RRB Group D 2018 Question || ১৮ সেপ্টেম্বরের তৃতীয় সিফট || Free PDF

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

RRB Group D 2018 Question

নমস্কার পাঠকরা। আজ ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে রেলের গ্রুপ ডি পরীক্ষার প্রথম দিনের তৃতীয় সিফটের পরীক্ষাটি হল। RRB Group D shift-3 এর যেই যেই প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্ন থেকে আমরা জেনারেল অ্যাওয়ার্ডনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিভাগ থেকে প্রশ্নের উত্তর গুলি সকলের সাথে শেয়ার করে নেবো। RRB Group D 2018 Question PDF সহকারে জেনে নিন। যাতে করে পরবর্তী পরীক্ষা গুলিতে একটা সাধারণ ধারনা পাওয়া যায় কি কি ধরণের প্রশ্ন এসেছে। আমরা প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষার্থীদের দ্বারা এবং ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বানাতে পেরেছি। অংক বা রিজনিং এর প্রশ্নগুলি পরিপূর্ণ না হওয়ার ফলে আমরা তা সংগ্রহ করতে পারিনি। যদি পরে কোনোভাবে সংগ্রহ করতে পারি আহলে আপনাদের সাথে ভাগ করে নেবো। pdf টি এই পোস্টের নীচে পেয়ে যাবেন-

RRB 17 September 2018 Question answer PDF Shift-1

[ 17 september 2018 2nd shift RRB exam question Answer পেতে হলে এখানে ক্লিক করুণ]

RRB 18 September 2018 Question answer PDF Shift-1

Join us on Telegram

RRB 18 September 2018 Question answer PDF Shift-2

১. World Hindi Day কবে পালিত হয়?

উঃ ১০ই জানুয়ারি।

২. Atal Express এর পূর্ব নাম কি ছিলো?

উঃ Bundelh Express

৩. DMRC এর পরিচালক (Director) কে?

উঃ Mangu Singh

৪. মনিপুরের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি?

উঃ Nongthombam Biren Singh

৫. National Aluminium Company Limited (NALCO)-র চেয়ারম্যান কে?

উঃ Shri Tapan Kumar Chand

৬. ভারতের প্রথম WiFi রেল স্টেশনের নাম কি?

উঃ মুম্বাই সেন্ট্রাল রেল স্টেশন।

৭. “My Journey from Marxism-Leninism to Nehruvian Socialism” -র লেখকের নাম কি?

উঃ C. H. Hanumantha Rao

[আরও পড়ুন- অনলাইনে রেলের মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুণ]

৮. নেপালের রাষ্ট্রপতির নাম কি?

উঃ Vidya Devi Bhandari

৯. তামিলনাডুতে কোন রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে?

উঃ ADMK (All India Anna Dravida Munnetra Kazhagam)

১০. বাহুবলী সিনেমায় বল্লভ দেবের চরিত্রে অভিনয় করেছেন কে?

উঃ Ramanaidu Rana Daggubati

১১. ‘Free Cycle Yojana’ কে চালু করেন?

উঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

© কপি রাইট স্টুডেন্টস কেয়ার দ্বারা সংরক্ষিত। অনুমতি ব্যাতীত লেখাটির কোনো অংশ ফেসবুক, হোয়াটস অ্যাপ বা কোনো ওয়েবসাইটে পোস্ট করার আগে আমাদের DMCA Copy Right Policy পড়ে নেবেন।

১২. IIFA ২০১৭ সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছিলেন কে?

উঃ আলিয়া ভাট, উড়তা পাঞ্জাব চলচিত্রের জন্য। ( ২০১৮ তে পেয়েছেন শ্রীদেবী, মম চলচিত্রের জন্য)

১৩. কোন্‌ মন্দিরকে Black Pagoda বলা হয়?

উঃ কোণার্কের সূর্য মন্দিরকে

[কিভাবে CBT ধাঁচে রেলের পরীক্ষা দেবেন ডেমো দেখে নিন, এখানে ক্লিক করুণ]

১৪. Wood Fossil Park কোথায় অবস্থিত?

উঃ রাজস্থানের জয়সলমিরে

১৫. World Food Prize পেয়েছেন কে?

উঃ Dr. Lawrence Haddad and Dr. David Nabarro

১৬. Nomadic Elephant 2018 কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়?

উঃ ভারত ও মঙ্গোলিয়া।

[২০ এর অধিক রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট এখানে পেয়ে যাবেন]

১৭. গান্ধী সাগর বাঁধ কোথায় অবস্থিত?

উঃ মধ্যপ্রদেশ।

১৮.  45th Chief Justice of India  হলেন কে?

উঃ দীপক মিশ্র।

১৯. Under-17 FIFA World Cup এর বিজেতা কোন দেশ?

উঃ ইংল্যান্ড।

২০. প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কী

উঃ আয়ুষ্মান ভারত স্বাস্থ্য যোজনায় ১০ কোটি পরিবারের প্রায় ৫০ কোটি মানুষকে স্বাস্থ্যবীমার সুবিধা দেওয়া হবে। এতে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমার সুবিধা পাবে প্রতিটি পরিবার। প্রকল্প বাস্তবায়ন হলে এটাই হবে পৃথিবীর সর্ববৃহত স্বাস্থ্য বীমা প্রকল্প।

♥ RRB Group-D exam 18 September 2018 PDF Question Paper Download Click Here

© কপি রাইট স্টুডেন্টস কেয়ার দ্বারা সংরক্ষিত। অনুমতি ব্যাতীত লেখাটির কোনো অংশ ফেসবুক, হোয়াটস অ্যাপ বা কোনো ওয়েবসাইটে পোস্ট করার আগে আমাদের DMCA Copy Right Policy পড়ে নেবেন।

Tag-  রেলের গ্রুপ ডি ১৮ সেপ্টেম্বর ২০১৮ এর তৃতীয় সিফটের পরীক্ষার প্রশ্ন PDF, 18 september 2018 shift 3 rrb exam, RRB Group D shift-3 question answer, RRB Group-D Exam 18 September 2018 3rd Shift Question Answer pdf ,

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!