মাধ্যমিক পরীক্ষা ২০১৮ রেজাল্ট জানবেন কিভাবে? || মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট ২০১৮ || বিগত বছরের মাধ্যমিকের ফলাফল কেমন ছিলো জানুন

পোস্টটি শেয়ার করুন
Rate this post

মাধ্যমিক পরীক্ষা ২০১৮ রেজাল্ট জানবেন কিভাবে?

মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট ২০১৮

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ আয়োজিত মাধ্যমিক পরীক্ষা ২০১৮ রেজাল্ট প্রকাশ হবে ৬ জুুুন। মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক ২০১৮ ফলাফল প্রকাশ পাবে। প্রতি বছরের ন্যায় সকাল নটায় সাংবাদিক সম্মেলনে মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবেন এবং সকাল দশটার পর থেকে পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিতরনের কাজ শুরু হবে। সকল ছাত্র-ছাত্রী দশটার পর থেকে বিভিন্ন ওয়েবসাইটে নিজেদের ফলাফল জেনে নিতে পারবে। সূত্রের খবর, এবছর মার্কশিটে সচিবের বদলে প্রশাসকের সই থাকবে বলে জানা যাচ্ছে।

[আরও পড়ুন- উচ্চমাধ্যমিক ২০১৮ ফলাফল কিভাবে জানবেন দেখুন]

২০১৮ সালের মাধ্যমিক পরীক্ষার টুকিটাকি খবর-

২০১৮ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ মার্চ ২০১৮ তে। এবং শেষ হয়েছিল ২১ মার্চ ২০১৮ তে। বিগত দুই মাস ধরে বহু উৎকন্ঠার মধ্য দিয়ে ছাত্র ছাত্রীরা তাদের জীবনের প্রথম বড় পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষারত। আর কয়েকদিনের মধ্যেই সেই অপেক্ষার অবসান হতে চলেছে, ৬ জুন ছাত্র ছাত্রীরা তাদের ফলাফল জানতে পেরে যাবে এই আশাই করা যায়।

[২০১৮ মাধ্যমিকের মেধা তালিকার বিস্তারিত তথ্য জেনে নিন এখানে ক্লিক করে]

Join us on Telegram

২০১৮ সালের মাধ্যমিক পরীক্ষার্থী সংখ্যা-

২০১৮ সালে মোট মাধ্যমিক পরীক্ষার্থী ১১,০২,৯২১ জন। এর মধ্যে ৬,২১,২৬৬ জন ছাত্রী এবং ৪, ৮১, ৫৫৫ জন ছাত্র। অর্থাৎ লক্ষ করা যাচ্ছে এবছর ছাত্রী সংখ্যা তুলনামূলক ভাবে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবছর প্রায় ২৮১৯টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে।

[২০১৯ মাধ্যমিক পরীক্ষা কবে হবে জেনে নিন এখানে ক্লিক করে]

গতবছরের ফলাফলের তারিখ-

সকলকে মনে করিয়ে দেই গতবছর অর্থাৎ ২০১৭ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল মার্চে, এবং ফলাফল ঘোষণা করা হয়েছিল ২৭ মে। অর্থাৎ পরীক্ষা শেষ ও ফলাফল প্রকাশের মধ্যে অন্তর ছিল দুই মাস। সেই হিসাবে এবছরও একি সময়ে ফলাফল ঘোষণা হতে পারে এটা ধরে নেওয়া যেতে পারে।

মাধ্যমিক ২০১৭ ফলাফল এক নজরে-

২০১৭ সালের মোট পরীক্ষার্থী ছিল ৯.৮৩ লক্ষ, এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে প্রায় ৯.৩১ লক্ষ জন। মোট পাশের হার শতকরা ৮৩.৪৯ ভাগ। এদের মধ্যে ছাত্র রয়েছে ৮৫.৬৭% এবং ছাত্রী ৭৯.২৮%.

