Job Preparation in Bengali || Group-D MCQ || Part-14

পোস্টটি শেয়ার করুন
Rate this post

Job Preparation in Bengali

Railway Group D exam in Bengali

Students Care -এ সকলকে স্বাগতম। আবারও একটা নতুন পর্ব নিয়ে ফিরে এলাম। আগত গ্রুপ ডি পরীক্ষা (Group D exam in Bengali ) প্রস্তুতির জন্য ধারাবাহিক ভাবে আলোচনা করে চলেছি। এছাড়াও আমাদের সাইটে Job Preparation in Bengali বা বাংলা ভাষায় চাকরীর প্রস্তুতির বিভিন্ন ধরণের প্রশ্ন উত্তর সংকলন করা হয়। আপনাদের নিশ্চই কাজে লাগছে । যেনারা আমাদের সাইট প্রথম থেকে প্রতিনিয়ত নজরে রেখেছেন তাঁরা নিশ্চই আমাদের সকল পর্বগুলি পড়েছেন, যেনারা নবাগত তারা যদি আমাদের বিগত পর্বগুলি পড়তে চান তাহলে এখানে ক্লিক করে দেখে নিন একবার। যদি কাজে লেগে থাকে তাহলে আমাদের কষ্ট স্বার্থক হয়েছে মনে করবো। আজকে আরও ১৫টি MCQ প্রশ্ন দেওয়া হল। দেখে নিন-

১. একটি বৃত্ত এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান, যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ২৬ সেমি এবং প্রস্থ ১৮ সেমি হয়, তবে বৃত্তের ক্ষেত্রফল কত?

অ) ৮৮ বর্গসেমি

আ) ১৫৪ বর্গসেমি

Join us on Telegram

ই) ৬১৬ বর্গসেমি

ঈ) ১২৫০ বর্গসেমি

২. দুটি ট্রেন বিপরীত মুখে যথাক্রমে ঘন্টায় ৬২ কিমি এবং ৪০ কিমি বেগে চলছে। যদি একটি ট্রেন লম্বায় ২৫০ মিটার হয় এবং ট্রেন দুটি ১৮ সেকেন্ড পরস্পরকে অতিক্রম করে তাহলে অপর ট্রেনটি কত লম্বা?

অ) ২৪৫ মিটার

আ) ২৬০ মিটার

ই) ২৪০ মিটার

ঈ) ২৩০ মিটার

৩. শ্বসনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা সাইটোসল পালন করে তা হল-

অ) অক্সিডেটিক ফসফোরাইলেশন-এ

আ) পাইরুভিক অ্যাসিডের অক্সিডেটিক-ডি-কার্বক্সিলেশন-এ

ই) ক্রেবস চক্র

ঈ) গ্লাইকোলাইসিস

আরও পড়তে পারেন-

৪. বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধা জনক হয়, এর কারণ-

অ) ঘর্ষণ কমে যায়

আ) ঘর্ষণ বেড়ে যায়

ই) ঘর্ষণ শূন্য হয়ে যায়

ঈ) গাড়ির উপর অধিক জল প্রয়োগ করা যায় না

৫. উত্তর-পূর্বাঞ্চলের ভারত ও চীনের সীমান্ত রেখাকে বলা হয়-

অ) রাডক্লিপ লাইন

আ) ডুরান্ড লাইন

ই) ম্যাকমোহন লাইন

ঈ) সিগফ্রিড লাইন

৬. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বানিজ্য কুঠি নির্মান করে?

অ) জাহাঙ্গির

আ) শাজাহান

ই) ঔরঙ্গজেব

ঈ) প্রথম বাহাদুর শাহ

৭. “শিক্ষাদানের কাজ বাগানের মালির মত”- কার উক্তি?

অ) সুভাষ মুখ্যোপাধ্যায়

আ) মহাত্মা গান্ধী

ই) রুশো

ঈ) মাও সে তুং

৮. কোন্‌ গভর্নর জেনারেল ভারতে লোকগণনার সূচনা করেন?

অ) লর্ড রিপন

আ) লর্ড মেয়ো

ই) লর্ড ক্লাইভ

ঈ) লর্ড ডালহৌসি

৯. মুখগহ্বর, দন্ত, এবং চর্বনের মধ্যে যে সম্বন্ধ সেই একই সম্পর্ক নীচের কোন্‌টির মধ্যে অবস্থিত?

অ) মস্তক : মস্তিষ্ক : চিন্তা

আ) ত্বক : ঘাম : স্পর্শ

ই) চক্ষু : অক্ষিপট : দর্শন

ঈ) পদযুগল : নাসা : পদাঙ্কগুলি

১০. ‘ওভাল উইন্ডো’ কোন অঙ্গে পাওয়া যায়?

অ) চোখ

আ) কান

ই) নাক

ঈ) হৃৎপিন্ড

১১. একটি বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ ৩ গুণ বৃদ্ধি করলে উহার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

অ) ৭৫০ %

আ) ৮০০ %

ই) ৮৭৫ %

ঈ) ৯২৫ %

১২. খ্ররপরন পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশনের সঙ্গে জড়িত?

অ) তামা

আ) রুপো

ই) টিন

ঈ) সীসা

[আরও পড়ুন- সাধারণ বিজ্ঞানের ১০১টি SAQ]

১৩. মানবদেহের কোন্‌ অঙ্গ সবথেকে বেশি তাআপ সহ্য করতে পারে?

অ) হাতের তালু

আ) পাকস্থলী

ই) জিহ্বা

ঈ) ঠোঁট

১৪. উবের কাপ কোন্‌ খেলার সাথে যুক্ত?

অ) ব্যাডমিন্টন

আ) টেনিস

ই) রাগবি

ঈ) বিলিয়ার্ড

১৫. বাঁকুড়া কোন নদীর তীরে অবস্থিত?

অ) দ্বারকেশ্বর

আ) কংসাবতী

ই) শিলাবতী

ঈ) দামোদর

উত্তর

১/ই, ২/আ, ৩/আ, ৪/অ, ৫/ই, ৬/অ, ৭/ই, ৮/আ, ৯/ই, ১০/অ, ১১/আ, ১২/অ, ১৩/ই, ১৪/অ, ১৫/ই

যে কোনো মতামতের জন্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের ( Students Care ) জানান। আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের ইমেল ([email protected]) মারফৎ পাঠান।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!