WBCS Geography MCQ || ভূগোলের ১০০টি MCQ প্রশ্ন-উত্তর || দ্বিতীয় পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

WBCS Geography MCQ

Students Care/স্টূডেন্টস কেয়ারে সকলকে আরও একবার স্বাগতম। আমাদের সাইটে যেনারা প্রতিনিয়ত নজরে রেখেছেন তাদের মধ্যে বেশিরভাগ কোনো না কোনো সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনারা সকলেই জানেন প্রতিটি সরকারী পরীক্ষার প্রশ্নে ভারত অথবা পশ্চিমবঙ্গের ভূগোল থেকে প্রচুর প্রশ্ন আসে। তাই ভূগোল বিষয়টি খুব নিখুঁত ভাবে পড়া সকলেই প্রয়োজন। আপনাদের কিছুটা সাহায্য করার জন্য স্টুডেন্টস কেয়ার সবসময় আপনাদের পাশে রয়েছে। ভারত তথা পশ্চিমবঙ্গের ভূগোলের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন – উত্তর সহকারে প্রায় ১০০টি প্রশ্ন উত্তরের একটি সেট ( WBCS Geography MCQ ) আপনাদের জন্য প্রকাশ করলাম। আমরা আশাবাদী এই প্রশ্ন গুলি পড়লে আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন দেখে নিন ১০০+ ভূগোলের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-

বিঃ দ্রঃ আমরা আমাদের মেম্বার দের জন্য pdf প্রদান করে থাকি। যেনারা প্রতিনিয়ত আমাদের পোস্ট শেয়ার (Facebook/Whts App) করেন এবং যেনারা আমাদের ‘সাবস্ক্রাইব’ করে রেখেছেন তেনাদের কে pdf ( 100 Geography MCQ in Bengali ) পাঠিয়ে দেওয়া হবে যথা সময়ে। প্রথম পর্বটি পড়ার জন্য এখানে ক্লিক করুন

(1) কোন সালে ভারতীয় পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল?

(A) 1947 (B) 1949 (C) 1950 (D) 1951

Join us on Telegram

উঃ- (C) 1950

(2) পৃথিবীতে নাইট্রোজেনের সর্ববৃহৎ সঞ্চয় হল

(A) মাটি (B) বাতাস (C) সমুদ্র (D) পাথর

উঃ- (B) বাতাস

(3) 1956 সালের দ্বিতীয় শিল্পনীতিতে শিল্পগুলিকে ____ শ্রেণিতে ভাগ করা হয়েছিল।

(A) দুই (B) তিন (C) চার (D) ছয়

উঃ- (B) তিন

(4) নিচের কোন দেশটি সুনামির দ্বারা আক্রান্ত হয়নি?

(A) মালদ্বীপ (B) মরিশাস (C) মালয়েশিয়া (D) থাইল্যান্ড

উঃ- (B) মরিশাস

(5) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় পরিকল্পনার লক্ষ্য নয়?

(A) শিল্প বৃদ্ধি (B) জনসংখ্যা বৃদ্ধি (C) স্বনির্ভরতা (D) উৎপাদনশীল নিয়োগ সৃৃষ্টি

উঃ- (B) জনসংখ্যা বৃদ্ধি

(6) বিশ্ব পরিবেশ দিবস হল

(A) আটই মার্চ (B) পাঁচই জুন (C) পয়লা জুলাই (D) একত্রিশে ডিসেম্বর

উঃ- (B) পাঁচই জুন

(7) জাতীয় উন্নয়ন পরিষদে আছেন

(A) প্রধানমন্ত্রী (B) সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীগণ (C) পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ (D) উপরের সবাই

উঃ- (D) উপরের সবাই

(8) Pacific Tsunami Warning Centre কোথায় অবস্থিত?

(A) সান ফ্রান্সিসকো (B) সান্টিয়াগো (C) কোবে (D) হনলুলু

উঃ- (D) হনলুলু

(9) ‘টাইটান’ হচ্ছে

(A) শনি গ্রহের সর্ববৃহৎ চন্দ্র (B) একটি যাত্রীবাহী প্রমোদ তরী (C) একটি প্রাচীন শহর (D) ধাতব পদার্থ

উঃ- (A) শনিগ্রহের সর্ববৃহৎ চন্দ্র

(10) কোন বছর থেকে ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের নীতি অনুসরণ করা হয়েছে?

