WBCS-প্রস্তুতিWBPSCটেট প্রস্তুতিপরীক্ষা প্রস্তুতিপশ্চিমবঙ্গ সমগ্রভারতের ও পশ্চিমবঙ্গের ভূগোলভূগোল সমগ্রসাধারণ জ্ঞান

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা PDF Free Download

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা PDF

পশ্চিমবঙ্গের সমস্ত রকম চাকরির পরীক্ষার প্রস্তুতিকে আপনাদের বিশেষ ভাবে সাহায্য করবে আজকের পোস্টটি। পশ্চিমবঙ্গ অংশ থেকে পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহরের নাম গুলি প্রতিটি পরীক্ষাতেই একটি করে প্রশ্ন এসে থাকে। তাই আজ আমরা পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা PDF আকারে আপনাদের প্রদান করলাম। List of River Bank Cities in West Bengal in Bengali pdf টি আপনারা পোস্টের শেষে বিনামূল্যে ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন।

এবার আসি এই অংশ থেকে ঠিক কেমন প্রশ্ন আসতে পারে তার উদাহরণ দেওয়া হল। আপনাকে সরাসরি প্রশ্ন করতে পারে যে-

প্রশ্ন- শান্তিনিকেতন শহরটি কোন নদীর তীরে অবস্থিত (চারটি অপশন দেওয়া থাকবে)

উঃ অজয় নদীর তীরে।

Join us on Telegram

এছাড়া চারটি অপশন এমন দেওয়া থাকতে পারে, যেখান থেকে সঠিক জোড়াটিকে বেছে নিতে হবে। নিচের প্রশ্নের মত-

প্রশ্ন- নিচের কোন্‌ জোড় টি সঠিক নয়?

ক)  কোচবিহার-তোর্সা

খ) আসানসোল-দামোদর

গ) বহরমপুর- জলঙ্গী

ঘ) তারাপীঠ-দ্বারকা

উঃ (গ)

চলুন আর দেরি না করে নিচের তালিকা টি ভালো করে পড়ে নিন-


আরও পড়তে পারেন-


ক্রমিক নম্বর নদী তীরবর্তী শহর নদীর নাম জেলার নাম
১. বনগাঁ ইছামতি উত্তর ২৪ পরগনা
২. পুরুলিয়া কংসাবতী পুরুলিয়া
৩. সিউড়ি ময়ুরাক্ষী বীরভূম
৪. শান্তিনিকেতন অজয় বীরভূম
৫. বাঁকুড়া গন্ধেশ্বরী/ধলকিশোর বাঁকুড়া
৬. রাণাঘাট চূর্ণী নদীয়া
৭. কোচবিহার তোর্সা কোচবিহার
৮. মালদাহ মহানন্দা মালদাহ
৯. আলিপুরদুয়ার কালজানি আলিপুরদুয়ার
১০. তারাপীঠ দ্বারকা বীরভূম
১১. হাওড়া হুগলী হাওড়া
১২. বেলুড় কোপাই হাওড়া
১৩. কলকাতা হুগলী কলকাতা
১৪. আসানসোল দামোদর পশ্চিম বর্ধমান
১৫. বহরমপুর ভাগীরথী মুর্শিদাবাদ
১৬. কাটোয়া ভাগীরথী পূর্ব বর্ধমান
১৭. কোলাঘাট রূপনারায়ন পুর্ব মেদিনীপুর
১৮. মেদিনীপুর কংসাবতী পশ্চিম মেদিনীপুর
১৯. কৃষ্ণনগর জলঙ্গি নদীয়া
২০. শিলিগুরি বালাসান দার্জিলিং
২১. চন্দননগর হুগলী হুগলী
২২. বর্ধমান দামোদর পূর্ব বর্ধমান
২৩. ত্রিবেণী হুগলী হুগলী
২৪. জলপাইগুড়ি তিস্তা জলপাইগুড়ি
২৫. ইলাম বাজার অজয় বীরভূম
২৬. ধূপগুরি জলঢাকা জলপাইগুড়ি
২৭. ব্যারাকপুর হুগলী উত্তর ২৪ পরগনা
২৮. মুর্শিদাবাদ ভাগীরথী মুর্শিদাবাদ
২৯. কালিম্পং তিস্তা কালিম্পং
৩০. ইটাহার মহানন্দা উত্তর দিনাজপুর
৩১. কেদুলি অজয় বীরভূম
৩২. নবদ্বীপ ভাগীরিথী নদীয়া
৩৩. শান্তিপুর চুর্ণী নদীয়া
৩৪. ইংরেজ বাজার মহানন্দা মালদা
৩৫. হাসনাবাদ ইছামতী উত্তর ২৪ পরগনা
৩৬. বালুরঘাট আত্রেয়ী দক্ষিণ দিনাজপুর
৩৭. ক্যানিং মাতলা দক্ষিণ ২৪ পরগনা
৩৮. রানীগঞ্জ দামোদর পশ্চিম বর্ধমান
৩৯. দুর্গাপুর দামোদর পশ্চিম বর্ধমান
৪০. জলপাইগুরি সদর করলা জলপাইগুরি
৪১. ইসলামপুর মহানন্দা উত্তর দিনাজপুর
৪২. বসিরহাট ইছামতী উত্তর ২৪ পরগনা
৪৩. মাথাভাঙা জলঢাকা কোচবিহার
৪৪. হলদিয়া হলদি পূর্ব মেদিনীপুর
৪৫. অমলুক রূপনারায়ন পূর্ব মেদিনীপুর

আরও পড়তে পারেন-


⇒পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর সমূহের তালিকা PDF Download 


পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর, পশ্চিমবঙ্গের কোন্‌ শহর কোন্‌ নদীর তীরে অবস্থিত, পশ্চিমবঙ্গের শহর ও নদী, পশ্চিমবঙ্গের নদী কেন্দ্রিক শহর, পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী প্রসিদ্ধ শহর PDF, List of River Bank Cities in West Bengal PDF in Bengali, 

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!