কলা বা টিস্যু কাকে বলে ? টিস্যুর শ্রেণীবিভাগ PDF | TISSUES in Bengali PDF

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

কলা বা টিস্যু কাকে বলে

কলা বা টিস্যু কাকে বলে ?কলা (Tissue) একই উৎস থেকে উৎপত্তি করে একই আকৃতি বা ভিন্ন আকৃতিবিশিষ্ট কতগুলো কোষগুচ্ছ যখন নির্দিষ্ট জৈবনিক কাজ সম্পাদনে নিয়োজিত থাকে তখন ঐ কোষ সমষ্টি এবং তাদের নিঃসৃত আন্তঃকোষীয় পদার্থ বা মাতৃকা বা ধাত্রই কলা।


জীবন বিজ্ঞান বিষয়ের টপিক অনুযায়ী সকল পোস্ট পড়ুন এখানে ক্লিক করে


আরও পড়ো-  কোশ কাকে বলে ও কোশের গঠন PDF


[অ] প্রাণী কলার প্রকারভেদ

কলার গঠন, সংখ্যা বৈশিষ্ট্য এবং মাতৃকার পরিমাণ, বৈশিষ্ট্য ইত্যাদির উপর ভিত্তি করে প্রাণীদেহে  কলা প্রধানত চার প্রকার:

Join us on Telegram

(১) আবরণী কলা (Epithelial tissue)

(২) যোজক কলা (connective tissue)

(৩) পেশী কলা (Muscular tissue)

(৪) স্নায়ুকলা (Nervous tissue)

(১) আবরণী কলা (Epithelial tissue)

প্রাণীদেহের প্রধান চার প্রকার কলা একটি হলো- আবরণী কলা  (Epithelial tissue)। এই কলা প্রাণীদেহের বাইরের এবং ভেতরের বিভিন্ন অঙ্গকে আবরিত করে রাখে। এ কলার কোষগুলি ঘনভাবে ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থাকে। এছাড়া এতে আন্তঃকোষীয় পদার্থের পরিমাণ কম থাকে এবং এতে কোনো রক্ত বাহিকা থাকে না। মূলত এই কলা দেহের অন্যান্য কলাকে সুরক্ষা প্রদান করে। অনেক ক্ষেত্রে ক্ষরণ. রেচন ও শোষণে সাহায্য করে। এছাড় এই কলা অনেক সময় উদ্দীপনা গ্রহণের কাজ করে থাকে।

আবরণী কলার বৈশিষ্ট্য

  • প্রাণীদেহের বাইরের এবং ভেতরের বিভিন্ন অঙ্গের বহিঃতলকে আবৃত করে রাখে আবরণী কলা।
  • এ কলার কোষগুলি ঘনভাবে ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থাকায় আন্তঃকোষীয় পদার্থের পরিমাণ কম থাকে এবং এতে কোন রক্ত বাহিকা থাকে না।
  • দেহের অন্যান্য কলাকে সুরক্ষা প্রদান এবং ক্ষরণ রেচন ও শোষণে সাহায্য করা ছাড়াও এরা অনেক সময় উদ্দীপনা গ্রহণের কাজ করে থাকে।

(২) যোজক কলা (connective tissue)

প্রাণীদেহের প্রধান চার প্রকার কলা একটি হলো- যোজক কলা (Connective tissue)। প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ বা একই অঙ্গের বিভিন্ন অংশকে সংযুক্ত করে এই কলা। এই কলা দ্বারা সৃষ্ট কঙ্কাল প্রাণীর দেহ কাঠামোগত রূপ প্রদান করে। কোনো কোনো যোজক কলা শরীরের প্রয়োজনীয় বা অপ্রয়োজনী পদার্থ পরিবহণে সাহায্য করে। এই কলা মূলত ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। গঠন প্রকৃতির উপর ভিত্তি করে এদেরকে তিন ভাগে ভাগ করা যায়। এই ভাগ তিনটি হলো-

  • প্রকৃত যোজক কলা (Proper Connective Tissue)
  • কঙ্কাল যোজক কলা (Skeletal Connective Tissue)
  • তরল যোজক কলা (Fluid Connective Tissue)

 