২০১৭ মাধ্যমিকে মেধা তালিকার শীর্ষে স্থান পেয়েছিল বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষায়তন এর ছাত্রী অন্বেষা পাইন। অন্বেষার প্রাপ্ত নম্বর ৬৯৭। এবং দ্বিতীয় হয়েছিল দুইজন- বাঁকুড়া জেলা স্কুলের মোজাম্মেল হক (৬৮৯) এবং হুগলীর রামনগর স্কুলের ছাত্র অনির্বান খাঁড়া (৬৮৯)। এর পর তৃত্য স্থান পায় বাঁকুড়ার রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যালয়ের ছাত্র দ্বীপ্তেশ পাল (৬৮৮)। ২০১৭ সালের মেধা তালিকাতে মোট ৬৮ জন ছাত্র ছাত্রী স্থান করে নিয়েছিল। এবার নজর ২০১৮ তে!

২০১৭ সালের মেধা তালিকার প্রথম দশ

∆ প্রথম স্থান, প্রাপ্ত নম্বর ৬৯০
◆ অন্বেষা পাইন (বিবেকানন্দ শিক্ষায়তন বাঁকুড়া)

∆ দ্বিতীয় স্থান, প্রাপ্ত নম্বর ৬৮৯ (মোট ২জন)
● মোজাম্মেল হক (বাঁকুড়া জেলা স্কুল)
● অনির্বাণ খাঁড়া (রামনগর স্কুল হুগলি)

∆ তৃতীয় স্থান, প্রাপ্ত নম্বর ৬৮৮
★ দীপ্তেশ পাল (রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যালয়, বাঁকুড়া)

∆ চতুর্থ স্থান, প্রাপ্ত নম্বর ৬৮৭ (মোট ৬জন)
■ চন্দ্রাণী কর্মকার(কামাখ্যাগুড়ি গার্লস হাইস্কুল, আলিপুরদুয়ার)
■ স্বপ্ননীল মিত্র (রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ)
■ সায়ন কর্মকার (বাঁকুড়া জেলা স্কুল)
■ সুবর্ণ দে (বিবেকানন্দ শিক্ষায়তন বাঁকুড়া)
■ বিয়াস সরকার (মহারানি কাশীশ্বরী স্কুল, বহরমপুর)
■ মাসুম আখতার (সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির)

∆ পঞ্চম স্থান, প্রাপ্ত নম্বর ৬৮৬ (মোট ৩জন)
★ সৃজা অধিকারী (রাজীবপুর হোলি ক্রস গার্লস হাই স্কুল)
★ শঙ্খ পাল (কোটাশূর হাই স্কুল, বীরভূম)
★ অরিত্র কুমার মণ্ডল (যাদবপুর বিদ্যাপীঠ, কলকাতা)

∆ ষষ্ঠ স্থান, প্রাপ্ত নম্বর ৬৮৫, (মোট ৬জন)
◆ স্নেহাশিস করগুপ্ত (রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, উঃ দিনাজপুর)
◆ প্রতীক্ষা কান্তি মণ্ডল (বাঁকুড়া জেলা স্কুল)
স্বাগতালক্ষ্মী মন্ডল
◆ নব্যেন্দু ঘটক (কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপার্পাস স্কুল, হুগলি)
◆ শ্রমন জানা (চন্দননগর শ্রী অরবিন্দ বিদ্যামন্দির, হুগলি)
◆ সত্যম কর (যাদবপুর বিদ্যাপীঠ স্কুল)

∆ সপ্তম স্থান, প্রাপ্ত নম্বর ৬৮৪
■ অনতাপ মিত্র (জেনকিন্স স্কুল, কোচবিহার)
■ শতাব্দী গুহ নিয়োগী (নিউটাউন গার্লস হাই স্কুল, কোচবিহার)
■ বাসুদেব বসাক (ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়, বালুরঘাট)
■ দীপেন্দু গড়াই (বিন্দুবসনী জুবিলি হাই স্কুল, সোনামুখী)
■ রঞ্জন মান্না (বাঁকুড়া জেলা স্কুল)
■ অনিন্দ্য সুন্দর সতপথী (বাঁকুড়া জেলা স্কুল)
■ সুশান্ত কুণ্ডু (বড়জোড়া হাই স্কুল, বাঁকুড়া)
■ জিষ্ণু পাল (বীরভূম জেলা স্কুল)