(A) 1980 (B) 1985 (C) 1991 (D) 2000

উঃ- (C) 1991

(11) হ্যামলেটেডে গ্রামীণ জনবসতি ___ এর বৈশিষ্ট্য।

(A) মধ্যপ্রদেশ (B) বিহার (C) পাঞ্জাব (D) হরিয়ানা

উঃ- (C) পাঞ্জাব

(12) পাটকই বাম পর্বতশ্রেণী __ ও __ এর মধ্যে সীমান্ত গঠন করেছে।

(A) অরুণাচল প্রদেশ ও মায়ানমার (B) মণিপুর ও নাগাল্যান্ড (C) আসাম ও মেঘালয় (D) মেঘালয় ও নাগাল্যান্ড

উঃ- (A) অরুণাচল প্রদেশ ও মায়ানমার

(13) ভারতের ব্যারাইটের 98% ই __ রাজ্যে পাওয়া যায়।

(A) অন্ধ্রপ্রদেশ (B) রাজস্থান (C) বিহার (D) মধ্যপ্রদেশ

উঃ- (A) অন্ধ্রপ্রদেশ

(14) দাক্ষিনাত্যের লাভা অঞ্চল সৃষ্টি হয়েছিল

(A) Cretaceous যুগে (B) Jurassic যুগে (C) Triossic যুগে (D) Cambrian যুগে

উঃ- (A) Cretaceous যুগে

(15) হিমবাহজ ধাপ কারেয়া দেখা যায়

(A) বিতস্তা উপত্যকায় (B) তিস্তা উপত্যকায় (C) চন্দ্রভাগা উপত্যকায় (D) ইরাবতী উপত্যকায়

উঃ- (A) বিতস্তা উপত্যকায়

(16) বলতোড়া হিমবাহ __ পর্বতশ্রেণীতে অবস্থিত।

(A) কারাকোরাম (B) কৈলাস (C) পীরপাঞ্জাল (D) লাদাখ

উঃ- (A) কারাকোরাম

[আরও পড়ুন- ভারতের ইতিহাসের ৫০টি MCQ প্রশ্ন উত্তর]

(17) ফেডচেঙ্কো, বিয়াফো ও হিসপার নামগুলি হিমালয়ের __ এর সাথে জড়িত।

(A) হিমবাহ (B) হ্রদ (C) শৈলাবাস (D) বৃক্ষ

উঃ- (A) হিমবাহ

(18) ভারতের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার সর্বোচ্চ ছিল __ দশকে।

(A) 1961-71 (B) 1981-91 (C) 1941-51 (D) 1921-31

উঃ- (A) 1961-71

(19) আয়তনে পশ্চিমবঙ্গ প্রায় __ এর সমান।

(A) হাঙ্গেরি (B) ভিয়েতনাম (C) ডেনমার্ক (D) সুইৎজারল্যান্ড

উঃ- (A) হাঙ্গেরি

(20) কোন বছর রেলওয়ে বোর্ড স্থাপিত হয়েছিল?

(A) 1905 (B) 1919 (C) 1935 (D) 1947

উঃ- (A) 1905

(21) ভারতের আয়তনের শতকরা __ অংশে বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ ২০০ সেমির বেশি।

(A) 11 (B) 21 (C) 37 (D) 15

উঃ- (A) 11

আরও পড়তে পারেন-

(22) __ রাজ্যে বসবাসকারী তপশিলী জাতির জনসংখ্যা সবচেয়ে বেশি।

(A) কর্নাটক (B) উড়িষ্যা (C) ঝাড়খন্ড (D) মধ্যপ্রদেশ

উঃ- (D) মধ্যপ্রদেশ

(23) তপশিলী উপজাতির জনসংখ্যার অনুপাত __ রাজ্যে সবচেয়ে বেশি।

(A) নাগাল্যান্ড (B) মেঘালয় (C) মণিপুর (D) মিজোরাম

উঃ- (D) মিজোরাম

(24) পশ্চিমবঙ্গ __ এর মধ্যে অবস্থিত।

(A) 85°50’E – 89°50’E (B) 85°30’E – 90°E (C) 85°E – 89°30’E (D) 85° E – 90°E

উঃ- (A) 85°50’E – 89°50’E

(25) পশ্চিমবঙ্গের মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম কবে প্রকাশিত হয়?

