২৬ সেপ্টেম্বর রেলের গ্রুপ ডি পরীক্ষার সকল প্রশ্ন ও উত্তর || সাথে বিনামূল্যে PDF

পোস্টটি শেয়ার করুন
Rate this post

২৬ সেপ্টেম্বর রেলের গ্রুপ ডি পরীক্ষার সকল প্রশ্ন ও উত্তর

আপনারা সকলেই জানেন ১৭ সেপ্টেম্বর থেকে রেলের গ্রুপ ডি অনলাইন পরীক্ষা চলছে সারা দেশ ব্যাপী। আমরা দেশের বিভিন্ন অংশ থেকে প্রশ্ন সংগ্রহ করে প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থাপন করে চলেছি আপনাদের সাহায্য করার জন্য। আমরা প্রতিনিয়ত জেনারেল অ্যাওয়ার্ডনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিভাগ থেকে প্রশ্নের উত্তর গুলি সকলের সাথে শেয়ার করে নেবো। আমরা প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষার্থীদের দ্বারা এবং ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বানাতে পেরেছি। অংক বা রিজনিং এর প্রশ্নগুলি পরিপূর্ণ না হওয়ার ফলে আমরা তা সংগ্রহ করতে পারিনি। যদি পরে কোনোভাবে সংগ্রহ করতে পারি আহলে আপনাদের সাথে ভাগ করে নেবো।  আজ আমরা জেনে নেবো ২৬ সেপ্টেম্বর রেলের গ্রুপ ডি পরীক্ষার সকল প্রশ্ন ও উত্তর সাথে পিডিএফ ডাউনলোড করার সুবিধা পাবেন। pdf টি এই পোস্টের নীচে পেয়ে যাবেন-

[রেলের গ্রুপ ডি প্রতিদিনের সকল সিফটের পরীক্ষার প্রশ্ন উত্তর জানার জন্য এখানে ক্লিক করুণ]

১. খাবার সোডার রাসায়নিক নাম কী?

উঃ সোডিয়াম বাই কার্বনেট

Join us on Telegram

২. বৈদ্যুতিক হিটার কি দিয়ে তৈরি হয়?

উঃ প্লাস্টার অফ প্যারিস

৩. আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় খেলার নাম কী?

উঃ বেসবল

[প্রতিদিনের প্রশ্নের আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ অবশ্যই লাইক করে রাখুন, ক্লিক করুণ]

৪. অপটিক্যাল ফাইবার কে আবিষ্কার করেন?

উঃ নরেন্দ্র কপান

৫. কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কী?

উঃ সোডিয়াম কার্বনেট

৬. পুলিৎজার পুরস্কার কোন্‌ ক্ষেত্রে দেওয়া হয়?

উঃ সাংবাদিকতা ক্ষেত্রে

৭. সোডিয়াম ধাতু কিসের মধ্যে রাখা হয়?

উঃ কেরোসিন তেলের মধ্যে

৮. মানব শরিরের তাপমাত্রা কিসের ওপর নির্ভর করে?

উঃ হাইপোথ্যালামাসের ওপর

৯. বৈদ্যুতিক ব্যাটারির খোঁজ সর্বপ্রথম কে করেন?

উঃ আলেকজান্ডার ভোলটা

[আরও পড়ুন- জেনে নিন বিশ্বের আন্তর্জাতিক সংস্থাগুলির সদর দপ্তরের তালিকা]

১০. অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?

উঃ গণিতশাস্ত্রে

১১. পাকিস্তানের জাতীয় খেলার নাম কী?

উঃ হকি

১২. ডিজিটাল ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে?

উঃ কৃই তিওয়ারি

১৩. মাইক্রোসফটের সিইও কে?

উঃ সত্য নাদেলা

১৪. ভারতের পরিবার কল্যাণ মন্ত্রী কে?

উঃ JP Nadda

১৫. জীবাশ্মের বয়স নির্ণয়ের জন্য কি ব্যাবহার করা হয়?

উঃ কার্বন ডেটিং পদ্ধতি

[আরও পড়ুন- অনলাইনে রেলের মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুণ]

১৬. What Happened বইটির রচয়িতা কে?

উঃ হিলারি ক্লিনটন

১৭. কোন্‌ শৈবাল থেকে আয়োডিন পাওয়া যায়?

উঃ লেমিনারিয়া

১৮. তাপমাত্রার এস আই এককের নাম কী?

উঃ কেলভিন

১৯. গ্রুপ ১৭ তে কোন্‌ মৌলটি রয়েছে?

