RRB Group-D Exam 17 September 2018 2nd Shift Question Answer

পোস্টটি শেয়ার করুন
Rate this post

RRB Group-D Exam 17 September 2018 2nd Shift Question Answer

রেলের গ্রুপ ডি ১৭ সেপ্টেম্বর ২০১৮ এর দ্বিতীয় সিফটের পরীক্ষার প্রশ্ন PDF

নমস্কার পাঠকরা। আজ ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে রেলের গ্রুপ ডি পরীক্ষার প্রথম দিনের দ্বিতীয় সিফটের পরীক্ষাটি হলRRB Group D shift-2 এর যেই যেই প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্ন থেকে আমরা জেনারেল অ্যাওয়ার্ডনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিভাগ থেকে প্রশ্নের উত্তর গুলি সকলের সাথে শেয়ার করে নেবো। RRB Group-D Exam 17 September 2018 2nd Shift Question Answer গুলি জেনে নিন। যাতে করে পরবর্তী পরীক্ষা গুলিতে একটা সাধারণ ধারনা পাওয়া যায় কি কি ধরণের প্রশ্ন এসেছে। আমরা প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষার্থীদের দ্বারা এবং ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বানাতে পেরেছি। অংক বা রিজনিং এর প্রশ্নগুলি পরিপূর্ণ না হওয়ার ফলে আমরা তা সংগ্রহ করতে পারিনি। যদি পরে কোনোভাবে সংগ্রহ করতে পারি আহলে আপনাদের সাথে ভাগ করে নেবো।

1st Shift Question Answer পড়তে হলে এখানে ক্লিক করুণ

RRB 18 September 2018 3rd Shift Question Answer

১. ২০১৮ সালের Academy Award এর সেরা সিনেমার নাম কি?

Join us on Telegram

উঃ The Shape of Water

২. গারো পাহাড় কোথায় অবস্থিত?

উঃ উত্তর পূর্ব ভারতের মেঘালয়ে

[আরও পড়ুন- অনলাইনে রেলের মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুণ]

৩. ২০১৯ সালের Shooting world Cup কোথায় অনুষ্ঠিত হবে?

উঃ ভারতের নতুন দিল্লিতে

৪. বর্তমানে সিকিমের রাজ্যপালের নাম কী?

উঃ গঙ্গা প্রসাদ

৫. ২০১৮ সালে সামাজিক প্রেক্ষাপটে কোন সিনেমা পুরস্কৃত হয়েছে

উঃ Aalorukkam (Malayalam)

৬. নড়ওয়ের রাজধানীর নাম কি?

উঃ Oslo

[২০ এর অধিক রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট এখানে পেয়ে যাবেন]

৭. বিহারের রাজ্যপালের নাম কী?

উঃ লালজি টান্ডন

৮. রামসেতু কোথায় অবস্থিত?

উঃ ভারতের তামিলনাডুর পাম্বান দ্বীপ থেকে শ্রীলঙ্কার মান্নান দ্বীপের মধ্যে অবস্থিত

৯. নিতি আয়োগের চেয়ার পার্সন কে?

উঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মদী

© কপি রাইট স্টুডেন্টস কেয়ার দ্বারা সংরক্ষিত। অনুমতি ব্যাতীত লেখাটির কোনো অংশ ফেসবুক, হোয়াটস অ্যাপ বা কোনো ওয়েবসাইটে পোস্ট করার আগে আমাদের DMCA Copy Right Policy পড়ে নেবেন।

১০. Polly Umrigar Award 2018 জিতেছে কোন্‌ খেলোয়ার?

উঃ বিরাট কোহলী

১১. রাজ্যসভার সদস্য হওয়ার জন্য নূন্যতম কত বছর বয়স হতে হয়?

উঃ ৩০ বছর (লোকসভার ২৫ বছর)

১২. আমাজনের CEO কে?

উঃ Jeff Bezos

১৩. BSE স্থাপিত হয় কবে?

উঃ ১৮৭৫

১৪. বঙ্গ ভুষণ পুরষ্কার পেয়েছেন কে?

উঃ আশা ভোঁশলে

১৫. আমেরিকান অ্যাওয়ার্ড কে পেয়েছেন?

উঃ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

১৬. ভারতের Women and child minister কে?

উঃ মেনকা গান্ধী

১৭. গ্রামিনি অ্যাওয়ার্ড কে পেয়েছেন?

উঃ B. Marsh

১৮. সামাজিক প্রেক্ষাপটের ভিত্তিতে জাতীয় সেরা চলচিত্র ২০১৮ পুরষ্কার পেয়েছে কোন্‌ চলচিত্র?

উঃ Aalorukkam (Malayalam)

১৯. নবম BRICS সম্মেলন কোথায় হয়েছিল?

[কিভাবে CBT ধাঁচে রেলের পরীক্ষা দেবেন ডেমো দেখে নিন, এখানে ক্লিক করুণ]

উঃ চিনে ( দশম ব্রিক্স সম্মেলন ২০১৮ হবে সাউথ আফ্রিকার জোহানেসবার্গে)

২০. শ্রীলঙ্কার রাজধানীর নাম কী?

উঃ জয়াবর্ধনেপূরন কোট্টে

২১. হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট কে রয়েছেন?

উঃ রাজেন্দ্র সিং

২২. ভারতের মেট্রো ম্যান (Metro Man)নামে পরিচিত কে?

উঃ E. Sreedharan

General Science

১. No. of elements in the 18th group of Periodic tables? – 6

২. Which is the longest period in the periodic table? – 6th Period

৩. What is the critical angle of Diamond? – 25 degree

৪. Which gas is used in electric bulb? – Agron

৫. Fleming’s Right-Hand Rule?

৬. Sodium, Magnesium, Phosphorus which is the last element?

৭. SI unit of Charge – Coulomb

৮. 18th group periodic table elements – 7

৯. What is the pH value of blood? – 7.35

১০. Formula for Bleaching Powder – Caocl2

© কপি রাইট স্টুডেন্টস কেয়ার দ্বারা সংরক্ষিত। অনুমতি ব্যাতীত লেখাটির কোনো অংশ ফেসবুক, হোয়াটস অ্যাপ বা কোনো ওয়েবসাইটে পোস্ট করার আগে আমাদের DMCA Copy Right Policy পড়ে নেবেন।

ধন্যবাদ সকলকে। প্রশ্নের উত্তর নিয়ে যদি অভিযোগ থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর সম্ভব হলে পোস্টটি শেয়ার করবেন। পরবর্তী প্রশ্নের জন্য আমাদের সাইটে নজর রাখুন। 

Tag-  রেলের গ্রুপ ডি ১৭ সেপ্টেম্বর ২০১৮ এর দ্বিতীয়  সিফটের পরীক্ষার প্রশ্ন PDF, 17 september 2018 shift 2 rrb exam, RRB Group D shift-2 question answer, RRB Group-D Exam 17 September 2018 2nd Shift Question Answer pdf , RRB Group-D Exam 17 September 2018 2nd Shift Question Answer

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!