(A) 2001 (B) 2002 (C) 2003 (D) 2004

উঃ- (D) 2004

(26) __ বনশ্রেণী ভারতের সবচেয়ে বেশি আয়তন অধিকার করে।

(A) ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী (B) ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী (C) ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ (D) উপক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ

উঃ- (A) ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী

(27) পশ্চিমবঙ্গে বনভূমির শতকরা আয়তন

(A) 13.5% (B) 11.8% (C) 14.2% (D) 20.0%

উঃ- (C) 14.2%

(28) অরুনাচল প্রদেশে __ নামে শিবালিক পরিচিত।

(A) ধুন্দয়া (B) ঢ্যাং (C) মিরি (D) জাস্কর

উঃ- (C) মিরি

(29) আদম সেতু __ ও __ এর মধ্যে সংযোগ রচনা করেছে।

(A)

ভারত ও শ্রীলঙ্কা (B) হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ (C) ভারত ও পাকিস্তান (D) আরাবল্লী ও সাতপুরা

উঃ- (A) ভারত ও শ্রীলঙ্কা

(30) __ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান।

(A) সান্দাকফু (B) দার্জিলিং (C) গোর্গাবুরু (D) ঘুম

উঃ- (A) সান্দাকফু

(31) জারোয়ারা বাস করে

(A) লাক্ষাদ্বীপে (B) আন্দামান দ্বীপপুঞ্জে (C) মাজুলিতে (D) মালদ্বীপে

উঃ- (B) আন্দামান দ্বীপপুঞ্জে

[ আরও পড়ুন- সাধারণ বিজ্ঞানের ১০১টি SAQ প্রশ্ন উত্তর]

(32) এয়ারবাসে প্রধান কার্যালয় কোথায়?

(A) সিয়াটেল (B) তুলো (C) কোলোন (D) ফ্রাঙ্কফুর্ট

উঃ- (B) তুলো


(33) সমষ্টি উন্নয়ন সংঘটিত হয় __ ভিত্তিতে।

(A) জনসংখ্যার (B) সম্প্রদায়ের (C) এলাকার (D) এদের কোনোটিই নয়

উঃ- (C) এলাকার

(34) ভারতের __ রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম।

(A) ঝাড়খন্ড (B) বিহার (C) উড়িষ্যা (D) আসাম

উঃ- (A) ঝাড়খন্ড

(35) টিপাম বেলেপাথর __ রাজ্যে দেখা যায়।

(A) আসাম (B) ঝাড়খন্ড (C) রাজস্থান (D) পশ্চিমবঙ্গ

উঃ- (A) আসাম

(36) এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়?

(A) ব্যারোমিটার (B) থার্মোমিটার (C) পিকোমিটার (D) হাইগ্রোমিটার

উঃ- (C) পিকোমিটার

(37) চাচাই, ধুঁয়াধার, পাতালপানি জলপ্রপাতগুলি _ রাজ্যে অবস্থিত।

(A) মধ্যপ্রদেশ (B) অন্ধ্রপ্রদেশ (C) উত্তরপ্রদেশ (D) পশ্চিমবঙ্গ

উঃ- (A) মধ্যপ্রদেশ

(38) ইম্ফল কোন রাজ্যের রাজধানী?

(A) অরুনাচল প্রদেশ (B) মণিপুর (C) নাগাল্যান্ড (D) ত্রিপুরা

উঃ- (B) মণিপুর

(39) __ নদীর ওপর পং বাঁধ গড়া হয়েছে।

(A) বিপাশা (B) নর্মদা (C) শোন (D) ইরাবতী

উঃ- (A) বিপাশা

(40) ভারতের পূর্বতম ও পশ্চিমতম বিন্দুদ্বয়ের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য হল

(A) 1:57 ঘন্টা (B) 2:00 ঘন্টা (C) 1:30 ঘন্টা (D) 2:15 ঘন্টা

উঃ- (A) 1:57 ঘন্টা

(41) সিন্ধু, সাংপো, অরুণ, শতদ্রু __ জলনির্গম প্রণালীর উদাহরন।

(A) Antecedent (B) Consequent (C) Subsequent (D) Superimposed

উঃ- (A) Antecedent

(42) সিকিম কবে ভারতবর্ষের অংশ হল?

(A) 1975 (B) 1978 (C) 1982 (D) 1990

উঃ- (A) 1975

(43) মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত?

