Indian History for WBCS | ভারতের ইতিহাস ২৫ টি প্রশ্ন সাথে PDF | ষষ্ঠ পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

Indian History for WBCS

দেখতে দেখতে WBCS পরীক্ষার ঘন্টা বেজে গেলো। আর কয়েকদিন পর ই হবে এই পরীক্ষা। যেনারা বছর বছর ধরে নিজেদের কে প্রস্তুত করেছেন তেনারা এক্ষেত্রে কিছুটা হলেও সুবিধা পাবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকুন। এবং যেনারা নতুন পরীক্ষার্থী, এবং  এই বছর ঠিক  ঠাক প্রস্তুত হতে পারেন নি। তারা গত কয়েক বছরের প্রশ্নগুলি ভালো করে চোখ বুলিয়ে যান। এছাড়া আমাদের পোর্টালে প্রকাশিত যে সমস্ত তথ্য গুলি রয়েছে সেগুলি ও আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে, এই বিষয়ে আমরা আশাবাদি। তাই আমরা শেষ মুহুর্তের WBCS প্রস্তুতির জন্য ভারতের ইতিহাসের ( Indian History for WBCS ) ২৫ টি প্রশ্ন উত্তর সহযোগে একটি সেট প্রকাশ করলাম। পড়ে দেখুন ভালোলাগবে।

আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক করে সক্রিয় থাকুন। ওখানে আমাদের সমস্ত পোস্টের আপডেট পেয়ে যাবেন। ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন।

ভারতের ইতিহাসের বিগত পোস্টগুলি পড়ার জন্য এখানে ক্লিক করুণ

1  গান্ধিবুড়ি নামে কে পরিচিত ছিলেন-

Join us on Telegram

A. সরলা দেবী

B. মাতঙ্গিনী হাজরা

C. বাসন্তী দেবী

D. ইন্দিরা গান্ধী

Ans B

2 জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠা হয়—-

A.1943

B.1944

C.1945

D.1946

Ans C

3 সিন্ধু সভ্যতায় কোথায় ধানের চাষ হত বলে জানা যায়

A. ধোলাভিরা

B. চিনহুদারো

C. আমরি

D. লোথাল

Ans D

4 সিন্ধু সভ্যতার সবচেয়ে প্রধান বন্দর কোনটি

A. Sutkagendor

B. Allahdino

C. Balakot

D. Lothal

D

5 ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?

ক) গ্রিসে

খ) ইটালীতে

গ) তুরস্কে

ঘ) স্পেনে

A

6 সিন্ধু সভ্যতায় পশুপটি মহাদেব এর কাছে কোন প্রাণীটি ছিল না

A.হাতি

B. বাঘ

C. গন্ডার

D. ভালুক

D

7 কুতুবমিনার এর নির্মান কে আরম্ভ করেছিলেন

A.কুতুবউদ্দিন আইবক

B) ইলতুৎমিস

C) ফিরোজশাহ তুঘলক

D) এরা কেউ নন

A

8 বর্তমানে মাহেন-জো-দারো কেন্দ্রটি কোথায় অবস্থিত

A) মন্টেগোমারী জেলা, পাকিস্থান

B) লারাকান জেলা, পাকিস্থান

C) গুজরাটে, ভারত

D) রাজ্রস্থান, ভারত

B

9 চিরস্থায়ী বন্দোবস্ত’ কে প্রবর্তন করেন ?

A) লর্ড কর্ণওয়ালিশ

B) ওয়ারেন হেস্টিংস

C) জন শোর

D) লর্ড বেন্টিঙ্ক ।

A

10 কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয়….????

A)1905

B)1911

C)1950

D)1947

B

11 ফালটন বক্তৃতা কে দিয়ে ছিল –

A) মলোটভ

B) চার্চিল

C) ট্রম্যান

D) লর্ড কার্জন

B

12 মহম্মদ ঘুরি কোন যুদ্ধে পৃথ্বিরাজ কে পরাজিত করে-

A) তরাইনের যুদ্ধে

B) দ্বিতীয় তরাইনের যুদ্ধে

C) তৃতীয় তরাইনের যুদ্ধে

D) পলাশির যুদ্ধে

B

13 করঙ্গে ইয়া মরঙ্গে কথাটি গান্ধিজী কোন আন্দোলনে বলেছেন-

A) অসযোগ আন্দোলন

B) ভারতছাড় আন্দোলন

C) বঙ্গভঙ্গ আন্দোলন

D) সত্যাগ্ৰহ আন্দোলন

B

14 বাংলায় প্রথম সুলতানি শাসন স্থাপন করেন (স্বাধীন ভাবে )

A) শামসউদ্দিন ইলিয়াস শাহ

B) হুসেন শাহ

C) আলীবর্দী খাঁ

D) এরা কেউ নন

A

15 বিজয়নগর রাজ্যের প্রথম রাজবংশ ছিল

A) হোয়সল

B) সঙ্গম

C) সালুভ

D) তুলুভ

B

16 টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল

A) মহীশুর

B) শ্রীরঙ্গপত্তনম

C) শ্রীয়েঙ্গারী

D) বেলুড়

B

17 ছত্রপতি শিবাজী কোথায় জন্মগ্রহণ করেছিল

A) বরামতি

B) সুরাট

C) জুনার

D) পুরন্দর

C

18 সিন্ধু সভ্যতার সব চেয়ে উত্তরে অবস্থিত স্থান

A)রোপার

B) মান্ডা

C) ডাইমাবাদ

D) আমরি

B

19 ভারতের লৌহমানব কাকে বলা হয়-

A) জামশেদজি টাটা

B) বল্লভভাই প্যাটেল

C) রাজা রামমোহন

D) নেতাজি

B

20 ফারুকশিয়ার এর ফরমান কত সালে লাভ করেন-

A) 1718

B) 1818

C) 1717

D) 1819

C

21 কাকে ‘‘ হিন্দুস্থানের তোতা পাখি ” বলা হত ?

(A) কবির

(B) তানসেন

(C) আমির খসরু

(D) বদাউনি

C

22 ভারতের রাজধানী পুরনো দিল্লি থেকে নতুন দিল্লিতে স্থানান্তরিত হয় কবে ?

(A) 1911 সালে

(B) 1921 সালে

(C) 1931 সালে

(D) 1941 সালে

C

23 শেষ মৌর্য সম্রাট কে ছিলেন ?

(A) অশোক

(B) বৃহদ্রথ

(C) দ্বিতীয় সমুদ্র গুপ্ত

(D) পষ্যমিত্র শুঙ্গ

B

24 কৌনিজ যুদ্ধের সময়কাল হল —

(A) 1525 খ্রি.

(B) 1530 খ্রি.

(C) 1540 খ্রি.

(D) 1610 খ্রি.

C

25 আধুনিক গণতন্ত্রের জনক কে ?

(A) জন লক

(B) উইলিয়াম বেন্টিং

(C) কোতে

(D) হার্বার্ট স্পেন্সার

A

PDF Download Now
Indian History for WBCS

ধন্যবাদ। আপনারা যদি আমাদের লেখা পাঠাতে চান তাহলে এই ই-মেল ([email protected]) এর মাধ্যমে পাঠিয়ে দিন। আমতা আপনার মূল্যবান লেখাটি যত্ন সহকারে বিবেচনা করে প্রকাশ করবো।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!