২৭ সেপ্টেম্বর রেলের গ্রুপ ডি পরীক্ষার সকল সিফটের প্রশ্ন || বিনামূল্যে PDF

পোস্টটি শেয়ার করুন
Rate this post

২৭ সেপ্টেম্বর রেলের গ্রুপ ডি পরীক্ষার সকল সিফটের প্রশ্ন ও উত্তর

আপনারা সকলেই জানেন ১৭ সেপ্টেম্বর থেকে রেলের গ্রুপ ডি অনলাইন পরীক্ষা চলছে সারা দেশ ব্যাপী। আমরা দেশের বিভিন্ন অংশ থেকে প্রশ্ন সংগ্রহ করে প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থাপন করে চলেছি আপনাদের সাহায্য করার জন্য। আমরা প্রতিনিয়ত জেনারেল অ্যাওয়ার্ডনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিভাগ থেকে প্রশ্নের উত্তর গুলি সকলের সাথে শেয়ার করে নেবো। আমরা প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষার্থীদের দ্বারা এবং ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বানাতে পেরেছি। অংক বা রিজনিং এর প্রশ্নগুলি পরিপূর্ণ না হওয়ার ফলে আমরা তা সংগ্রহ করতে পারিনি। যদি পরে কোনোভাবে সংগ্রহ করতে পারি আহলে আপনাদের সাথে ভাগ করে নেবো।  আজ আমরা জেনে নেবো ২৭ সেপ্টেম্বর রেলের গ্রুপ ডি পরীক্ষার সকল প্রশ্ন ও উত্তর সাথে পিডিএফ ডাউনলোড করার সুবিধা পাবেন। pdf টি এই পোস্টের নীচে পেয়ে যাবেন-

[রেলের গ্রুপ ডি প্রতিদিনের সকল সিফটের পরীক্ষার প্রশ্ন উত্তর জানার জন্য এখানে ক্লিক করুণ]

১. কোন্‌ গ্রহের উপগ্রহ নেই?

উঃ শুক্র ও বুধ

Join us on Telegram

২. চীন দেশ আবিষ্কার করেন কে?

উঃ মার্কোপোলো

৩. অমর্ত সেন কোন বিভাগে নোবেল পেয়েছেন?

উঃ অর্থনীতিতে

৪. মাওরি জনজাতি কোথায় বসবাস করে?

উঃ নিউজিল্যান্ড

৫. ভারতের অর্থমন্রীর নাম কী?

উঃ অরুন জেটলী

৬. ঘাসের মধ্যে কোন্‌ গ্যাস পাওয়া যায়?

উঃ বেনজয়িক এসিড

৭. ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়?

উঃ রিকেট রোগ

৮. ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নাম কী?

উঃ বিপ্লব কুমার দেব

৯. বিশ্ব মেলেরিয়া দিবস পালিত হয় কবে?

উঃ ২৫ এপ্রিল

[প্রতিদিনের প্রশ্নের আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ অবশ্যই লাইক করে রাখুন, ক্লিক করুণ]

১০. যোজনা আয়োগের সর্বপ্রথম অধ্যক্ষের নাম কী?

উঃ জহরলাল নেহেরু

১১. মেজর ধ্যানচাঁদের জন্ম হয়েছিল কবে?

উঃ ২৯ আগস্ট ১৯০৫

১২. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কী?

উঃ দীপক মিশ্র

১৩. বিশুদ্ধ জলের PH কত?

উঃ ৭

১৪. International Monetary Fund (IMF) এর মূখ্য কার্যালয় কোথায়?

উঃ ওয়াশিংটন ডি সি

১৫. কোন্‌ রাজ্যে প্রথম হেলিকপ্টার টেক্সি পরিষেবা শুরু হয়?

উঃ কর্নাটকের ব্যাঙ্গালুরুতে

১৬. আয়ুষ্মান ভারত প্রকল্পের সিইও কে?

উঃ ইন্দু ভুষণ

১৭. অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত কি?

উঃ Nh4cl

১৮. ২০১৮ সালের হকি বিশ্বকাপ কোথায় হবে?

উঃ ভারতে

[আরও পড়ুন- অনলাইনে রেলের মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুণ]

১৯. রামধনুতে কয়টি রঙ এবং কেন দেখা যায়?

উঃ প্রধানত ৭টি, আলোর বিচ্ছুরণের জন্য

২০. বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কী?

উঃ ব্যারোমিটার

২১. টাংস্টেনের গলনাঙ্ক কত?

উঃ ৩৫০০০ ডিগ্রী সেন্টিগ্রেড

২২. ভারতের আইন মন্ত্রীর নাম কী?

উঃ রবিশঙ্কর প্রসাদ

২৩. U-19 ক্রিকেটে সর্বাধিক ২৮২ রান করে রেকর্ড করেছে কে?

উঃ পবন সাহা

২৪. ISRO এর বর্তমান অধ্যক্ষ কে?

উঃ K. Siban

© কপি রাইট স্টুডেন্টস কেয়ার দ্বারা সংরক্ষিত। অনুমতি ব্যাতীত লেখাটির কোনো অংশ ফেসবুক, হোয়াটস অ্যাপ বা কোনো ওয়েবসাইটে পোস্ট করার আগে আমাদের DMCA Copy Right Policy পড়ে নেবেন।

২৫. মনিপুরের মুখ্যমন্ত্রীর নাম কী?

উঃ N. Biren Singh

২৬. ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচের নাম কী?

উঃ রবি শাস্ত্রী

২৭. মোবাইল ফোনের আবিষ্কারক কে?

উঃ মার্টিন কুপার

২৮. “মন কি বাত” বইটির লেখক কে?

উঃ রাজেশ জৈন

২৯. দিলওয়াড়া জৈন মন্দির কোথায় অবস্থিত?

উঃ রাজস্থানে

৩০. আপেলের বিজ্ঞানসম্মত নাম কী?

উঃ Malus

৩১. পধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন কবে?

উঃ ১৭ সেপ্টেম্বর

৩২. ২০০৯ সালের অক্টোবর মাসে কয়টি রবিবার ছিল?

উঃ ৪টি

৩৩. পর্যায় সারণির কোন্‌ পর্যায়কে 0 পর্যায় বলে?

উঃ ১৮

৩৪. তরল সোনা কাকে বলা হয়?

উঃ খনিজ তেল কে

৩৫. বক্সাইট কোন ধাতুর আকরিক?

উঃ অ্যালুমিনিয়াম

৩৬. ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী কে?

উঃ রাজনাথ সিংহ

৩৭.পানাজী কোন্‌ নদীর তীরে অবশিত?

উঃ মান্ডবী নদী

৩৮. সুন্দরবন ব-দ্বীপ কোথায় অবস্থিত?

উঃ পশ্চিমবঙ্গে

৩৯. পর্যায় সারণীর প্রথম মৌল কী?

উঃ হাইড্রোজেন

৪০. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা কয়টি দেশের সাথে রয়েছে?

উঃ ৩টি

♥ RRB Group-D exam 27 September 2018 PDF Question Paper Download Click Here

© কপি রাইট স্টুডেন্টস কেয়ার দ্বারা সংরক্ষিত। অনুমতি ব্যাতীত লেখাটির কোনো অংশ ফেসবুক, হোয়াটস অ্যাপ বা কোনো ওয়েবসাইটে পোস্ট করার আগে আমাদের DMCA Copy Right Policy পড়ে নেবেন।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!