পি. এস. সি. ক্লার্কশিপ পরীক্ষা প্রস্তুতি || MCQ || প্রথম পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

PSC Clerkship 2018 MCQ || পি. এস. সি. ক্লার্কশিপ পরীক্ষা প্রস্তুতি

আপনিকি পি. এস. সি. ক্লার্কশিপ পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন? অনলাইনে স্টাডি মেটেরিয়াল বিনামূল্যে সার্চ করছেন কিন্তু পাচ্ছেন না। অবসর সময়ে মোবাইল হাতে পরিক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য MCQ প্রশ্ন উত্তর দরকার কিন্তু হাতের কাছে পাচ্ছেন না। আপনাদের জন্য স্টুডেন্টস কেয়ার নতুন বিভাগ শুরু করলো অনলাইন পি. এস. সি. ক্লার্কশিপ পরীক্ষা প্রস্তুতি । আজ প্রথম বিভাগটি শুরু করা হল, আপনাদের উপস্থিতি নজরে পরলে এই ধরণের পর্ব ধারাবাহিক ভাবে চলতে থাকবে শুধুমাত্র স্টুডেন্টস কেয়ারে। তাই প্রতিনিয়ত আমাদের সাইটে একবার হলেও নজরে রাখবেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই MCQ গুলি শুধু মাত্রই যে ক্লার্কশিপের পরীক্ষার জন্য প্রস্তুত তা কিন্তু নয়, পশ্চিমবঙ্গের সকল সরকারি পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্ন উত্তরগুলি উপলব্ধ। চলুন দেখে নেওয়া যাক পি. এস. সি. ক্লার্কশিপ পরীক্ষা প্রস্তুতি প্রথম পর্ব

১. কোন্‌ আইনের দ্বারা রানি ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হন?

অ) রয়্যাল  টাইটেলস অ্যাক্ট, ১৮৭৬

আ) অ্যাক্ট অফ ১৮৫৮

Join us on Telegram

ই) কাউন্সিল অ্যাক্ট ১৮৬১

ঈ) অ্যাক্ট অফ ১৮৭২

২. করেঙ্গে ইয়ে মরেঙ্গে কে ডাক দিয়েছিলেন?

অ) নেতাজী সুভাষ চন্দ্র বসু

আ) মহাত্মা গান্ধী

ই) সুরেন্দ্রনাথ বন্ধ্যোপাধ্যায়

ঈ) আনন্দমোহন বসু

আমাদের( Students care ) ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে।

৩. কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টিত হয় যে সংস্থার সুপারিশের ভিত্তিতে সেটি হল-

অ) পরিকল্পনা কমিশন

আ) অর্থ কমিশন

ই) জাতীয় উন্নয়ন পরিষদ

ঈ) সরকারি হিসাব রক্ষা সংক্রান্ত কমিটি

৪. ১৪০, ১১৯, ১০০, ৮৩, ৬৮,?

অ) ৫৫

আ) ৫৮

ই) ৫৯

ঈ) ৬০

প্রাথমিক টেটের জন্য তপতি প্রকাশনীর বই PDF আকারে ডাউনলোড করুন

৫. চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমন করেছিল?

অ) ১২১১ সালে

আ) ১২২১ সালে

ই) ১৩৯৯ সালে

ঈ) ১৫২৬ সালে

৬. নারকেলর যে অংশ আমরা খাই সেটি হল-

অ) ফলের ত্বক

আ) শস্য

ই) বীজপত্র

ঈ) ভ্রূণ

গ্রুপ ডি /গ্রুপ সি এর জন্য কয়েকটি ধারাবাহিক পোস্ট করেছিলাম। সেগুলি পড়ার জন্য এখানে ক্লিক করুন

৭. দুটি বর্গক্ষেত্রের একটির কর্ণ অপরটির দ্বিগুণ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?

অ) ২ : ১

আ) ২ : ৩

ই) ৩ : ১

ঈ) ৪ : ১

৮. তিনটি ধনাত্মক সংখ্যার অনুপাত ৫:৬:১২, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল দ্বিতীয়টির বর্গের থেকে ৯৬ বেশি। সংখ্যা তিনটি কি কি?

অ) ১৫, ১০, ২৪

আ) ১০, ১২, ২৪

ই) ২৪, ১৫, ১২

ঈ) ১০, ১৫, ১৮

Railway Group D in bengali pdf Download Now

৯. রিপাবলিক অফ অ্যাঙ্গোলার পরবর্তী ভারতীয় রাষ্ট্রদুত হিসাবে কাকে নিযুক্ত করা হল?

অ) নন্দ কুমার

আ) শ্রী কুমার মেনন

ই) অসীম খুরানা

ঈ) সুধীর প্রতাপ সিং

১০. রাষ্ট্রপতির জারি করা অর্ডিন্যান্সের মেয়াদ হল-

অ) ৬ সপ্তাহ

আ) ৭ সপ্তাহ

ই) ৮ সপ্তাহ

ঈ) ১০ সপ্তাহ

১১. অমৃত সরবর খনন করেছিলেন কে?

অ) গুরু তেগ বাহাদুর

আ) শিখগুরু রামদাস

ই) গোবিন্দ সিংহ

ঈ) গুরু অর্জুন

১২. শুক্রাশয়ের লেডিগের আন্তরকোশ থেকে নিঃসৃত হরমোনটি হল-

অ) ইস্টোজেন

আ) টেস্টোস্টেরন

ই) প্রোজেস্টেরন

ঈ) STH

১৩. ভারতে পর্তুগীজ শক্তির কেন্দ্র কোথায় ছিল?

অ) কোচিন

আ) কালিকট

ই) বিজাপুর

ঈ) গোয়া

১৪. মোপালা বিদ্রহ সংঘটিত হয়েছিল-

অ) মালাবার উপকুলে

আ) ওড়িশার তালচের

ই) উত্তরপ্রদেশের মীরাটে

ঈ) বিহারের পাটনায়

১৫. দুধ : ছানা :: ধান : ?

অ) মাঠ

আ) খড়

ই) চাল

ঈ) চাষি

উত্তর

১/আ, ২/আ, ৩/আ, ৪/অ, ৫/আ, ৬/আ,  ৭/ঈ, ৮/আ, ৯/আ, ১০/অ, ১১/আ, ১২/আ, ১৩/ঈ, ১৪/অ, ১৫/ই

যে কোনো মতামতের জন্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের ( Students Care ) জানান। আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের ইমেল ([email protected]) মারফৎ পাঠান।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

One thought on “পি. এস. সি. ক্লার্কশিপ পরীক্ষা প্রস্তুতি || MCQ || প্রথম পর্ব

Comments are closed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!