বিশ্বের প্রধান দশটি লৌহ আকরিক উত্তলক দেশের তালিকা ২০১৮
লৌহ আকরিক উত্তলক দেশের তালিকা ২০১৮
সাধারণত ভূপৃষ্ঠের ও ভূগর্ভ থেকে যেসব বস্তু উত্তোলন করে মানুষ নিজ চাহিদা পূরণ করে, তাকে খনিজ বলে। শিলাস্তরে প্রায় ১৬০০ প্রকার খনিজ পাওয়া যায়। লৌহ আকরিক একটি অন্যতম প্রধান খনিজ সম্পদ। আজ আমরা জেনে নেবো ২০১৮ সালে বিশ্বের প্রথম দশটি লৌহ আকরিক উত্তলক দেশের তালিকা ২০১৮ ।
১০. ইরান
লৌহ আকরিক উত্তলনে ইরান দশম স্থানে রয়েছে। ২০১৭ সালে ইরান মোট ৩৫ মিলিয়ন টন লৌহ আকরিক উত্তলন করেছে। ইরানের ব্যাবহারের চাহিদা অনুসারে যেটা খুবই কম। তাই ইরান চীন থেকে লৌহ আকরিন আমদানি করতে বাধ্য হয়। চীন থেকে প্রায় ৯০% লোহা আমদানি করে থাকে। ইরানের প্রধান আকরিক লোহা উত্তলক থাক গুলি হল- সাঙ্গান, চাদোরমালু, গোল-ই-গোহার প্রভৃতি।
৯. আমেরিকা যুক্তরাষ্ট্র
লৌহ আকরিক উত্তলনে আমেরিকা যুক্তরাষ্ট্র নবম স্থানে রয়েছে। ২০১৭ সালে আমেরিকা যুক্তরাষ্ট্র মোট ৪৬ মিলিয়ন টন লৌহ আকরিক উত্তলন করেছে। বিশ্বের প্রায় ১.৮% আকরিক লোহা উত্তলন করে যুক্তরাষ্ট্র। এদেশের প্রধান আকরিক লোহা উত্তলক কেন্দ্র গুলি হল- সুপিরিয়র হ্রদ অঞ্চলে দেশের প্রায় ৭৮% লোহা আকরিক উত্তলন হয়। এখানে মোট ৬টি লোহা খনি রয়েছে। এছাড়াও- দক্ষিণ-পুর্বাঞ্চলে – বার্মিঙ্ঘাম ও রেড মাউন্টেন অঞ্চলে দেশের ১০% লোহাআকরিক উত্তলন হয়। আমেরিকা যুক্তরাষ্ট্র প্রধানত কানাডা(৪৭%) এবং ব্রাজিলে (৩৯%) আকরিক লোহা রপ্তানি করে থাকে।
৮. কানাডা
লৌহ আকরিক উত্তলনে কানাডা অষ্টম স্থানে রয়েছে। ২০১৭ সালে কানাডা মোট ৪৭ মিলিয়ন টন লৌহ আকরিক উত্তলন করেছে। কানাডার প্রধান আকরিক লোহা উত্তলক স্থান গুলি হল- কুইব্রেক ও লাব্রাডর অঞ্চলের নব ও ওয়াবুশ হ্রদ অঞ্চলে দেশের প্রায় ৫০% লোহা উত্তলন হয়।যায় বেশির ভাগ টাইটানিয়াম আকরের। এছাড়াও লরেন্সীয় মালভূমি, নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে আকরিক লোহা পাওয়া যায়।
আরও পড়তে পারেন-
- রেলের গ্রুপ ডি প্রস্তুতি
- WBCS-প্রস্তুতি
- টেট প্রস্তুতি
- সাধারণ জ্ঞানের ভান্ডার
- রেলের গ্রুপ ডি অনলাইন মক টেস্ট
- প্রাথমিক টেট অনলাইন মক টেস্ট
৭. ইউক্রেন
লৌহ আকরিক উত্তলনে ইউক্রেন সপ্তম স্থানে রয়েছে। ২০১৭ সালে ইউক্রেন মোট ৬৩ মিলিয়ন টন লৌহ আকরিক উত্তলন করেছে। ইউক্রেন এর আকরিক লোহা উত্তলক স্থান গুলি হল-ইঙ্গুলেটস্কি, ইউঝিনি, পোল্টাভিস্কি,সিলভার্ন প্রভৃতি। ইউক্রেনের ৬০% লোহা আকর কৃষ্ণসাগরের তীরে ক্রিভোয়রগ অঞ্চল থেকে পাওয়া যায়। ক্রিভয়রগ হল ইউক্রেনের বৃহত্তম লৌহ খনি।
৬. দক্ষিণ আফ্রিকা
লৌহ আকরিক উত্তলনে দক্ষিণ আফ্রিকা ষষ্ঠ স্থানে রয়েছে। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা মোট ৬৮ মিলিয়ন টন লৌহ আকরিক উত্তলন করেছে। দক্ষিণ আফ্রিকার প্রধান আকরিক লোহা উত্তলক স্থান গুলি হল- কুম্বা অঞ্চল, থাবাজিম্বি, সিশেন, কোলোমেলা প্রভৃতি।
৫. রাশিয়া