(A) ব্রহ্মপুত্র নদেতে, আসামে (B) গঙ্গা নদীতে, বিহারে (C) কাবেরী নদীতে, কর্ণাটকে (D) মহানন্দা নদীতে, পশ্চিমবঙ্গে

উঃ- (A) ব্রহ্মপুত্র নদেতে, আসামে

(44) সিঙ্কোনা চাষ প্রধানত কোথায় হয়?

(A) মংপু ও মুসুং (B) দার্জিলিং (C) কালিম্পং (D) বক্সার

উঃ- (A) মংপু ও মুসুং

(45) ল্যাটেরিটিক মৃত্তিকা কোথায় পাওয়া যায়?

(A) বিহার (সমভূমি অঞ্চল) (B) পশ্চিমবঙ্গ (মালভূমি অঞ্চল) (C) তামিলনাড়ু (উপকূলীয় অঞ্চল) (D) উত্তর পশ্চিমঘাট

উঃ- (B) পশ্চিমবঙ্গ (মালভূমি অঞ্চল)

(46) ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল করেছে?

(A) দিল্লি (B) মুম্বাই (C) চেন্নাই (D) কোলকাতা

উঃ- (D) কোলকাতা

(47) বারাণসী কোথায় অবস্থিত?

(A) নিম্ন গঙ্গা সমভূমি (B) মধ্য গঙ্গা সমভূমি (C) উচ্চ গঙ্গা সমভূমি (D) গঙ্গা শতদ্রু দোয়াব

উঃ- (B) মধ্য গঙ্গা সমভূমি

(48) পশ্চিমবঙ্গে রপ্তানি প্রক্রিয়াকরন অঞ্চল কোথায় কার্যকরী হয়েছে?

(A) রায়চক (B) হলদিয়া (C) ফলতা (D) কাকদ্বীপ

উঃ- (C) ফলতা

(49) হ্রদের জলের উপরিতল যখন বরফে পরিনত হতে শুরু করে, তখন নিচের জলের তাপমাত্রা হয়

(A) O ডিগ্রি C (B) 4 ডিগ্রি C এর কম (C) 4 ডিগ্রি C (D) 4 ডিগ্রি C এর বেশি

উঃ- (C) 4 ডিগ্রি C

(50) ট্রিপস (TRIPS) এর পুরো নাম কি?

(A) কর ছাড় পাওয়ার আইন (B) বাণিজ্য সম্পর্কীয় আইন (C) আন্তর্জাতিক বাণিজ্যে মেধাভিত্তিক স্বত্ত্বাধিকারের নিয়ম (D) আন্তর্জাতিক শুল্ক নীতি

উঃ- (C) আন্তর্জাতিক বাণিজ্যে মেধাভিত্তিক স্বত্ত্বাধিকারের নিয়ম

(51) কোন রাস্তাটিকে NH2 বলা হয়?

(A) বম্বে রোড (B) ব্যারাকপুর ট্রাঙ্ক রোড (C) দিল্লি রোড (D) গ্র্যান্ড ট্রাঙ্ক রোড

উঃ- (D) গ্র্যান্ড ট্রাঙ্ক রোড

(52) ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কোনটি?

(A) মোরান (B) বম্বে হাই (C) ডিগবয় (D) আংক্লেশর

উঃ- (C) ডিগবয়

(53) পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে?

(A) জলপাইগুড়ি (B) কোচবিহার (C) শিলিগুড়ি (D) আলিপুরদুয়ার

উঃ- (C) শিলিগুড়ি

(54) নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর অবধি গঙ্গা নদীর নাম কি?

(A) ভাগীরথী (B) হুগলী (C) গঙ্গা (D) ইচ্ছামতী

উঃ- (B) হুগলী

(55) পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত?

(A) মৎস্য শিল্প (B) রেল জংশন (C) জেলা সদর (D) স্বাস্থ্যকর স্থান

উঃ- (B) রেল জংশন

(56) সমাজ উন্নয়ন কর্মসূচী আরম্ভ হয়

(A) 1952 (B) 1956 (C) 1972 (D) 1980

উঃ- (A) 1952

(57) হারিকেন ক্যাটরিনাতে ক্ষতিগ্রস্ত হয়

(A) মার্কিন যুক্তরাষ্ট্র (B) রাশিয়া (C) চীন (D) ভারত

উঃ- (A) মার্কিন যুক্তরাষ্ট্র

(58) সার্ক যে দেশসমূহের আঞ্চলিক সংগঠন, সেগুলি

(A) দক্ষিন এশিয়ার দেশ (B) দক্ষিন আমেরিকার দেশ (C) দক্ষিন আফ্রিকার দেশ (D) এশিয়া ও আফ্রিকার দেশ

উঃ- (A) দক্ষিণ এশিয়ার দেশ

(59) কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত?

