২০ সেপ্টেম্বর রেলের গ্রুপ ডি সকল সিফটের প্রশ্ন ও উত্তর || সাথে বিনামূল্যে PDF

পোস্টটি শেয়ার করুন
Rate this post

২০ সেপ্টেম্বর রেলের গ্রুপ ডি সকল সিফটের প্রশ্ন ও উত্তর

আপনারা সকলেই জানেন ১৭ সেপ্টেম্বর থেকে রেলের গ্রুপ ডি অনলাইন পরীক্ষা চলছে সারা দেশ ব্যাপী। আমরা দেশের বিভিন্ন অংশ থেকে প্রশ্ন সংগ্রহ করে প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থাপন করে চলেছি আপনাদের সাহায্য করার জন্য। আমরা প্রতিনিয়ত জেনারেল অ্যাওয়ার্ডনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিভাগ থেকে প্রশ্নের উত্তর গুলি সকলের সাথে শেয়ার করে নেবো। আমরা প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষার্থীদের দ্বারা এবং ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বানাতে পেরেছি। অংক বা রিজনিং এর প্রশ্নগুলি পরিপূর্ণ না হওয়ার ফলে আমরা তা সংগ্রহ করতে পারিনি। যদি পরে কোনোভাবে সংগ্রহ করতে পারি আহলে আপনাদের সাথে ভাগ করে নেবো।  আজ আমরা জেনে নেবো ২০ সেপ্টেম্বর রেলের গ্রুপ ডি সকল সিফটের প্রশ্ন ও উত্তর সাথে পিডিএফ ডাউনলোড করার সুবিধা পাবেন। pdf টি এই পোস্টের নীচে পেয়ে যাবেন-

[রেলের গ্রুপ ডি প্রতিদিনের সকল সিফটের পরীক্ষার প্রশ্ন উত্তর জানার জন্য এখানে ক্লিক করুণ]

১. অপারেশন দূর্গা কোথায় শুরু হয়েছিল?

উঃ হরিয়ানা।

Join us on Telegram

২. রসিদ খান আইপিএল এর কোন্‌ দলের হয়ে খেলে?

উঃ সানরাইজ হায়দ্রাবাদ

৩. বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয় কবে?

উঃ ২৫ এপ্রিল

৪. উত্তর প্রদেশের রাজ্যপালের নাম কী?

উঃ রাম নায়েক

[প্রতিদিনের প্রশ্নের আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ অবশ্যই লাইক করে রাখুন, ক্লিক করুণ]

৫. ‘পরমানু’ চলচিত্রের পরিচালকের নাম কী?

উঃ অভিশেক শর্মা

৬.  ত্রিপুরার রাজ্যপালের নাম কী?

উঃ CP Singh Solanki

৭. Padman-সিনেমাটি কার ওপর ভিত্তি করে তৈরি করা হয়?

উঃ Arunachalam Murugunathan

৮. গুজরাট রাজ্যের পর্যটন শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে?

উঃ অমিতাভ বচ্চন

৯. হাঙ্গেরির রাজধানীর নাম কী?

উঃ Budapest

[আরও পড়ুন- অনলাইনে রেলের মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুণ]

১০. নীতি আয়োগের চেয়ারপার্সন কে?

উঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

১১. ‘Kala’ সিনেমার পরিচালকের নাম কী?

উঃ Pa. Ranjith

১২. INC বা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে?

উঃ রাহুল গান্ধী

© কপি রাইট স্টুডেন্টস কেয়ার দ্বারা সংরক্ষিত। অনুমতি ব্যাতীত লেখাটির কোনো অংশ ফেসবুক, হোয়াটস অ্যাপ বা কোনো ওয়েবসাইটে পোস্ট করার আগে আমাদের DMCA Copy Right Policy পড়ে নেবেন।

১৩. অনূর্ধ্ব – ১৭ ফিফা বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন কে?
উঃ ইংল্যান্ড

১৪. Paytm এর প্রতিষ্ঠাতা কে?

উঃ Vijay Shekhar Sharma

১৫. উত্তরাখন্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে?

উঃ সঞ্জয় দত্ত

১৬. ভোটার দিবস কবে পালিত হয়?

উঃ ২৫ জানুয়ারি

১৭. US open Karate competition-এ ভারত কতগুলি পদক পেয়েছে?

উঃ ১৬টি

১৮. জাপানের প্রধানমন্ত্রীর নাম কী?

উঃ Shinzō Abe

১৯. আইপিএল দল সানরাইজ হায়দ্রাবাদের মালিকে নাম কী?

