উচ্চমাধ্যমিক ভূগোল MCQ || অধ্যায়- সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ
11. প্রবালের সঙ্গে মিথোজীবীয় সম্পর্ক আছে যে শৈবালের, তা হল –
(a) ডায়াটম, (b) ডুজ্যানথেলি, (c) ফোরামিনিফোরা, (d) টেরাপড।
উত্তর- (b) ডুজ্যানথেলি
12. যে পুরাদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে, তাকে বলে
(a) ফিঙ, (b) টম্বোলো, (c) স্পিট, (d) হুক।
উত্তর- (b) টম্বোলো
13. নরওয়ে ও সুইডেনের উপকুল হল
(a) রিয়া উপকূল, (b) ফিয়র্ড উপকূল, (c) ডালমেশিয়ান উপকূল, (d) যৌগিক উপকূল।
উত্তর- (b) ফিয়র্ড উপকূল
14. প্রবাল কীট দ্বারা গঠিত সমুদ্রপৃষ্ঠ থেকে স্বল্পোথিত প্রায় বৃকার প্রাচীরকে বলে –
(a) প্রতিবন্ধক দ্বীপ, (b) অ্যাটল, (c) স্পিট, (d) টম্বোলো।
উত্তর- (b) অ্যাটল
15. সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে, তাকে বলে- (a) টম্বোলো, (b) স্পিট, (c) লেগুন, (d) অগ্রভূমি।
উত্তর- (b) স্পিট
16. উপকূলের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত শৈলশিরা সমুদ্রে আংশিক নিমজ্জনের ফলে গঠিত উপকুলকে বলে- (a) যৌগিক উপকূল, (b) ফিয়র্ড উপকূল, (c) রিয়া উপকূল, (d) ডালমেশিয়ান উপকূল।
উত্তর- (d) ডালমেশিয়ান উপকূল।
17. যে তরঙ্গে-উর্মিভঙ্গ গঠিত হয়, সেটি হল- (a) অনুদৈর্ঘ্য তরঙ্গ, (b) অনুপ্রস্থ তরঙ্গ, (c) বিনাশকারী তরকা, (d) গঠনকারী তরঙ্গের
উত্তর- (a) অনুদৈর্ঘ্য তরঙ্গ
18. যেটি সমুদ্রতরঙ্গের সঞ্চয়জাত ভূমিরূপ নয়, সেটি হল- (a) সামুদ্রিক বাঁধ (b) বেলাভূমি (c) অগ্রভূমি, (d) জলাভূমি
উত্তর- (d) জলাভূমি
19. সমুদ্রভূগুর নিকট যে তটভূমি গড়ে ওঠে, তা হল- (a) সম্মুখ তটভূমি, (b) পশ্চাৎ তটভূমি, (c) পশ্চাৎদেশীয় তটভূমি, (d) পুরোদেশীয় তটভূমি
উত্তর- (a) সম্মুখ তটভূমি