প্রকৃত যোজক কলা (Proper Connective Tissue)

প্রকৃত যোজক কলার কোষগুলো বিভিন্ন প্রকার তন্তু ও স্বনিঃসৃত মাতৃকায় ছড়ানো থাকে। এগুলো আবার চার প্রকার। যথা-

  • অ্যারিওলার কলা (Areolar tissue):
    • এই কলার জেলির মতো অর্ধ-তরল মাতৃকায় ফাইব্রোব্লাস্ট, প্লাজমা কোষ, রঞ্জক কোষ, মাস্টকোষ, হিস্টিওসাইট ইত্যাদি কোষ এবং শাখাহীন শ্বেততন্তু ও শাখা বিশিষ্ট পীততন্তু বর্তমান।
    • দেহত্বকের নীচে, পেশীসমূহের মাঝে, পাকস্থলী, রক্তবাহিকা, অন্ত্র ইত্যাদি অংশে দেখতে পাওয়া যায়।
    • এই কলার হিস্টিওসাইট জীবাণু গ্রাস করে, প্লাজমা কোষ অ্যান্টিবডি সংশ্লেষ করে, ফাইব্রোব্লাস্ট শ্বেতবস্তু তৈরিতে সাহায্য করে ও ক্ষতস্থান সারিয়ে তুলতে অংশ নেয়, মাস্টকোষ হেপারিন তৈরি করে যা রক্ত জমাট বাঁধতে বাঁধা দেয়, রঞ্জক কোষ মেলানিন তৈরি করে।
  • শ্বেত তন্তুময় যোজক কলা (White fibrous tissue):
    • এই কলার ম্যাট্রিক্সে ফাইব্রোব্লাস্ট কোষ থেকে সৃষ্ট ও কোলাজেন নামক প্রোটনে গঠিত শ্বেতবর্ণের স্থিতিস্থাপক ও শাখাবিহীন তন্তু (যা শ্বেততন্তু নামে পরিচিত) গুচ্ছাকারে ও পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে।
    • অন্ত্র প্রাচীরে ও দেহত্বকের নিচে ধারাবাহিক স্তরে বিন্যস্ত থাকে।
    • অস্থির সাথে পেশীকে সংযুক্ত করে, অস্থিবন্ধনী তৈরিতে সহায়তা করে এবং চাপ ও টানের হাত থেকে দেহের বিভিন্ন অঙ্গকে রক্ষা করে।
  • পীত তন্তুময় যোজক কলা (Yellow fibrous tissue):
    • এ কলার মাতৃকায় ইলাস্টন নামক প্রোটিনে গঠিত স্থিতিস্থাপক শাখাযুক্ত পীতবর্ণের তন্তু ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করে।
    • ফুসফুস, ধমনীর প্রাচীর, সন্ধিবন্ধনী, স্বরযন্ত্র ইত্যাদিতে পাওয়া যায়।
    • এই কলা ফুসফুসের সংকোচন-প্রসারণে অংশ নেয়, রক্তবাহিকাকে স্থিতিস্থাপক করা ছাড়াও এর অত্যধিক প্রসারণ নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপের সাম্যাবস্থা বজায় রাখে।
  • মেদ কলা (Adipose tissue):
    • একলার মাতৃকায় স্নেহ পদার্থে পূর্ণ বৃহদাকার গহ্বর বিশিষ্ট গোলাকার বা ডিম্বাকার কোষ ও স্থিতিস্থাপক তন্তু দেখতে পাওয়া যায়। গহ্বরটি কেন্দ্রে থাকায় সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস কোষের পরিধির কাছাকাছি অবস্থান করে। অন্যান্য যোজক কলার তুলনায় এতে কোষের সংখ্যা বেশি পাওয়া যায়।
    • স্তনগ্রন্থি, অস্থিমজ্জা, ত্বকের নিচে ও বৃক্কের চারপাশে এ কলা বেশী পরিমাণে পাওয়া যায়।
    • দেহের তাপ হারানোতে বাঁধা প্রদান, অভ্যন্তরীণ অঙ্গসমূহকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা, দেহের আকৃতি প্রদান ও দেহের শক্তি সঞ্চিত করে রাখতে এ কলার ভূমিকা অনন্য।