উঃ Kalanadhi ও Sun Newtwork

২০. আর বি আই এর গভর্নরের নাম কী?

উঃ উর্জিত প্যাটেল

২১. ডান্ডি অভিযান কোন দিনে শুরু হয়েছিল

উঃ ১২ মার্চ

২২. আরব আমিরশাহের রাজধানীর নাম কী?

উঃ আবু ধাবী

২৩. Perini Shivatandavam কোথাকার নৃত্য?

উঃ তেলেঙ্গানা

২৪. World Economic Forum 2018 এর বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?

উঃ Davos, Switzerland

২৫. Almatti Dam কোন্‌ নদীর ওপর গড়ে ঊঠেছে?

উঃ কৃষ্ণা নদীর ওপর

২৬. বাহুবলী চলচিত্রে ‘দেবসেনার’ ভুমিকাতে অভিনয় করেছেন কে?

উঃ অনুষ্কা শেট্টি

২৭. হিমা দাস কোন্‌ খেলার সাথে যুক্ত?

উঃ অ্যাথলিট। তিনিই ভারতের প্রথম অ্যাথলিট যিনি যে কোনও পর্যায়ের বিশ্ব চ্যাম্পিনশিপের ট্র‌্যাক ইভেন্টে সোনা জিতলেন। Dhing Express নামে পরিচিত।

২৮. শচীন কোন দলের বিপক্ষে নিজের ১০০ তম শতরানটি করেছেন?

উঃ বাংলাদেশ

২৯. ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি স্টাম্পিং করার রেকর্ড রয়েছে কার দখলে?

উঃ মহেন্দ্র সিংহ ধোনী\

৩০. Krishna Wildlife Sanctuary কোথায় অবস্থিত?

উঃ অন্ধ্রপ্রদেশ

৩১. মাইক্রোসফটের সিইও কে?

উঃ Satya Narayana Nadella

৩২. Hindustan Aeronautics Limited (HAL) এর চেয়ারম্যান কে?

উঃ T Suvarna Raju

৩৩. এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কী?

উঃ দিলিপ বাবাসাহেব ভোঁসলে

৩৪. পরমানু কে আবিষ্কার করেন?

উঃ ডালটন

৩৫. পরবর্তী পুরুষ দলের হকি বিশ্বকাপ কোথায় হবে?

উঃ ভারতে

৩৬. বাহুবলী সিনেমাতে ‘কাটাপ্পার’ চরিত্রে অভিনয় করেছেন কে?

উঃ সত্যরাজ

৩৭. ইন্দ্রাবতী বাঁধ কোন রাজ্যে অবস্থিত?

উঃ ওড়িষা

৩৮. ল কমিশনের চেয়ারম্যান কে?

উঃ বলবির সিং চৌহান

৩৯. ITA Award 2018-কে পেয়েছে?

উঃ একতা কাপুর

৪০. তুর্কিমেনিস্তানের রাজধানীর নাম কী?

উঃ অরকাবাদ

৪১. নিতি আয়োগের ডিরেক্টর কে?

উঃ দীনেশ আরোরা

৪২. গীতা শেট্টি কোন খেলার সাথে যুক্ত?

উঃ বিলিয়ার্ডস

৪৩. জিপসাম কে গরম করে কি তৈরি করা হয়?

উঃ Pluster of Parris

৪৪. সোয়াবিনের বৈজ্ঞানিক নাম কি?

উঃ Glycin Max

৪৫. ভারতের রেলওয়ের নতুন বিশ্ববিদ্যালয় কোথায় গড়ে ঊঠেছে?

উঃ গুজরাটের ভদোদরাতে

৪৬. উদ্ভিদে জলের সরবরাহ হয় কিসের দ্বারা?

উঃ জাইলেম

৪৭. ভিটামিন কে এর রাসায়নিক নাম কী?

উঃ Phylloquinone

৪৮. ত্রিপুরার রাজ্যপালের নাম কী?

উঃ ক্যাপ্টেন সিং সোলাঙ্কি

৪৯. দ্যুতি চন্দ কোন্‌ পদক জিতেছে?

উঃ রূপো

৫০. ভ্রুন কোথা থেকে পাওয়া যায়?

উঃ Placenta

♥ RRB Group-D exam 18 September 2018 PDF Question Paper Download Click Here

© কপি রাইট স্টুডেন্টস কেয়ার দ্বারা সংরক্ষিত। অনুমতি ব্যাতীত লেখাটির কোনো অংশ ফেসবুক, হোয়াটস অ্যাপ বা কোনো ওয়েবসাইটে পোস্ট করার আগে আমাদের DMCA Copy Right Policy পড়ে নেবেন।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!