চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর || ৫০টি MCQ প্রশ্ন || চতুর্থ পর্ব

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

সরকারী চাকরি পেতে হলে চাই যথাযত প্রস্তুতি। আর এই প্রস্তুতির জন্য চাই উপযুক্ত পরিমান স্টাডি মেটেরিয়ালস। তাই আমরা ঠিক করেছি বিভিন্ন ধরণের সরকারী চাকরী এর পরীক্ষা প্রস্তুতির জন্য সম্ভাব্য প্রশ্ন উত্তর সহকারে স্টাডি মেটেরিয়ালস দেবো। যেগুলি আগত বিভিন্ন ধরণের যেমন গ্রুপ-ডি/সি, WBCS, Railway Exam, PSC Exam ইত্যাদি পরীক্ষাগুলির ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এই বিষয়ে আমরা আশাবাদী। এছাড়াও আমাদের সাইট থেকে সরকারি চাকরি খবর আপনি জানতে পারবেন, তাই নজর রাখুন প্রতিনিয়ত। আজকের চতুর্থ পর্বে চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর (৫০টি MCQ) দেওয়া হল।  আমাদের সকল পোস্টের আপডেট সময়ে পেতে হলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখুন। ক্লিক করুন এখানে অথবা সার্চ করুন Students Care.

[পরীক্ষা প্রস্তুতির বিগত পোস্টগুলি পড়ার জন্য এখানে ক্লিক করুণ]

১. ভারতীয় সংবিধানের কোন্‌ অংশে বৈজ্ঞানিক চিন্তা ও উদ্দীপনের বিকাশকে অন্তর্ভূক্ত করা হয়?

অ) মৌলিক অধিকার

Join us on Telegram

আ) যুগ্ম তালিকা

ই) ফান্ডামেন্টাল রাইট

ঈ) প্রস্তাবনা

২. একটি ট্রেন ঘন্টায় ২৫ কিমি গতিতে হাওড়া থেকে মুম্বাই এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর ৫ ঘন্টা পর অপর একটি ট্রেন ঘন্টায় ৩৫ কিমি গতিতে হাওড়া থেকে একই গন্তব্যস্থানের উদ্দেশ্যে যাত্রা করে। তবে কলকাতা থেকে কত দূরত্বে দুটি ট্রেন মিলিত হবে?

অ) ৪৩০ কিমি

আ) ১২৫ কিমি

ই) ৪৩৭ ১/২ কিমি

ঈ) ৪০০ কিমি

৩. দুধ হল এক ধরনের লবণ, যাকে বলা হয়-

অ) সল

আ) জেল

ই) ইমাল্‌সন্‌

ঈ) ফেনা

৪. ভারতের প্রথম মিউনিসিপ্যালিটি গঠিত হয় কোথায়?

অ) চেন্নাই

আ) দিল্লী

ই) মুম্বাই

ঈ) কলকাতা

৫. যদি ‘+’ এর অর্থ ‘x’, ‘-‘ এর অর্থ ‘+’, ‘x’-এর অর্থ ‘-‘ এবং ‘+’ এর অর্থ ‘+’ হয়, তাহলে ১০ + ৪০ – ৪ x ৫ + ২ = ?

অ) ১২

আ) ১০

ই) ১৪

ঈ) ১৬

৬. ১১৯ টি আপেল ও ১৮৭ টি লেবু কয়েকজন শিশুর মধ্যে সমানভাবে বিতরণ করা হল। শিশুর সংখ্যা কত?

অ) ১১

আ) ১৩

ই) ১৭

ঈ) ১৪

আরও পড়ুন- এবার থেকে চার বছরের Integrated B.ed কোর্স চালু হচ্ছে

৭. ‘বিফাশের মেমরি ফ্রেন্ডস-অ্যান অটোবায়োগ্রাফি’- কার লেখা?