 

কঙ্কাল যোজক কলা (Skeletal Connective Tissue):

কঙ্কাল যোজক কলার মাতৃকা অর্ধ-কঠিন বা কঠিন। এটি আবার দুই ধরণের যথা- কোমলাস্থি বা তরুণাস্থি (Cartilage) এবং অস্থি (Bone)।

  • কোমলাস্থি বা তরুণাস্থি (Cartilage):
    • এ কলার মাতৃকা কন্ড্রোমিউকয়েড (Chondromucoid) এবং কন্ড্রোঅ্যালবুনয়েড (Chondroalbunoid) প্রোটিনে গঠিত কনড্রিন (Chondrin) নামক কঠিন ও স্থিতিস্থাপক পদার্থ দিয়ে তৈরি।
    • মাতৃকায় তরলে পূর্ণ ল্যাকুনা (lacuna) নামক গহ্বর অবস্থিত যাতে এক বা একাধিক কন্ড্রোসাইট (Chondrocyte) দেখতে পাওয়া যায়।
    • এ কলা অন্যান্য কলা অপেক্ষা বেশী চাপ ও টান (Tension) বহন করতে পারে।
    • চার ধরণের কোমলাস্থি দেখতে পাওয়া যায়। যথা-
    • স্বচ্ছ বা হায়ালিন (Hyaline) কোমলাস্থি:
      এ কলা পেরিকন্ড্রিয়াম নামক তন্তুময় আবরণে আবৃত থাকে। এর মাতৃকা তন্তুবিহীন, নমনীয়, নীলাভ ও ঈষৎ স্বচ্ছ হয়ে থাকে।
      হাঙ্গর ও ব্যাঙের ভ্রূণে, স্তন্যপায়ীর শ্বাসনালী, স্বরযন্ত্র ও নাকে এ কলা উপস্থিত।
    • পীততন্তুময় বা স্থিতিস্থাপক (Elastic) কোমলাস্থি:
      এর অস্বচ্ছ ও ঈষৎ হলুদ রং এর মাতৃকায় স্থিতিস্থাপক পীততন্তু দেখতে পাওয়া যায়। তন্তুগুলো বাহিরের দিকের তুলনায় ভিতরের দিকে অধিক ঘনভাবে অবস্থান করে।
      বহিঃকর্ণ (Pinna), ইউস্টেসিয়ান, আল-জিহ্বা ইত্যাদিতে এ কলা বর্তমান।
    • শ্বেততন্তুময় (White fibrous) কোমলাস্থি:
      এ কলার মাতৃকায় ঘনভাবে অবস্থিত শ্বেততন্তু প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়।
      উভয় কশেরুকার মাঝে এবং এজাতীয় অন্যান্য অস্থিসন্ধিতে উপস্থিত।
    • চুনায়িত (Calcified) কোমলাস্থি:
      প্রায় অস্থির ন্যায় শক্ত এ কলার মাতৃকায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বোনেট দেখতে পাওয়া যায়।
      হিউমেরাস ও ফিমারের অগ্রপ্রান্ত তথা মাথায় দেখতে পাওয়া যায়।
