WB Madhyamik Result 2023 || মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৩

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা West Bengal Board of Secondary Education (WBBSE) প্রতিবছর মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে। প্রতিবছর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের প্রায় কয়েক লক্ষ ছাত্র-ছাত্রী তাদের জীবনে প্রথম বড়ো পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকে। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2023 (WB Madhyamik Result 2023) কবে প্রকাশ করা হবে তা নির্ধারণ করেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এই নিবন্ধটির মাধ্যমে পশ্চিমবঙ্গের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2023 (WBBSE Result 2023) কিভাবে দেখবে তার একটি ব্যাবহারিক ধারণা প্রদান করা হয়েছে। নিবন্ধটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে ধাপে ধাপে পড়লে কিভাবে মাধ্যমিকের ফলাফল জানা যাবে তা অবশ্যই জেনে যাবেন।

এক নজরে মধ্যমিক পরীক্ষা 2023

পরীক্ষার নামWBBSE মাধ্যমিক পরীক্ষা
বছর2023
বোর্ডপশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ
পরীক্ষা শুরু হওয়ার তারিখফেব্রুয়ারি 23, 2023
পরীক্ষা শেষ হওয়ার তারিখমার্চ 4, 2023
পরীক্ষার সময়11.45 a.m. থেকে 3 p.m.
বিভাগমাধ্যমিক পরীক্ষার ফলাফল 2023
অফিসিয়াল ওয়েবসাইটwbbse.org
WB Madhyamik Result 2023

মাধ্যমিক পরীক্ষা 2022 একনজরে

2022 সালে মার্চ 7 তারিখে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল মার্চ 16, 2022 তারিখে। পরীক্ষার 79 দিন পরেই  পর্ষদ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করে। জুন 3, 2022 তারিখে মাধ্যমিক 2022  পরীক্ষার রেজাল্ট পর্ষদের তরফ থেকে ঘোষণা করা হয়। 2022 এ  মোট পাসের হার ছিল 86.06 শতাংশ। পাস করেছে মোট 9 লক্ষ 86 হাজার পরীক্ষার্থী। ছাত্রদের পাশের হার 88 শতাংশ এবং ছাত্রীদের পাশের হার 85 শতাংশ।

জেলাভিত্তিক ফলাফলের দিকে নজর রাখলে জে যাবে, 2022 সালের মাধ্যমিকে এগিয়ে ছিল পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে ছিল কালিম্পং এবং এরপর যথাক্রমে ছিল পশ্চিম মেদিনীপুর, কলকাতা, ঝাড়্গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। 2022 সালের মাধ্যমিক পরীক্ষায় 693 নম্বর পেয়ে যুগ্মভাবে শীর্ষ স্থান দখল করেছিল দুই পরীক্ষার্থী। তারা হল যথাক্রমে বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই ও বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল।

বিগত কয়েক বছরের ফলাফল

Join us on Telegram
বছরপাসের হার %ছাত্র (%)ছাত্রী (%)মোট পরীক্ষার্থী
201785.65%NANA10,71,000
201881.8%80.78%81.59%8,75,648
201978.45%77%77%8,45,500
2020NANANANA
2021NANANANA
202286.0688859 লক্ষ 86 হাজার
বিগত কয়েক বছরের ফলাফল

মাধ্যমিক পরীক্ষা 2023

এবছর মাধ্যমিক পরীক্ষা 23 ফেব্রুয়ারি 2023-এ প্রথম ভাষা পরীক্ষা (বাংলা) দিয়ে শুরু হয় এবং সমাপ্ত হয় 4 মার্চ ঐচ্ছিক বিষয় এর মাধ্যমে। বিগত বছরগুলির ন্যায় এবছরেও কয়েকলক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করছে। আজ সেই অপেক্ষা সমাপ্ত হল, মাধ্যমিকের রেজাল্ট অবশেষে ছাত্র-ছাত্রীরা হাতে পেতে চলেছে।

