প্রাথমিক টেট শিশুবিকাশ ও পেডাগজি মক টেস্ট | 25 MCQ FREE PDF

পোস্টটি শেয়ার করুন
4.5/5 - (2 votes)

প্রাথমিক টেট শিশুবিকাশ ও পেডাগজি মক টেস্টঃ সকল প্রাথমিক টেট পরীক্ষার্থীদের জন্য নিয়ে এলাম শিশুবিকাশ ও পেডাগজি (Child development & Pedagogy) মক টেস্ট। এখানে আপনি পাবেন 25 MCQ প্রাথমিক টেট শিশুবিকাশ ও পেডাগজি অনলাইন মক টেস্ট (Primary TET Child development & Pedagogy Online Mock Test)। যা প্রাথমিক টেট পর্ষদ প্রদত্ত নতুন সিলেবাস অনুসারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে নিয়ে তৈরি।

প্রাথমিক টেট শিশুবিকাশ ও পেডাগজি মক টেস্ট নিয়মাবলী-

শুরু করবেন কিভাবে?- মক টেস্টের জন্য প্রদত্ত্ব পেজে এসে ‘Start Quiz’ বোতামে ক্লিক করে মক টেস্ট শুরু করুন। কিন্তু তার আগে জেনে নিন নিম্নলিখিত কিছু বিষয়

প্রশ্ন সংখ্যা- প্রশ্ন মোট 25টি থাকবে এবং চারটি করে অপশন দেওয়া থাকবে। আপনাকে যে কোনো একটি বেছে নিতে হবে। (দুটি বা তার বেশি সংখ্যক উত্তর দিলে ওই প্রশ্নটি বাতিল বলে ধরে নেওয়া হবে)

প্রশ্ন মান- প্রতিটি প্রশ্নের জন্যে 1 নম্বর করে আপনি পাবেন। 25টি MCQ প্রশ্নের জন্য 25 নাম্বার। অর্থাৎ সর্বোমোট 25 নাম্বারের জন্য আপনি এই মক টেস্ট দিচ্ছেন।

Join us on Telegram

মক টেস্টের সময়- 25টি প্রশ্নের উত্তর করার জন্য আপনি 25 মিনিট সময় পাবেন। এর মধ্যে আপনাকে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে।

সর্বোশেষ পর্যায়ে সকল প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি ‘Finish Exam’ বোতামে ক্লিক করে আপনার প্রাপ্ত নাম্বার জেনে নিতে পারেন।

এবং,  এর পর যদি আপনি প্রশ্নগুলির উত্তর জানতে চান তাহলে ‘View Question’ বোতামে ক্লিক করে সকল প্রশ্নের উত্তর একসাথে দেখে নিতে পারবেন।

এছাড়াও, কে কত নম্বর পেলেন, কে সর্বোচ্চ নম্বর পেলেন তার একটি তালিকা নিচে দেওয়া রয়েছে।

প্রাথমিক টেট অনলাইন মক টেস্ট

প্রাথমিক টেটের অনলাইন মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করে নিন আপনি কতটা প্রস্তুত। শুভ কামনা রইল আপনাকে।

Leaderboard: Primary Tet Child Psychology mock test

maximum of 25 points
Pos. Name Entered on Points Result
Table is loading
No data available

আপনার জন্য আরও রয়েছেঃ 150 MCQ প্রাথমিক টেট অনলাইন মক টেস্ট

আমাদের প্রচেষ্টা ভালো লাগলে আপনি আপনার বন্ধু-বান্ধবিদের আমাদের সাইটে আমন্ত্রন করতে পারেন। এছাড়া আপনার কোনো মতামত জানানোর থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। সাথে থাকুন, সক্রিয় থাকুন, উপদেশ দিতে থাকুন এবং ভালো থাকুন। আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখানে ক্লিক করে। এছাড়া, প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন এখানে ক্লিক করে অথবা টেলিগ্রাম অ্যাপটি খুলে সার্চ করুণ “Students Care”

আপনার জন্যঃ প্রাথমিক টেট অনলাইন মক টেস্টের বিগত পর্বগুলি এখানে রয়েছে।

আপনি প্রাথমিক টেট প্রার্থী? প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here

Read More: প্রাথমিক টেট পরিবেশ বিদ্যা মক টেস্ট

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!