চাঁদের মাটিতে প্রথম মানুষ- মিশন “অ্যাপেলো-১১” অজানা অথ্য (Mission Apollo 11)
চাঁদের মাটিতে প্রথম মানুষ- মিশন “অ্যাপেলো-১১”
সালটা ছিল ১৯৬১। সেই সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন জন এফ কেনেডি। তিনি চেয়েছিলে মানুষকে চাঁদে পাঠাতে। তাঁর ইচ্ছা অনুযায়ি নাসা চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করতে লাগল। এবং অবশেষে ১৯৬৯ সালে সেই দিন এল যেদিন “অ্যাপেলো-১১” মিশন বাস্তবায়িত হতে চলেছে।
“অ্যাপেলো-১১” যাত্রা শুরু করল ১৬ ই জুলাই ১৯৬৯ সালে নীল আর্মস্ট্রং, এডউইন “বজ” আলড্রিন ও মাইকেল কলিন্স নামক তিনজন মহাকাশ যাত্রীকে নিয়ে।

ঠিক এর চারদিন পর, ২০ই জুলাই ১৯৬৯ সালে নীল আর্মস্ট্রং, এডউইন “বজ” আডলডিন দুজনে চাঁদের মাটিতে নেমেছিলে। এরা চাঁদের কক্ষ পথ থেকে চাঁদের মাটিতে নামার জন্য Lunar Module এর ব্যবহার করেছিলেন। যাকে ‘ঈগল’ নামে চিনি আমরা। কিন্তু মাইকেল কলিন্স চাঁদের কক্ষ পথেই থেকে গিয়েছিলেন পরীক্ষা-নিরীক্ষা ও চিত্র সংগ্রহের জন্য।
ঠিক আজকের দিনেই ২০ জুলাই ১৯৬৯ সালে প্রথম মানুষ হিসাবে চাঁদের মাটি স্পর্শ করেছিলেন নীল আর্মস্ট্রং এবং এর ঠিক ২০ মিনিট পর আলড্রিন চাঁদের মাটিতে পা দিয়েছিলেন। এরা দুজনে প্রায় তিন ঘন্টা চাঁদের মাটিতে ঘুরেবেড়িয়েছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছেন, অসংখ্য শিলা সংগ্রহ করেছেন।
তাঁরা তাঁদের দেশ যুক্তরাষ্ট্রের পতাকা স্থাপন করেছেন চাঁদের। এমনকি তাঁদের সাক্ষর করা একটি ফলক ও চাঁদের স্মৃতি হিসাবে রেখে এসেছেন।

এরপর ২৪শে জুলাই ১৯৬৯ সালে তিন জন মহাকাশচারী সুস্থ অবস্থায় পৃথিবীতে ফিরে এসেছিলেন।
➽এবার দেখে নেওয়া যাক, চাঁদে প্রথম মানুষ যাওয়ার মিশনের কিছু অজানা চিত্র– দেখুন






