SLST Geography Online Mock Test free || ভূগোল পরীক্ষা প্রস্তুতি || Set-1
SLST Geography Online Mock Test
স্টুডেন্টস কেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাই সকলকে। আপনারা সকলেই জানেন, স্কুলে শিক্ষকতা করার জন্য সকলকে এস এল এস টি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়। তাই SLST পরীক্ষার কথা মাথায় রেখে সকল ভূগোল বিষয়ের প্রার্থীদের পরীক্ষা প্রস্তুতির জন্য আমরা এই বিভাগ চালু করেছি। আমরা সকল ভূগোল এসএলএসটি প্রার্থীদের জন্য SLST Geography Online Mock Test free-তে আয়োজন করবো। এখানে বাংলার সকল ভূগোল প্রেমীরা অংশগ্রহণ করতে পারবেন। নিয়মিত ভাবে আমাদের এই বিভাগটি পর্যায়ক্রমিক ভাবে চলতে থাকবে। তাই নিয়মিত ভাবে আমাদের সাইট নজরে রাখবেন।
[আরও পড়ুন- SLST Mock Test Available Here]
এক নজরে অনলাইন এস এল এস টি ভূগোল মক টেস্ট
প্রশ্ন সংখ্যা-২০টি
প্রশ্ন মান-১
মোট নম্বর-২০
সময়-১০ মিনিট
মক টেস্টের নিয়মাবলী-
শুরু করবেন কিভাবে?- মক টেস্টের জন্য প্রদত্ত্ব পেজে এসে ‘Start Quiz’ বোতামে ক্লিক করে মক টেস্ট শুরু করুন। কিন্তু তার আগে জেনে নিন নিম্নলিখিত কিছু বিষয়
প্রশ্ন সংখ্যা- প্রশ্ন মোট ২০টি থাকবে এবং চারটি করে অপশন দেওয়া থাকবে। আপনাকে যে কোনো একটি বেছে নিতে হবে। (দুটি বা তার বেশি সংখ্যক উত্তর দিলে ওই প্রশ্নটি বাতিল বলে ধরে নেওয়া হবে)
প্রশ্ন মান- প্রতিটি প্রশ্নের জন্যে এক নাম্বার করে আপনি পাবেন। ২০টি প্রশ্নের জন্য ২০ নাম্বার। অর্থাৎ সর্বোমোট ২০ নাম্বারের জন্য আপনি এই মক টেস্ট দিচ্ছেন।
[আরও পড়ুন- SLST Geography-পরীক্ষার উপযুক্ত অসংখ্য প্র্যাকটিস সেট পড়ুন এখানে ক্লিক করে]
মক টেস্টের সময়- ২০টি প্রশ্নের উত্তর করার জন্য আপনি ১০ মিনিট সময় পাবেন। এর মধ্যে আপনাকে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে।
সর্বোশেষ পর্যায়ে সকল প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি ‘Finish Exam’ বোতামে ক্লিক করে আপনার প্রাপ্ত নাম্বার জেনে নিতে পারেন।
এবং, এর পর যদি আপনি প্রশ্নগুলির উত্তর জানতে চান তাহলে ‘View Question’ বোতামে ক্লিক করে সকল প্রশ্নের উত্তর একসাথে দেখে নিতে পারবেন।
[আরও পড়ুন- UGC NET Online Mock Test]
বিশেষ ঘোষণা- নীচে সেরা পঁচিশ জনের তালিকা দেওয়া রয়েছে। যদি আপনি ওই তালিকাতে নিজের সেরা রেজাল্টকে নতিভূক্ত করতে চান তাহলে আপনার নাম এবং ইমেল(গোপনীয়তা বজায় থাকবে) দিয়ে লগ ইন করে নেবেন।
বিঃ দ্রঃ- আমাদের উদ্যগ ভালো লাগলে আপনার বন্ধু/বান্ধবিদের সাথে শেয়ার করে নেবেন। বিস্তারিত আমাদের ফেসবুক পেজ, ইন্সটাগ্রাম অথবা গুগুল প্লাস পেজে পেয়ে যাবেন।
[প্রাথমিক টেট অনলাইন মক টেস্ট দিন]
আমাদের প্রচেষ্টা ভালো লাগলে আপনি আপনার বন্ধু-বান্ধবিদের আমাদের সাইটে আমন্ত্রন করতে পারেন। এছাড়া আপনার কোনো মতামত জানানোর থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। সাথে থাকুন, সক্রিয় থাকুন, উপদেশ দিতে থাকুন এবং ভালো থাকুন। আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখানে ক্লিক করে
SLST Geography SET-1
Best of luck