∆ অষ্টম স্থান, প্রাপ্ত নম্বর ৬৮৩ (মোট ১১ জন)
★ আশালতা বসু
★ অন্বেষা দাস (আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি)
★ সৌরভ দে
★ সায়ন কুণ্ডু (হোবার সম্মিলনী হাই স্কুল, বাঁকুড়া)
★ দিশা গোস্বামী (বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল, বাঁকুড়া)
★ সৌম্যদীপ চক্রবর্তী
★ রূপকথা চন্দ (নবনালন্দা শান্তিনিকেতন হাই স্কুল, বীরভূম)
★ শোভন মন্ডল (রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, উঃ দিনাজপুর)
★ সায়ন্তিকা হুই (মেদিনীপুর মিশন গার্লস স্কুল)
★ ঋষিতা মাইতি (মোঙলামারো মঙ্গলা অ্যাকাডেমি, পূঃ মেদিনীপুর)
★ ঋতম নাথ ( কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল)

∆ নবম স্থান, প্রাপ্ত নম্বর ৬৮২ (মোট ১৩ জন)
◆ অয়ন মজুমদার (ধূপগুড়ি হাইস্কুল, জলপাইগুড়ি)
◆ অনন্যা মন্ডল
◆ সায়ন পাল
◆ সায়ন্তন মুখার্জি (বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল, বাঁকুড়া)
◆ সঙ্গীতা মণ্ডল (বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল, বাঁকুড়া)
◆ অদৃতা দাস (চুঁচুড়া বালিকা বাণী মন্দির, হুগলি)
◆ স্বস্তিক পুরকাইত (কাঁথি মডেল ইন্স্টিটিউশন, পূঃ মেদিনীপুর)
◆ স্নেহা সামন্ত (মহিষাদল গায়েশ্বরী গার্লস হাই স্কুল, পূঃ মেদিনীপুর)
◆ মৈনাক জানা (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন)
◆ ইশিকা বিশ্বাস (হাবড়া কামিনীকুমার গার্স হাইস্কুল, উঃ ২৪ পরগনা)
◆ দেবাঞ্জন সরকার (অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল, উঃ ২৪ পরগনা)
◆ মধুমন্তী দে (সরস্বতী বালিকা বিদ্যালয় এবং শিল্প শিক্ষা সদন, কলকাতা)
◆ সৌম্যজিৎ বসাক (যাদবপুর বিদ্যাপীঠ)

∆ দশম স্থান, প্রাপ্ত নম্বর ৬৮১ (মোট ১৬ জন)

★ ঈশিতা সরকার (বালুরঘাট গার্লস হাই স্কুল)
★ তথাগত মুখার্জি
★ ঋষন্ত পাল
★ রাকেশ দে
★ অর্ধেন্দু মৌলি ঘোষ
★ শেখ আফ্রিদি
★ কল্যাণ নন্দী
★ অনীক ভৌমিক
★ সুরজিৎ সাউ
★ অয়ন মজুমদার
★ ঈশিকা চক্রবর্তী
★ শুভদীপ দে
★ দীপ প্রকাশ বোস
★ আবদুল খালেক খান
★ কুন্তল দাস
★ রৌনক চন্দ (হাওড়া জেলা স্কুল)

