বিজ্ঞানের ৩০ টি প্রশ্ন ও উত্তর (GK- বিজ্ঞান ও প্রযুক্তি সমগ্র)

পোস্টটি শেয়ার করুন
1.3/5 - (3 votes)

আমরা সাধারণ জ্ঞান বিভাগের বিভিন্ন টপিক নিয়ে এই বিভাগে আলচনা করছি। ধারাবাহিক ভাবে বিভিন্ন টপিক গুলি চর্চা করে চলেছি। অতএব, বিজ্ঞান ও প্রযুক্তি সমগ্র বিভাগের মধ্যে থেকে বিজ্ঞানের ৩০ টি প্রশ্ন ও উত্তর সহযোগে আজকের পর্বটি সাজানো হয়েছে।

১. সুষম খাদ্যের উপাদান কয়টি – ৬ টি

২. চা পাতায় কি থাকে — ভিটামিন বি কমপ্লেক্স।

৩. প্রোটিন বেশি থাকে কোন খাদ্যে — মসুর ডালে।

Join us on Telegram

৪. কচুশাক বিশেষভাবে মূল্যবান কিসের জন্য? — লৌহ উপাদানের জন্য।

৫. গলগল্ড রোগ হয় কিসের অভাবে? – আয়োডিনের অভাবে।

৬.  মানবদেহ গঠনে প্রয়োজন সবচেয়ে বেশি— আমিষের।

৭.  আয়োডিন বেশি থাকে কিসে? — সমুদ্রের মাছে।

[আমাদের ফেসবুক পেজ লাইক করুন]

৮.  কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে আছে –ক্যালসিয়াম অক্সালেট।

৯.  রাতকানা রোগ হয় কিসের ফলে? — ভিটামিন- এ এর অভাবে।

১০. হাড় ও দাতকে মজবুত করে কোন্ খনিজ– ক্যালসিয়াম ও ফসফরাস।

১১.  ম্যালিক এসিড কিসে পাওয়া যায়? — টমেটোতে পাওয়া যায়।

১২.  কোন্ ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? — ভিটামিন K।

১৩. Natural Protein এর কোড নাম — Protien – P 49

১৪. ভিটামিন সি হলো — অ্যাসকরবিক এসিড

[Geography]

১৫.  তাপে নষ্ট হয় কোন্ ভিটামিন? — ভিটামিন সি।

১৬.  কিসে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? — শুটকী মাছ।

১৭. হেজ তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হল? — করমচা

১৮.  লেবুতে বেশি থেকে কোন্ ভিটামিন? — ভিটামিন সি

১৯.  আমলকী, লেবু, পেয়ারা ভিটামিনের উৎস? –ভিটামিন সি।

২০.  সর্বাধিক স্নেহ জাতীয় পদার্থ বিদ্যমান কিসে? — দুধে।

২১. মাড়ি দিয়ে পুজি ও রক্ত পড়ে কেন?– ভিটামিন সি এর অভাবে।

[প্রাচীন ভারতের ইতিহাস পর্ব-১ (General Knowledge)]

২২.  সূর্য কিরণ হতে পাওয়া যায় কোন্ ভিটামিন? — ভিটামিন ডি।

২৩.  ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে? — অ্যালবুমিন

২৪.  মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় — দুধকে।

২৫.  কোলেস্টরল হল? — এক ধরণের অসম্পৃক্ত অ্যালকোহল।

২৬. সহজে সর্দি কাশি হয় কিসের অভাবে? — ভিটামিন সি এর অভাবে।

২৭.  বিষাক্ত নিকোটিন থাকা কিসে?– তামাকে।

[ভারতের লে-পাক্ষি( Lepakshi ) মন্দিরের ঝুলন্ত স্তম্ভ রহস্য]

২৮.  শরীরে শক্তি যোগাতে দরকার — খাদ্য

২৯.  ভিটামিন এ সবচেয়ে বেশি — গাজরে।

৩০.  মানুষের প্রোটিনের অভাবে হয় – কোয়াশিয়কর রোগ।

আজ এই টুকুই। পরবর্তী দিনে আবারও ফিরে আসবো একি ধরণের কোনো জানা অজানা প্রশ্ন নিয়ে। সঙ্গে থাকুন আমাদের সাথে নজরে রাখুন স্টুডেন্টস কেয়ার।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!