WBCS Preliminary 2012 Solved Question Paper PDF Download

পোস্টটি শেয়ার করুন
Rate this post

WBCS পরীক্ষার প্রস্তুতির জন্য গত কয়েক বছরের প্রশ্ন পত্রের খুবি গুরুত্ব রয়েছে। তাই আমরা বিভিন্ন সূত্র মারফৎ WBCS 2012 প্রশ্ন উত্তর পত্র PDF ( WBCS Preliminary 2012 Solved Question Paper PDF (Bengali Version)) সংগ্রহ করে আপনাদের সুবিধার্থে দিলাম। এখান থেকে আপনারা PDF ডাউনলোড করে নিন।


Direction for Question Nos. 1 and 2

Fill in the blank with the appropriate preposition:

  1. I have no desire —— fame.

(A) Of    (B) For     (C) In    (D) To

Join us on Telegram
  1. There is an exception —— every rule.

(A) To    (B) For    (C) In    (D) Up

  1. ‘Hold fire’ means

(A) To delay doing something      (B) Catch Fire      (C) Prevent fire     (D) Magnify

  1. Select the pair in the following options which is set in opposition:

(A) Liquid – Solid      (B) Enough – Adequate     (C) Entice – Lure      (D) Excess – Surplus

  1. A ‘soliloquy means

(A) Speaking to others      (B) Speaking to oneself      (C) Speaking in whispers    (D) Speaking to a friend


  1. একটি বস্তু অনুভূমিক তলে সমদ্রুতিতে গমন করে । তবে বস্তুটির চলার সময় নিচের কোন রাশিটি থাকবে না ?

(A) বেগ     (B)  ভরবেগ       (C)  গতিশক্তি     (D) ত্বরণ 

  1. কে সম্প্রতি গ্রীসের প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করেছেন ?

 (A) লুকাস পপিদু      (B) জর্জ পেপান্দ্র     (C) পেটসালনিকোস       (D) মার্কেল

 

  1. 1912 সালে লর্ড হার্ডিঞ্জের উপর কে আক্রমন চালিয়েছিলেন ?

(A) রাসবিহারী বসু     (B) ভগৎ সিং     (C) ক্ষুদিরাম বোস     (D) অজিত সিং

  1. ‘ইন্ডিয়া’ উইনস ফ্রিডম’ গ্রন্থটির রচয়িতা কে ?

(A) মৌলানা আবুল কালাম আজাদ     (B) সর্দার বল্লভভাই প্যাটেল     (C) গোবিন্দবল্লভ পন্থ     (D) উপরের কেউই নয়

  1. কোন তলটি তাপের উত্তম শোষক ?

(A) সাদা অমসৃণ তল     (B) কালো অমসৃণ তল     (C) সাদা মসৃণ তল     (D) কালো মসৃণ তল

  1. রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা প্রথম প্যালেস্টাইনকে পূর্ণ সদস্য হিসেবে নিযুক্ত করেছে ?

(A) WHO     (B) UNESCO     (C) UNDO     (D) UPU

  1. 1919 সালের আইন কী নামে পরিচিত ছিল ?

(A) রওলাট অ্যাক্ট     (B) মর্লে-মিন্টো অ্যাক্ট     (C) মন্ট-ফোর্ড অ্যাক্ট     (D) সাইমন অ্যাক্ট

  1. পশ্চিমবঙ্গের নারী-শিক্ষার হার 2001 -এর সেন্সাস অনুযায়ী হচ্ছে—

(A) 64.5%      (B) 53.67%      (C) 43.8%      (D) 50.5%

  1. 2018 সালের কমনওয়েলথ ক্রীড়া কোথায় অনুষ্ঠিত হবে ?

(A) হাম্বানোটা (শ্রীলঙ্কা)     (B) গোল্ড কোষ্ট (অস্ট্রেলিয়া)      (C) নতুন দিল্লী (ভারত)     (D) সেন্ট কিটস

  1. ভারতের কোন রাজ্য প্রথম লোকায়ুক্ত নিয়োগ করেছে ?

(A) মহারাষ্ট্র      (B) অন্ধ্রপ্রদেশ      (C) বিহার      (D) কেরল

  1. কোন ঘটনা মহাত্মা গান্ধীকে 1922 সালে অসহযোগ আন্দোলন স্থগিত রাখতে বাধ্য করেছিল ?

(A) চৌরিচৌরার গণ হিংসা    (B) জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড     (C) চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন    (D) স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠা


  1. ‘তিন বিঘা করিডর’ যোগ করেছে —

(A) ভারত ও পাকিস্তানকে      (B) ভারত ও চিনকে     (C) ভারত ও ভুটানকে     (D) ভারত ও বাংলাদেশকে

  1. ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিত হয়েছিলেন ?

(A) ডব্ল্যু. সি. ব্যানার্জী      (B) এস.এন. ব্যানার্জী     (C) এ.ও. হিউম     (D) মহাত্মা গান্ধি

  1. যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গে প্রথম সার্থক হয়—

(A) মেদিনীপুরের পালঝারি গ্রামে      (B) বাঁকুড়ার ভুলাগ্রামে     (C) বাঁকুড়ার নতুনবন্ধ গ্রামে    (D) মেদিনীপুরের আরাবারি গ্রামে

  1. ভারত-সোভিয়েত মৈত্রীচুক্তি কোন বত্সর স্বাক্ষরিত হয় ?

(A) 1956    (B) 1980     (C) 1975     (D) 1971

  1. ‘ওমবাডসম্যান ইনস্টিটিউশন’ প্রথম প্রচলিত হয়—

(A) ডেনমার্ক      (B) সুইজারল্যান্ড      (C) সুইডেন     (D) ফ্রান্স

  1. ভারতের জাতীয় কংগ্রেসেরপ্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন ?

(A) দাদাভাই নওরোজি     (B) ডব্ল্যু. সি. ব্যানার্জী     (C) ফিরোজ শাহ মেহতা      (D) এস.এন. ব্যানার্জী

  1. ভারতের 1991-2001 সালের বার্ষিক জনবৃদ্ধির হার হচ্ছে –

(A) 3%     (B) 1.93%     (C) 4%      (D) 2%

  1. সপ্তম জি-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ?

(A) ফ্রান্স     (B) মেক্সিকো      (C) রাশিয়া     (D) দক্ষিণ কোরিয়া

  1. কিছু টাকা ব্যাঙ্কে সরল সুদে রাখা হল যা 4 বছরের সুদে-আসলে 1240 টাকা হল এবং 10 বছরে সুদে-আসলে 1600 টাকা হল । আসল নির্ণয় কর ।

(A) Rs. 1000     (B) Rs. 800    (C) Rs. 1050     (D) Rs. 1100

  1. প্যারিসে ‘বন্দেমাতরম’ পত্রিকা কে সম্পাদনা করতেন ?

(A) মাদাম কামা      (B) শ্যামজী কৃষ্ণাবর্মা     (C) লালা হরদয়াল    (D) ভূপেন দত্ত

  1. 17 তম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে ?

(A) ভূটান     (B) মালদ্বীপ     (C) নেপাল       (D) ভারত


WBCS Preliminary 2012 Solved Question Paper PDF

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!