WBCS Preliminary Solved Question Paper 2011 PDF (Bengali Version)
WBCS পরীক্ষার প্রস্তুতির জন্য গত কয়েক বছরের প্রশ্ন পত্রের খুবি গুরুত্ব রয়েছে। তাই আমরা বিভিন্ন সূত্র মারফৎ WBCS 2010 প্রশ্ন উত্তর পত্র PDF ( WBCS Preliminary 2010 Solved Question Paper PDF (Bengali Version)) সংগ্রহ করে আপনাদের সুবিধার্থে দিলাম। এখান থেকে আপনারা PDF ডাউনলোড করে নিন।
Instruction for Q. Nos. 1- 5
Choose the correct alternatives from the options to fill in the blanks :
- He ‘made light, of his friend’s warning means he ———
- Lit a fire B. Showed the light C. Took seriously D. Treated lightly.
- His observation were ‘beside the point’ means that his observations were ——— .
- Written in point form B. Written beside his points C. Not relevant D. Not heard by others.
- The boys were ‘kept in’ after school means that the boys were ———
- Caned B. Punished C. Confined D. Rewarded.
- In spite of all his brag he had ‘to eat humble pie’ means that he had to ———
- Apologize B. Surrender C. Leave D. Eat his food.
- ‘A wild-goose chase’ means ———
- To go hunting B.Togo on a foolish, fruitless search C. To chase wild geese D. To protect.
- আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলন কোথায় হয় ?
- সোমালিয়াB. উগান্ডা C. দক্ষিণ আফ্রিকা D. জিম্বাবোয়ে ।
- ভারতীয় বিজ্ঞান কংগ্রেস -এর ৯৭তম বার্ষিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?
- তিরুভন্তপুরম, কেরালা B. আই.আই.টি খড়গপুর, পশ্চিমবঙ্গ C. বেঙ্গালুরু, কর্নাটক D. মুম্বাই, মহারাষ্ট্র ।
- সম্প্রতি কোন রাষ্ট্র (জুন ২০১০) জোটনিরপেক্ষ আন্দোলনে যোগ দিয়েছে ?
- আফগানিস্তান B. জিম্বাবোয়ে C. সুদান D. ফিজি ।
- রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয় —
- জাতীয় স্বার্থে B. সংশ্লিষ্ট রাজ্যের স্বার্থে C. শিক্ষা এবং সামাজিক সুযোগ সুবিধার বিষয়ে তুলনামূলক ভাবে অনুন্নত সম্প্রদায়ের স্বার্থে D. সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে ।
- একটি ধাতব পাত থেকে একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হল । ধাতব পাতটিকে তাপ প্রয়োগ করলে বৃত্তাকার অংশের ব্যাস—
- বাড়বে B. কমবে C. বাড়বে বা কমবে তা নির্ভর করবে বৃত্তাকার অংশের ব্যাসের উপর D. বাড়বে বা কমবে তা নির্ভর করবে পাতের পদার্থের উপর ।
- একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রাও (°K) দ্বিগুণ করা হলে ওই গ্যাসের চাপ —
- অপরিবর্তিত থাকবে B. দ্বিগুণ হবে C. এক-চতুর্থাংশ হবে D. চারগুণ হবে ।
- ভারতীয় মুদ্রার নতুন চেহারা কে অঙ্কিত করেন ?
- ডি. উদয়কুমার B. সাহিল শেঠি C. রানা দাশগুপ্ত D. সলিল ভাট ।
- কোন রাষ্ট্রের নতুন প্রধানমন্ত্রী ন্যাওটো কান ?
- চিন B. রিপাবলিক অফ নর্থ কোরিয়া C. জাপান D. মালয়েশিয়া ।
- লাদাক অঞ্চলে কোন হিমালীয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয় ?
- শ্রীনগর B. টিসকি C. মানালি D. লে ।
- ভারতীয় সেনার নতুন চিফ কে ?
- জেনারেল দীপক কাপুরB. লেফটেন্যান্ট জেনারেল ভি.কে. সিং C. লেফটেন্যান্ট জেনারেল এস.আর. মেহেতা D. লেফটেন্যান্ট জেনারেল এইচ.এল. কাখরিয়া ।
- ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ কে প্রবর্তন করেন ?
- লর্ড কর্ণওয়ালিশ B. ওয়ারেন হেস্টিংস C. জন শোর D. লর্ড বেন্টিঙ্ক ।
- Mr. X -এর চার সন্তান । বর্তমান তাঁর বয়স চার সন্তানের বয়সের যোগফলের সমান । 20 বছর পরে তাঁর বয়স হবে সন্তানদের বয়সের সমষ্টির অর্ধেক । Mr. X -এর বর্তমান বয়স কত ?
- 40 বছর B. 56 বছর C. 66 বছর D. 70 বছর ।
- দেওয়া আছে 4 c 3 d 8 a 10 b 5 = 18, যেখানে a, b, c, d হল যোগ, বিয়োগ, গুণ অথবা ভাগ প্রক্রিয়া নির্দেশক (এই ক্রমে নাওথাকতে পারে ) । তবে 3 c 4 a 2 d 6 b 3 -এর মান হবে—
- 3 B. 9 C. 10 D. 12 ।
- ‘জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড’ অনুষ্ঠিত হয়েছিল এই বত্সরে—
- 1914 B. 1916 C. 1919 D. 1929 ।
- এক ডিলার 540 টাকায় একটি রেডিও বিক্রি করে 10% ক্ষতির সম্মুখীন হল । কত টাকায় সেটি বিক্রি করলে তার 10% লাভ হত ?
- Rs. 660 B. Rs. 650 C. Rs. 600 D. উপরের কোনটিই নয় ।
- যদি 15টি আপেল ও 20টি লেবুর মোট দাম 20টি আপেল ও 15টি লেবুর মোট দামের সমান হয় তবে নীচের কোন সিদ্ধান্তটি সঠিক ?
- লেবু ও আপেলের দাম সমান B. লেবুর দাম বেশি C. আপেলের দাম বেশি D. এরূপ কোনো সিদ্ধান্তই সঠিক নয় ।
- নীচের সংখ্যাশ্রেণিটির পরবর্তী সংখ্যাটি হল ?
30, 42, 56, 72 …..
- 84 B. 88 C. 90 D. 92 ।
- কোনো স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানের কৌণিক দুরত্ব
- দক্ষিণ মেরুর সাপেক্ষে B. উত্তর মেরুর সাপেক্ষে C. নিরক্ষরেখার সাপেক্ষে D. পৃথিবীর অক্ষরেখার সাপেক্ষে ।
- P, Q, R, S চারটি ধনাত্মক সংখ্যা । এই সংখ্যাগুলি নীচের সম্পর্কগুলি পূরণ করে । P+Q > R+S, Q > S, P+R = Q, P+S = Q+R তবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যাটি হল—
- P, Q B. R, Q C. P, S D. S, P ।
- কোনো বৃত্তের ব্যাসার্ধ 100% বৃদ্ধি পেলে বৃত্তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল বৃদ্ধি পাবে
- 100% B. 200% C. 300% D. 400% ।
- একাদশ পরিকল্পনার উন্নয়নের হারের সংশোধিত লক্ষ্যমাত্র কী ?
A. 8 শতাংশ B. 8.5 শতাংশ C. 9 শতাংশ D. 8.1 শতাংশ ।
WBCS Preliminary 2011 Solved Question Paper PDF Download