(A) মাহী নদী, ওয়ানাকবরী (B) তাপ্তী নদী, গুজরাট (C) কৃষ্ণা নদী, কর্নাটক (D) কৃষ্ণা নদী, অন্ধ্রপ্রদেশ

উঃ- (D) কৃষ্ণা নদী, অন্ধ্রপ্রদেশ

(60) কাটিয়াওয়ার উপদ্বীপ কোন প্রাকৃতিক অংশ?

(A) পশ্চিম উপকূলভূমি (B) দাক্ষিণাত্য মালভূমি (C) উপকূলভূমি (D) কচ্ছ উপসাগর

উঃ- (B) দাক্ষিনাত্য মালভূমি

(61) গোল্ডেন কোয়াড্রিল্যাটেরল কি?

(A) জাতীয় হাইওয়ে প্রকল্প (B) জাতীয় হাইওয়ে উন্নয়ন প্রকল্প

(C) রেল উন্নয়ন প্রকল্প (D) সোনা নিলাম কেন্দ্র

উঃ- (B) জাতীয় হাইওয়ে উন্নয়ন প্রকল্প

(62) কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছে?

(A) বিহার (B) মধ্যপ্রদেশ (C) উত্তরপ্রদেশ (D) মহারাষ্ট্র

উঃ- (B) মধ্যপ্রদেশ

(63) দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লাখনি কোনটি?

(A) তালচের (B) বোকারো (C) রানীগঞ্জ (D) বিসরামপুর

উঃ- (C) রানীগঞ্জ

(64) ল্যাম্পস (LAMPS) কি?

(A) সিল্ক সমবায় (B) বৃহৎ বহুমুখী সমবায় সমিতি (C) বৃহৎ বহুমুখী জলসঞ্চয় প্রকল্প (D) বৃহৎ বহুমুখী বিদ্যুৎ প্রকল্প

উঃ- (B) বৃহৎ বহুমুখী সমবায় সমিতি

(65) বরাকর কোন নদীর প্রধান শাখা?

(A) মহানন্দা (B) গঙ্গা (C) দামোদর (D) অজয়

উঃ- (C) দামোদর

(66) ONGC পুরো কথাটি কি?

(A) Oil & Natural Gas Company (B) Oil & Natural Gas Commission (C) Organisation of Non-Government Companies (D) Organisation of Non-Government Cooperative

উঃ- (B) Oil & Natural Gas Commission

(67) লাক্ষাদ্বীপ কি দ্বারা গঠিত?

(A) নিমজ্জিত পর্বত (B) প্রবাল (C) লবনাক্ত জলাভূমি (D) মৃত আগ্নেয়গিরি

উঃ- (B) প্রবাল

(68) ইউরো মুদ্রা হল

(A) মার্কিন যুক্তরাষ্ট্রের (B) ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির (C) ব্রিটিশ যুক্তরাজ্যেরর (D) জাপানের

উঃ- (B) ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির

(69) হাবল একটি

(A) পারমানবিক অস্ত্র (B) বাদ্যযন্ত্র (C) মহাকাশ দূরবীক্ষণ (D) নক্ষত্র

উঃ- (C) মহাকাশ দূরবীক্ষণ


(70) বালুরঘাট কোন জেলার সদর?

(A) উত্তর দিনাজপুর (B) দক্ষিন দিনাজপুর (C) মালদা (D) কোচবিহার

উঃ- (B) দক্ষিন দিনাজপুর

(71) ভারতের প্রথম পারমানবিক কেন্দ্র কোনটি?

(A) তারাপুর (B) ট্রম্বে (C) কলপক্কম (D) নারোরা

উঃ- (A) তারাপুর

(72) সমঝোতা এক্সপ্রেস ভারত ও কোন দেশের মধ্যে চালু হয়?

(A) পাকিস্তান (B) বাংলাদেশ (C) মায়ানমার (D) নেপাল

উঃ- (A) পাকিস্তান

(73) রাজ্য পুনর্গঠনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়েছিল?