লৌহ আকরিক উত্তলনে রাশিয়া পঞ্চম স্থানে রয়েছে। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা মোট ১০০ মিলিয়ন টন লৌহ আকরিক উত্তলন করেছে। রাশিয়ার প্রধান আকরিক লোহা উত্তলক স্থান গুলি হল- উরাল অঞ্চল, মস্কো-তুলা অঞ্চল, সুদূর প্রাচ্য অঞ্চল।
৪. ভারত
বিশ্বের চতুর্থ বৃহত্তম লৌহ আকরিক উত্তলক দেশ হল ভারত। লৌহ আকরিক উত্তলনে ভারত চতুর্থ স্থানে রয়েছে। ২০১৭ সালে ভারত মোট ১৯০ মিলিয়ন টন লৌহ আকরিক উত্তলন করেছে। ভারতের প্রধান আকরিক লোহা উত্তলক স্থান গুলি হল- ছত্তিশগড়, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, গোয়া প্রভৃতি রাজ্য। ভারতে অধিকাংশ হেমাটাইট জাতীয় আকরিক লোহা উত্তলিত হয়। ভারতের আকরিক লোহার মোট রপ্তানির প্রায় ৮০% জাপানে রপ্তানি করা হয়। মার্মাগাঁও,পারাদ্বীপ ও বিশাখাপত্তনম এই তিনটি সমুদ্র বন্দরের মাধ্যমের ভারতের অধীকাংশ আকরিক লোহা বিদেশে রপ্তানি করা হয়ে থাকে।
৩. চীন
বিশ্বের তৃতীয় বৃহত্তম লৌহ আকরিক উত্তলক দেশ হল চীন। লৌহ আকরিক উত্তলনে চীন তৃতীয় স্থানে রয়েছে। কয়েক বছর আগে পর্যন্ত চীন বিশ্বের বৃহত্তম লৌহ আকরিক উত্তলক দেশ ছিল, কিন্তু বিগত কয়েক বছর ধরে চীন লোহা আকরিক উত্তলনের হার কমিয়েছেন। ২০১৭ সালে চীন মোট ৩৪০ মিলিয়ন টন লৌহ আকরিক উত্তলন করেছে। চীনের প্রধান আকরিক লোহা উত্তলক স্থান গুলি হল- উত্তর পূর্ব অঞ্চলের মাঞ্চুরিয়া প্রদেশের আনসান হল চিনের বৃহত্তম লোহা খনি। এছাড়াও জুনহুয়া, কিয়ানান, উয়ান, হুনান (চীনের হুনান হল বিশ্বের সর্বোৎকৃষ্ট লোহা সঞ্চয় অঞ্চল)।
২. ব্রাজিল
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লৌহ আকরিক উত্তলক দেশ হল ব্রাজিল। লৌহ আকরিক উত্তলনে ব্রাজিল দ্বিতীয় স্থানে রয়েছে। ২০১৭ সালে চীন মোট ৪৪০ মিলিয়ন টন লৌহ আকরিক উত্তলন করেছে। ব্রাজিল দেশের চাহিদা অনুসারে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকেও আকরিক লোহা আমদানি করে থাকে। ব্রাজিলের প্রধান আকরিক লোহা উত্তলক স্থান গুলি হল- উত্তর মধ্য ব্রাজিলের কারাজাস হল বিশ্বের বৃহত্তম লোহা খনি। এছাড়াও, ইটাবিয়া, কোরাম্বা, কার্ডেলা, বেলো হরাইজন্টি প্রভৃতি অঞ্চলে লোহা উত্তলন হয়।
১. অস্ট্রেলিয়া
বর্তমানে বিশ্বের বৃহত্তম লৌহ আকরিক উত্তলক দেশ হল অস্ট্রেলিয়া। বিগত কয়েক বছরে প্রচুর পরিমানে আকরিক লোহা উত্তলন করে চীনকে পেছনে ফেলে অস্ট্রেলিয়া লৌহ আকরিক উত্তলনে এখন বিশ্বের প্রথম স্থানে রয়েছে। ২০১৭ সালে অস্ট্রেলিয়া মোট ৮৮০ মিলিয়ন টন লৌহ আকরিক উত্তলন করেছে। অস্ট্রেলিয়ার প্রধান আকরিক লোহা উত্তলক স্থান গুলি হল- মাউন্ট হোয়েলব্যাক (মাউন্ট হোয়েলব্যাক অস্ট্রেলিয়ার বৃহত্তম লৌহ আকরিক খনি), পিলবারা, মাউন্ট ব্রুস, মাউন্ট টম, মাউন নিউম্যান, আয়রন প্রিন্স, আয়রন নব প্রভৃতি হল অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ লৌহ খনি।
এতক্ষন আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে ঠিক এই ধরনের টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন. ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন। পোস্টটির তথ্য গুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নেবেন।