উঃ হ্যালজেন

২০. অক্সিন হরমোনের কাজ কী?

উঃ উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করা

২১. পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জীবন্ত জীবের নাম কী?

উঃ নীল তিমি

© কপি রাইট স্টুডেন্টস কেয়ার দ্বারা সংরক্ষিত। অনুমতি ব্যাতীত লেখাটির কোনো অংশ ফেসবুক, হোয়াটস অ্যাপ বা কোনো ওয়েবসাইটে পোস্ট করার আগে আমাদের DMCA Copy Right Policy পড়ে নেবেন।

২২. সবচেয়ে কম বয়সী মহিলা যিনি এভারেসে চড়েছেন তার নাম কী?

উঃ মালাভৎ পূর্ণা

২৩. লেন্সের একক কী?

উঃ ডায়পটর

২৪. পুরুষের সেক্স হরোমোনের নাম কী?

উঃ টেস্টষ্টোরেন

২৫. নীতি আয়োগের অধ্যক্ষের নাম কী?

উঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

২৬. লোহার পারমানবিক সংখ্যা কত?

উঃ ২৬

২৭. LPG গ্যাসে গন্ধ্র জন্য কি মেশানো হয়?

উঃ ইথাইল মারক্যাপ্টান

২৮. ২৮ অক্টোবর ২০১৬ কোন দিনে ছিল?

উঃ রবিবার

২৯. Film and Television Institute of India (FTII) এর চেয়ারম্যান কে?

উঃ অনুপম খের

৩০. নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১ জানুয়ারি ২০১৫

৩১. ইন্দিরা সাগর কোথায় অবস্থিত?

উঃ মধ্যপ্রদেশে

৩২. ২০১৮ এ ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড কারা পেয়েছে?

উঃ স্পেন

৩৩. মায়ানমারের রাজধানীর নাম কী?

উঃ Naypidaw

৩৪. ভিটামিন- B9 এর রাসায়নিক নাম কী?

উঃ ফোলেট

৩৫. Whats App এর প্রতিষ্ঠাতা কে?

উঃ Brain Acton & Jan Koum

৩৬. Nikel-এশিয়া পুরস্কার কে পেয়েছেন?

উঃ বিন্দেস্বর পাঠক

৩৭. ওয়াল্ড রেড ক্রস ডে কবে পালিত হয়?

উঃ ৮ মে

৩৮. ভিনিগারের পি এইচ এর মান কত?

উঃ ২.৪

৩৯. তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর নাম কী?

উঃ কে. চন্দ্রশেখর রাও

৪০. হাড়ের মধ্যে কোন্‌ কোশ পাওয়া যায়?

উঃ অস্টিওসাইট

৪১. কৃষি মন্ত্রীর নাম কী?

উঃ রাধামোহন সিং

৪২. ‘Half Girlfriend’ বইটির লেখক কে?

উঃ চেতন ভগত

৪৩. AIFF এর সেরা খেলোয়ার কে?

উঃ সুনীল ছেত্রী

৪৪. ২০১৬ সালের প্রিমিয়ার ব্যাডমিন্টন লীগ বিজয়ী দলের নাম কী?

উঃ Delhi Dashers

৪৫. ভারতের প্রতিরক্ষ মন্ত্রীর নাম কী?

উঃ নির্মলা সিথারামাইয়া

৪৬. রাজনীতিবিদ প্যারি মোহন কোন্‌ রাজ্যের অধিবাসী

উঃ ওড়িশা

৪৭. ২০১৬ সালে কোন অভিনেরী অস্কার পুরস্কার পেয়েছেন?

উঃ Brie Larson

৪৮. LCD এর সম্পূর্ণ নাম কী?

উঃ Liquid Crystal Display

৪৯. বিজ্ঞান দিবস পালন করা হয় কবে?

উঃ ২৮ ফেব্রুয়ারি

৫০. তামিলনাডুর মুখ্যমন্ত্রীর নাম কী?

উঃ কে. পালানাস্বামী

৫১. “Operation Madad” কোথায় হল?

উঃ কেরালার বন্যা নিয়ন্ত্রনের মিশন

♥ RRB Group-D exam 26 September 2018 PDF Question Paper Download Click Here

© কপি রাইট স্টুডেন্টস কেয়ার দ্বারা সংরক্ষিত। অনুমতি ব্যাতীত লেখাটির কোনো অংশ ফেসবুক, হোয়াটস অ্যাপ বা কোনো ওয়েবসাইটে পোস্ট করার আগে আমাদের DMCA Copy Right Policy পড়ে নেবেন।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!