(A) 1954 (B) 1955 (C) 1956 (D) 1957

উঃ- (C) 1956

(74) সল্টলেক কোন শিল্পের কেন্দ্র হয়েছে?

(A) কম্পিউটার (B) আই টি (C) ইলেকট্রনিক্স (D) ইঞ্জিনিয়ারিং

উঃ- (B) আই টি

(75) অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে?

(A) কোলকাতা (B) আসানসোল (C) মেদিনীপুর (D) হলদিয়া

উঃ- (D) হলদিয়া

(76) __ রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সর্বোচ্চ।

(A) পাঞ্জাব (B) অন্ধ্রপ্রদেশ (C) অসম (D) গুজরাট

উঃ- (A) পাঞ্জাব

(77) ইকোলজিক্যাল নিচ্ বলতে কি বোঝায়?

(A) একটি বাস্তুতন্ত্রের বায়োটিক অংশ (B) একটি বাস্তুতন্ত্রের অ্যাবায়োটিক অংশ (C) A ও B উভয়েই (D) ওপরের কোনটিই নয়

উঃ- (C) A ও B উভয়েই

(78) __’র মধ্যে ডানকান প্যাসেজ অবস্থিত।

(A) আন্দামান ও নিকোবর (B) দক্ষিন আন্দমান ও ক্ষুদ্র আন্দামান (C) আমনদিভি ও লাক্ষাদ্বীপ (D) ক্ষুদ্র আন্দামান ও নিকোবর

উঃ- (B) দক্ষিন আন্দামান ও ক্ষুদ্র আন্দামান

(79) National Capital Region এর মূল নকশা __ সালে অনুমোদিত হয়।

(A) 1959 (B) 1962 (C) 1981 (D) 1996

উঃ- (C) 1981

(80) পশ্চিমবঙ্গের __ জেলায় নারী স্বাক্ষরতা হার সর্বনিম্ন।

(A) বাঁকুড়া (B) উত্তর দিনাজপুর (C) পুরুলিয়া (D) মালদা

উঃ- (C) পুরুলিয়া

(81) ভারতে সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস হল

(A) কূপ (B) খাল (C) পুকুর/ডোবা (D) সমুদ্র

উঃ- (B) খাল

(82) শীতল আবহাওয়া ঋতুতে __র জন্য বৃষ্টিপাত হয়।

(A) কালবৈশাখী (B) পশ্চিমী ঝঞ্ঝা (C) হিমতরঙ্গ (D) আরব সাগরের নিম্নচাপ

উঃ- (B) পশ্চিমী ঝঞ্ঝা

(83) ভারতে উৎপন্ন ফসলের __ শতাংশ খাদ্যশস্য।

(A) 76 (B) 65 (C) 80 (D) 85

উঃ- (B) 65

(84) ভারতে সবচেয়ে শিল্পোন্নত রাজ্য হল

(A) মহারাষ্ট্র (B) পাঞ্জাব (C) গুজরাট (D) তামিলনাড়ু

উঃ- (C) গুজরাট

(85) __ অভিক্ষেপে ভারতের ম্যাপ সবচেয়ে সুন্দরভাবে আঁকা যায়

(A) পলিকোনিক (B) ল্যাম্বার্টের কনিক্যাল অর্থমর্ফিক (C) অ্যালবারের কনিক্যাল ইকোয়েল এরিয়া (D) সাইনুসয়ডাল

উঃ- (B) ল্যাম্বার্টের কনিক্যাল অর্থমর্ফিক

(86) __ পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নয়

(A) নারোরা (B) কাকরাপাড়া (C) চামেরা (D) কোটা

উঃ- (C) চামেরা

(87) ভারতে বৃষ্টিপাত বন্টনের মুখ্য বৈশিষ্ট্য হল

(A) অপ্রতুলতা (B) ঋতুকেন্দ্রিকতা (C) আঞ্চলিকতা (D) প্রতুলতা

উঃ- (B) ঋতুকেন্দ্রিকতা

(88) ভারতে কৃষিজোতের গড় আয়তন

(A) 2 হেক্টরের কম (B) 2-4 হেক্টর (C) 3-5 হেক্টর (D) 4-5 হেক্টর

উঃ- (A) 2 হেক্টরের কম

(89) পালঘাট ফাঁকের মধ্য দিয়ে __ বন্দর থেকে মাদ্রাজ পর্যন্ত অভ্যন্তরীন বাণিজ্য চলে।

(A) গোয়া (B) ম্যাঙ্গালোর (C) মুম্বই (D) কোচিন

উঃ- (D) কোচিন

(90) ভারতে অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত?

