ভারতীয় রেলের গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতি | বাংলা মাধ্যমে | দ্বিতীয় পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

হ্যালো রিডারস! সকলে ভালো আছেন নিশ্চই। আমরা ১৫-২০ টি করে ভারতীয় রেলের গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতি র জন্য MCQ প্রশ্ন ও উত্তর প্রকাশ করে করে চলেছি। আজ শুধুমাত্র গ্রুপ ডি এর জন্য কিছু প্রশ্ন ও উত্তর প্রকাশ করলাম। সকলে ফর্ম ফিলাপ শুরু করেদিয়েছেন এতদিনে। সাথে সাথে একটু মনোযোগ সহকারে প্রস্তুতি নিতে থাকুন। পরীক্ষা সম্ভবত এপ্রিল-মে মাসের দিকে হতে পারে, তাই হাতে মাত্র আর ২ মাস রয়েছে। চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় পর্ব-

ভারতীয় রেলের গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতি | বাংলা মাধ্যমে | প্রথম পর্ব

এর আগে আমরা গ্রুপ ডি/গ্রুপ সি এর জন্য কয়েকটি ধারাবাহিক পোস্ট করেছিলাম। সেগুলি পড়ার জন্য এখানে ক্লিক করুন

১. অগ্ন্যাশয় কেটে বাদ দিলে যে যৌগটি অপাচিত থেকে যাবে সেটি কি?

Join us on Telegram

অ) কার্বোহাইড্রেট

আ) ল্যাকটোজ

ই) প্রোটিন

ঈ) ফ্যাট

২. ‘বেতাল পঞ্চবিংশতি; গ্রন্থটির লেখক হলেন-

অ) ইশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়

আ) বিশ্বনাথ দেব

ই) প্যারীচাঁদ মিত্র

ঈ) রামরতন তর্কভূষোণ

আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে।

৩. বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌমাছি চাষকে বলা হয়-

অ) পিসিকালচার

আ) এপিকালচার

ই) ল্যাক কালচার

ঈ) সেরি কালচার

৪. নীচের কোন্‌ জীবটি গমনে অক্ষম?

অ) ভলভক্স

আ) অ্যাগারিকাস

ই) মিক্সোমাইসিটিস

ঈ) ক্ল্যামাইডোমোনাস

৫. বাংলার স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত একজন নেত্রীর নাম হল-

অ) সরোজিনী নাইডু

আ) বীণা দাশ

ই) শ্রীমতী অ্যানি বেসান্ত

ঈ) সরলাদেবী চৌধুরানী

৬. কুমিরের হূৎপিন্ডের প্রকোষ্ঠের সংখ্যা হল-

অ) ৩টি

আ) ২টি

ই) ৪টি

ঈ) ৫টি

মাধ্যমিক ২০১৮ ভূগোলের সম্ভাব্য প্রশ্ন জানার জন্য এখানে ক্লিক করুন

৭. NOIDA=STNIF হলে MEERUT= ?

অ) RJJWZY

আ) JJRWYZ

ই) RJWJZY

ঈ) RJJZZX

৮. ২৪ মিটার লম্বা ১৬ মিটার চওড়া মাঠের ভিতরে চারিদিকে ২ মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল হবে-

অ) ১৪৪ বর্গমিটার

আ) ১৫৪ বর্গমিটার

ই) ১৬৪ বর্গমিটার

ঈ) ২০০ বর্গমিটার

৯. ক্যাপিলারি টিউবের মধ্যে দিয়ে জলের উন্নয়ন যে ধর্মের উপর প্রতিষ্ঠিত সেটি কি?

অ) গতি

আ) পৃষ্ঠটান

ই) সান্ধ্রতা

ঈ) অভিকর্ষজ ত্বরণ

১০. কোনও এক পরীক্ষায় সমগ্র ছাত্রের ৬৫% পাশ করল, যদি অকৃতকার্যের সংখ্যা ৪২০ হয়, তাহলে পরীক্ষার্থীর মোট সংখ্যা কত?

অ) ৫০০

আ) ১২০০

ই) ১০০০

ঈ) ১৬২৫

১১. ইন্টারন্যাশানাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

অ) প্যারিস

আ) রোম

ই) ইটালি

ঈ) জেনেভা

সকল সরকারি চাকরীর পরীক্ষা প্রস্তুতির জন্য এখানে ক্লিক করুন

১২. কোন্‌ দুটি রাজ্যের যৌথ প্রকল্প হল ‘গন্ডক প্রকল্প’?

অ) বিহার অ উত্তরপ্রদেশ

আ) উত্তরপ্রদেশ অ মধ্যপ্রদেশ

ই) বিহার অ পশ্চিমবঙ্গ

ঈ) বিহার অ মধ্যপ্রদেশ

১৩. ১ লিটার জলের ওজন ১ কিলোগ্রাম এবং ১ লিটার অন্য তরলের ওজন ১.৪ কিলোগ্রাম। দুপ্রকার তরল ৩:২ অনুপাতে মিশ্রিত করলে, প্রতি লিটার মিশ্রণের ওজন হবে-

অ) ১.৩০ কিলোগ্রাম

আ) ১.২৫ কিলোগ্রাম

ই) ১.২০ কিলোগ্রাম

ঈ) ১.১৬ কিলোগ্রাম

১৪. ৯৯, ৯০.৭, ৮২.৪, ? ৬৫.৮, ৫৭.৫

অ) ৭৩.৩

আ) ৭৪.৮

ই) ৭৫.২

ঈ) ৭৪.১

১৫. ১/৪, ০.৬৫, ?, ২৯/২০, ১.৮৫

অ) ১.১

আ) ২১/২০

ই) ১৯/২০

ঈ) ১.২

উত্তর

১/অ, ২/অ, ৩/ঈ, ৪/আ, ৫/ঈ, ৬/ই, ৭/অ, ৮/অ, ৯/আ, ১০/আ, ১১/ঈ, ১২/অ, ১৩/ঈ, ১৪/ঈ, ১৫/আ

অঙ্কের সমাধান গুলি নিচে করে দেখানো হল।

Indian Railway part 2

যে কোনো মতামতের জন্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের ইমেল ([email protected]) মারফৎ পাঠান।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!