WB HS Geography MCQ || অধ্যায়- ক্ষয়চক্র : গঠন ও প্রক্রিয়া || (12th Class)
13. “ভুমিবুপ হল ভূ গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি”- এই ধারণাটি কে প্রবর্তন করেন? (a) হ্যাক, (b} পেত, (c) কিং, (d) ডেভিস।
উত্তর– (d) ডেভিস।
14. “একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে।” উক্তিটি করেন – (a) সি এইচ ক্রিকমে, (b) ডব্লু এম ডেভিস, (c) জে টি হ্যাক, (d) ডব্লু পে্ক
উত্তর– (b) ডব্লু এম ডেভিস
15. ডেভিসের ক্ষয়চক্র তে মোনাডনক গঠিত হয় যে পর্যায়ে তা হল – (a) প্রারম্ভিক পর্যায়ে, (b) যৌবন পর্যায়ে, (c) পরিণত পর্যায়ে, (d) বার্ধক্য পর্যায়ে।
উত্তর– (d) বার্ধক্য পর্যায়ে।
16. নদী পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হল – (a) উপত্যকার মধ্যে উপত্যকা, (b) মোনাডনক, (c) নিক বিন্দু, (d) নদীমঞ্চ
উত্তর– (b) মোনাডনক
[আরও পড়ুন- উচ্চমাধ্যমিক ভূগোল প্রস্তুতি]
17. পাদসমতলীকরণ মতবাদটির প্রথম অবতারণা করেন- (a) এন ডেভিস, (b) ডব্লু পেক, (c) জে টি হেক, (d) এল সি কিং
উত্তর– (d) এল সি কিং
18, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হল- (a) কাশ্মীর উপত্যকা, (b) পার্বত্য অঞ্চল, (c) বোরা গুহা, (d) অজন্তা গুহা।
উত্তর– (c) বোরা গুহা
(19) স্বাভাবিক ক্ষয়চক্র কোন বহির্জাত শক্তি দ্বারা সম্পন্ন হয়? (a) নদী, (d) সমুদ্র তরঙ্গ, (b) বায়ু, (c) হিমবাহ
উত্তর– (b) বায়ু
(20) স্বাভাবিক ক্ষয়চক্র মডেলের প্রধান প্রবক্তা হলেন- (a) কিং, (b) হ্যাক, ( c ) পেঙ্ক, (d) ডেভিস
উত্তর– (d) ডেভিস
(21) ভৃগুতট পশ্চাদপসরণ ধারণার প্রবর্তক হলেন- (a) হ্যাক , (b) ডেভিস, (c) ক্রিকমে (d) কিং
উত্তর– (d) কিং
(22) ক্ষয়ের শেষ সীমার ঋণাত্মক পরিবর্তনের সমুদ্র তলের উচ্চতা- (a) বৃদ্ধি পায় , (b) হ্রাস পায়, (c) একই থাকে, (d) কোনোটিই না
উত্তর– (b) হ্রাস পায়