২৮ সেপ্টেম্বর রেলের গ্রুপ ডি পরীক্ষার সকল প্রশ্ন ও উত্তর || সাথে বিনামূল্যে PDF

পোস্টটি শেয়ার করুন
Rate this post

২৮ সেপ্টেম্বর রেলের গ্রুপ ডি পরীক্ষার সকল প্রশ্ন ও উত্তর

আপনারা সকলেই জানেন ১৭ সেপ্টেম্বর থেকে রেলের গ্রুপ ডি অনলাইন পরীক্ষা চলছে সারা দেশ ব্যাপী। আমরা দেশের বিভিন্ন অংশ থেকে প্রশ্ন সংগ্রহ করে প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থাপন করে চলেছি আপনাদের সাহায্য করার জন্য। আমরা প্রতিনিয়ত জেনারেল অ্যাওয়ার্ডনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিভাগ থেকে প্রশ্নের উত্তর গুলি সকলের সাথে শেয়ার করে নেবো। আমরা প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষার্থীদের দ্বারা এবং ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বানাতে পেরেছি। অংক বা রিজনিং এর প্রশ্নগুলি পরিপূর্ণ না হওয়ার ফলে আমরা তা সংগ্রহ করতে পারিনি। যদি পরে কোনোভাবে সংগ্রহ করতে পারি আহলে আপনাদের সাথে ভাগ করে নেবো।  আজ আমরা জেনে নেবো ২৬ সেপ্টেম্বর রেলের গ্রুপ ডি পরীক্ষার সকল প্রশ্ন ও উত্তর সাথে পিডিএফ ডাউনলোড করার সুবিধা পাবেন। pdf টি এই পোস্টের নীচে পেয়ে যাবেন-

[রেলের গ্রুপ ডি প্রতিদিনের সকল সিফটের পরীক্ষার প্রশ্ন উত্তর জানার জন্য এখানে ক্লিক করুণ]

১. ২০১৭ সালের ফিল্ম ফেয়ার কোথায় অনুষ্ঠিত হয়েছে?

উঃ মুম্বাইতে

Join us on Telegram

২. সবথেকে বেশি সংখ্যক কোন্‌ শ্রেণীর প্রানী বররমানে রয়েছে?

উঃ আর্থোপোডো

৩. বঙ্গবন্ধু নামক উপগ্রহটি কোন্‌ দেশের?

উঃ বাংলাদেশের

[প্রতিদিনের প্রশ্নের আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ অবশ্যই লাইক করে রাখুন, ক্লিক করুণ]

৪. NDFR-এর সম্পূর্ণ নাম কী?

উঃ National Disaster Response Force

৫. সংবিধান দিবস কবে পালিত হয়?

উঃ ২৬ নভেম্বর

৬. বৃক্কের একক কে কি বলে?

উঃ নেফ্রন

৭. জব্বলপুর শহরটি কোন্‌ নদীর তীরে অবস্থিত?

উঃ নর্মদা

৮. Adobe- এর সিইও কে?

উঃ শান্তুনু নারায়ন

৯. হিন্দি সাহিত্য একাডেমী পুরস্কার কে পেয়েছেন?

উঃ রমেন কুন্তল

[আরও পড়ুন- অনলাইনে রেলের মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুণ]

১০. STD-এর সম্পূর্ণ নাম কী?

উঃ Subscriber Trunk Dialling (বা Sexually Transmitted Diseases ও হতে পারে, অপশন অনুযায়ী করতে হবে)

১১. মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রীর নাম কী?

উঃ মেনকা গান্ধী

১২. পলাশীর যুদ্ধ কবে হয়েছিল?

উঃ ২৩ জুন ১৭৫৭

১৩. প্রকাশ জাভেদকর কোন পার্টির নেতা?

উঃ বি জে পি

১৪. RBI-এর গভর্নর কে?

উঃ উর্জিত প্যাটেল

১৫. গোয়ার মুখ্যমন্ত্রীর নাম কী?

