বিজ্ঞানের ২৫ টি প্রশ্ন ও উত্তর || General Knowledge in Bengali || চতুর্থ পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

বিজ্ঞানের ২৫ টি প্রশ্ন ও উত্তর || General Knowledge in Bengali

আমরা সাধারণ জ্ঞান (General Knowledge ) বিভাগের বিভিন্ন টপিক নিয়ে এই বিভাগে আলচনা করছি। ধারাবাহিক ভাবে বিভিন্ন টপিক গুলি চর্চা করে চলেছি। অতএব, General Knowledge in Bengali বিভাগের মধ্যে থেকে বিজ্ঞানের ২৫ টি প্রশ্ন ও উত্তর সহযোগে আজকের চতুর্থ পর্বটি সাজানো হয়েছে। আগের পর্বগুলি পড়ার জন্য এখানে ক্লিক করুন।

১. পীতবিন্দু কোথায়  অবস্থিত?

উ:- চোখের রেটিনায় ৷

২. বায়োলজি ‘Biology’কথাটির প্রবর্তন কে করেন?

Join us on Telegram

উ:-ল্যামার্ক

৩. ডিজেল ইঞ্জিন -এর আবিষ্কর্তা কে  ?

উ:-রুডলফ ডিজেল(জার্মানী) 1892 সালে ৷

৪. স্ট্রিকনিন কোথায় থাকে?

উঃ কুচেলা গাছের বীজে

আরও পড়ুন-  General Knowledge-এর ভান্ডার

৫. মানুষের হৃৎপিন্ডের স্বাভাবিক ওজন কত?

উঃ ৩০০ গ্রাম

৬. মানব দেহের সবথেকে বড় অস্থির নাম কী?

উঃ ফিমার

৭. বায়ুতে কোন্‌ গ্যাসের উপস্থিতির জন্য রৌপ্য মুদ্রা কালো হয়?

উঃ হাইড্রোজেন সালফাইড গ্যাস

৮. সাবানের বুদবুদ রঙীন দেখানোর কারণ কী?

উঃ ব্যাতিচার ক্রিয়া

৯. ক্যান্সারের কারন কোন্‌ জীনের সক্রিয়তা?

উঃ অঙ্কোজিন

১০. ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে?

উ:-নাইট্রোজেন

আরও পড়ুন- টেট প্রস্তুতি

১১. আত্মঘাতীস্থলী-কাকে বলে?

উ:- লাইসোজোম

১২. কেঁচো কিসের সাহায্যে শ্বাস কার্য চালায়?

উঃ ত্বক

১৩. মানবদেহে মোট কয়টি হাড় রয়েছে?

উঃ ২০৬ টি

১৪. আপতকালীন হরমোন কোনটি?

উঃ অ্যাড্রিনালিন

১৫. প্রাকৃতিক নির্বাচন তথ্যটির প্রবক্তা কে?

উঃ সি আর ডারউইন

১৬. কম্পাসের চুম্বক হিসাবে লোহার কোন অক্সাইডটি প্রথম ব্যবহৃত হয়?

উঃ হেমাটাইট

আরও পড়ুন- গ্রুপ ডি প্রস্তুতি

১৭. পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রানী কি?

উঃ মাউস লেমুর

১৮. মরফিন কে আবিষ্কার  করেন?

উ:-ফ্রিডরিচ সারটুমার(জার্মানি) 1805 সালে।

১৯. মানব দেহে মোট কশেরুকার সংখ্যা কয়টি?

উঃ ৩৩ টি

২০. মানবদেহের সবচেয়ে গ্রন্থীর নাম কী?

উঃ যকৃত

২১. সুসংগত আলোক রশ্মির উৎপাদক কে?

উঃ লেজার

আরও পড়ুন- WBCS প্রস্তুতি

২২. পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রটির নাম কী  ?

উ:-আলফা সেনটাউরি ৷

২৩. রেনোর হাইগ্রোমিটার যন্ত্র দিয়ে কি মাপা হয়?

উঃ শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা

২৪. রক্তে কত শতাংশ রক্ত কণিকা থাকে?

উঃ ৪৫ %

২৫. রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে?

উঃ ল্যান্ড স্টেইনার

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!