১৯ সেপ্টেম্বর ২০১৮ রেলের গ্রুপ ডি পরীক্ষার বাছাই করা প্রশ্ন উত্তর || Free PDF

পোস্টটি শেয়ার করুন
Rate this post

১৯ সেপ্টেম্বর ২০১৮ রেলের গ্রুপ ডি পরীক্ষার বাছাই করা প্রশ্ন উত্তর

আপনারা সকলেই জানেন ১৭ সেপ্টেম্বর থেকে রেলের গ্রুপ ডি অনলাইন পরীক্ষা চলছে সারা দেশ ব্যাপী। আমরা দেশের বিভিন্ন অংশ থেকে প্রশ্ন সংগ্রহ করে প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থাপন করে চলেছি আপনাদের সাহায্য করার জন্য। আমরা প্রতিনিয়ত জেনারেল অ্যাওয়ার্ডনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিভাগ থেকে প্রশ্নের উত্তর গুলি সকলের সাথে শেয়ার করে নেবো। আমরা প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষার্থীদের দ্বারা এবং ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বানাতে পেরেছি। অংক বা রিজনিং এর প্রশ্নগুলি পরিপূর্ণ না হওয়ার ফলে আমরা তা সংগ্রহ করতে পারিনি। যদি পরে কোনোভাবে সংগ্রহ করতে পারি আহলে আপনাদের সাথে ভাগ করে নেবো।  আজ আমরা জেনে নেবো ১৯ সেপ্টেম্বর ২০১৮ রেলের গ্রুপ ডি পরীক্ষার বাছাই করা প্রশ্ন উত্তর ও সাথে পিডিএফ ডাউনলোড করার সুবিধা পাবেন। pdf টি এই পোস্টের নীচে পেয়ে যাবেন-

[রেলের গ্রুপ ডি প্রতিদিনের সকল সিফটের পরীক্ষার প্রশ্ন উত্তর জানার জন্য এখানে ক্লিক করুণ]

১. Bulletin App কারা বানিয়েছিল?

উঃ বুলেটিন অ্যাপ বানিয়েছিল গুগল। যাতে করে সকল খবর সম্প্রচার করএ পারা যায়।

Join us on Telegram

২. Android Oreo অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কত তম সংস্করণ ?

উঃ ১৫ তম। এটি বানিয়েছে গুগল কোম্পানি।

[প্রতিদিনের প্রশ্নের আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ অবশ্যই লাইক করে রাখুন, ক্লিক করুণ]

৩. অপারেশন দূর্গা কোথায় শুরু হয়েছিল?

উঃ হরিয়ানা।

৪. জম্মু ও কাশ্মীরের হাই কোর্টের জর্জের নাম কী?

উঃ গীতা মিত্তল

৫. ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া নায়িকা কে?

উঃ দিপিকা পাডুকন

[আরও পড়ুন- অনলাইনে রেলের মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুণ]

৬. আইপিএল ২০১৮ চ্যাম্পিয়ন দলের নাম কী?

উঃ চেন্নাই সুপার কিংস

৭. আসামের রাজ্যপালের নাম কী?

উঃ জগদিশ মুখি

৮. বলিউডের সবচেয়ে দামী সিনেমার নাম কি?

উঃ ২০১৭ পর্যন্ত বাহুবলী ছিল কিন্তু ২০১৮ তে ‘রোবোট-২’ হতে চলেছে সবচেয়ে দামী হিন্দি চলচিত্র।

৯. ভারতের সবচেয়ে বৃহৎ ব্যাঙ্ক দুর্নীতি কোনটি?

উঃ নীরব মোদীর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দুর্নীতি। প্রায় ১১,৪০০ কোটি টাকা দুর্নীতি করেছেন।

১০. GST মডেল কিসের ওপর ভিত্তি করে বানানো হয়েছে?

উঃ Duel GST Model (কেন্দ্রস্তরে ও রাজ্যস্তরে)

১১. উগান্ডার রাজধানীর নাম কী?

উঃ Kampala

© কপি রাইট স্টুডেন্টস কেয়ার দ্বারা সংরক্ষিত। অনুমতি ব্যাতীত লেখাটির কোনো অংশ ফেসবুক, হোয়াটস অ্যাপ বা কোনো ওয়েবসাইটে পোস্ট করার আগে আমাদের DMCA Copy Right Policy পড়ে নেবেন।

১২. রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ গুলির নাম কী?