  • অস্থি (Bone):
    • সর্বাপেক্ষা কঠিন এ কলা ৪০ শতাংশ জৈব ও ৬০ শতাংশ অজৈব পদার্থে গঠিত। কোলাজেন ও অসিমিউকয়েড দ্বারা জৈব অংশটি গঠিত। অজৈব অংশে প্রধানত ক্যালসিয়াম ফসফেট ও ক্যালসিয়াম কার্বনেট উপস্থিত। এ কলার মাতৃকা ল্যামেলি (Lamellae) নামক কতগুলো স্তরে সজ্জিত থাকে। হ্যাভারসিয়ান নালী (Haversian canal) নামক একটি কেন্দ্রীয় নালীর চারদিকে ল্যামেলিগুলো চক্রাকারে সজ্জিত হয়ে হ্যাভারসিয়ান তন্ত্র (Haversian system) গঠন করে। প্রতিটি ল্যমেলা (ল্যামেলির একবচন) তে ল্যাকুনা (Lacuna) নামক ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বর দেখতে পাওয়া যায় যাতে অস্টিওসাইট (Osteocyte) বা অস্থিকোষ অবস্থান করে। প্রতিটি ল্যাকুনার চারদিকে ক্যানালিকুলি (Canaliculi) নামক সূক্ষ্ম নালিকা রয়েছে যার মাধ্যমে পাশাপাশি অবস্থিত ল্যাকুনার মধ্যে যোগাযোগ রক্ষিত হয়। অস্থিকলার কেন্দ্রে মজ্জা (Marrow) নামক একটি গহ্বর উপস্থিত যা শ্বেত বা লাল বর্ণের মজ্জায় পূর্ণ থাকে।
    • দৃঢ়তা ও ঘনত্বের উপর ভিত্তিকরে অস্থি দুই প্রকার। যথা- ঘনসন্নিবিষ্ট বা দৃঢ়অস্থি (Compact bone) এবং স্পঞ্জসদৃশ বা স্পঞ্জিঅস্থি (Spongy bone)। দৃঢ়অস্থিতে হ্যাভারসিয়ান তন্ত্র উপস্থিত থাকে। হিউমেরাস ও ফিমার হচ্ছে এ জাতীয় অস্থি। অন্যদিকে স্পঞ্জিঅস্থিতে ক্যালসিয়ামের পরিমাণ কম থাকে এবং হ্যাভারসিয়ান তন্ত্র থাকে না তবে অসংখ্য সূক্ষ্ম ব্যবধায়কের (Septa) উপস্থিতির কারণে এটি স্পঞ্জের মত দেখায়। চাপা অস্থি ও মাথার খুলিতে এধরণের অস্থি বর্তমান।
    • অস্থিকলা দেহকে দৃঢ়তা দান করে একটি কাঠামো প্রদান করে, অভ্যন্তরীণ অঙ্গকে (মস্তিষ্ক, ফুসফুস, হৃদযন্ত্র ইত্যাদি) রক্ষা করে, মজ্জাকে আবৃত করে রাখে, রক্ত থেকে আর্সেনিক ও সীসার মত দূষিত পদার্থসহ সকল দূষিত পদার্থ অপসারণ করে এবং পেশীর সহযোজনের জন্য উপযুক্ত ক্ষেত্র তৈরি করে।

