২৩ মার্চ- বিশ্ব আবহাওয়া দিবস ২০১৮ || থিম, ইতিহাস
World Meteorological Organization-এর ইতিহাস
বিশ্ব আবহাওয়া সংস্থা (ইংরেজি: World Meteorological Organization ) স্থাপিত হয়েছিল ১৯৫০ সালে। ১৮৭৩ সালে, আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা থেকে এর উত্পত্তি হয় । বিশ্ব আবহাওয়া সংস্থা ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয় । বিশ্ব আবহাওয়া সংস্থার ১৯১টি সদস্য রাষ্ট্র রয়েছে। এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত।
বিশ্ব আবহাওয়া দিবসের ইতিহাস-
১৯৬১ সাল থেকে সারা বিশ্বে ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়ে আসছে।
বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কেন?
বিশ্ব উষ্ণায়নের বাস্তবতায় তাপমাত্রাকে স্থিতাবস্থায় নিয়ে আসার জন্য সম্মিলিত চেষ্টার কোনো বিকল্প নেই। সামুদ্রিক ঘূর্ণিঝড়, বন্যা, খরা এবং সমুদ্রের উপরিতলের উচ্চতা বৃদ্ধির মতো চরম ঘটনাগুলোর সংখ্যা, তীব্রতা ও মাত্রা পূর্বের তুলনায় বৃদ্ধি পাচ্ছে।
বিশ্ব উষ্ণতার কারণে বিশ্বজুড়ে আবহাওয়ায় সৃষ্টি হয়েছে টালমাটাল অবস্থা। সমুদ্র জলের উচ্চতা বেড়ে যাওয়ায় উপকূলবর্তী দেশগুলো বিপর্যয়ের মুখে পড়েছে। ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস বৃদ্ধি পেয়েছে। এর ফলে জনমানুষের ক্ষয়ক্ষতিও বেড়েছে। এসব সমস্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই প্রতিবছর এই দিবসটি মূলত পালন করা হয়।
আরও পড়ুন- ২১ মার্চ বিশ্ব অরণ্য দিবস ২০১৮
২০১৮ সালের থিম কি?
এবারের প্রতিপাদ্য বিষয়- “Weather-ready, climate-smart.”
এরূপ থিম চয়ন করার গ্রহণযোগ্যতা কী?
বর্তমানে জলবায়ুগত পরিবর্তনের কারণে সৃষ্ট উচ্চ-প্রভাবশালী আবহাওয়ার ঘটনাসমূহের (ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, খরা, তাপপ্রবাহ, তুষার পাত) তীব্রতা ও তাদের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেয়েছে; যার কারণে আবহাওয়ার পূর্বাভাস, নিখুত প্রাথমিক সতর্কতা ব্যবস্থা এবং আরও সমন্বিত কর্মের প্রয়োজনীয়তা প্রতিফলিত করার জন্য এই বছর এই ধরণের থিমকে বেছে নেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, WMO এই ধরণের থিক চিহ্নিত করে একটি ক্যাম্পিং চালিয়েছিল; যার বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এখানে।
বিগত কয়েক বছরের বিশ্ব জলবায়ু দিবসের থিম-
১. ১৯৬১ সালের থিম ছিল- “Meteorology – general themes”
২. ১৯৯২ সালের থিম ছিল- “Weather and climate services for sustainable development”.
৩. ২০১৪ সালের থিম ছিল- “Weather and Climate: Engaging Youth”
৪. ২০১৫ সালের থিম ছিল- “Climate Knowledge for Climate Action”
৫. ২০১৬ সালের থিম ছিল- “Hotter, drier, wetter. Face the Future”
৬. ২০১৭ সালের থিম – “Understanding Clouds”
৭. ২০১৮ সালের থিম- “Weather-ready, climate-smart.”
তথ্য সংগ্রহে- স্টুডেন্টস কেয়ার
তথ্য সূত্র- https://public.wmo.int