উঃ USA, রাশিয়া, চীন, ইংল্যান্ড, ফ্রান্স

১৩. লক্ষৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

উঃ গোমোতী নদীর তীরে

১৪. হরিয়ানার ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে?

উঃ ওলিম্পিকে ব্রোঞ্চ পদক প্রাপ্ত সাক্ষী মালিক

১৫. বিহারের মুখ্যমন্ত্রীর নাম কি?

উঃ নীতিশ কুমার

১৬. এশিয়া কাপ  ক্রিকেট ২০১৮ কোথায় অনুষ্ঠিত হয়েছে?

উঃ সংযুক্ত আরব আমিরশাহীতে

১৭. ICICI Bank এর CEO কে?

উঃ Ms. Chanda Kochhar

১৮. ইন্দ্রধনুষ যোজনা কিসের সাথে সম্পর্কিত?

উঃ প্রসুতি মা ও শিশুদের স্বাস্থর সাথে সম্পর্কিত

১৯. জালিওয়াবাগের হতাকান্ড কবে ঘটেছিল?

উঃ ১৩ এপ্রিল ১৯১৯

২০. হিন্দি চলচিত্রের বিখ্যাত পরিচালক ‘গুরু দত্তের’ আসল নাম কি?

উঃ Vasanth Kumar Shivashankar Padukone

২১. ২০১৭ মনিপুর বিধানসভা নির্বাচলে কোন দল সবচেয়ে বেশি আসন পেয়েছিল?

উঃ ভারতীয় জাতীয় কংগ্রেস (২৮টি)

২২. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের নাম কী?

উঃ গভর্নর হলেন Dr. Urjit R. Patel

২৩. World Happiness Index 2018 অনুসারে ভারতের র‍্যাঙ্ক কত?

উঃ ১৩৩ তম

২৪. ভুটানের জাতীয় খেলার নাম কী?

উঃ তীরন্দাজি

২৫. RBC-কে আর কি বলায়?

উঃ Erythrocyle

২৬. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কে অংশগ্রহণ করে না?

উঃ অক্সিজেন

২৭. মিলেনিয়াম গ্রুপ বলা হয়?

উঃ 9th Group

[কিভাবে CBT ধাঁচে রেলের পরীক্ষা দেবেন ডেমো দেখে নিন, এখানে ক্লিক করুণ]

২৮. ভারতের প্রথম ভায়সয়ের নাম কি?

উঃ লর্ড ক্যানিং

২৯. ‘অনু’-র কথা সর্বপ্রথম কে বলেন?

উঃ রাদারফোর্ড

৩০. বিশ্ব ব্যাঙ্কের সদর দপ্তর কোথায়?

উঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি সি

৩১. কোন রাজ্যে সর্ব প্রথম GST চালু হয়?

উঃ অসম

৩২. মেন্ডেলিনের পর্যায়সারনীতে কতগুলি মৌল ছিল?

উঃ ৬৩টি

৩৩. মানব হৃৎপিন্ডের কয়টি প্রকোষ্ঠ?

উঃ ৪টি

৩৪. ঘুম রোগকে কি বলা হয়?

উঃ Insomia

৩৫. ৫২ তম জ্ঞানপিঠপুরষ্কার পেয়েছেন কে?

উঃ প্রফেসর শঙ্খ ঘোষ

৩৬. ‘আগ্রা’ শহরটি কে বানিয়েছে?

উঃ সিকন্দর লোদী

৩৭. বংশগতির জনক কে?

উঃ গ্রেগর জোহান মেন্ডেল

৩৮. ভারতের চিফ ইলেক্সান কমিশনের নাম কী?

উঃ O.P Rawat

৩৯. World Weight Lifting Championship 2018 কোথায় অনুষ্ঠিত হয়েছে?

উঃ তুর্কমেনিস্তানে (২০১৭ এ হয়েছিল USA তে)

৪০. নর্থ-ইস্ট পরিষদের প্রধান কে?

উঃ সরাষ্ট্র মন্ত্রী নিজেই

৪১. নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর নাম কী?

উঃ Neiphiu Rao

৪২. ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছে?

উঃ নতুন দিল্লিতে (১৮ জুন ২০১৮)

৪৩. স্বর্ণ মন্দির নির্মান করেছেন কে?

উঃ গুরু অর্জুন দেব

৪৪. রোজার ফেডেরার কোন খেলার সাথে যুক্ত?

উঃ লন টেনিস

৪৫. ভিটামিন-সি এর অভাবে কোন রোগ হয়?

