২৫ সেপ্টেম্বর রেলের গ্রুপ ডি পরীক্ষার সকল প্রশ্ন ও উত্তর || সাথে বিনামূল্যে PDF

পোস্টটি শেয়ার করুন
Rate this post

২৫ সেপ্টেম্বর রেলের গ্রুপ ডি পরীক্ষার সকল প্রশ্ন ও উত্তর

আপনারা সকলেই জানেন ১৭ সেপ্টেম্বর থেকে রেলের গ্রুপ ডি অনলাইন পরীক্ষা চলছে সারা দেশ ব্যাপী। আমরা দেশের বিভিন্ন অংশ থেকে প্রশ্ন সংগ্রহ করে প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থাপন করে চলেছি আপনাদের সাহায্য করার জন্য। আমরা প্রতিনিয়ত জেনারেল অ্যাওয়ার্ডনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিভাগ থেকে প্রশ্নের উত্তর গুলি সকলের সাথে শেয়ার করে নেবো। আমরা প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষার্থীদের দ্বারা এবং ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বানাতে পেরেছি। অংক বা রিজনিং এর প্রশ্নগুলি পরিপূর্ণ না হওয়ার ফলে আমরা তা সংগ্রহ করতে পারিনি। যদি পরে কোনোভাবে সংগ্রহ করতে পারি আহলে আপনাদের সাথে ভাগ করে নেবো।  আজ আমরা জেনে নেবো ২৫ সেপ্টেম্বর রেলের গ্রুপ ডি পরীক্ষার সকল প্রশ্ন ও উত্তর সাথে পিডিএফ ডাউনলোড করার সুবিধা পাবেন। pdf টি এই পোস্টের নীচে পেয়ে যাবেন-

[রেলের গ্রুপ ডি প্রতিদিনের সকল সিফটের পরীক্ষার প্রশ্ন উত্তর জানার জন্য এখানে ক্লিক করুণ]

১. এক হর্স পাওয়ারে কত ওয়াট হয়?

উঃ ৭৪৬ ওয়াট

Join us on Telegram

২. সর্বপ্রথম ভারী জলের খোঁজ পান কে?

উঃ হেরল্ড ক্রেনেটন ইউরি

৩. ভারী জলের সংকেতের নাম কী?

উঃ D2O

৪. আঙুরের মধ্যে কোন্‌ এসিড পাওয়া যায়?

উঃ টারটারিক অ্যাসিড

৫. বিদ্যুতের মাত্রা পরিমাপের একক কী?

উঃ এম্পিয়ার

[প্রতিদিনের প্রশ্নের আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ অবশ্যই লাইক করে রাখুন, ক্লিক করুণ]

৬. কার্বনের একটু রূপ হল কী?

উঃ কয়লা

৭. ঝাড়খন্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?

উঃ রঘুবীর দাশ

৮. God Man to Tycoon- বইটি কার লেখা?

উঃ প্রিয়াঙ্কা পাঠক

৯. মুদ্রা কোন্‌ ধাতু দিয়ে তৈরি হয়?

উঃ Copper=Nickel

[আরও পড়ুন- জেনে নিন বিশ্বের আন্তর্জাতিক সংস্থাগুলির সদর দপ্তরের তালিকা]

১০. ২০১৯ সালের পুরুষ ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?

উঃ ইংল্যান্ডে

১১. ন্যাপথালিন কি দিয়ে তৈরি হয়?

উঃ কোল্টার

১২. রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর?

উঃ ৬ বছর

[আরও পড়ুন- অনলাইনে রেলের মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুণ]

১৩. জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় কবে?

উঃ ৬ আগস্ট ১৯৫২

১৪. শতবর্ষের যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে হয়েছিল?

উঃ ইংল্যান্ড ও ফ্রান্স

১৫. ভারতে ভোট দানের বয়স ২৪ থেকে ১৮ করা হয়েছে সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে?

উঃ ৫৪ তম

১৬. ২০১৮ ফুটবল বিশ্বকাপে ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে কোন দেশ?

উঃ কলম্বিয়া

১৭. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কী?

উঃ জাকির হুসেন

© কপি রাইট স্টুডেন্টস কেয়ার দ্বারা সংরক্ষিত। অনুমতি ব্যাতীত লেখাটির কোনো অংশ ফেসবুক, হোয়াটস অ্যাপ বা কোনো ওয়েবসাইটে পোস্ট করার আগে আমাদের DMCA Copy Right Policy পড়ে নেবেন।

১৮. “Imperfact” বইটির লেখক কে?