অ) প্রেমশংকর ঝা

আ) ফালি এস. নারিমান

ই) অর্চনা উপাধ্যায়

ঈ) বিক্রম শেঠ

৮. একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ সেমি। বর্গক্ষেত্রের ভেতরের চারিদিকে ২ সেমি চওড়া রাস্তার ক্ষেত্রফল কত?

অ) ২৪ বর্গসেমি

আ) ৩৬ বর্গসেমি

ই) ৪৮ বর্গসেমি

ঈ) ৫২ বর্গসেমি

৯. নিচের সঠিক সংখ্যাটি চিহ্নিত করে সংখ্যার সিরিজটি ত্রুটিমুক্ত করুণ-

২, ৩, ৫, ৮, ১২, ১৮, ২৩, ৩০, ৩৮

অ) ১৩

আ) ১৫

ই) ১৬

ঈ) ১৭

[জানুন কিভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়]

১০. রিতার দাদা রতন রিতার থেকে ৫৬২ দিনের বড়, এবং রিতার বোন মিতা রতনের থেকে ৭৫ সপ্তাহের বড়। যদি মিতার জন্ম মঙ্গলবার হয় তাহলে রিতার জন্ম কী বারে হয়েছিল?

অ) সোমবার

আ) শুক্রবার

ই) বৃহস্পতিবার

ঈ) মঙ্গলবার

১১. একটি ট্রেন ১২০ কিমি পশ্চিম দিকে গেল, ৩০ কিমি দক্ষিণ দিকে গেল এবং ৮০ কিমি পূর্বদিকে গেল। স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনের প্রথম অবস্থান থেকে স্টেশন কোনদিকে অবস্থিত?

অ) দক্ষিণ-পশ্চিমে

আ) উত্তর-পূর্বে

ই) দক্ষিণ-পূর্বে

ঈ) দক্ষিনে

১২. Wool : Sheep :: Mohair : ?

অ) Cal

আ) Cow

ই) Goat

ঈ) Camel

১৩. AKU : AJS :: CRD : ?

অ) AKP

আ) CQB

ই) RCB

ঈ) JAS

১৪. তিনটি ক্রমিক অঙ্ক দিয়ে একটি সংখ্যা গঠিত। ওই সব অঙ্ক উল্টিয়ে লিখলে সংখ্যা দুটির অন্তফল বৃহত্তম অঙ্কটির ২২ গুণ হয়। সংখ্যাটি কত?

অ) ৫৬৭

আ) ৬৭৮

ই) ৭৮৯

ঈ) কোনটি নয়

[বিভিন্ন দেশের মুদ্রার নামগুলি এক নিমেষে মনে রাখার উপায় জেনে নিন]

১৫. ১০ বছরের কোনো টাকা সরল সুদ হয় ৬০০ টাকা। যদি টাকাটি ৫ বছর পর ৩ গুণ হয়, তবে ১০ বছর বাদে সরল সুদ কত হবে?

অ) ৬০০ টাকা

আ) ১০৫০ টাকা

ই) ১২০০ টাকা

ঈ) ১৪০০ টাকা

১৬. আকাশের সাইকেলে চেপে ঘন্টায় ৫ কিমি বেগে গন্তব্যস্থলে পৌঁছাতে ১০ মিনিট দেরী হয় এবং ঘন্টায় ৭ কিমি গতিতে গেলে গন্তব্যস্থলে ২০ মিনিট আগে পৌঁছায়। তার গন্তব্যস্থলের দূরত্ব কত?

অ) ৬.৭৫০ কিমি

আ) ৭.৭৫০ কিমি

ই) ৮.৭৫০ কিমি

ঈ) ৯.৭৫০ কিমি

১৭. ২৫ টি লাঙল দিয়ে ১৬০০ বিঘা জমি চাষ করতে ৩২ দিন সময় লাগে। অর্ধেক জমি কেবলমাত্র একটি ট্রাক্টর দিয়ে চাষ করতে ২০ দিন সময় লাগে। একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান কাজ করে?