উঃ মনোহর পারিক্কর (বিজেপি)

১৬. কোন্‌ ভারতীয় মহিলা ক্রিকেটার ৬০০০ রান পূর্ণ করেছে?

উঃ মিতালী রাজ

© কপি রাইট স্টুডেন্টস কেয়ার দ্বারা সংরক্ষিত। অনুমতি ব্যাতীত লেখাটির কোনো অংশ ফেসবুক, হোয়াটস অ্যাপ বা কোনো ওয়েবসাইটে পোস্ট করার আগে আমাদের DMCA Copy Right Policy পড়ে নেবেন।

১৭. কোন্‌ ধাতুর পারমানবিক সংখ্যা ২৬?

উঃ লোহার

১৮. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?

উঃ ৫ জুন

১৯. মারাদোনা কোন্‌ দেশের খেলোয়ার?

উঃ আর্জেন্টিনা

২০. লন্ডন কোন্‌ নদীর তীরে অবস্থিত?

উঃ টেমস নদীর তীরে

২১. স্টার্‌চ কিসের উদাহরণ?

উঃ পলিস্যাকারাইডের

২২. মেন বুকার পুরস্কার কে পেয়েছেন?

উঃ জর্জ ম্যান্ডার্স

২৩. ২০১৭ সালের ফিল্ম ফেরারের সেরা সিনেমার নাম কী?

উঃ হিন্দি মিডিয়াম

২৪. গোবর্ধন যোজনা কোন্‌ রাজ্যে শুরু হয়েছে?

উঃ হরিয়ানা

২৫. ২০১৭ সালের মিস ইউনিভার্স পুরস্কার কে পেয়েছে?

উঃ Demi-Lergh Nel-Peters

২৬. পাঞ্জাব ন্যাশেনাল ব্যাঙ্কের সিইও কে?

উঃ সুনিল মেহেতা

২৭. মানুষের শরীরে ক্রোমোজমের সংখ্যা কয়টি রয়েছে?

উঃ ২৩ জোড়া বা ৪৬ টি

২৮. ২০১৭ সালে অর্জুন পুরস্কার কে পেয়েছে?

উঃ চেতেশ্বর পুজারা

২৯. এক্স রে কে আবিষ্কার করেন?

উঃ Wilhelm Conrad Roentgen

৩০. ভারতের সবচেয়ে কনিষ্ঠ মুখ্যমন্ত্রীর নাম কী?

উঃ প্রেমা খনডু

৩১. প্রোটিন শব্দটির আবিষ্কার করেন কে?

উঃ বার্জেলিয়াস

৩২. ‘মন কি বাত’ বইটি কার লেখা?

উঃ রাজেশ জৈন

৩৩. সূর্য কিরনের তাপমাত্রা মাপার এককের নাম কী?

উঃ একটিওমিটার

৩৪. আসামের রাজ্যপালের নাম কী?

উঃ জগদীশ মুখী

৩৫. কোশ আবিষ্কার করেন কে?

উঃ রবার্ট হুক

৩৬. কিডনির কার্যগত এককের নাম কী?

উঃ নেফ্রন

৩৭. হিমোগ্লোবিনের কাজ কী?

উঃ রক্তের রঙ লাল করা

৩৮. রাষ্ট্রীয় বিকাশ পরিষদ কবে গঠিত হয়?

উঃ ১৯৫২ সালে

♥ RRB Group-D exam 28 September 2018 PDF Question Paper Download Click Here

© কপি রাইট স্টুডেন্টস কেয়ার দ্বারা সংরক্ষিত। অনুমতি ব্যাতীত লেখাটির কোনো অংশ ফেসবুক, হোয়াটস অ্যাপ বা কোনো ওয়েবসাইটে পোস্ট করার আগে আমাদের DMCA Copy Right Policy পড়ে নেবেন।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!