ভারতের ইতিহাস || Indian History || পরীক্ষা প্রস্তুতি প্রথম পর্ব
নমস্কার সকলকে! আশাকরছি সকল পরীক্ষার্থীরা ভালো আছেন। আমরা আপনাদের কিছু মূল্যবান প্রশ্ন ও উত্তর দিয়ে আগত সরকারির পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা সাহায্য করছি। আজকে আমাদের আলচ্য বিষয় “ভারতের ইতিহাস”। চলুন দেখে নেওয়া যাক আজ কি কি প্রশ্ন ও উত্তর আপনাদের জন্য অপেক্ষা করছে!
১. মেগাস্থিনিস রচিত গ্রন্থের নাম কী?
উঃ ইন্ডিকা।
২. কোন্ স্থানে সর্বপ্রাচীন শিক্ষাকেন্দ্র ছিল?
উঃ তক্ষশিলা।
৩. সাতবাহন বংশের শেষ পরাক্রান্ত নরপতি ছিলেন কে?
উঃ যজ্ঞশ্রী সাতকর্নী।
৪. বিখ্যাত নটরাজ মূর্তিটি কোন শিল্পশৈলীর উল্লেখযোগ্য নিদর্শন?
উঃ ছোল শিল্প।
৫. চোল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কী?
উঃ প্রথম রাজেন্দ্র চোল।
৬. ক্রয়োদশ শতাব্দীতে মাউন্ট আবুতে কোন্ রাজা দিলওয়ারা মন্দির নির্মান করেন?
উঃ তেজপাল।
৭. কোন্ মহাযানপন্থী বৌদ্ধ পন্ডিত তিব্বতে বৌদ্ধ ধর্মের সংস্কার ও প্রসার ঘটান?
উঃ দীপঙ্কর শ্রীজ্ঞান।
৮. বুদ্ধদেবকে ‘জ্ঞান ও করুণার মহাসিন্ধু’ বলা হয় কোন গ্রন্থে?
উঃ অমর কোহ।
৯. ভূমি রাজস্ব ব্যবস্থা বিষয়ে শেরশাহ প্রবর্তিত দলিল দুটির নাম কী?
উঃ পাট্টা ও কবুলিয়ত।
আমাদের ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন
১০. কার সময়কালে চতুর্থ বৌদ্ধসঙ্গীত অনুষ্ঠিত হয়?
উঃ কণিষ্ক।
১১. ‘আমুক্ত-মাল্যদা’ গ্রন্থটি রচনা করেন কে?
উঃ কৃষ্ণদেব রায়।
১২. ভারতে কে প্রথম স্বাধীন তুর্কি শাসনের সূচনা করেছিলেন?
উঃ কুতুবউদ্দিন আইবক।
১৩. ভারতে কুষান বংশের প্রতিষ্ঠা করেন কে?
উঃ কুজন কারা কদফিসিস।
১৪. দাস বংশের সম্রাটরা ছিলেন-
উঃ তুর্কি।
১৫. দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে যে চিনা পরিব্রাজক ভারতে আসেন তার নাম কী?
উঃ ফা-হিয়েন।
১৬. কোন মুসলমান শাসক পদ্মিনীর প্রতি অনুরক্ত হন?
উঃ আলাউদ্দিন খিলজি।
১৭. কোন গুপ্তসম্রাটকে ‘কবিরাজ’ আখ্যা দেওয়া হয়?
উঃ সমুদ্রগুপ্ত।
১৮. কে ভারতে আফগান শাসনের সূচনা করেন?
উঃ বহলুল লোদি।
১৯. কোন্ শিখগুরু ‘সর্ণমন্দির’ প্রতিষ্ঠা করেন?
উঃ গুরু অর্জুন।
২০. কোন ঐতিহাসিক দিল্লির সুলতান মহম্মদ বিন তুঘলকের সমসাময়িক ছিলেন?
উঃ ইবন বতুতা।
আজ এই পর্যন্ত। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই।