মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্ন উত্তর || প্রথম পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্ন উত্তর

নমস্কার সকলকে। স্টুডেন্টস কেয়ারে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আপনারা সকলেই জানেন আমরা আমাদের সাইটে বিভিন্ন ধরণের পরীক্ষা প্রস্তুতি সহ নানান জানা অজানা তথ্য আপনাদের জানিয়ে থাকি। আজ থেকে যে পর্বটি শুরু হচ্ছে সেটি সকল চাকরীপ্রার্থীদের সাথে সাথে সকল মাধ্যমিক পরীক্ষার্থী দেরও কাজে লাগবে। আজ মাধ্যমিক জীবনবিজ্ঞান পরীক্ষা প্রস্তুতির প্রথম পর্ব শুরু করা হল। এই পর্বে আমরা মাধ্যমিকের গুরুত্বপূর্ণ জীবন বিজ্ঞানের ছোটো প্রশ্ন ও উত্তর আলোচনা করবো। ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে নেবেন। মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্ন উত্তর

১. আর্সেনিক দূষণটি কোন প্রকার দূষণের সাথে সম্পর্কিত?
উ: জলদূষণ

২. পায়রার দেহে বায়ু থলির সংখ্যা কয়টি?
উ: ৯টি

৩. ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কী?
উ: ইওহিপ্পাস

Join us on Telegram

৪. দুটি সংকর কালো গিনিপিকের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্য জনুতে সংকর কালো গিনিপিগ হবে কত শতাংশ?
উ: ৫৯%

৫. দ্বিবীজপত্রী উদ্ভিদের নিষেকের পূর্বে পরাগরেণুর পরাগনালীকাতে জননকোশের সংখ্যা কত?
উ: ২টি

৬. কোরোকোদগম পদ্ধতিতে বংশবিস্তার করে কে?
উ: হাইড্রা

৭. ফ্লাজেলার সাহায্যে গমন করে কে?
উ: ইউগ্লিনা

৮. উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত হয় কোন হরমোনের প্রভাবে?
উ: কাইনিন।

৯. সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকলে তাকে কি বলে?
উ: সাবমেটাসেন্ট্রিক

©কপিরাইট স্টুডেন্টস কেয়ার

১০. একটি অম্লধর্মী উদ্ভিদ হিরমনের নাম কি?
উ: অক্সিন

১১. বৃক্কের ওপর কোন অন্ত:ক্ষরা গ্রন্থি অবস্থিত?
উ: অ্যাড্রিনাল গ্রন্থি।

১২. ভেনাস হৃৎপিন্ড কাকে বলে?
উ: যে হৃৎপিন্ডের মধ্য দিয়ে সর্বদা কার্বনডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয় তাকে ভেনাস হৃৎপিন্ড বলে।

১৩. থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিনটি কত নং ক্রোমোজোমে অবস্থিত?
উ: ১৩ নং।

১৪. ল্যামার্ক রচিত বই টির নাম কী?
উ: ফিলোসফিক জুওলজিক।

১৫. একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম কি?
উ: থায়োবেসিলাস।

১৬. আয়োডিন বিপাক ব্যাহত হলে মানুষের কি রোগ হয়?
উ: গলগণ্ড রোগ।

১৭. একটি সংকর লম্বা মটর গাছের জেনোটাইপ হল।
উ: Tt

১৮. বায়োজেনেটিক সূত্র প্রবর্তন করেন কে?
উ: হেকেল

১৯. RNA-র অন্তর্গত পিরিমিডিন বেস দুটি কী কী?
উ: ইউরাসিল ও সাইটোসিন

২০. ACTH-পুরো নাম কী?
উ: অ্যাড্রিনোকটিকোট্রফিক হরমো

ধন্যবাদ সকলকে। পরবর্তী পোস্ট পড়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন।

মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্ন উত্তর , মাধ্যমিক জীববিদ্যা , মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন , মাধ্যমিক ২০১৯ সাজেশন ,

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!