(A) জোড়হাট (B) ব্যাঙ্গালুরু (C) দেরাদুন (D) এলাহাবাদ

উঃ- (C) দেরাদুন

(91) __ কে সূর্যোদয়ের শিল্পও বলা হয়।

(A) তামা (B) প্লাস্টিক (C) অটোমোবাইল (D) গয়না

উঃ- (C) অটোমোবাইল

(92) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সঙ্গে AGMARK সম্পর্কিত?

(A) কৃষিদ্রব্য (B) রত্ন ও অলংকার (C) মূলধনী দ্রব্য (D) ওপরের কোনোটিই নয়

উঃ- (A) কৃষিদ্রব্য

(93) ভারতে উদ্ভিদ অঞ্চলের সংখ্যা কত?

(A) 4 (B) 6 (C) 8 (D) 7

উঃ- (C) 8

(94) ভারতীয় পরিকল্পনাকালে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির দ্রুততম বৃদ্ধি হয়েছে?

(A) কৃষিক্ষেত্র (B) শিল্পক্ষেত্র (C) সেবাক্ষেত্র (D) ওপরের কোনোটিই নয়

উঃ- (C) সেবাক্ষেত্র

(95) কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক (NABARD) __ সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

(A) 1981 (B) 1982 (C) 1983 (D) 1984

উঃ- (B) 1982

(96) __ জলবিদ্যুৎ শক্তির সম্ভাবনা সবচেয়ে বেশি।

(A) ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চলে (B) গঙ্গা অববাহিকা অঞ্চলে (C) দঃ ভারতের পূর্বপ্রবাহী নদীসমূহে (D) দঃ ভারতের পশ্চিমপ্রবাহী নদীসমূহে

(D) দঃ ভারতের পশ্চিমপ্রবাহী নদীসমূহে

(97) প্রকৃতিতে গ্রিনহাউস অবস্থা সৃষ্টিতে নিম্নোক্ত কোনটি সর্বাধিক সক্রিয়?

(A) কার্বন ডাই অক্সাইড (B) হাইড্রোজেন ফ্লুরাইড (C) কার্বন মনোক্সাইড (D) সালফার ডাই অক্সাইড

উঃ- (A) কার্বন ডাই অক্সাইড

(98) আয়তনের হিসেবে ভারতের __ জেলা বৃহত্তম।

(A) বাস্তার (B) কচ্ছ (C) লে-লাদাখ (D) বর্ধমান

উঃ- (B) কচ্ছ

(99) খাদার __ নয়।

(A) চুনমিশ্রিত (B) নবীন (C) প্লাবিত (D) ঘনবর্ণের

উঃ- (A) চুনমিশ্রিত

(100) __ ও __ এর মধ্যে উর্বর বড়ি দোয়াব অবস্থিত।

(A) বিপাশা ও ইরাবতী নদী (B) বিপাশা ও শতদ্রু নদী (C) বিপাশা ও চন্দ্রভাগা নদী (D) ওপরের কোনোটিই নয়

উঃ- (A) বিপাশা ও ইরাবতী নদী

ধন্যবাদ স্টুডেন্টস কেয়ারের সকল পাঠক-পাঠিকাদের। আপনারা আছেন বলেই স্টুডেন্টস কেয়ার রয়েছে। আপনারা না থাকলে আমাদের লেখা পড়ার কেউ থাকবে না অর্থাৎ পরোক্ষভাবে স্টুডেন্টস কেয়ারেরও অস্তিত্ব থাকবে না। এভাবেই আমাদের পাশে থাকুন এবং দয়াকরে প্রতিটি লেখা শেয়ার করে দেবেন। WBCS Geography MCQ এর প্রথম পর্বটি আজকের মত এখানেই সমাপ্ত করলাম। আপনাদের সক্রিয়তার ওপর পরবর্তী পর্বটি নির্ভরশীল। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে ভুলভ্রান্তি গুলি ধরিয়ে দেবেন। 

Tag- #Geography , #Indian Geography , #West Bengal Geography, #Geography in Bengali , #Geography GK in Bengali , #Geography SAQ in Bengali , #WBCS Geography #GK Geography , #World Geography in Bengali

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!