 

তরল যোজক কলা (Fluid Connective Tissue):
এ কলার তরল পদার্থে গঠিত মাতৃকায় কোষগুলো ভাসমান অবস্থায় থাকে। তরল যোজক কলা দুই প্রকার। যথা- রক্ত (Blood) ও লসিকা (Lymph)।

  • রক্ত (Blood):
    • রক্ত রক্তরস (Plasma) ও রক্তকণিকা (Blood corpuscles) নিয়ে গঠিত। রক্তের ৬০ শতাংশই রক্তরস এবং ৪০ শতাংশ রক্তকণিকা।
    • রক্তরসের ৮-১০ ভাগ জৈব ও অজৈব পদার্থ এবং বাকী ৯০-৯২ ভাগ জল নিয়ে গঠিত। জৈব পদার্থের মধ্যে প্রোটিন, ফ্যাট, গ্লুকোজ ও কোলেস্টেরল অন্যতম এবং অজৈব পদার্থের মধ্যে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, বাইকার্বনেট ইত্যাদি অন্যতম।
    • রক্তকণিকা গুলোর মধ্যে অন্যতম হচ্ছে লোহিত বা লাল রক্ত কণিকা, শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকা।
    • গোলাকার আকৃতির লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক লৌহ-ঘটিত শ্বাস-রঞ্জক বর্তমান। মাছ, উভচর, সরীসৃপ ও পাখিতে ডিম্বাকার লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকলেও স্তন্যপায়ীদের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস অনুপস্থিত। মানুষের লোহিত রক্তকণিকা বৃত্তাকার ও প্রতি মাইক্রোলিটার রক্তে প্রায় ৫০ লক্ষ লোহিত রক্তকণিকা থাকে। অক্সিজেন বহন করাই এর প্রধান কাজ হলেও কার্বন ডাই অক্সাইড পরিবহণ করায় এর ভূমিকা আছে।
    • শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস উপস্থিত তবে হিমোগ্লোবিন অনুপস্থিত। অন্যান্য রক্তকণিকা অপেক্ষা বৃহৎ আকৃতির এ রক্তকণিকা কম পরিমাণে বর্তমান। এর প্রধান কাজ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় দেহে তথা রক্তে প্রবেশকরা জীবাণুকে ধ্বংস করা।
    • অণুচক্রিকা নিউক্লিয়াস বিশিষ্ট অথবা নিউক্লিয়াস বিহীন হয়ে থাকে এবং আকারেও এরা বৈচিত্র্যময়। মানুষের রক্তে ২.৫-৫ মাইক্রন ব্যস বিশিষ্ট অণুচক্রিকা দেখতে পাওয়া যায়। প্রতি মাইক্রোমিটার রক্ত এর পরিমাণ ২.৫-৪.৫ লক্ষ। রক্ত জমাট বাঁধার মাধ্যমে রক্ত ক্ষরণে বাঁধা প্রদান এদের প্রধান কাজ।
  • লসিকা (Lymph):
    • ঈষৎ ক্ষারীয় স্বচ্ছ বা পীত বর্ণের তরল পদার্থ যাতে অসংখ্য শ্বেতকণিকা ও সামান্য অণুচক্রিকা থাকলেও কোন লোহিতকণিকা থাকে না। এতে জলীয় অংশের পরিমাণ ৯৪ শতাংশ এবং কঠিন পদার্থের পরিমাণ ৬ শতাংশ। এতে প্রোটিন, ক্যালসিয়াম ও ফসফরাস কম থাকলেও ক্লোরাইড ও শর্করার পরিমাণ বেশী থাকে। প্রকৃতপক্ষে লসিকা পরিস্রুত রক্ত।
    • অ্যান্টিবডি তৈরির মাধ্যমে জীবাণু ধ্বংস করে দেহের প্রতিরক্ষায় অংশ নেয়া, কলারস থেকে প্রোটিনকে রক্তে নিয়ে আসা, স্নেহ পদার্থ পরিবহণ, দেহের যেখানে রক্ত পৌঁছাতে পারে না সেখানে অক্সিজেন ও খাদ্যরস পরিবহণ করা, লসিকাগ্রন্থি থেকে সৃষ্ট লিম্ফোসাইট রক্তে স্থানান্তর করা, কলাকোষের সামগ্রিক গঠন বজায় রাখা এর প্রধান কাজ।

(৩) পেশী কলা (Muscular tissue)

প্রাণীদেহের প্রধান চার প্রকার কলা একটি হলো- পেশী কলা (Muscular tissue)। এই কলা সংকোচন ও প্রসারণের উপযুক্ত অসংখ্য তন্তু নিয়ে গঠিত। এর কোষগুলোতে নিউক্লিয়াস আছে। কোষগুলো সারকোলেমা (Sarcolemma) নামক পর্দা দিয়ে আবৃত থাকে। কোষগুলো আকৃতিতে সুতার ন্যায় লম্বা হয়ে থাকে। কোষগুলো প্রায় ৭৫ শতাংশ জল ও ২৫ শতাংশ কঠিন পদার্থ দিয়ে তৈরি হয়। পেশী কলার কোষের সাইটোপ্লাজমকে সারকোপ্লাজম বল। সারকোপ্লাজমের মধ্যে পরস্পর সমান্তরালভাবে অবস্থিত অসংখ্য উপতন্তু বা মায়োফাইব্রিল (Myofibril) দেখতে পাওয়া যায়।

এই কলার গঠনপ্রকৃতি, কাজ ও অবস্থানের উপর ভিত্তি করে, তিন ভাগে ভাগ করা হয়। এগুলো হলো-রৈখিক (Striated) বা ঐচ্ছিক (Voluntary) পেশী, মসৃণ (Non-striated) বা অনৈচ্ছিক (Involuntary) পেশী এবং হৃদ (Cardiac) পেশী।

