প্রাথমিক টেট ( Primary TET in Bengali ) প্রস্তুতি – বিষয় : শিশু মনস্তত্ত্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

Primary TET in Bengali

নমস্কার জানাই সকলকে। আমরা এখন আগত প্রাথমিক টেট ( Primary TET in Bengali ) সম্পর্কিত বিভিন্ন টপিক গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আলোচ্য বিভাগটি আমরা নতুন শুরু করতে চলেছি শুধুমাত্র প্রাথমিক টেট পরীক্ষার্থীদের যথেষ্ট অনুরোধের জন্য। এমন অনেক দরিদ্রশ্রেনীর ছাত্র-ছাত্রীরা রয়েছেন যারা একটি বৃহৎ পরিমান অর্থের বিনিময়ে ভালো ভালো কোচিং নিয়ে নিজের প্রস্তুতিকে সচল রাখতে পারেনা। শুধুমাত্র তাদের কথা ভেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি ব্লগের মাধ্যমে সকলের সাথে আমাদের ক্ষুদ্র জ্ঞানের সংগ্রহশালাকে সকলের সাথে ভাগ করে নেবো। আমরা এই বিভাগটি শুরু করার জন্য ইন্টারনেট, বিভিন্ন উন্নতমানের পাঠ্যপুস্তক, ফেসবুকের বিভিন্ন গ্রুপ, পেজ এর সাহায্য নিয়েছি। যেগুলো আমরা একটি আলাদা লিস্ট বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদের কাজে লাগতে পারে।
যাই হোক, আজ আমাদের আলোচ্য বিষয় হল- “শিশু মনস্তত্ত্ব”। চলুন দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন রয়েছে আজ- 

১. মনোভাব গঠনের ক্ষেত্রে যেটির ভূমিকা সব থেকে কম সেটি হল- ক) প্রাচীন সাপেক্ষী কনণ খ) যান্ত্রিক শিখন গ) অনুকরণ ঘ) সহানুভূতি

২. অ্যাবাস্কাস যে শিক্ষার উপকরণ, তা হল- ক) বাংলা খ) ইতিহাস গ) গণিত ঘ) জীবন বিজ্ঞান।

৩. স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশ্ন হল- ক) মুদালিয়ার কমিশন খ) রাধাকৃষ্ণ কমিশন গ) কোঠারী কমিশন ঘ) রামমূর্তি কমিশন।

Join us on Telegram

৪. NCERT কবে প্রতিষ্ঠা হয়- ক) ১৯৬১ খ) ১৯৩২ গ) ১৯৬৩ ঘ) ১৯৬৪

৫. Larning disability- বিষয়ে প্রথম অভিমত ব্যক্তকরেন ক) প্যভলভ খ) গেস্টাল্ট গ) ভাইগৎস্কি ঘ) ক্রিক।

[অনলাইনে প্রাথমিক টেট মক টেস্ট দেওয়ার জন্য ক্লিক করুণ]

৬. “ভগবান হল সত্য এবং সত্যই ভগবান” উক্তিটি কার? ক) বিবেকানন্দ খ) রবীন্দ্রনাথ গ) বিদ্যাসাগর ঘ) গান্ধীজী

৭. কোঠারী কমিশনের মোট সদস্য ছিলেন- ক) ১০ খ) ১৫ গ) ১৭ ঘ) ২৩জন।

৮. একটি শুদ্ধ উপযোজন প্রক্রিয়া হল- ক)মেধা খ) অনুকরণ গ) উৎসাহ ঘ) পরিনমন।

৯. বর্তমানে ভারতের শিক্ষা ব্যবস্থা হল- ক) একমূখী খ) দ্বিমুখি গ) ত্রিমুখী ঘ) বহুমুখী।

১০. কার মতে ‘শিক্ষা হল অভিজ্ঞতার পুনর্গঠন’- ক) হার্বাট স্পেন্সার খ) ডিঊই গ) রুশো ঘ) পেস্তালৎসি।

১১. শিশু বিকাশের ক্ষেত্রে ‘Ecology Theory’ অনুযায়ী বিদ্যালয় বহিঃপাঠক্রপমিক কার্যাবলী ইত্যাদি হল- ক) মাইক্রোসিস্টেমের অন্তর্গত খ) মেসোসিস্টেমের অন্তর্গত গ) এক্সো সিস্টেমের অন্তর্গত ঘ) ম্যাক্রো সিস্টেমের অন্তর্গত।

১২. I.Q-এর ধারণা প্রথম কে দেন- ক)বিঁনে খ) ক্যাটেল গ) স্টার্ন ঘ) গ্যালটন

১৩. মনযোগের একটি ব্যক্তিগত নির্ধারক হল- ক) পুরস্কার  খ) তিরস্কার গ) অভিনবত্ব ঘ) আগ্রহ

১৪. মনোবিদ্যাকে আত্মার বিজ্ঞান বলে উল্লেখ করেছেন কে- ক) কান্ট খ) অ্যারিস্টটল গ) রুশো ঘ) পেস্তালৎসি

১৫. ধারণা শিখনের জটিলতাকে- ক) বাড়ায় খ) সংবেদনের গ) উদ্দীপনার ঘ) সাড়ার

উত্তর- ১. ঘ ২. গ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. গ ৮. খ  ৯. ঘ  ১০. খ  ১১. খ  ১২. গ  ১৩. ঘ  ১৪. খ  ১৫. খ

আজ এই টপিকে (Primary Tet ) এই টুকুই থাক। পরবর্তী সময়ে আমরা আশাবাদী আরো অনেক অনেক প্রশ্ন দিতে থাকবো এবং আপনাদের সাহায্য করতে থাকবো।

বিঃ দ্রঃ- আপনাদের মধ্যে যদি কেউ কোনো লেখালেখির সাথে যুক্ত থাকেন তাহলে আমাদের লেখা পাঠাতে পারেন। আমাদের লেখা পাঠানোর জন্য এখানে যান।  আপনাদের যেকোনো প্রশ্ন (Primary Tet  সম্পর্কে), মতামত দেওয়ার থাকলে নিচের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন নিশ্চই।

 

স্টুডেন্টস কেয়ার এর সকল লেখার স্বত্ব ব্লগ কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত। লেখক বা কর্তৃপক্ষের অনুমতি ব্যাতিত কোন লেখা অন্য কোন অনলাইন বা অফলাইন মিডিয়াতে প্রকাশিত হলে আইনি ব্যবস্থা নেয়া হতে পারে।

 

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!