WBCS Preliminary Solved Question Paper 2010 PDF (Bengali Version)
WBCS পরীক্ষার প্রস্তুতির জন্য গত কয়েক বছরের প্রশ্ন পত্রের খুবি গুরুত্ব রয়েছে। তাই আমরা বিভিন্ন সূত্র মারফৎ WBCS 2010 প্রশ্ন উত্তর পত্র PDF ( WBCS Preliminary 2010 Solved Question Paper PDF (Bengali Version)) সংগ্রহ করে আপনাদের সুবিধার্থে দিলাম। এখান থেকে আপনারা PDF ডাউনলোড করে নিন।
- Choose the right alternative from the options given below :
Agourmet loves ———.
(A) Fashion (B) Action (C) Food (C) Films
Direction for Question Nos. 2 and 3
Fill in the blanks in the sentences choosing the most meaningful alternetive from the ones supplied :
- The ——— of the place attracts many ascetics.
(A) Quietness (B) Silebce (C) Quietude (D) Soundlessness
- The street in not properly ———— .
(A) Illumed (B)Illumind (C) Illuminated (D) Enlightened
- Choose the right alternative from the options given :
A man with an irrationally fixed idea is called ————
(A) An eccentric (B) A maniac (C) A manikin (D) A phobic
Direction for Question Nos. 5 to 7
Fill in the blank with the correct alternative from the ones supplied :
- A man in the charge of farming and nurturing animals is called ————.
(A) A ploughman (B) A farmer (C) Afirm-manager (D) A husbands man
- উচ্চস্তপায়ীর জরায়ু ও যোনি নালীর সংযোগ স্থলের সরু অংশটি যে নামে পরিচিত
(A) ক্রিটোরিজ (B) ইউরেথ্রা (C) ডিম্বনালী (D) সারভিক্স
- নীচের কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল
(A) ইউরেনিয়াম (B) পারদ (C) ক্যাডমিয়াম (D) আর্সোনিক
- একটি ব্রায়োফাইট / মস -এর দেহজ অংশটি যে গঠনকে উপস্থাপিত করে , তা হল
(A) রেণুধর উদ্ভিদ (B) লিঙ্গধর উদ্ভিদ (C) রেণুধর বা লিঙ্গধর উদ্ভিদ (D) রেণুধর এবং লিঙ্গধর উদ্ভিদ
- নিম্নোক্ত দিল্লী সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ববিজয় করতে চেয়েছিলেন
(A) আলাউদ্দিন খিলজী (B) গিয়াসউদ্দিন বলবন (C) মহম্মদ বিন-তুঘলক (D) এঁদের কেউই নন
- বিদিশা তার বাবার কাছ থেকে প্রতিমাসের 30 তারিখে 50 টাকা এবং 31 তারিখে 100 টাকা পায় । তাহলে 2008 সালে সে তার বাবার কাছ থেকে মোট টাকা পেয়েছে
(A) 900 টাকা (B) 950 টাকা (C) 1250 টাকা (D) 1300 টাকা
- একটি লিপইয়ারে সপ্তাহের অন্য সব কটি দিন যখন 52 বার করে আসবে , তখন নিচের কোন দুটি দিন 53 বার করে আসতে পারে ?
(A) রবিবার ও শুক্রবার (B) বুধবার ও বৃহস্পতিবার (C) সোমবার ও বুধবার (D) মঙ্গলবার ও শনিবার
- উৎসেচক একটি জীব রাসায়নিক বিক্রিয়াকে যেভাবে ত্বরান্বিত করে তা হল
(A) বিক্রিয়ার অ্যাকটিভেশন এনার্জিকে বৃদ্ধি করে (B) বিক্রিয়ার তাপমাত্রাকে হ্রাস করে
(C) বিক্রিয়ার তাপমাত্রাকে বৃদ্ধি করে (D) বিক্রিয়ার অ্যাকটিভেশন এনার্জিকে হ্রাস করে
- হৃদপেশী ক্লান্ত ( Fatigue ) হয় না কারণ
(A) কোষসমূহ ইন্টারক্যাললেটড চাকতি দ্বারা যুক্ত
(B) বিপুল পরিমাণে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি
(C) অধিক পরিমাণ অ্যাকটিনের উপস্থিতি
(D) অধিক পরিমাণে মায়োসিনের উপস্থিতি
- বিশ্ব জুড়ে যোগাযোগের জন্য নুন্যতম সংখ্যক কৃত্রিম উপগ্রহ প্রয়োজন
(A) একটি (B) দুটি (C) তিনটি (D) চারটি
- সালোক সংশ্লেষে আলোক দশা সম্পন্ন হয়
(A) সাইটোসল-এ (B) ক্লোরোপ্লাস্টের গ্রানায় (C) ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় (D) রাইবোজোম-এ
- পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত
(A) সার (B) লোকোমোটিভ (C) লোহা ও ইস্পাত (D) উপরের কোনটিই নয়
- গাঙ্গুবাঈ হাঙ্গল ছিলেন ——- ঘরানার শিল্পী ।
(A) আগ্রা (B) গোয়ালিয়র (C) মেওয়াট (D) কিরানা
- দক্ষিণ মেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম হবে
(A) গঙ্গোত্রী (B) মৈত্রী (C) ভারতী (D) অলকা
- সম্প্রতি 62.9 শতাংশ সাধারণ শেয়ার মূলধন কিনে নিয়ে জাপানের দাইইচি সাংকিও ভারতের কোন ঔষধ কোম্পানী অধিগ্রহণ করেছে ?
(A) রানবাক্সী (B) ড: রেড্ডিস ল্যাবোরেটেরিস (C) নিকোলাস পিরামল (D) গ্লাক্সো ইন্ডিয়া
- “In other rooms, other wonders” বইটির লেখক হলেন
(A) মহাসিন হাসিদ (B) নাদিম আসলাম (C) ড্যানিয়েল মইনুদ্দীন (D) মহম্মদ হানিফ
- কেন্দ্রিয় সরকার 2009-10 সালে বিলগ্নিকরণের মাধ্যমে ——— কোটি টাকা সংগ্রহের লক্ষ্য ধার্য করেছে ।
(A) 1120 (B) 1125 (C) 1130 (D) 1150
- ভারতীয় সংবিধানের 109তমসংশোধনটি ———- এর সঙ্গে সম্পর্কিত ।
(A) রাষ্ট্রপতির ক্ষমতা (B) ভোটার বয়স (C) তপসিলী জাতি ও জনজাতিদের সংরক্ষণ (D) সরকারী ভাষা
- ভারত কার সহযোগিতায় RISAT-2 স্যাটেলাইট তৈরী করেছে
(A) মার্কিন যুক্তরাষ্ট্র (B) রাশিয়া (C) ফ্রান্স (D) ইসরায়েল
- চীন সম্প্রতি যে টাইফুনের শিকার হয়েছে
(A) মোরাকট (B) লুংওয়াং (C) য়ুকং (D) রাম্বিয়া
- ভারত —– রাষ্ট্র হিসাবে পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরী করেছে ।
(A) পঞ্চম (B) ষষ্ঠ (C) সপ্তম (D) অষ্টম
- কে কলকাতা ‘ভারতসভা’ (ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন) স্থাপন করেছিলেন ?
(A) ডব্লু.সি.ব্যানার্জি (B) এস.এন.ব্যানার্জি (C) সুভাষচন্দ্র বসু (D) চিত্তরঞ্জন দাশ
WBCS Preliminary 2010 Solved Question Paper PDF Download