মাধ্যমিক পরীক্ষার ফলাফল 2023

প্রতি বছরের ন্যায় সকাল নটায় সাংবাদিক সম্মেলনে মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবেন এবং সকাল দশটার পর থেকে পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিতরনের কাজ শুরু হবে। সকল ছাত্র-ছাত্রী দশটার পর থেকে বিভিন্ন ওয়েবসাইটে নিজেদের ফলাফল জেনে নিতে পারবে।

West Bengal Board Madhyamik Result 2023

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা হওয়ার দিন থেকেই মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে দেখতে পারবে। অনেকের সমস্যা থাকে কিভাবে জানা যাবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। তাই আমরা বিস্তারিত সকল ্পদ্ধতিগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমাদের পোস্টটি ভালো করে পড়লে আপনাদের ফলাফল জানতে কোনো সমস্যা সৃষ্টি হবে না।

মাধ্যমিক 2023 ফলাফল জানার বিভিন্ন উপায়ঃ

মাধ্যমিকের রেজাল্ট ২০২৩ দেখার জন্য সাধারণত তিনটি উপায় রয়েছে। বিস্তারিত পদ্ধতি ধাপে ধাপে আলোচনা করা হল।

প্রদ্ধতি1) ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমিকের ফলাফল জানুন-

মাধ্য়মিকের ফলাফল জানার জন্য নিম্নলিখিত ওয়েবসাইট গুলি আপনাদের নজরে রাখতে হবে। এই ওয়েবসাইট গুলি থেকেই মাধ্যমিক পরীক্ষা ২০২৩ ফলাফল জানতে পারবেন। তবে খেয়াল রাখবেন,সমগ্র বাংলা ব্যাপী কয়েক লক্ষ ছাত্র-ছাত্রী তাদের ফলাফল জানার জন্য এই ওয়েবসাইট গুলিতেই প্রবেশ করবে, তাই বেশি ট্রাফিকের কারনে কোনো কোনো কারনে ওয়েবসাইট ডাউন থাকতে পারে, সেক্ষেত্রে অন্যান্য সকল ওয়েবসাইট গুলি একবার করে চোখ বুলিয়ে নেওয়াই ভালো।

মাধ্য়মিকের ফলাফল জানার ওয়েবসাইট –

পদ্ধতি-2) SMS এর মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট জানুন-

এসএমএসেও জানা যাবে মাধ্যমিকের ফল। এক্ষেত্রে মোবাইলে WB10<স্পেস> রোল নম্বর লিখে 56070, 54242 , 5676750 , 58888 কিংবা 56263 নম্বরে পাঠিয়ে দিতে হবে।

পদ্ধতি-3) সংশ্লিষ্ট বিদ্যালয়ে গিয়ে মাধ্যমিকের ফলাফল জানুন-

WB Madhyamik Result 2023 জানার জন্য তৃতীয় পদ্ধতি হল ছাত্র-ছাত্রী যে স্কুল বা বিদ্যালয়ে পড়াশোনা করছে সেই স্কুলের নোটিশ বোর্ডে সকল ছাত্র-ছাত্রীদের নামের তালিকা দেওয়া থাকবে। এই ভাবেও আপনি WB Madhyamik Result 2023 জানতে পারবেন।

কীভাবে মাধ্যমিক পরীক্ষা ২০২৩ রেজাল্ট দেখবেন

মাধ্যমিক পরীক্ষা ২০২৩ রেজাল্ট (Madhyamik Result 2023) জানার জন্য পর্যায়ক্রমে একটি নমুনার মাধ্যমে আপনাদের সুবিধার্থে দেখেনো হল। এই ধাপগুলি অনুসরণ করে নিজে চেষ্টা করুন–

★ ধাপ-১ : প্রথমে লগ ইন করুন অফিসিয়াল wbresults.nic.in

★ ধাপ-২ : এরপর WB Board Results 2021 এই ওয়েব পেজের লিঙ্কে ক্লিক করে ‌যান

একটি নতুন পেজ খুলবে। নিচের ছবিটির মত

WB Madhyamik Result 2023 || মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৩