অ) ১৫ টি

আ) ২০ টি

ই) ২৫ টি

ঈ) কোনটি নয়

১৮. দুইটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে ১৮ মিনিট অ ২৪ মিনিটে জলপূর্ণ করা যায়। দুইটি নল একসাথে খুলে দেবার কত সময় পরে দ্বিতীয় নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি ১২ মিনিটে জলপূর্ণ হবে?

অ) ৫ মিনিট

আ) ৬ মিনিট

ই) ৭ মিনিট

ঈ) ৮ মিনিট

১৯. একটি বৃত্তাকার পার্কের পরিধি অ ব্যাসার্ধের পার্থক্য ৭৪ মিটার হলে পার্কের ব্যাসার্ধ কত?

অ) ১৫ মিটার

আ) ১৬ মিটার

ই) ১৪ মিটার

ঈ) ১৮ মিটার

[ভারতের ২৯টি রাজ্যের নামকরণ হল কিভাবে জেনে নিন]

২০. চাঁদে সাধারণ উষ্ণতায় রাখা জল ভর্তি ফ্লাক্সের ছিপি খুললে জল ফুটতে থাকে কেন?

অ) চাঁদে বায়ু অ অভিকর্ষ বল কাজ করেনা

আ) বায়ু-চাপ শূণ্য

ই) চাঁদের অভিকর্ষ বল কম

ঈ) চাঁদের অভিকর্ষ বল বেশি

২১. বুধ গ্রহে বায়ুমন্ডল না থাকার কারণ কি?

অ) নিম্ন মহাকর্ষ এবং উচ্চ তাপমাত্রা

আ) নিম্ন মহাকর্ষ এবং সাধারণ তাপমাত্রা

ই) উচ্চ মহাকর্ষ এবং উচ্চ তাপমাত্রা

ঈ) সাধারণ মহাকর্ষ এবং তাপমাত্রা

২২. কে অমিত্রঘাত নামে পরিচিত?

অ) বিম্বিসার

আ) বিন্দুসার

ই) অশোক

ঈ) কালাশোক

২৩. নিম্নের কোন্‌ গ্যাসই আলেয়া সৃষ্টি করে?

অ) ইথেন

আ) প্রোপেন

ই) মিথেন

ঈ) ক্লোরো ফ্লুরো কার্বন

২৪. ‘The Lowland’ গ্রন্থটির রচয়িতা কে?

অ) ভি এস নইপাল

আ) অমিতাভ ঘোষ

ই) ঝুম্পা লাহিড়ী

ঈ) অরবিন্দ আদিগা

২৫. ডাবের জলে কোন্‌ হরমন থাকে?

অ) কাইনিন

আ) ফ্লোরিজেন

ই) সাইটোকাইনিন

ঈ) ইথিলিন

২৬. দরিদ্র মেয়েদের বিবাহের সাহায্যের জন্য কোন্‌ রাজ্য সরকার ‘রুপশ্রী’ স্কিম চালু করেছে?

অ) পশ্চিমবঙ্গ

আ) ওড়িশা

ই) আসাম

ঈ) তামিলনাডু

২৭. যদি আকাশকে নক্ষত্র বলা হয়, নক্ষত্রকে মেঘ, মেঘকে পৃথিবী, পৃথিবীকে গাছ, গাছকে বই, তাহলে পাখি কোথায় উড়বে?

অ) মেঘ

আ) নক্ষত্র

ই) আকাশ

ঈ) গাছ

২৮. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন?

অ) স্যার এলিজা ইম্পে

আ) উইলিয়াম কেলভিন

ই) আশুতোষ মুখ্যোপাধ্যায়

ঈ) লর্ড ক্যানিং

[বিশ্বের ৫০টি বৈজ্ঞানিক আবিষ্কার ও আবিষ্কারকের নাম জেনে নিন]

২৯. নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে সবচেয়ে হালকা ধাতু কোনটি?

