে যাবার আগে।

১৮. ডিমের খোলাতে ২০ হাজার ছিদ্র!

ডিমের খোলাতে ২০ হাজার ছিদ্র!
আমরা সমলেই প্রায় রোজ ডিম খাই, রোজ ডিম খাওয়া সাস্থের পক্ষে ভালো। কিন্তু ওই ডিমের খোলাতে আপনাকে যদি হাজার হাজার ফুঁটো করতে বলা হয়, পারবেন আপনি? চেষ্টা করেই দেখুন ক্ষতি কি। এই চিত্রটিতে ডিমের এই খোসাতে করা হয়েছে ২০,০০০ ছিদ্র। কল্পনা করুন কিভাবে সম্ভব হয়েছে!

১৯. পারাপারের জন্য ট্রেনের বগিরে ব্যবহার

পারাপারের জন্য ট্রেনের বগিরে ব্যবহার
আপনার আশে পাশে ছোটো খাটো খাল বা নালা আছে কি? তাহলে এই চিত্রের মত উপায় ভাবতে পারেন। ছোট-খাটো পারাপারের ব্রিজ হিসেবে এভাবে পরে থাকা পুরোনো ট্রেনের বগি কিন্তু আমাদের দেশেও ব্যবহার করা যায়।

২০. বেড়াল ও মানুষের চোখের দৃষ্টিশক্তি

মানুষের চোখে যা দেখা যায় আর বেড়ালের চোখে যা দেখা যায়। উপরেরটা মানুষের, নীচেরটা বেড়ালের।
মানুষের চোখে যা দেখা যায় আর বেড়ালের চোখে যা দেখা যায়। উপরেরটা মানুষের, নীচেরটা বেড়ালের।

২১. বজ্রপাতের পরের চিত্র

বজ্রপাতের পরের চিত্র
একটি বজ্রপাতের পর একটি গলফ কোর্সের ঘাসের কেমন অবস্থা হয়েছে সেটি এই চিত্রের মাধ্যমে দেখুন।

২২. জীবাশ্ম

জীবাশ্ম
দেখতে পাচ্ছেন কিছু এই চিত্রের মধ্যে? কিছু লুকিয়ে রয়েছে কিনা ভালো করে খেয়াল করুন্তো!

২৩. গাছের সাথে মিশে আছে একটি বড় পাখি

গাছের সাথে মিশে আছে একটি বড় পাখি
গাছের সাথে মিশে আছে একটি বড় পাখি… দেখতে পেলেন?

২৪. পাতার সাথে মিশে আছে লম্বা একটি পোকা

পাতার সাথে মিশে আছে লম্বা একটি পোকা
পাতার সাথে কিছু মিশে রয়েছে কিনা একটু ভালো করে চোখ বোলান।

২৫. বৈচিত্র্যময় বন

ওইয়াইমিংয়ের একটি বৈচিত্র্যময় বন
ওইয়াইমিংয়ের একটি বৈচিত্র্যময় বন

ফীচার ইমেজ

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!