Competitive Exam Preparation in Bengali || Group-D MCQ || Part-15

পোস্টটি শেয়ার করুন
Rate this post

রেলের গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতি

Students Care -এ সকলকে স্বাগতম। আবারও একটা নতুন পর্ব নিয়ে ফিরে এলাম। আগত গ্রুপ ডি পরীক্ষা (Competitive Exam Preparation in Bengali ) প্রস্তুতির জন্য ধারাবাহিক ভাবে আলোচনা করে চলেছি। এছাড়াও আমাদের সাইটে Job Preparation in Bengali বা বাংলা ভাষায় চাকরীর প্রস্তুতির বিভিন্ন ধরণের প্রশ্ন উত্তর সংকলন করা হয়। আপনাদের নিশ্চই কাজে লাগছে । যেনারা আমাদের সাইট প্রথম থেকে প্রতিনিয়ত নজরে রেখেছেন তাঁরা নিশ্চই আমাদের সকল পর্বগুলি পড়েছেন, যেনারা নবাগত তারা যদি আমাদের বিগত পর্বগুলি পড়তে চান তাহলে এখানে ক্লিক করে দেখে নিন একবার। যদি কাজে লেগে থাকে তাহলে আমাদের কষ্ট স্বার্থক হয়েছে মনে করবো। আজকে আরও ১৫টি MCQ প্রশ্ন দেওয়া হল। দেখে নিন-

১. ৪০০ বছরে মাসের ২৯তম দিনটি কতবার আসে?

অ) ৪৪৯৭ বার

আ) ৪৪০০ বার

Join us on Telegram

ই) ৪৪৫০ বার

ঈ) ৪৪৯০ বার

২. নীচের কোনটির গলনাঙ্ক বেশি?

অ) কঠিন O2

আ) কঠিন N2

ই) কঠিন SO2

ঈ) বরফ

৩. চিংড়ির রেচন অঙ্গ কোনটি?

অ) লালা গ্রন্থি

আ) সবুজ গ্রন্থি

ই) ইঙ্ক গ্রন্থি

ঈ) মালপিজিয়ান নালিকা

৪. দীর্ঘকালীন কর্মনিয়োগের জন্য নীতি নির্ধারণের বিষয়ে নিম্নোক্ত পরিকল্পনাগুলির কোনটিতে এক সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছিল?

অ) পঞ্চম পরিকল্পনা

আ) ষষ্ঠ পরিকল্পনা

ই) সপ্তম পরিকল্পনা

ঈ) অষ্টম পরিকল্পনা

৫. ভারতীয় টাকায় যে সিংঘমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল?

অ) ভারুত

আ) সাঁচি

ই) বুদ্ধগয়া

ঈ) সারনাথ

৬. তিনটি ঝুড়িতে ফল ছিল। প্রথম ঝুড়িতে দ্বিতীয় ঝুড়ির তুলনায় দ্বিগুণ ফল ছিল। তৃতীয় ঝুড়িতে প্রথম ঝুড়ির ৩/৪ অংশ ফল ছিল। যদি সব ঝুড়িতে মোট ফলের গড় ৩০ হয় তাহলে প্রথম ঝুড়িতে কতগুলি ফল ছিল?

অ) ২০

আ) ৩৫

ই) ৩০

ঈ) ৪০

আরও পড়তে পারেন-

৭. TEAM : VGNZ :: SUCH : ?

অ) SXHF

আ) FHXS

ই) FHSX

ঈ) SFHX

৮. কেশরের ভাইয়ের বাবার বোনের একমাত্র মেয়ে কেশবের কি  হবে?

অ) বোন

আ) পিসতুতো বোন

ই) মাসতুতো বোন

ঈ) মাসি

৯. কোনো মৌলের পারমাণবিক গুরুত্ব ও মৌলটির তুল্যাঙ্কভার এক হলে মৌলটির যোজ্যতা হবে-

অ) ১

আ) ২

ই) ৩

ঈ) ৪

১০. স্থির জলে একটি নৌকার বেগ ৩৬ কিমি/ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকাটি ১ ঘন্টা ৪৫ মিনিটে ৫.৬ কিমি পথ অতিক্রম করে। স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে?

অ) ২ ঘন্টা ২৫ মিনিট

আ) ৩ ঘন্টা

ই) ১ ঘন্টা ২৪ মিনিট

ঈ) ২ ঘন্টা ২১ মিনিট

[আরও পড়ুন- ২৫ মিনিটে পুণে থেকে মুম্বাই, ভারতে হাইপারলুপ ট্রেন শুরু হচ্ছে]

১১. এক পরিবারের ৮ জন সদস্যের গড় বয়স ৩০ বছর ৪ মাস। তাদের প্রতিতামহের বয়স যোগ করলে বয়স ৬ বছর ২ মাস বৃদ্ধি পায়। প্রপিতামহের বয়স কত?

অ) ৮৫ বছর ১০ মাস

আ) ৯৫ বছর ১০ মাস

ই) ৭৫ বছর ১০ মাস

ঈ) ৮৩ বছর ৮ মাস

১২. জলাশয়ে প্রচুর উদ্ভিদ জন্মালে তার ফলে সৃষ্টি হয়-

অ) ইউট্রোফিকেশন

আ) সংক্রামক বর্জ্য

ই) তেজস্ক্রিয় বর্জ্য

ঈ) বিষহীন বর্জ্য

১৩. ৪০ থেকে ২০০ এর মধ্যে ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি?

অ) ২৩ টি

আ) ২৭ টি

ই) ২১ টি

ঈ) ৩১ টি

১৪. ‘ইতিহাসমালা’ গ্রন্থটির রচয়িতা-

অ) উইলিয়াম কেরি

আ) জোওয়া মার্শম্যান

ই) অগাস্টাস হিকি

ঈ) চার্লস উইলকিন্স

১৫. মানুষের গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে-

অ) লঘুমস্তিষ্ক

আ) গুরুমস্তিষ্ক

ই) বহিঃকর্ণ

ঈ) কোনোটি নয়

উত্তর

১/অ, ২/ঈ, ৩/আ, ৪/আ, ৫/আ, ৬/ঈ, ৭/ই, ৮/আ, ৯/অ, ১০/ই, ১১/অ, ১২/অ, ১৩/অ, ১৪/অ, ১৫/অ

যে কোনো মতামতের জন্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের ( Students Care ) জানান। আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের ইমেল ([email protected]) মারফৎ পাঠান।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!