শিশু শিক্ষা ও বিকাশ সম্পর্কিত বিভিন্ন উক্তি গুলি জেনে নিন এক নজরে

পোস্টটি শেয়ার করুন
3/5 - (2 votes)

শিশু শিক্ষা ও বিকাশ সম্পর্কিত বিভিন্ন ব্যক্তির ২৫টি উক্তি

শিশু শিক্ষা ও বিকাশ সম্পর্কিত বিভিন্ন উক্তি গুলি জানার আগে আমরা একটু জেনে নেই “শিশু বিকাশ” কী? ‘শিশুর বিকাশ’– কথাটির মধ্যে দুটি অন্তর্নিহিত শব্দ লুকিয়ে রয়েছে। একটি হল ‘শিশু’ ও অপরটি হল ‘বিকাশ’। তাই আগে আমাদের জানা দরকার শিশুর অর্থ কী? CRC-র মতে ১৮ বছর বয়সের নীচে থাকা সকল মানুষকেই শিশু হিসাবে গণ্য করা হয়। আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষের সংবিধানের ৪৫-নম্বর ধারা অনুযায়ী ১৪ বছর বয়সের নীচে থাকা প্রত্যেকটি মানুষকেই শিশু বলা হয়।

অপর দিকে, বিকাশ বলতে, ক্রিয়া-প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়ার ফল। অর্থাৎ এক কথায় শিশুর বিকাশ হল- “জন্মের পর থেকে শিশুর জীবন ব্যাপী, নিরবচ্ছিন্ন, সামগ্রিক ও গুণ গত পরিবর্তনের প্রক্রিয়া”

১. শিক্ষার কাজ হল মানুষকে জীবন ও জীবিকার উপযোগী করে তোলা- হার্বাট স্পেনসার।

২. স্বকীয় এবং অন্তর্জাত বৃদ্ধি হল পরিনমন- গেসেল

Join us on Telegram

৩. শিক্ষার উদ্দেশ্য হল সামগ্রিকভাবে বাঁচার প্রস্তুতি- হার্বাট স্পেনসার

আমাদের সেফবুক পেজে লাইক করে প্রতিনিয়ত জুড়ে থাকুন। ক্লিক করুন এখানে

৪. প্রত্যক্ষন প্রকৃত পক্ষে সংবেদন ও স্মৃতির সমন্বয়- গিলস্‌বারি।

৫. বয়ঃসন্ধি হল পীড়ন ও কষ্টের কাল- স্ট্যানলি।

৬. পাঠ ক্রম হল কয়েকটি বিষয়ের এবং পরিকল্পিত অভিজ্ঞতার শৃঙ্খলাবদ্ধ সমষ্টি- কার্টার ভি গুড।

৭. শিখন হল অনুশীলন ভিত্তিক(Scare) আচরনের পরিবর্তন- বার্নাড।

৮. শিক্ষা হল দ্বিমূখী প্রক্রিয়া- জন অ্যাডামস ।

৯. মন বিদ্যা হল আচরণের বিজ্ঞান- ম্যাকাডুগাল।

১০. সকল মানুষের ভাষা গত অভিজ্ঞতা সমান- হাল ও হ্যারো।

১১. শিক্ষার্থী যা কিছু শেখে তাই হল পাঠ ক্রম- হরনির।

১২. পূর্ণ ব্যক্তিত্ব গঠন শিশু শিক্ষার উদ্দেশ্য- পেস্তালৎজি।

১৩. শিক্ষার লক্ষ হল দেখ, মন, আত্মার সবচেয়ে শ্রেষ্ঠ গুনগুলির সু সামঞ্জস্য বিকাশ সাধন- মহাত্মা গান্ধী।

১৪. মন বিজ্ঞান হল আত্মার বিজ্ঞান- অ্যারিস্টটল।

১৫. মানুষের গঠনে পরিবেশ নয়, উত্তরাধিকার মুখ্য ভূমিকা পালন করে- উইগেন।

১৬. মন বিজ্ঞান হল আচরণ সংক্রান্ত ধনাত্মক বিজ্ঞান- ম্যাকডুয়াল।

১৭. শিক্ষার মধ্যে গ্রহণ, রক্ষণাবেক্ষণ উভয়ই আছে- স্কিনার।

১৮. জন্ম গত সম্ভাবনা গুলি স্বাভাবিক ভাবে প্রস্ফুটিত হওয়ার ফলে শিশুর আচরণের গুণ গত ও পরিমান গত পরিবর্তনের প্রক্রিয়াই হল পরিণমন- কোলেস্‌নিক।

১৯. The aim of education is development, (scare) the process of education is development- ফ্রয়েবেল।

২০. It is the Sumlotal of all the physical and mental characteristics received by the individual from ancestor at birth- স্টোন।

২১. শিক্ষার উদ্দেশ্য হল মানুষের অন্তর্নিহিত শক্তিগুলির স্বাভাবিক, সুষম ও প্রগতীশীল বিকাশ- পেস্তালৎসি।

২২. শিক্ষার লক্ষ হল সুস্থ দেহে সুস্থ মন তৈরী করা- অ্যারিশটটল্‌।

২৩. অনুরাগ হল নতুন অভিজ্ঞতা (scare) অর্জনের জন্য শিশুর মানসিক প্রস্তুতি- হার্বাট।

২৪. পরিবেশের প্রয়োজন মেটানোর তাগিদে আমাদের মধ্যে যেসব আচরণগত পরিবর্তন ঘটে তাই হল শিখন- আর্ডেনার মরফি।

২৫. শিক্ষা হল দ্বিমুখী প্রক্রিয়া- জন অ্যাডাম্‌স।

[অনলাইনে প্রাথমিক টেট মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুণ]

ধন্যবাদ আপনাদের সকলকে। শিশু শিক্ষা ও বিকাশ সম্পর্কিত বিভিন্ন উক্তি র পরবর্তী পোস্ট নিয়ে আসার চেষ্টা করব যদি আপনারা কমেন্ট করে মতামত দিয়ে থাকেন তাহলেই। লেখাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পরবর্তী পোস্ট করার জন্য উৎসাহীত করবেন। এছাড়াও আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে। এর পরবর্তী পোস্ট কোন্‌ টপিক নিয়ে করব অবশ্যই জানাবেন। প্রতিদিনের আপডেট সময়ে পেতে হলে আমাদের ফেসবুক পেজ ফলো করুন।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!