বিজ্ঞানের ২৫ টি প্রশ্ন ও উত্তর || GK- বিজ্ঞান ও প্রযুক্তি সমগ্র || তৃতীয় পর্ব

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

GK- বিজ্ঞান ও প্রযুক্তি সমগ্র

আমরা সাধারণ জ্ঞান (General Knowledge ) বিভাগের বিভিন্ন টপিক নিয়ে এই বিভাগে আলচনা করছি। ধারাবাহিক ভাবে বিভিন্ন টপিক গুলি চর্চা করে চলেছি। অতএব, GK- বিজ্ঞান ও প্রযুক্তি সমগ্র বিভাগের মধ্যে থেকে বিজ্ঞানের ২৫ টি প্রশ্ন ও উত্তর সহযোগে আজকের তৃতীয় পর্বটি সাজানো হয়েছে। আগের পর্বগুলি পড়ার জন্য এখানে ক্লিক করুন।

১. ক্লোরোফিল সূর্যলোকের কোন্‌ কোন্‌ তরঙ্গকে শোষন করে?

উঃ লাল ও নীল

২. রকেটে ডাই অক্সিজেন কি কাজে ব্যবহার হয়?

Join us on Telegram

উঃ জারক হিসাবে

৩. স্থির আয়তন গ্যাস থার্মোমিটার কোন নীতিতে ক্রিয়াশীল?

উঃ পাস্কালের নীতি

৪. কুকুরের মুখে  দাঁতের সংখ্যা  কত?

উ:-44 টি

আরও পড়ুন-  General Knowledge-এর ভান্ডার

৫. নারী পুরুষের মধ্যে তথ্য ধারণ ক্ষমতা বেশি কার?

উঃ নারীর

৬. মাকড়সার চোখের সংখ্যা কত?

উঃ ৮টি

৭. চিংড়ির রেচন অঙ্গের নাম কী?

উ:-গ্রীন গ্ল্যান্ড

৮. চারটি পাকস্থলি যুক্ত জীব হল?

উঃ গরু

আরও পড়ুন- টেট প্রস্তুতি

৯. লিপ্তপদ কোন্‌ প্রানীর গমনে সাহায্য করে?

উঃ হাঁস

১০. শক্তির সম বিভাজন নীতির প্রবক্তা কে?

উঃ ম্যাকওয়েল

১১. কোন প্রাণীকে  ডেভিল মাছ বলে?

উ:-অক্টোপাস কে ৷

১২. কোন প্রানীর ত্বক দ্বারা জল শোষণ করে?

উঃ মোলক

আরও পড়ুন- গ্রুপ ডি প্রস্তুতি

১৩. সবথেকে ছোটো পাখির নাম কী?

উঃ হামিং বার্ড

১৪. পায়রার মূত্রে কি বেশি থাকে?

উঃ ইউরিক অ্যাসিড

১৫. সর্বপ্রথম আবিষ্কৃত মূল কণা কোন্‌টি?

উঃ প্রোটিন

১৬. স্ট্রিকনিন ব্যবহৃত হয় কোন্‌ রোগ সারাতে?

উঃ পেটের রোগ সারাতে

১৭. ছত্রাক বিদ্যাকে কী বলে?

উ:-  মাইকোলজি

১৮. মানুষের রক্তে PH -এর মান কত?

উ:- 7•5

১৯. মানবদেহে সবথেকে বেশি রক্তচাপ হয় কোথায়?

উঃ ধমনিতে

২০. শ্বেত রক্ত কণিকার আয়ুষ্কাল কত?

উঃ ৫-৬ দিন

২১. লজ্জাবতী পাতায় কি ধরণের গমন দেখা যায়?

উঃ ন্যাস্টিক চলন

২২. -“পৃথিবী নিজে একটি চুম্বক “- প্রথম কে বলেন?

উ:-গিলবার্ট

আরও পড়ুন- WBCS প্রস্তুতি

২৩. কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয় ?

উ:-নাইট্রাস অক্সাইড

২৪. মানুষের শরীরের কোন অংশে কাফ মাসল দেখা যায়?

উঃ পা

২৫. ব্যক্তবীজী উদ্ভিদে ত্রিনিষেক ঘটার ফলে কি তৈরি হয়?

উঃ শস্য

আজ এই টুকুই। পরবর্তী দিনে আবারও ফিরে আসবো একি ধরণের কোনো জানা অজানা প্রশ্ন নিয়ে। সঙ্গে থাকুন আমাদের সাথে নজরে রাখুন Students Care-স্টুডেন্টস কেয়ার।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!