রেলের গ্রুপ ডি ( RRB Group D ) পরীক্ষা | বাংলা মাধ্যমে | অষ্টম পর্ব
হ্যালো রিডারস! সকলে ভালো আছেন নিশ্চই। আমরা ১৫-২০ টি করে ভারতীয় রেলের গ্রুপ ডি ( RRB Group D ) পরীক্ষা প্রস্তুতি র জন্য MCQ প্রশ্ন ও উত্তর প্রকাশ করে করে চলেছি। আজ শুধুমাত্র গ্রুপ ডি এর জন্য কিছু প্রশ্ন ও উত্তর প্রকাশ করলাম। সকলে এই সময়টিকে খুব কাজে লাগাচ্ছেন আমরা আশাবাদী, মনোযোগ সহকারে প্রস্তুতি নিতে থাকুন। পরীক্ষা সম্ভবত এপ্রিল-মে মাসের দিকে হতে পারে, তাই হাতে মাত্র আর ২ মাস রয়েছে। চলুন দেখে নেওয়া যাক ভারতীয় রেলের অষ্টম পর্ব-
বিঃ দ্রঃ- আপনাদের সুবিধার্থে স্টুডেন্টস কেয়ারের পক্ষ থেকে রেলওয়ে গ্রুপ ডি ( RRB Group D ) পরীক্ষা প্রস্তুতির জন্য অনলাইন মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। আপনারা আমাদের সাইট থেকে অনলাইনে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করেনিতে পারবেন। RRB Group D ষষ্ঠ পর্বটি পড়ার জন্য এখানে ক্লিক করুন
এর আগে আমরা গ্রুপ ডি /গ্রুপ সি এর জন্য কয়েকটি ধারাবাহিক পোস্ট করেছিলাম। সেগুলি পড়ার জন্য এখানে ক্লিক করুন
১. দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে একই স্থান থেকে একই অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ যথাক্রমে ৮ কিমি/ঘন্টা এবং ৫ কিমি/ঘন্টা হলে, ৩ ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে?
অ) ১৫ কিমি
আ) ৯ কিমি
ই) ৬ কিমি
ঈ) ১২ কিমি
২. ক নল, খ নলের ৩ গুণ ক্ষমতাসম্পন্ন। একটি খালি চৌবাচ্চা খ নল ১২ ঘন্টা জলপূর্ণ করে। একত্রে ওই দুটি নল কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ করতে পারবে?
অ) ৩ ঘন্টা
আ) ৫ ঘন্টা
ই) ২.৫ ঘন্টা
ঈ) ১.৫ ঘন্টা
৩. ভারতের বৃহত্তম স্টক মার্কেটের নাম কী?
অ) NSE
আ) BSE
ই) DOLLEX
ঈ) CSE
৪. ক্রসিং ওভার ঘটে মিয়োসিস কোষ বিভাজনের কোন্ উপদশায়?
অ) প্যাকিটিন
আ) লেপ্টেটিন
ই) জাইগোটিন
ঈ) ডিপ্লোটিন
আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে।
৫. সিংকোনা গাছের কোন অংশ থেকে কুইনিন পাওয়া যায়?
অ) বীজ
আ) পাতা
ই) ফুল
ঈ) ছাল
৬. একটি ব্রায়োফাইট/মস এর দেহজ অংশটি যে গঠনকে উপস্থাপিত করে, তা হল-
অ) রেণুধর উদ্ভিদ
আ) লিঙ্গধর উদ্ভিদ
ই) রেণুধর বা লিঙ্গধর উদ্ভিদ
ঈ) রেণুধর এবং লিঙ্গধর উদ্ভিদ
বিগ ব্যাং ও ব্ল্যাক হোলের প্রবক্তা ‘স্টিফেন হকিং’ এর জীবনী পড়ার জন্য এখানে ক্লিক করুন
৭. একটি উত্তল লেন্সে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হল-
অ) 4f থেকে বেশি
আ) 4f থেকে কম
ই) 2f-এর সমান
ঈ) 4f-এর সমান
৮. ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৫, ?
অ) ২৬
আ) ২৭
ই) ২৯
ঈ) ৩৭
৯. জুল: শক্তি :: পাস্কাল : ?
অ) আয়তন
আ) চাপ
ই) ঘনত্ব
ঈ) শুদ্ধতা
সকল সরকারি চাকরীর পরীক্ষা প্রস্তুতির জন্য এখানে ক্লিক করুন
১০. লবঙ্গ আহরণ করা হয় কোন অংশ থেকে?
অ) মূল
আ) কান্ড
ই) পাতা
ঈ) ফুলের মুকুল
১১. ৬ মাস অন্তর সুদ দেওয়া হলে, কত টাকার ১০% হারে ১ বছরের সুদ-আসল ১১০২৫ টাকা হবে?
অ) ১০০০০ টাকা
আ) ১০৫০০ টাকা
ই) ৯৫০০ টাকা
ঈ) ৮০০০ টাকা
১২. কোন্ বিজ্ঞানী নিউট্রন আবিষ্কার করেন?
অ) স্যাডউইক
আ) নীলস বোর
ই) রাদারফোর্ড
ঈ) টমসন
১৩. ভারতে নাগরিকত্ব আইন প্রনীত হয় কোন্ বছর?
অ) ১৯৫৫ সালে
আ) ১৯৫০ সালে
ই) ১৯৪২ সালে
ঈ) ১৯৬১ সালে
১৪. ‘অঙ্গার’ নাটকটির রচয়িতা কে?
অ) বিজন ভট্টাচার্য
আ) উৎপল দত্ত
ই) গিরীশ ঘোষ
ঈ) ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ
১৫. সত্যসুন্দর দাস কার ছদ্মনাম?
অ) কাজী নজরুল ইসলাম
আ) মোহিতলাল মজুমদার
ই) বিষ্ণু দে
ঈ) বনফুল
উত্তর
১/আ, ২/অ, ৩/ঈ, ৪/অ, ৫/ঈ, ৬/ই, ৭/ই, ৮/ই, ৯/আ, ১০/ঈ, ১১/অ, ১২/অ, ১৩/অ, ১৪/আ, ১৫/আ
যে কোনো মতামতের জন্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের ইমেল ([email protected]) মারফৎ পাঠান।