ভারতের সংবিধান ও অর্থনীতি পর্ব-১ (Indian constitution and Economy-Part-1)
নমস্কার সকলকে! আশাকরছি সকল WBCS পরীক্ষার্থীরা ভালো আছেন? এই ভাবেই সকলে ভালো থাকুন এবং মন দিয়ে প্রস্তুতি নিতে থাকুন। মনে রাখবেন কঠোর পরিশ্রম ই একমাত্র উপায় সাফল্য পাওয়ার। এবং আপনাদের সাফল্যের জন্য আমরা আপনাদের সাথে রয়েছি। আমরা আপনাদের কিছু মূল্যবান প্রশ্ন ও উত্তর দিয়ে কিছুটা সাহায্য করছি। আজকে আমাদের আলচ্য বিষয় “ভারতের সংবিধান ও অর্থনীতি”। চলুন দেখে নেওয়া যাক আজ কি কি প্রশ্ন ও উত্তর আপনাদের জন্য অপেক্ষা করছে!
১. ভারতের নতুন সংবিধানটি কবে গণপরিষদে গৃহীত হয়?
উঃ ১৯৪৯ সালে।
২. কোনও কারনে রাষ্ট্রপতির পদ খালি হলে কত দিনের মধ্যে সংবিধান অনুসারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়?
উঃ ৬ মাসের মধ্যে।
৩. রাষ্ট্রে জরুরি অবস্থা-সংক্রান্ত আইন সংবিধানের কোন্ অনুচ্ছেদে আছে?
উঃ ৩৫২-৩৬০।
৪. কোন্ অধিকারটি সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকার থেকে বাদ পরেছে?
উঃ সম্পত্তির অধিকার।
৫. সংসদে যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
উঃ স্পিকার।
৬. সংবিধানের ৪২তম সংশোধনটি গৃহীত হয়েছেল কবে?
উঃ ১৯৭৬ সালে।
৭. কত বছর অন্তর অর্থ কমিশন নির্বাচিত হয়?
আরো পড়ুন- WBCS প্রস্তুতির সেরা ঠিকানা
উঃ ৫ বছর।
৮. স্বাধীন ভারতের সুপ্রিমকোর্টের প্রথম বিচারপতির নাম কী ?
উঃ হরিলাল কানিয়া ৷
৯. কোন্ পরিকল্পনাকে জনগনের পরিকল্পনা বলা হয়?
উঃ পঞ্চম পরিকল্পনা।
১০. কোথায় ভারতের ‘ধর্মনিরপেক্ষ’ চরিত্র স্পষ্টভাবে উল্লিখিত রয়েছে?
উঃ সংবিধানের প্রস্তাবনায়।
১১. ভারতের প্রথম ফিশক্যাল কমিশন কত সালে নিযুক্ত হয়?
উঃ ১৯২১ সালে।
১২. উপ রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে?
উঃ রাষ্ট্রপতি।
১৩. প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতির নাম কী ?
উঃ ইলিজা ইম্পে ৷
১৪. ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাতে গেলে কোনও ব্যক্তিকে ভারতে অন্তত কতদিন থাকতে হবে?
উঃ ৫ বছর।
১৫. সংবিধানের কোন্ ধারায় স্বাধীনতার অধিকার নিশ্চিত করা আছে?
উঃ ১৯ তম ধারায়।