  • রৈখিক (Striated) বা ঐচ্ছিক (Voluntary) পেশী:
    এই জাতীয় পেশী হয়ে থাকে নলাকার তথা সিলিন্ডার (Cylinder) আকৃতির। কোষগুলো গুচ্ছাকারে থাকে এবং প্রতিটি গুচ্ছকে ঘিরে যোজক কলার একটি আবরণ থাকে। প্রতিটি কোষ সারকোলেমা নামক আবরণে আবৃত থাকে। এই আবরণের নিচেই কয়েকশ গোলাকার বা ডিম্বাকার বহু নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। প্রতিটি কোষে লম্বালম্বিভাবে সূক্ষ্ম উপতন্তু তথা মাইয়োফাইব্রিল দেখতে পাওয়া যায়। কোষগুলির মাইয়োফাইব্রিলে কিছুদূর পর পর অনুপ্রস্থ রেখা বা দাগ দেখতে পাওয়া যায় (তাই একে রৈখিক বা চিহ্নিত পেশী বলা হয়)। মানুষের ঐচ্ছিক পেশী দৈর্ঘ্যে ১-৪ সেমি এবং ১০-৪০ মাইক্রন হয়ে থাকে।

    অস্থির সংযোগস্থলে কিছু পেশী পাওয়া যায়। এই কারণে এই জাতীয় ঐচ্ছিক পেশীকে কংকাল পেশীও বলা হয়। এছাড়াও চোখ, জিহ্বা, গলবিল, উদরগাত্র ইত্যাদি অঙ্গে এ পেশী দেখতে পাওয়া যায়। আবার অস্থি সংলগ্ন পেশী কলার সংকোচন-প্রসারণে প্রাণীর নড়ন ও চলন সম্পন্ন হয়ে থাকে। এ পেশীর সংকোচন-প্রসারণ প্রাণীর ইচ্ছার উপর নির্ভরশীল বিধায় একে ঐচ্ছিক পেশী বলা হয়।

  • মসৃণ (Non-striated) বা অনৈচ্ছিক (Involuntary) পেশী:
    • এ জাতীয় পেশীর উভয় প্রান্ত সরু এবং মধ্যাংশ প্রশস্ত। ফলে এদের দেখতে অনেকটা তাঁতের মাকুর মতো মনে হয়। কোষগুলোর মধ্যাংশে একটি নিউক্লিয়াস উপস্থিত। সারকোলেমায় মাইয়োফাইব্রিল থাকে। তবে অনুপ্রস্থ রেখা বা দাগ অনুপস্থিত (তাই একে মসৃণ পেশী বলা হয়)। মানুষের অনৈচ্ছিক পেশী দৈর্ঘ্যে ০.০২-০.০৫ মিমি এবং প্রস্থে ৮-১০ মাইক্রন হয়ে থাকে।

      পৌষ্টিকনালী, শ্বাসনালী, রেচন-জনন নলী, রক্তনালী, লসিকা নালী, গ্রন্থীনালী, চোখের সিলীয় পেশী ইত্যাদি অঙ্গে এ পেশী দেখতে পাওয়া যায়।

      এ পেশীর সংকোচন-প্রসারণ প্রাণীর ইচ্ছার উপর নির্ভরশীল নয়। তাই একে অনৈচ্ছিক পেশী বলে। এ পেশী সংকোচন-প্রসারণের মাধ্যমে দেহের অভ্যন্তরস্থ বিভিন্ন নালীর ভেতর দিয়ে বিভিন্ন বস্তুর চলাচলে ভূমিকা রাখে। যেমন- পৌষ্টিকনালীর মধ্য দিয়ে পেরিস্ট্যালসিস (Peristalsis) প্রক্রিয়ায় খাদ্যবস্তু সম্মুখ থেকে পেছনের দিকে ধাবিত হয়।

  • হৃদ (Cardiac) পেশী:
    • এই পেশী কেবল হৃদযন্ত্রের প্রাচীরেই দেখতে পাওয়া যায়।এই পেশীর কোষগুলো সারকোলেমায় আবৃত থাকে। এর আকার নলাকার তথা সিলিন্ডার (Cylinder)-এর মতো। কোষগুলো সমান্তরালভাবে গুচ্ছাকারে অবস্থান করে। তব পাশাপাশি অবস্থিত কোষগুলো অনিয়মিতভাবে একে ওপরের সাথে শাখার মাধ্যমে যুক্ত থেকে জালের মত একটা অবয়ব গঠন তৈরি করে। অন্যদিকে উপর-নিচে অবস্থিত কোষগুলোর সংযোগস্থলে কোষপর্দা ঘনভাবে হয়ে অনুপ্রস্থ রেখার সৃষ্টি করে যা ইন্টারক্যালেটেড ডিস্ক (Intercalated disc) নামে পরিচিত। এ কলার কোষের নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করে। মানুষের হৃদ পেশী দৈর্ঘ্যে প্রায় ০.৮ মিমি এবং প্রস্থে ১২-১৫ মাইক্রন হয়ে থাকে।