উঃ সঞ্জয় মঞ্জরেকর

১৯. ভিটামিন-এ কে আবিষ্কার করেন?

উঃ মেকউলান

২০. ভারতের মাঝ বরাবর কোন্‌ রেখা গিয়েছে?

উঃ কর্কটক্রান্তী রেখা

২১. I Do What I Do বই টি কে লিখেছেন?

উঃ রঘুরাম রাজন

২২. NATO-র ২০১৮ সালের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

উঃ তুরস্কের ইস্তানবুলে

২৩. ভারতের পুরুষ হকি দলের কোচের নাম কী?

উঃ হরিন্দর সিং

২৪. কাঞ্চলজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভটি কোন্‌ রাজ্যে অবস্থিত?

উঃ সিকিম

২৫. চোখের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিটামিনের নাম কী?

উঃ ভিটামিন-এ

২৬. “Conquest of Self”- বইটির লেখকের নাম কী?

উঃ মহাত্মা গান্ধী

২৭. বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস কী?

উঃ সূর্য

২৮. যাদুবিদ্যা কোন্‌ বেদে পাওয়া যায়?

উঃ যজুর্বেদে

২৯. রাজীব গান্ধী খেলরত্ন পুরষ্কার কে পেয়েছেন?

উঃ সরদার সিং/দেবেন্দ্র ঝাজারিয়া

৩০. আধুনিক জেনেটিক এর জনক কাকে বলা হয়?

উঃ মেন্ডেল কে

৩১. তাপ্তী নদী কোন্‌ রাজ্যে অবস্থিত?

উঃ গুজরাত

৩২. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন কোথা থেকে উৎপন্ন হয়?

উঃ গ্লুকোজ

৩৩. Paytm এর সিইও কে?

উঃ বিজয় শেখর শর্মা

৩৪. কত সালে রেগুলেটিং অ্যাক্ট পাশ হয়?

উঃ ১৭৭৩

৩৫. ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে ছিলেন?

উঃ শচীন তেন্ডুলকার

৩৬. কাজিরাঙ্গা জাতীয় অরন্য কোথায় অবস্থিত?

উঃ অসমে

৩৭. পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ রয়েছে এমন একটি গ্যাসের নাম কী?

উঃ নাইট্রোজেন

৩৮. কাকে লাল গ্রহ বলা হয়?

উঃ মঙ্গল গ্রহকে

৩৯. ২০১৮ সালের ফিফা বিশ্বকাপ জিতেছে কোন্‌ দেশ?

উঃ ফ্রান্স

৪০. GT রোডের নির্মান করেছেন কে?

উঃ শেরশাহ

৪১. সাঁচী স্তুপের ছবি কত টাকার নোটের ওপর রয়েছে?

উঃ ২০০ টাকা

৪২. শোলে সেনেমায় গব্বরের আসল চরিত্রে কে অভিনয় করেছে?

উঃ আমজাদ খান

৪৩. হকিতে সবচেয়ে কম বয়সী গোলরক্ষকের নাম কী?

উঃ কেভিন

৪৪. SBI-এর চেয়ারম্যান কে?

উঃ Rajnish Kumar

৪৫. আকবরের জন্ম হয় কত সালে?

উঃ ১৫৪২

৪৬. IMF এর সম্পূর্ণ নাম কী?

উঃ International Monetary Fund

৪৭. রাজ্যসভার সর্বপ্রথম মহিলা মনোনীত প্রার্থী অভিনেত্রীর নাম কী?

উঃ নার্গিস দত্ত

৪৮. প্রকাশ তরঙ্গ কিসের উদাহরণ?

উঃ বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ

৪৯. ২০১৭ সালের কালা রত্ন পুরষ্কার পেয়েছেন কোন্‌ অভিনেতা?

উঃ অনুপম খের

৫০. “সম্পদ” যোজনা কিসের সাথে যুক্ত?

উঃ কৃষি ও কৃষকের সাথে

৫১. লোথার শহর কোন্‌ নদীর তীরে অবস্থিত?

উঃ ভোগাবা নদীর তীরে

♥ RRB Group-D exam 25 September 2018 PDF Question Paper Download Click Here

© কপি রাইট স্টুডেন্টস কেয়ার দ্বারা সংরক্ষিত। অনুমতি ব্যাতীত লেখাটির কোনো অংশ ফেসবুক, হোয়াটস অ্যাপ বা কোনো ওয়েবসাইটে পোস্ট করার আগে আমাদের DMCA Copy Right Policy পড়ে নেবেন।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!