ভারতীয় রেলের (Indian Railways) আঞ্চলিক বিভাগ, সদর দপ্তর গুলির তালিকা
Zones, divisions Headquarters of Indian Railways
ভারতীর রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম। আমেরিকা যুক্তরাষ্টে, চীন ও রাশিয়ার পর ভারতের স্থান। বর্তমানে ভারতে প্রায় ৬৫,০০০ কিমি ও বেশি দৈর্ঘ্যের রেল লাইন রয়েছে। ভারতে ১৮ টি আঞ্চলিক রেলপথে ৭৩ টি বিভাগ রয়েছে। প্রচলিত রয়েছে ভারতের রেল লাইন যতটা দৈর্ঘ্যের সেটা দিয়ে গোটা পৃথিবীকে দেড় বার ঘিরে ফেলা যাবে! ভারতের সবচেয়ে বেশি কর্মসংস্থান ও যোগাযোগের মাধ্যম হল ভারতীয় রেল। তাই ভারতীয় রেল কে জাতীর জীবন্রেখা বলা হয়। ভারতিয় রেলের সম্পর্কে বিস্তারিত জানার থাকলে এখানে ক্লিক করুন Some Interesting fact about Indian railway. আজ আমরা ভারতের রেলের আঞ্চলিক বিভাগ গুলি নিয়ে চর্চা করব। দেখে নেওয়া যাক ভারতীয় রেলের আঞ্চলিক রেলপথ, বিভাগ ও সদর দপ্তরগুলি(Zones, divisions Headquarters Indian Railways )।
- আরও পড়ুন- সাধারণ জ্ঞান সমগ্র
আঞ্চলিক রেলপথ | প্রতিষ্ঠা | সদর দপ্তর | |
---|---|---|---|
1 | মধ্য রেলপথ | ০৫/১১/১৯৫১ | মুম্বাই |
2 | পূর্ব রেলপথ | ১৪/০৪/১৯৫২ | কলকাতা |
3 | পূর্ব মধ্য রেলপথ | ০১/১০/২০০২ | হাজিপুর |
4 | পূর্ব উপকুল রেলপথ | ০১/০৪/২০০৩ | ভুবনেশ্বর |
5 | উত্তর রেলপথ | ১৪/০৪/১৯৫২ | নিউ দিল্লি |
6 | উত্তর-মধ্য রেলপথ | ০১/০৪/২০০৩ | এলাহাবাদ |
7 | উত্তর-পূর্ব রেলপথ | ১৪/০৪/১৯৫২ | গোরখপুর |
8 | উত্তর-পূর্ব সীমান্ত রেলপথ | ১৪/০১/১৯৫৮ | মালিগাঁও |
9 | উত্তর-পশ্চিম রেলপথ | ০১/১০/২০০২ | জয়পুর |
10 | দক্ষিন রেলপথ | ১৪/০৪/১৯৫১ | চেন্নাই |
11 | দক্ষিন-মধ্য রেলপথ | ০১/১০/১৯৬৬ | সেকেন্দ্রাবাদ |
12 | দক্ষিন-পূর্ব রেলপথ | ০১/০৮/১৯৫৫ | গার্ডেনরিচ,কলকাতা |
13 | দক্ষিন-পূর্ব-মধ্য রেলপথ | ০১/০৪/২০০৩ | বিলাসপুর |
14 | দক্ষিন-পশ্চিম রেলপথ | ০১/০৪/২০০৩ | হুবলি |
15 | পশ্চিম রেলপথ | ০৫/১১/১৯৫১ | মুম্বাই (চার্চ গেট) |
16 | পশ্চিম-মধ্য রেলপথ | ০১/০৪/২০০৩ | জব্বলপুর |
17 | কোলকাতা মেট্রো | ৩১/১২/২০১০ | কলকাতা |
18 | দক্ষিন উপকূল রেলওয়ে | ২৭/০২/২০১৯ | বিশাখাপত্তনম |
এক নজরে-
১) বৃহত্তম আঞ্চলিক বিভাগ হল ‘উত্তর রেলপথ’ যার সদর দপ্তর নতুন দিল্লি তে
আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে
২) ক্ষুদ্রতম রেলপথ কলকাতা মেট্রো ( কোলকাতা মেট্রোর আগে উত্তর পূর্ব সীমান্ত রেলপথ ক্ষুদ্রতম ছিল)
৩. ২৯ শে ডিসেম্বর ২০১০ সালে কোলকাতা মেট্রোকে আলাদা একটি আঞ্চলিক বিভাগে বিভক্ত করা হয়। আগে এটি পূর্ব রেলপথের অধীনে ছিল।
আরও পড়ুন- WBCS-প্রস্তুতি
৪. মুঘলসরাই স্টেশনের বর্তমান নাম ‘দীনদয়াল উপাধ্যায়’ হয়েছে (Mughalsarai station renamed to Pandit Deen Dayal Upadhyaya)।
৫. শিয়ালদা স্টেশনের নাম পালটে ‘শ্যামাপ্রসাদ মুখ্যোপাধ্যায় করার জন্য দাবী জানানো হয়েছে।
৬. উপরিউক্ত ১৮ রেলপথ ছাড়াও আরও একটি রেলপথ রয়েছে সেটি হল- কঙ্কন রেলপথ। যার সদর দপ্তর নবি মুম্বাই তে।
৭. ভারতের মোট ৮টি শহরে মেট্রো রেল পরিষেবা চালু রয়েছে।