অ) স্ট্রনসিয়াম

আ) সোডিয়াম

ই) লিথিয়াম

ঈ) স্ক্যানডিয়াম

৩০. যে জলে কোনো ক্যাটায়ন বা অয়ানায়ন থাকে না তাকে কী বলে?

অ) মৃদু জল

আ) খর জল

ই) আয়নমুক্ত জল

ঈ) কোনোটিই নয়

৩১. বীণা দাস কাকে হত্যার চেষ্টা করেন?

অ) হাডসনকে

আ) সিম্পসনকে

ই) লোম্যানকে

ঈ) স্ট্যানলি জ্যাকসনকে

৩২. ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটি গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে?

অ) আয়াল্যান্ডের সংবিধান থেকে

আ) ব্রিটেনের সংবিধান থেকে

ই) জার্মানির সংবিধান থেকে

ঈ) কানাডার সংবিধান থেকে

৩৩. ৪০০০ টাকায় একটি উট সমেত গাড়ি কিনে উটকে ২০% লাভে এবং গাড়িটিকে ১০% ক্ষতিতে বিক্রয় করলে মোটের ওপর ৩.৫% লাভ হলে। ঘোড়াটির ক্রয় মূল্য কত?

অ) ১৫০০ টাকা

আ) ১৮০০ টাকা

ই) ২৪০০ টাকা

ঈ) ২১০০ টাকা

৩৪. জুলাই মাসের শেষদিন ছিল শনিবার। নীচের কোন্‌ বারটি পাঁচবার এসেছে জুলাই মাসে?

অ) মঙ্গলবার

আ) বুধবার

ই) বৃহস্পতিবার

ঈ) রবিবার

৩৫. আদর্শ গ্যাস সূত্র মেনে চলে (PV-RT) যে গ্যাস, তাকে বলে-

অ) আদর্শ গ্যাস

আ) নিউটনের সমীকরণ

ই) বাস্তব গ্যাস

ঈ) ভ্যানডার ওয়াল সমীকরণ

৩৬. সিঙ্কোনা চাষের জন্য বিখ্যা নিচের কোন্‌ স্থান?

অ) কালিম্পং

আ) দার্জিলিং

ই) মংপু ও মুংসং

ঈ) বক্সা

৩৭. জন্মের পর থেকে কত বছর বয়স পর্যন্ত ‘সুকন্যা-সমৃদ্ধি’ যোজনার জন্য অ্যাকাউন্ট খোলা যায়?

অ) পাঁচ বছর

আ) চার বছর

ই) ছয় বছর

ঈ) দশ বছর

৩৮. অক্ষশীলা বিখ্যাত ছিল কোন্‌ ক্ষেত্রে হিসাবে?

অ) আদি আর্য যুগ

আ) গান্ধার শিল্প

ই) গুপ্ত শিল্প

ঈ) মৌর্য শিল্প

৩৯. ডিডাকটিভ রিজনিং এর প্রদর্শক হলেন-

অ) অ্যারিস্টটল

আ) বালন

ই) ডারউইন

ঈ) ভাইগটস্কি

৪০. তিমির ফ্লিপার অ পাখির ডানা হল-

অ) সমবৃত্তীয় অঙ্গ

আ) নিষ্ক্রিয় অঙ্গ

ই) সমসংস্থ অঙ্গ

ঈ) প্রতিস্থাপিত অঙ্গ

৪১. ‘মেট্রোপলিটন ইনস্টিটিউশন’ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?

অ) রাধাকান্ত দেব

আ) রাজা রামমোহন রায়

ই) ডেভিড হেয়ার

ঈ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৪২. জীবন্ত জীবাশ্মের একটি উদাহরণ হল-

অ) লিমুলাস

আ) পেরিপেটাস

ই) নিটাম

ঈ) সবগুলি

৪৩. ‘ভারতমাতা’ চিত্রটি অঙ্কন করেন কে?