বিগত পাঁচ বছরের মাধ্যমিকের সামগ্রিক ফলাফল-

■ মাধ্যমিক পরীক্ষা ২০১৩

মোট পাশের হার (%)- ৭৪.৮৬
মোট পাশ (লক্ষ)- ৭.৫৬
ছাত্র (%)- ৭৬.১১
ছাত্রী (%)- ৭৩.৪৫

■ মাধ্যমিক পরীক্ষা ২০১৪

মোট পাশের হার (%)- ৭৬.৩৫
মোট পাশ (লক্ষ)- ৮.৮৭
ছাত্র (%)- ৭৬.৮২
ছাত্রী (%)- ৭৮.৩০

■ মাধ্যমিক পরীক্ষা ২০১৫

মোট পাশের হার (%)- ৭৮.৯৮
মোট পাশ (লক্ষ)- ৮.৭৩
ছাত্র (%)- ৭৯.৪৩
ছাত্রী (%)- ৭৯.০৩

■ মাধ্যমিক পরীক্ষা ২০১৬

মোট পাশের হার (%)- ৮১.৫৮
মোট পাশ (লক্ষ)- ৮.৯২
ছাত্র (%)- ৮১.৭৮
ছাত্রী (%)- ৮০.৯৪

■ মাধ্যমিক পরীক্ষা ২০১৭

মোট পাশের হার (%)- ৮৩.৪৯
মোট পাশ (লক্ষ)- ৯.৩১
ছাত্র (%)- ৮৫.৭৬
ছাত্রী (%)- ৭৯.২৮

মাধ্যমিকের রেজাল্ট জানার ওয়েবসাইট –

ওয়েবসাইটে মাধ্যমিকে রেজাল্ট নিচের সাইট গুলোতে দেখা যাবে –
http://www.wbbse.org
http://www.wbresults.nic.in
http://www.exametc.com
http://www.indiaresults.com
http://www.knowyourresult.com
http://www.examresults.net

SMS এর মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট জানুন-

এসএমএসেও জানা যাবে মাধ্যমিকের ফল। এক্ষেত্রে মোবাইলে WB10<স্পেস> রোল নম্বর লিখে 56070, 54242 , 5676750 , 58888 কিংবা 56263 নম্বরে পাঠিয়ে দিতে হবে।

এবার দেখে নিন কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখবেন

মাধ্যমিক পরীক্ষা ২০১৮ রেজাল্ট জানার জন্য পর্যায়ক্রমে একটু নমুনা আপনাদের সুবিধার্থে দেখেনো হল। এই পর্যায়গুলি অনুসরণ করে নিজে চেষ্টা করুন–
★ ধাপ-১ : প্রথমে লগ ইন করুন অফিসিয়াল wbresults.nic.in

★ ধাপ-২ : এরপর WB Board Results 2018 এই ওয়েব পেজের লিঙ্কে ক্লিক করে ‌যান

একটি নতুন পেজ খুলবে। নিচের ছবিটির মত।

মাধ্যমিক পরীক্ষা ২০১৮ রেজাল্ট
ওয়েবসাইট লিঙ্ক খুললে এই ধরনের একটি পেজ বেড়াবে

★ ধাপ-৩ : এখানে আপনার রোল নম্বর, জন্মতারিখ এবং অন্যান্য তথ্য দিতে হবে

ফর্ম পূরণ করার পর সাবমিট করে দিতে হবে

★ ধাপ-৪ : ফল স্ক্রিনে ভেসে উঠবে

★ ধাপ-৫ : সেটি ভালো করে যাচাই করে, ডাউনলোড করে একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন।

বি: দ্র: মনে রাখবেন ফল দেখার সময় আগে থেকে হাতের কাছে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সহ যাবতীয় ডকুমেন্ট সংগ্রহ করে রাখবেন।

[প্রসঙ্গত উল্লেখ – ৭৫% বা তার বেশি নম্বর প্রাপ্ত ছাত্র ছাত্রীরা সরকারী বিদ্যালয়গুলিতে সরাসরি ভর্তি হতে পারবে]

বিশেষ ঘোষণা – যদি ফলাফল দেখতে কোনোরকম সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। আমাদের ইমেল [email protected] এছাড়া আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন। আমরা আপনাকে সাহায্য করবো। ধন্যবাদ সঙ্গে থাকুন।

মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট ২০১৮ , #মাধ্যমিক পরীক্ষা ফলাফল ২০১৮, মধ্যশিক্ষা পর্ষদ ফলাফল ২০১৮, মধ্যমিকেত ফলাফল কিভাবে জানবো, মাধ্যমিক রেজাল্ট দেখায় সাইট, মাধ্যমিক ২০১৮ রেজাল্ট কবে প্রকাশ হবে, মাধ্যমিক ২০১৮ রেজাল্ট কিভাবে দেখবো, MP Result 2018, Madhyamik Porikkha result 2018,

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!