★ ধাপ-৩ : এখানে আপনার রোল নম্বর, জন্মতারিখ এবং অন্যান্য তথ্য দিতে হবে

ফর্ম পূরণ করার পর সাবমিট করে দিতে হবে

★ ধাপ-৪ : ফল স্ক্রিনে ভেসে উঠবে

★ ধাপ-৫ : সেটি ভালো করে যাচাই করে, ডাউনলোড করে একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন।

বি: দ্র: মনে রাখবেন ফল দেখার সময় আগে থেকে হাতের কাছে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সহ যাবতীয় ডকুমেন্ট সংগ্রহ করে রাখবেন।

মাধ্যমিক মার্কশীট ও সার্টিফিকেট (WB Madhyamik Marksheet and Certificate) কিভাবে পাবেন?

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা West Bengal Board of Secondary Education (WBBSE) মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করার পর একটি নির্ধারিত দিন ও সময়ে পর্ষদের বিতরণী ক্যাম্প (respective Distribution camp) থেকে স্কুলের প্রধান শিক্ষক বা অধিকারপ্রাপ্ত ব্যক্তিরা তাদের স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের মার্কশীট ও সার্টিফিকেট সংগ্রহ করে। তারপর সংশ্লিষ্ট স্কুল থেকেই শিক্ষার্থীদের মার্কশীট ও সার্টিফিকেট প্রদান করে। পর্ষদ থেকে মার্কশীট ও সার্টিফিকেট পেতে বিভিন্ন এলাকার স্কুলে অন্তত দশ দিন সময় লাগে। 

বিঃ দ্রঃ মাধ্যমিক মার্কশীট ও সার্টিফিকেট (Madhyamik Marksheet and Certificate) সংগ্রহ করার সময় পরীক্ষার্থীদের নিজেদের অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই সঙ্গে রাখতে হবে। কবে কিভাবে মার্কশীট ও সার্টিফিকেট পাবেন সেবিষয়ে জানার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের সাথে যোগাযোগ রাখুন।

মাধ্যমিক রেজাল্ট স্ক্রুটিনি বা পুনর্মূল্যায়ন করবেন কিভাবে?

কোনও পরীক্ষার্থী যদি নিজের ফলাফল দেখে সন্তুষ্ট না হয়, যদি মনে হয় সে আরও বেশি নম্বর পেতে পারে, তখন সে স্ক্রুটিনির জন্য আবেদন জানাতে পারবে। সেক্ষেত্রে যদি স্ক্রুটিনির পর প্রাপ্ত নম্বর বাড়ে, তাহলে নতুন করে মার্কশিট দেওয়া হবে।

এক্ষেত্রে, পর্ষদ দ্বারা নির্ধারিত দিন এবং সময়সীমার মধ্যে স্কুলের মাধ্যমে সেই পেপারটি স্ক্রুটিনির জন্য আবেদন করতে হবে। সাধারণত রেজাল্ট ঘোষণা করা পর স্ক্রুটিনির জন্য আবেদন পত্র জমা দেওয়ার জন্য 15 দিন সময় দেওয়া হয়।

WB Madhyamik Result 2023 (FAQ)

Tag- Madhyamik Result 2023 , মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট ২০২৩, #মাধ্যমিক পরীক্ষা ফলাফল ২০২৩, মধ্যশিক্ষা পর্ষদ ফলাফল 2023, মধ্যমিকেত ফলাফল কিভাবে জানবো, মাধ্যমিক রেজাল্ট দেখায় সাইট, মাধ্যমিক 2023 রেজাল্ট কবে প্রকাশ হবে, মাধ্যমিক ২০২৩ রেজাল্ট কিভাবে দেখবো, MP Result 2022, Madhyamik Porikkha result 2022, Madhaymik Result 2022 Date, Madhyamik Result 2023, West Bengal, WB Board 10th Class Result 2023, WB Board 10th Class Result 2023 Date, WB Board Madhyamik Result, WB Board Result 2023, WB Madhyamik Result 2023, WBBSE 10th Result 2023, WBBSE Madhyamik Result 2023, WBBSE Result 2023, West Bengal 10th Result 2023, West Bengal Board Madhyamik Result 2023, West Bengal Board Result 2023, West Bengal Madhyamik Result 2023

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!