ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলােচনা করাে | HS History Question 2019
আজকে ২০১৯ সালের উচ্চমাধ্যমিকে ইতিহাস বিষয়ে আসা বড়ো প্রশ্নের উত্তর গুলি নিয়ে আলোচনা করা হল। আজকের প্রশ্ন হল ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব। উত্তরটি নিচে দেওয়া হল-
ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলােচনা করাে ৩+৫=৮
প্রেক্ষাপটঃ
উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে ইংরেজরা তাদের নিজেদের প্রয়ােজনে ভারতে রেলপথ প্রতিষ্ঠা করে। ১৮৫৩ সালে লর্ড ডালহৌসি সর্বপ্রথম ভারতে রেলপথ প্রবর্তনের প্রয়ােজনীয়তা সম্পর্কে মতামত তুলে ধরেন।
১৮৫৩ সালের ১৬ই এপ্রিল ডালহৌসির উদ্যোগে Great Indian Peninsular Rail Company মুম্বাই থেকে থানে পর্যন্ত মােট ২১ মাইল দীর্ঘ রেলপথ চালু করে।
ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য
(1) উপনিবেশ সাম্রাজ্যস্থাপন:
রেল দ্বারা কলকাতা, বােম্বাই, মাদ্রাজ প্রভৃতি বন্দরের সঙ্গে এই দেশের কাঁচামাল উৎপাদনকারী বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের যােগাযােগ তৈরি করা, অল্প খরচে কাচামাল ইংলন্ডে পাঠানাে এবং ইংলন্ডের উৎপাদিত দ্রব্য ভারতের বাজারে আনা।
(2) সামরিক উদ্দেশ্য:
রেলপথ স্থাপনের সময় সরকার সামরিক দিকটি মাথায় রেখেছিল। আভ্যন্তরীণ বিদ্রোহ দমন ও সীমান্ত নিরাপত্তা বিধানের জন্য দ্রুত সৈন্য সরবরাহের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার রেলপথ স্থাপনে উদ্যোগী হয়।
(3) ব্যবসায়িক স্বার্থরক্ষা: ভারতে রেলপথ স্থাপিত হলে প্রচুর লােহার সরজ্ঞাম ইনি, রেলকামরা প্রভৃতির চাহিদা বাড়বে বলে ইংরেজ ইস্পাত ব্যবসায়ীরা মনে করেছিল। ফলে ভারতে রেলের সম্প্রসারণ তাদের পক্ষে লাভজনক হবে।
ভারতে রেলপথ স্থাপনের প্রভাব
(1) শিল্পের বিকাশ:
কার্ল মার্কস মনে করতেন, “রেলপথ ছিল ভারতে আধুনিক শিল্পায়নের অগ্রদূত।” সার্বিক বিচারে রেলের হাত ধরে পণ্য পরিবহণের ব্যয়ভার কমে যায়, এর ফলে পাট, ঢা, চিনি, কয়লা, বা এ চামড়া শিল্পের প্রসার ঘটে।
(2) কর্মসংস্থান ও জীবিকা:
ভারতীয় রেলের হাত ধরে জীবিকা ও কর্মসংস্থানের দরজা খুলে গিয়েছিল। ১৮৫৩ সাল থেকে ১৮৬৫ সাল পর্যন্ত রেলের কর্মীসংখ্যা ছিল ৩৪,০০০; ১৮৯৫ সালের মধ্যে এই সংখ্যা ৩,০০,০০০ কাছাকাছি পৌছায়।।
(3) বাণিজ্য বিস্তার:
রেলস্থাপনের ফলে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য বিশালভাবে বেড়ে যায়। এছাড়া এদেশের মানুষের গমনাগমন বাড়ে, পণ্য পরিবহন দ্রুত সহজ হয় এবং ভারতের কৃষিপণ্যের রফতানি যথেষ্ট বেড়ে যায়।
উচ্চমাধ্যমিক ২০১৯ ইতিহাসের অন্যান্য প্রশ্ন ও উত্তর গুলি দেখার জন্য এখানে ক্লিক করো
উচ্চমাধ্যমিকের বিগত বছরের প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করো।
Source: wbchse.nic.in