      দ্রুত এবং ক্লান্তিহীন এ পেশী হৃদযন্ত্রের সংকোচন-প্রসারণ ঘটিয়ে দেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন করাই এর কাজ। গঠনের দিক দিয়ে এ পেশীর সাথে রৈখিক পেশীর বেশি মিল থাকলেও, কাজের দিক থেকে এটি অনৈচ্ছিক পেশীর অনুরূপ।

(৪) স্নায়ুকলা (Nervous tissue)

এ কলা গ্রাহক অঙ্গের মাধ্যমে উদ্দীপনা গ্রহণ করে। তাই মোতাবেক কার্যকারক অঙ্গের (Effector organ) দ্বারা এর প্রতিক্রিয়া প্রকাশিত হয়ে। এ কলার প্রধান কোষীয়  উপকরণকে স্নায়ুকোষ বা নিউরোন (Neurone)। স্নায়ুকোষের ফাঁকে ফাঁকেথকে নিউরোগ্লিয়া (Neuroglia) নামক আরেকটি উপকরণ। এই উপকরণ স্নায়ুকোষকে সুরক্ষার জন্য কাজ করে।

[আ] উদ্ভিদ কলার প্রকারভেদ

উদ্ভিদ কলা প্রধানত দুই প্রকার। যথা: স্থায়ী কলা ও ভাজক কলা।

(১) স্থায়ী কলা

স্থায়ী টিস্যু বিভাজনে সক্ষম নয় এবং এর উৎপত্তি ভাজক টিস্যু হতে ঘটে। স্থায়ী টিস্যু ৩ প্রকার।

  • সরল টিস্যু
  • জটিল টিস্যু
  • নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু

(২) সরল টিস্যু

যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন তাকে সরল টিস্যু বলে। কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যুকে ৩ ভাগে ভাগ করা হয়েছে।

  • প্যারেনকাইমা
  • কোলেনকাইমা
  • স্ক্লেরেনকাইমা
  • বহিস্ত্বক

(৩) জটিল টিস্যু

যে স্থায়ী কলা একাধিক প্রকার কোষ দিয়ে গঠিত এবং সম্মলিতভাবে একই ধরনের কাজ সম্পন্ন করে তাকে জটিল কলা বলে। কাজ,অবস্থান ও গঠন প্রকৃতি অনুযায়ী জটিল কলা দুই প্রকার। যথাঃ ক)জাইলেম কলা খ) ফ্লোয়েম কলা

(৪) জাইলেম কলা

জাইলেম শব্দের উদ্ভব হয়েছে গ্রিক শব্দ Xylos থেকে যার ইংরেজি প্রতিশব্দ wood, বাংলায় যাকে বলা হয় কাঠ। বিজ্ঞানী নাগালি ১৮৫৮ সালে এ শব্দের প্রচলন করেন। কাঠ তথা জাইলেমই হল উদ্ভিদের দৃঢ়তা প্রদানকারী অন্যতম প্রধান অংশ। বিভিন্ন কাজকর্মে যে কাঠ পাওয়া যায় তাকে সেকেন্ডারি জাইলেম বলে।

উপাদানসমূহ

একাধিক প্রকার উপাদান নিয়ে গঠিত বলে জাইলেম একটি জটিল কলা । নিম্নলিখিত চার প্রকার উপাদান নিয়ে জাইলেম কলা গঠিত।

  1. ট্রাকিড
  2. ভেসেল
  3. জাইলেম ফাইবার/উড ফাইবার
  4. জাইলেম প্যারেনকাইমা

কলা বা টিস্যু কাকে বলে PDF Download Now

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!