উঃ স্কার্ভি

৪৬. সুইডেনের রাজধানীর নাম কী?

উঃ স্টকহোম

৪৭. ‘Origin of Species’ বইটির লেখক কে?

উঃ চার্লস ডারউইন

[২০ এর অধিক রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট এখানে পেয়ে যাবেন]

৪৮. বিশ্বের সবচেয়ে ভারী ধাতুর নাম কী?

উঃ অস্মিয়াম

৪৯. দই-তে কোন্‌ অ্যাসিড থাকে?

উঃ ল্যাকটিক অ্যাসিড

৫০. অম্ল বৃষ্টির PH-র মান কত?

উঃ ৫.৬ এর কম

৫১. রাশিয়া ফুটবল বিশ্বকাপ ২০১৮ তে কে Golden Glovesপেয়েছে

উঃ Thibaut Courtois (বেলজিয়ামের গোলরক্ষক)

৫২. Pulse Polio টিকাকরন শুরু করেছে কোন দেশ?

উঃ ভারত (পালস পোলিও মিশন ২০১৮ শুরু করেন ভারতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মহাশয়)

৫৩. Australian Open 2018 বিজেতা কে?

উঃ রজার ফেডেরার

৫৪. ওমর আব্দুল্লাহ কোন্‌ রাজনৈতিক দলের সদস্য?

উঃ J&K National Conference

৫৫. ‘খালসা’-র প্রতিষ্ঠাতা কে?

উঃ গুরু গোবিন্দ সিং

৫৬. বিশ্ব জলদিবস পালন করা হয় কবে?

উঃ ২২ মার্চ

৫৭. Limba Ram-কোন্‌ খেলার সাথে যুক্ত?

উঃ তিরন্দাজি (রাজস্থানের খেলোয়ার)

৫৮. খিলজি বংশের সূচনা কে করেছিলেন?

উঃ জালালউদ্দিন

৫৯. ‘Anna’ নামক বইটি লিখেছেন কে?

উঃ Anna Maria

৬০. SBI ব্যাঙ্ক কবে অন্য ছয়টি ব্যাঙ্কের সাথে মিলে একক ব্যাঙ্ক গঠন করে?

উঃ ২০১৬

৬১. টি টুয়েন্টি ক্রিকেটে দ্রুততম শতরানের মালিক কে?

উঃ ভারতের রোহিত শর্মা, (শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলে করেছিলেন) ও ডেভিড মিলার।

৬২. সম্প্রতি অক্ষয় কুমার জাতীয় পুরষ্কার পেয়েছিলেন কোন চলচিত্রের জন্য?

উঃ রুস্তম

৬৩. আলাবল্লী পর্বত কোথায় অবস্থিত?

উঃ রাজস্থানে

৬৪. ফিফার সেরা তরুন খেলোয়ারের সম্মান পেয়েছেন কে?

উঃ এমবাপে (ফ্রান্সের ততুন খেলোয়ার)

৬৫. ২০ ফেব্রুয়ারি দিনটি পালন করা হয় কি উপলক্ষে?

উঃ World Day of Social Justice

৬৬. চিফ ফিনান্স কমিশন কে?

উঃ এন কে সিং

৬৭. SAI-এর চেয়ারম্যান কে?

উঃ নিলম কাপুর

৬৮. ভারতের প্রথম ক্যাশলেস রাজ্যের নাম কি?

উঃ গোয়া

৬৯. ভারতের প্রথম ক্যাশলেস গ্রামের নাম কী?

উঃ আকোডারা, গুজরাতে অবস্থিত

৭০. বিশ্বের সবচেয়ে বেশি মানুষ কথা বলে কোন্‌ ভাষায়?

উঃ চীনা মান্দারিন। প্রায় ১.১ বিলিয়ন মানুষ এই ভাষায় কথা বলে।

৭১. অ্যাপেলের iPad প্রথম বাজারে আসে কবে?

উঃ ৩ এপ্রিল ২০১০

৭২. UGC এর চেয়ারম্যানের নাম কী?

উঃ DP Singh

♥ RRB Group-D exam 18 September 2018 PDF Question Paper Download Click Here

© কপি রাইট স্টুডেন্টস কেয়ার দ্বারা সংরক্ষিত। অনুমতি ব্যাতীত লেখাটির কোনো অংশ ফেসবুক, হোয়াটস অ্যাপ বা কোনো ওয়েবসাইটে পোস্ট করার আগে আমাদের DMCA Copy Right Policy পড়ে নেবেন।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!