ভারতীয় রেলের (Indian Railways) আঞ্চলিক বিভাগ, সদর দপ্তর গুলির তালিকা

পোস্টটি শেয়ার করুন
Rate this post

Zones, divisions Headquarters of Indian Railways

ভারতীর রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম। আমেরিকা যুক্তরাষ্টে, চীন ও রাশিয়ার পর ভারতের স্থান। বর্তমানে ভারতে প্রায় ৬৫,০০০ কিমি ও বেশি দৈর্ঘ্যের রেল লাইন রয়েছে। ভারতে ১৮ টি আঞ্চলিক রেলপথে ৭৩ টি বিভাগ রয়েছে। প্রচলিত রয়েছে ভারতের রেল লাইন যতটা দৈর্ঘ্যের সেটা দিয়ে গোটা পৃথিবীকে দেড় বার ঘিরে ফেলা যাবে! ভারতের সবচেয়ে বেশি কর্মসংস্থান ও যোগাযোগের মাধ্যম হল ভারতীয় রেল। তাই ভারতীয় রেল কে জাতীর জীবন্রেখা বলা হয়। ভারতিয় রেলের সম্পর্কে বিস্তারিত জানার থাকলে এখানে ক্লিক করুন Some Interesting fact about Indian railway. আজ আমরা ভারতের রেলের আঞ্চলিক বিভাগ গুলি নিয়ে চর্চা করব। দেখে নেওয়া যাক ভারতীয় রেলের আঞ্চলিক রেলপথ, বিভাগ ও সদর দপ্তরগুলি(Zones, divisions Headquarters Indian Railways )।

 আঞ্চলিক রেলপথপ্রতিষ্ঠাসদর দপ্তর
1মধ্য রেলপথ০৫/১১/১৯৫১মুম্বাই
2পূর্ব রেলপথ১৪/০৪/১৯৫২কলকাতা
3পূর্ব মধ্য রেলপথ০১/১০/২০০২হাজিপুর
4পূর্ব উপকুল রেলপথ০১/০৪/২০০৩ভুবনেশ্বর
5উত্তর রেলপথ১৪/০৪/১৯৫২নিউ দিল্লি
6উত্তর-মধ্য রেলপথ০১/০৪/২০০৩এলাহাবাদ
7উত্তর-পূর্ব রেলপথ১৪/০৪/১৯৫২গোরখপুর
8উত্তর-পূর্ব সীমান্ত রেলপথ১৪/০১/১৯৫৮মালিগাঁও
9উত্তর-পশ্চিম রেলপথ০১/১০/২০০২জয়পুর
10দক্ষিন রেলপথ১৪/০৪/১৯৫১চেন্নাই
11দক্ষিন-মধ্য রেলপথ০১/১০/১৯৬৬সেকেন্দ্রাবাদ
12দক্ষিন-পূর্ব রেলপথ০১/০৮/১৯৫৫গার্ডেনরিচ,কলকাতা
13দক্ষিন-পূর্ব-মধ্য রেলপথ০১/০৪/২০০৩বিলাসপুর
14দক্ষিন-পশ্চিম রেলপথ০১/০৪/২০০৩হুবলি
15পশ্চিম রেলপথ০৫/১১/১৯৫১মুম্বাই (চার্চ গেট)
16পশ্চিম-মধ্য রেলপথ০১/০৪/২০০৩জব্বলপুর
17কোলকাতা মেট্রো৩১/১২/২০১০কলকাতা
18দক্ষিন উপকূল রেলওয়ে২৭/০২/২০১৯বিশাখাপত্তনম

এক নজরে- 

১) বৃহত্তম আঞ্চলিক বিভাগ হল ‘উত্তর রেলপথ’ যার সদর দপ্তর নতুন দিল্লি তে

আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে

Join us on Telegram

২) ক্ষুদ্রতম রেলপথ কলকাতা মেট্রো ( কোলকাতা মেট্রোর আগে উত্তর পূর্ব সীমান্ত রেলপথ ক্ষুদ্রতম ছিল)

৩. ২৯ শে ডিসেম্বর ২০১০ সালে কোলকাতা মেট্রোকে আলাদা একটি আঞ্চলিক বিভাগে বিভক্ত করা হয়। আগে এটি পূর্ব রেলপথের অধীনে ছিল।

আরও পড়ুন- WBCS-প্রস্তুতি

৪. মুঘলসরাই স্টেশনের বর্তমান নাম ‘দীনদয়াল উপাধ্যায়’ হয়েছে (Mughalsarai station renamed to Pandit Deen Dayal Upadhyaya)।

৫. শিয়ালদা স্টেশনের নাম পালটে ‘শ্যামাপ্রসাদ মুখ্যোপাধ্যায় করার জন্য দাবী জানানো হয়েছে।

৬. উপরিউক্ত ১৮ রেলপথ ছাড়াও আরও একটি রেলপথ রয়েছে সেটি হল- কঙ্কন রেলপথ। যার সদর দপ্তর নবি মুম্বাই তে।

৭. ভারতের মোট ৮টি শহরে মেট্রো রেল পরিষেবা চালু রয়েছে।

 

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!