অ) সত্যেনদ্রনাথ ঠাকুর

আ) গগনেন্দ্রনাথ ঠাকুর

ই) অবনীন্দ্রনাথ ঠাকুর

ঈ) রবীন্দ্রনাথ ঠাকুর

৪৪. ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয় কবে?

অ) ১৮১৮

আ) ১৮৫৮

ই) ১৮৭২

ঈ) ১৮৭৫

৪৫. আর্যদের ব্যবহৃত দুটি মূদ্রার নাম কি?

অ) নিষ্ক ও মনা

আ) বৃহ ও কারা

ই) ঋক্‌ ও তাম্র

ঈ) কুরুস ও কল্প

৪৬. কোন্‌ বিজ্ঞানী প্রথম মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতি প্রয়োগ করেন?

অ) মোরেল

আ) ল্যামার্ক

ই) ডারউইন

ঈ) জগদীশচন্দ্র বোস

৪৭. কানাডার রকিজ পর্বতমালার ওপর দিয়ে প্রবাহিত বায়ু প্রবাহের নাম কী?

অ) সিরোক্কো

আ) মিস্ট্রাল

ই) ফন

ঈ) চিনুক

৪৮. সুধা কর্মকার কোন্‌ খেত্রের সাথে যুক্ত?

অ) থিয়েটার

আ) ত্রিকেট

ই) সাহিত্য

ঈ) হকি

৪৯. রিলায়েন্স অ্যাসেট রিকন্সট্রাকশন কোম্পানীর বর্তমান সিইও কে হলেন?

অ) সীতাংশু কর

আ) সুনীল নায়ার

ই) রাকেশ মাক্কর

ঈ) রবীন্দ্র রাও

৫০. কোষের শক্তিঘর কাকে বলে?

অ) মাইটোকন্ড্রিয়া

আ) রাইবোজোম

ই) লাইসোজোম

ঈ) সেন্ট্রোজোম

উত্তর

১/ই,  ২/ই, ৩/ই, ৪/অ, ৫/আ, ৬/ই, ৭/আ, ৮/ই, ৯/ঈ, ১০/ই, ১১/অ, ১২/ই, ১৩/আ, ১৪/ই, ১৫/ই, ১৬/ই, ১৭/আ, ১৮/ঈ, ১৯/ই, ২০/আ, ২১/অ, ২২/আ, ২৩/ই, ২৪/ই, ২৫/অ, ২৬/অ, ২৭/আ, ২৮/ঈ, ২৯/ই, ৩০/ই, ৩১/ঈ, ৩২/অ, ৩৩/আ, ৩৪/ই, ৩৫/অ, ৩৬/ই, ৩৭/ঈ, ৩৮/আ, ৩৯/অ, ৪০/ই, ৪১/ঈ, ৪২/ঈ, ৪৩/ই, ৪৪/ই, ৪৫/অ, ৪৬/অ, ৪৭/ঈ, ৪৮/অ, ৪৯/ঈ, ৫০/অ,

স্টুডেন্টস কেয়ার (www.studentscaring.com) আপনাদের যে সকল পরিষেবা প্রদান করে থাকে সেগুলি এক নজরে-

১. রেলের ১৫টির অধিক MCQ প্রশ্ন উত্তরের সেট

২. প্রাথমিক টেটের মক টেস্ট সহ প্রচুর তথ্য

৩. বিগত ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স

৪. সাধারণ জ্ঞানের ভান্ডার

৫. WBCS পরীক্ষা প্রস্তুতি

৬. অনলাইন রেল গ্রুপ ডি মক টেস্ট

৭. অনলাইন প্রাথমিক টেট মক টেস্ট

৮. অনলাইন UGC NET মক টেস্ট

৯. অনলাইন WBCS মক টেস্ট

১০. জানা অজানা তথ্য জানার জন্য আমাদের প্রকাশিত প্রবন্ধ পড়ুন

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!